Updated on May 22nd, 2023 ||
যোজনা কি?
যোজনা হোল একটি বাংলা ব্লগ সাইট যেখানে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যোজনাগুলির প্রয়োজনীয় ও বিস্তারিত বিবরণ দেওয়া হয়। এখানে প্রকাশিত প্রতিটি তথ্য বিশেষ রুপে যাচাই করে তবেই দেওয়া হয় এবং মানুষ যাতে সহজেই কেন্দ্র ও রাজ্যের সরকারি যোজনাগুলি ও তার সম্পর্কিত অন্যান্য তথ্য সম্বন্ধে অবগত হতে পারেন সেদিকে বিশেষ নজর দেওয়া হয়।
যোজনার উদ্দেশ্য
যোজনার একটি অন্যতম উদ্দেশ্য হোল যে সাধারন বা বলা ভাল অতি সাধারন মানুষ যারা শুধু মাত্র বাংলা ভাষাতেই লিখতে পড়তে জানেন তাদের বোঝবার সুবিধের জন্যেই এই বাংলা ব্লগ সাইট।
এমন অনেক ক্ষেত্রেই হয়ে থাকে যে শুধু মাত্র ভাষার কারনে অনেক মানুষ ইন্টারনেটের সুবিধে থাকা সত্ত্বেও সঠিক তথ্য যোগাড় করতে পারেন না আর সরকার সেই সব মানুষের কথা ভেবেই প্রধানত নতুন নতুন যোজনা প্রকাশ করে থাকে। তাই সেই ক্ষেত্রে তাদের এই ‘যোজনা’ সাইটের মাধ্যমে সুবিধে হবে সবচেয়ে বেশি। তবে অবশই ‘যোজনা’ কে এগিয়ে নিয়ে যেতে ও রক্ষণাবেক্ষণের জন্যে ভবিষ্যতে এতে গুগল অ্যাডসের অনুমতি দেওয়া হবে।
যোজনার প্রতিষ্ঠাতা
আমার নাম সোহম দাশ। আমি একজন আইটি প্রফেশনাল। ২০১১ সালের মার্চ মাসে আমি প্রথম চাকরি শুরু করি একজন ওয়েব ডিজাইনার ও ডেভেলপার হিসেবে। ৬ বছর কাজ করার পর শারীরিক অসুস্থতার কারনে কাজ পরিবর্তন করতে বাধ্য হই কারন তখন একটানা বসে কাজ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। তারপর Arena Animation এ ওয়েব এর শিক্ষকতা শুরু করি। সেখানে ক্লাসের মাঝে যথেষ্ট সময় পাওয়া যেত এবং সেটি আমার আরোগ্য লাভে যথেষ্ট সাহায্য করেছিল।
ব্লগিং শুরু করার কথা প্রথম ভাবি ২০১৯ সালে এবং তখনি Google এর Free Blogger সাইটে হাতেখড়ি করতে একটি সাইট তৈরি করি। তবে তখন SEO সম্মন্ধে তেমন জ্ঞান ছিল না।
ব্লগিং নিয়ে নিয়মিত চর্চা ও কাজ করতে গিয়ে নতুন উদ্দম অনুভব করলাম যেটা চাকরি জীবনে কখনও হয়নি তাই ২০২২ সালের শেষে ঠিক করলাম যে একেই পরবর্তী career করবো। এরই ফলস্বরূপ ২০২২ এর ডিসেম্বর মাসে এর প্রথম পথচলা শুরু হয়েছে।
Founder/Author | Soham Das |
Website | jojona.in |
Profession | Blogger, Website Developer |
Hometown | Kolkata, West Bengal |
Click here |
যোজনা সম্মন্ধে কিছু কথা
ব্লগিং এ একটি কথাই আছে ‘Content is king’ তাই নির্ভুল তথ্যের জন্য যথেষ্ট রিসার্চ তো করতেই হয়। বর্তমানে তথ্য যোগাড়, পোস্ট লেখা থেকে সাইটের পর্যবেক্ষণ সমস্ত নিজেই করি এবং সে ব্যাপারে আমি যথেষ্ট উৎসাহী। সার্বিক ভাবে চেষ্টা করব যাতে মানুষের কাছে সঠিক ও পর্যাপ্ত তথ্য অতন্ত্য সহজসাধ্য ভাবে পরিবেশন করতে পারি। আপনাদের সকলের ভালবাসায় এই ‘যোজনা’ গড়ে উঠুক এই পার্থনা করি।