বাংলা আবাস যোজনা লিস্ট । Bangla awas yojana list 2024

বাংলা আবাস যোজনাটি হল বর্তমানে পশ্চিমবঙ্গের সর্বাধিক চর্চিত সরকারী প্রকল্প। রাজ্যবাসী সকলেই জানেন যে বিভিন্ন অভিযোগ, অনিয়ম ও হিসাবের গরমিলের কারনে পশ্চিমবঙ্গে প্রায় দুই বছর হল প্রধানমন্ত্রী আবাস যোজনার (PMAY) কেন্দ্রীয় অনুদান বন্ধ রয়েছে। কেন্দ্রীয় এই পদক্ষেপের জবাব স্বরূপ রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে বাংলা আবাস যোজনা প্রকল্পটি চালু করেছে। এই প্রকল্পে ঘর তৈরির জন্য যোগ্য উপভোক্তাদের মোট ৩টি কিস্তিতে যথাক্রমে ₹৬০,০০০/- টাকা, ₹৪০,০০০/- টাকা এবং ₹২০,০০০/- টাকা অনুদান দেওয়া হবে।

তবে এক্ষেত্রেও প্রকল্পটি বাস্তবায়িত করার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে রাজ্য সরকারকে। বহু দুর্নীতির খবর ইতিমধ্যেই পাওয়া গেছে এবং যার কারনে সরকারী পক্ষ থেকে একাধিকবার বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করার নির্দেশ দেওয়া হয়েছিল। 

অবশেষে বহু প্রতীক্ষার পর বাংলা আবাস যোজনার প্রাপকদের নামের লিস্ট প্রকাশ করেছে রাজ্য সরকার। এই তালিকাটি আপনি বিডিও অফিস, এসডিও অফিস ও জেলা প্রশাসকের অফিসে গিয়ে চেক করতে পারবেন, তাছাড়া রাজ্যের প্রতিটি জেলার নামের লিস্ট আপনি সেই জেলাগুলির অফিসিয়াল পোর্টাল থেকেও সহজেই জেনে নিতে পারবেন।

বাংলা আবাস যোজনা ২০২৪, যোগ্যতা, সুবিধা, আবেদন

বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট

রাজ্য সরকার ২৭শে নভেম্বর এই বাংলা আবাস যোজনার প্রাপকদের অস্থায়ী বা পরীক্ষামূলক তালিকাটি জেলাগুলির পোর্টালে প্রকাশ করেছে, যেখানে আপনি প্রধানত তিন ধরণের লিস্ট দেখতে পাবেন যথাক্রমে যোগ্য উপভোক্তাদের নাম, অযোগ্যদের নাম এবং নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলির নাম। 

সরকার পক্ষ থেকে এই নাম প্রকাশের আগে তা বারংবার সার্ভে এবং পঞ্চায়েত স্তরেও তা যাচাই করা হয়েছে। যোগ্য উপভোক্তারা যাতে ১০০% আবাস যোজনার ঘর পেতে পারেন তা নিশ্চিত করতে চায় রাজ্য সরকার।

বাংলা আবাস যোজনা লিস্ট

বাংলা আবাস যোজনার নতুন লিস্ট

বাংলা আবাস যোজনার চূড়ান্ত তালিকাটি ৪ঠা ডিসেম্বর প্রকাশিত হয়েছে। পূর্বে প্রকাশিত খসড়া লিস্টের পরেও কোনও যোগ্য উপভোক্তা যাতে তালিকা থেকে বঞ্চিত না থেকে যান তাই ৩রা ডিসেম্বর পর্যন্ত বিডিও অফিস, এসডিও অফিস বা জেলা প্রশাসনের অফিসে অভিযোগ জানানোর জন্য সময় দেওয়া হয়েছিল।

