প্রতিবন্ধী ভাতা পশ্চিমবঙ্গ, মানবিক পেনশন সুবিধা ও আবেদন

Updated on May 17th, 2025 ||

পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী ভাতা যা ‘মানবিক পেনশন প্রকল্প’ রূপে পরিচিত তা ২০১৮ সালে রাজ্য সরকার দ্বারা  চালু করা হয়েছিল। এই প্রকল্পটি ‘নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ বিভাগ’ দ্বারা পরিচালিত হয়ে থাকে। রাজ্যের প্রতিবন্ধী মানুষদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যেই এই মানবিক পেনশন প্রকল্পটির উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পে আবেদন করার জন্য একটি প্রতিবন্ধী শংসাপত্র প্রয়োজনএই নিবন্ধে মানবিক পেনশন প্রকল্পে আবেদন, সুবিধা প্রভৃতি সম্পর্কীয় যাবতীয় তথ্য প্রদান করা হল।

প্রতিবন্ধী ভাতা পশ্চিমবঙ্গ বা মানবিক পেনশন কি

পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী ভাতা বা মানবিক পেনশন প্রকল্পটি হল একটি কল্যাণমূলক উদ্যোগ যেখানে রাজ্যের দরিদ্র এবং প্রতিবন্ধকতার কারণে কাজ করতে অক্ষম এমন ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে যাতে তাঁরা তাদের ন্যুনতম জীবনযাত্রার মান বজায় রাখতে পারেন।

এই প্রকল্পের অধীনে দরিদ্র ও নিঃস্ব প্রাপ্তবয়স্ক প্রতিবন্ধী ব্যক্তির যদি ৫০% বা তার বেশি প্রতিবন্ধকতা থাকে তবে তিনি প্রতি মাসে ₹১,০০০/- টাকা করে প্রতিবন্ধী ভাতা পাবেন।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প

manabik pension scheme bengali

প্রতিবন্ধী ভাতা পশ্চিমবঙ্গ বা মানবিক পেনশন বিবরণ

মানবিক পেনশন প্রকল্পের র বিবরণগুলি নিম্নবর্তী সারণীতে উল্লেখ করা হলঃ

প্রকল্পের নামমানবিক পেনশন প্রকল্প
উদ্যোক্তারাজ্য সরকার
দায়িত্বপ্রাপ্ত বিভাগনারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ বিভাগ
সূচনা২০১৮
সুবিধাভোগীপশ্চিমবঙ্গের দরিদ্র ও প্রতিবন্ধী মানুষ
ভাতার পরিমাণমাসিক ₹১,০০০/- টাকা
ভাতা প্রদানের মাধ্যমসরাসরি DBT মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে
আবেদনঅফলাইন

প্রতিবন্ধী ভাতা পশ্চিমবঙ্গ বা মানবিক পেনশন বৈশিষ্ট

মানবিক পেনশনের বৈশিষ্টগুলি নিচে তালিকাভুক্ত করা হলঃ

  • মানবিক পেনশন প্রকল্পের আরেক নাম হল ‘পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী পেনশন প্রকল্প’। 
  • এই প্রকল্পের অধীনে ৫০% বা তার বেশি প্রতিবন্ধী ব্যক্তিরাই হলেন এই মাসিক পেনশন পাওয়ার যোগ্য।
  • এই প্রকল্পে আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ₹১,০০,০০০/- টাকার কম হতে হবে।
  • মানবিক পেনশন প্রকল্পটি হল রাজ্যের বিদ্যমান প্রতিবন্ধী পেনশন প্রকল্প ২০১০ এর সংযোজন।
  • প্রতিবন্ধী পেনশন প্রকল্প ২০১০ এর সকল পেনশন প্রাপকদের নাম এই মানবিক পেনশনের আওতায় তালিকাভুক্ত করা হয়েছে।
  • মানবিক পেনশনের সুবিধাভোগীরা কেন্দ্র অথবা রাজ্য সরকারের আর কোন প্রকল্প যেমন বার্ধক্য ভাতা বা বিধবা ভাতাগুলির সুবিধা পাবেন না।

প্রতিবন্ধী ভাতা পশ্চিমবঙ্গ বা মানবিক পেনশন যোগ্যতা

মানবিক পেনশনের ক্ষেত্রে নিম্নলিখিত যোগ্যতাগুলি প্রয়োজনঃ

  • আবেদনকারীকে অবশ্যই ৫০% বা তার বেশি প্রতিবন্ধী ব্যক্তি হতে হবে। 
  • সুবিধাভোগীর বার্ষিক পারিবারিক আয় ১ লাখ টাকার বেশি হবে না।
  • আবেদনকারীকে পেনশনের জন্য আবেদন করার তারিখে পশ্চিমবঙ্গ রাজ্যের কমপক্ষে ১০ বছর ধরে বসবাসকারী হতে হবে। 

