Updated on April 1st, 2025 ||
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা জাতীয় সঞ্চয় শংসাপত্র (NSC) হল পোস্ট অফিসের সবচেয়ে জনপ্রিয় স্কিমগুলির মধ্যে অন্যতম। এটি হল একটি ফিক্সড আয়ের বিনিয়োগ প্রকল্প যার কোন ঊর্ধ্ব সীমা নেই। এটি 80C কর সুবিধা প্রদান করার পাশাপাশি পোস্ট অফিস স্কিম হওয়ার কারনে ঝুঁকি মুক্ত রিটার্নের নিশ্চয়তা প্রদান করে। এই নিবন্ধে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট কি, বৈশিষ্ট্য, সুদের পরিমাণ, মেয়াদ, সুবিধা, যোগ্যতার মানদণ্ড, আবেদন সম্বন্ধীয় বিস্তারিত তথ্য দেওয়া হল।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট কি?
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) হল প্রধানত ক্ষুদ্র থেকে মধ্যম আয়ের বিনিয়োগকারীদের জন্য করা ভারত সরকারের একটি উদ্যোগ যা তাদের সঞ্চয়ে উৎসাহিত করবে। আপনি যেকোনো পোস্ট অফিসের শাখায় এই বিনিয়োগটি করতে পারবেন, যা সম্পূর্ণ ঝুঁকি মুক্ত এবং গ্রাহকদের সুবিধার কথা ভেবে বিনিয়োগের মেয়াদকাল ৫ বছর পর্যন্ত রাখা হয়েছে।

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বিবরণ
এনএসসি স্কিমের বিবরণগুলি নিম্নবর্তী সারণীতে উল্লেখ করা হলঃ
প্রকল্পের নাম | ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট |
উদ্যোক্তা | কেন্দ্রীয় সরকার |
সুদের হার | বার্ষিক ৭.৭% |
ন্যূনতম বিনিয়োগ | ₹১০০০/- |
সর্বোচ্চ বিনিয়োগ | কোন সীমা নেই |
লক-ইন পিরিয়ড | ৫ বছর |
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বৈশিষ্ট্য ও সুবিধা
এনএসসি স্কিমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি নিচে তালিকাভুক্ত হলঃ
সুদের হার
এই স্কিমে বার্ষিক নির্দিষ্ট হারে সুদ প্রদান করা হয় এবং এই সুদের হার সরকার দ্বারা প্রতি ত্রৈমাসিকে নির্ধারণ করা হয়ে থাকে। বর্তমান সুদের হার হল বার্ষিক ৭.৭%।
ম্যাচুরিটি পিরিয়ড
পূর্বে এই প্রকল্পে দুই ধরণের সার্টিফিকেট উপলব্ধ ছিল, একটি হল ৫ বছর মেয়াদ বিশিষ্ট NSC VIII এবং অপরটি ছিল ১০ বছর মেয়াদ বিশিষ্ট NSC IX, তবে ২০১৫ সালের ডিসেম্বরে ১০ বছর মেয়াদের সুবিধাটি বন্ধ হয়ে যাওয়ার পর শুধুমাত্র পূর্ববর্তী সার্টিফিকেটটি উপলব্ধ রয়েছে।
লক-ইন পিরিয়ড
এনএসসির লক-ইন পিরিয়ড হল পাঁচ বছর অর্থাৎ এই সময়ের মধ্যে বিনিয়োগ প্রত্যাহার করা যাবে না, তবে কিছু বিশেষ ক্ষেত্রে যেমন বিনিয়োগকারীর মৃত্যু বা আদালতের নির্দেশে অকাল প্রত্যাহার সম্ভব।
বিনিয়োগের নমনীয়তা
আপনি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের প্রাথমিক বিনিয়োগ হিসেবে কমপক্ষে ₹১,০০০/- টাকা এবং ₹১০০/- টাকার গুণিতকে যে কোন বিনিয়োগ করতে পারবেন।
চক্রবৃদ্ধি সুদ
এনএসসিতে আপনার বিনিয়োগের উপর অর্জিত সুদ স্বাভাবিক ভাবেই চক্রবৃদ্ধি হারে ধরা হয় এবং পুনঃবিনিয়োগ করা হয়ে থাকে, তাই সরল সুদের থেকে আপনি এক্ষেত্রে বেশি রিটার্ন উপভোগ করেন।
কর সুবিধা
এনএসসির বিনিয়োগ আয়কর আইনের ধারা 80C-এর অধীনে ছাড় যোগ্য। প্রতি আর্থিক বছরে সর্বোচ্চ সীমা ১.৫ লক্ষ টাকা পর্যন্ত আপনি ছাড় পাবেন। এনএসসির অধীনে অর্জিত সুদ করযোগ্য তবে তা স্বয়ংক্রিয়ভাবে পুনঃবিনিয়োগ করা হয় তাই প্রথম ৪ বছর সুদের ওপর কর ছাড়ের সুবিধা পাওয়া যায়।
স্থানান্তরযোগ্য