এই অভিযোগগুলি খতিয়ে দেখে ৫ই ডিসেম্বরের তা মধ্যে গ্রাম সভায় অনুমোদন করা হবে, অর্থাৎ প্রথম কিস্তির ক্ষেত্রে আর কোন অভিযোগ এরপরে জানানো হলেও চূড়ান্ত তালিকাটি আর পরিবর্তন করা হবে না। 

গ্রাম সভায় অনুমোদিত তালিকাটি ৯ই ডিসেম্বরের মধ্যে ব্ল্যাক লেভেল স্তরে অনুমোদন করা হবে এবং সবশেষে ১১ই ডিসেম্বরের মধ্যে তা জেলা স্তর থেকে অনুমোদিত হবে।

সরকারী তরফে জানান হয়েছে যে, ১৫ই ডিসেম্বর থেকে ৩০শে ডিসেম্বরের মধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পাঠানো হবে।

বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট কিভাবে দেখব

পশ্চিমবঙ্গের ২৩টি জেলার মধ্যে প্রায় প্রত্যেক জেলারই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি সেই জেলার অন্তর্গত বাংলা আবাস যোজনা ঘরের লিস্টটি দেখতে পাবেন। তবে প্রত্যেকটি জেলার অফিসিয়াল পোর্টালগুলি কিছুটা ভিন্ন হওয়ায় আপনি একই পদ্ধতিতে সব জেলার লিস্টগুলি দেখতে পাবেন না।

নিচে আপনি অফিসিয়াল পোর্টাল থেকে কি ভাবে লিস্ট চেক করতে পারবেন তা উল্লেখ করা হলঃ

  • আপনাকে নির্দিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর আপনাকে নিচে স্ক্রল করে নোটিশ সেকশনে যেতে হবে।
  • নোটিশের মধ্যে আপনাকে Rural Housing (Banglar Bari) সার্চ করতে হবে।
  • এরপর Provisional list এর অধীনে আপনি ৩ ধরনের লিস্ট দেখতে পাবেন যথাক্রমে Eligible, Ineligible, ও Inactive লিস্ট, যার মধ্যে শুধুমাত্র Eligible বা যোগ্য উপভোক্তারাই অনুদান পাওয়ার যোগ্য।

আপানাদের সুবিধার জন্য রাজ্যের প্রত্যেকটি জেলার অফিসিয়াল পোর্টালের লিঙ্কগুলি নিচে দেওয়া হলঃ

  1. দার্জিলিং জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
  1. জলপাইগুড়ি জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
  1. কোচবিহার জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
  1. মালদা জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
  1. উত্তর দিনাজপুর জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
  1. দক্ষিণ দিনাজপুর জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
  1. আলিপুরদুয়ার জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
  1. কালিম্পং জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
  1. বাঁকুড়া জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
  1. পশ্চিম বর্ধমান জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
  1. পূর্ব বর্ধমান জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
  1. বীরভূম জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
  1. পুরুলিয়া জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
  1. মুর্শিদাবাদ জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
  1. নদীয়া জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
  1. পশ্চিম মেদিনীপুর জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
  1. ঝাড়গ্রাম জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
  1. পূর্ব মেদিনীপুর জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
  1. হুগলি জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
  1. হাওড়া জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
  1. কলকাতা জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
  1. উত্তর ২৪ পরগনা জেলার বাংলা আবাস যোজনা লিস্ট
  1. দক্ষিণ ২৪ পরগনা জেলার বাংলা আবাস যোজনা লিস্ট

তবে কিছু জেলায় উপ নির্বাচন চলার কারনে সেখানে বাংলা আবাস যোজনার সার্ভের কাজ বন্ধ ছিল। তাই সেই সমস্ত এলাকায় বর্তমানে লিস্ট তৈরির কাজ হচ্ছে এবং বাকি জেলাগুলিতে খসড়া লিস্ট ও পরবর্তী সময় চূড়ান্ত লিস্ট আপলোড করার কাজ চলছে।

Leave a Comment