প্রতিবন্ধী ভাতা পশ্চিমবঙ্গ বা মানবিক পেনশন সুবিধা

মানবিক পেনশনের অধীনে নিম্নলিখিত সুবিধা পাওয়া যায়ঃ

  • সকল যোগ্য প্রতিবন্ধী সুবিধাভোগীদের প্রতি মাসে ₹১০০০/- টাকা করে ভাতা প্রদান করা হয়।

প্রতিবন্ধী ভাতা পশ্চিমবঙ্গ বা মানবিক পেনশন আবেদন

মানবিক পেনশনে আবেদনের জন্য এখনও কোন অনলাইন আবেদন পদ্ধতি উপলব্ধ নেই, আপনি অফলাইনে আবেদনপত্র জমা দেওয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন।

মানবিক পেনশনের জন্য আবেদনপত্র নিম্নলিখিত অফিসগুলি থেকে বিনামূল্যে পাওয়া যাবে যথাঃ 

  • গ্রামীণ এলাকার ক্ষেত্রে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের অফিস অথবা সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ অফিসারের অফিস
  • পৌর এলাকাগুলির ক্ষেত্রে সাব-ডিভিশনাল অফিসারের অফিস
  • কলকাতা পৌর কর্পোরেশনের আওতাধীন এলাকাগুলির ক্ষেত্রে ‘ভাগ্র্যান্সি কন্ট্রোলার অফিস’ বা ভবঘুরে নিয়ন্ত্রক অফিস, পুর্তা ভবন, বিধান নগর, কলকাতা ৭০০০৯১

এছাড়া আপনি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও প্রয়োজনীয় তথ্য সহ আবেদনপত্র পূরণ করে জমা করতে পারেন।

  • এরপর আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় নথিগুলি সংযুক্ত করতে হবে।
  • তারপর সংশ্লিষ্ট অফিসে তা জমা করতে হবে।
  • আপনার আবেদনপত্র ও নথিগুলি যাচাইকরণের পর আপনি যোগ্য বিবেচিত হলে প্রতিবন্ধী পেনশনের পরিমাণ ₹১০০০/- টাকা প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।

প্রতিবন্ধী ভাতা পশ্চিমবঙ্গ বা মানবিক পেনশন প্রয়োজনীয় নথি

মানবিক পেনশনে আবেদনের জন্য নিম্নলিখিত নথিপত্রগুলির প্রয়োজনঃ

  • যথাযথ কর্তৃপক্ষের প্রতিবন্ধী শংসাপত্রের স্ব-প্রত্যয়িত কপি
  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • ডিজিটাল রেশন কার্ড
  • আয়ের শংসাপত্র
  • কাস্ট বা জাতি শংসাপত্র
  • বাসস্থানের প্রমাণপত্র
  • ব্যাংক পাস বইয়ের প্রথম পৃষ্ঠার কপি
  • রঙিন পাসপোর্ট সাইজের ছবি

প্রতিবন্ধী ভাতা পশ্চিমবঙ্গ বা মানবিক পেনশন সম্পর্কিত প্রশ্ন

মানবিক পেনশন কি?

মানবিক পেনশন প্রকল্প হল পশ্চিমবঙ্গের দরিদ্র ও প্রতিবন্ধী মানুষদের জন্য একটি আর্থিক সহায়তা কর্মসূচি যা ২০১৮ সালে চালু করা হয়েছিল।

মানবিক পেনশনের জন্য যোগ্য কারা?

পশ্চিমবঙ্গের বাসিন্দা যারা ৫০% বা তার বেশি প্রতিবন্ধী এবং যাদের বার্ষিক পারিবারিক আয় ১ লাখ টাকার বেশি নয় তারা এই মানবিক পেনশনের জন্য যোগ্য।

মানবিক পেনশনের জন্য কিভাবে আবেদন করব?

মানবিক পেনশনের আবেদনের জন্য আপনি দুয়ারে সরকার ক্যাম্প, বিডিও, এসডিও বা কলকাতা পৌর কর্পোরেশনের অফিস থেকে আবেদনপত্র পূরণ করে সেখানেই জমা করতে পারবেন।

Leave a Comment