এনএসসির ক্ষেত্রে আপনি প্রয়োজনীয় KYC নথি জমা দিয়ে যেকোনো পোস্ট অফিস থেকে সহজেই কিনতে পারবেন। এছাড়াও, মূল সার্টিফিকেটের সুদের পরিমাণ ও ম্যাচুরিটির ওপর কোনও প্রভাব না ফেলেই আপনি এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে অথবা একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে সার্টিফিকেট স্থানান্তর করতে পারবেন। এই সুবিধার জন্যই এনএসসি উত্তরাধিকার সূত্রে দেওয়ার ক্ষেত্রে বিশেষ কার্যকারী।
ঋণের জামানত
আপনি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটটি ব্যাংক অথবা নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিগুলিতে ঋণের জামানত হিসাবে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে সংশ্লিষ্ট পোস্টমাস্টারকে দিয়ে সার্টিফিকেটের উপর একটি ট্রান্সফার স্ট্যাম্প লাগিয়ে ব্যাংকে স্থানান্তর করতে হবে।
নমিনেশন
এনএসসিতে বিনিয়োগকারী পরিবারের একজন সদস্যকে, এমনকি একজন নাবালককেও মনোনয়ন করতে পারেন যাতে বিনিয়োগকারীর মৃত্যুর পর এটি উত্তরাধিকার সূত্রে তিনি পেতে পারেন।
মেয়াদপূর্তির কর্পাস
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের ক্ষেত্রে বিনিয়োগকারী মেয়াদপূর্তির পর সম্পূর্ণ কর্পাস মূল্য পাবেন। তবে এনএসসি পেমেন্টের উপর কোনও টিডিএস নেই, তাই গ্রাহককে তার আয়কর রিটার্ন দাখিল করার সময় বা তার অগ্রিম কর প্রদানের সময় প্রযোজ্য কর প্রদান করতে হবে।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট সুদের হারের তালিকা
এনএসসির সুদের হার অর্থ মন্ত্রণালয় দ্বারা পর্যালোচনা করা হয়ে থাকে, যার ফলে প্রতি ত্রৈমাসিকে এটি সংশোধন করা হয়। এই সুদের হার বার্ষিকভাবে বৃদ্ধি করা হয় এবং মেয়াদপূর্তির পরে বিতরণ করা হয়।
নীচে পূর্ববর্তী বছরগুলির NSC সুদের হারের একটি তালিকা দেওয়া হলঃ
সময় কাল | NSC সুদের হার (% বার্ষিক) |
জানুয়ারী থেকে মার্চ ২০২৫ (২০২৪-২৫ আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিক) | ৭.৭% |
অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৪ (২০২৪-২৫ আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিক) | ৭.৭% |
জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৪ (২০২৪-২৫ আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিক) | ৭.৭% |
এপ্রিল থেকে জুন ২০২৪ (২০২৪-২৫ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিক) | ৭.৭% |
জানুয়ারী থেকে মার্চ ২০২৪ (২০২৩-২৪ আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিক) | ৭.৭% |
অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৩ (২০২৩-২৪ আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিক) | ৭.৭% |
জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৩ (২০২৩-২৪ আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিক) | ৭.৭% |
এপ্রিল থেকে জুন ২০২৩ (২০২৩-২৪ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিক) | ৭.৭% |
জানুয়ারী থেকে মার্চ ২০২৩ (২০২২-২৩ আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিক) | ৭.০% |
অক্টোবর থেকে ডিসেম্বর ২০২২ (২০২২-২৩ আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিক) | ৬.৮% |
জুলাই থেকে সেপ্টেম্বর ২০২২ (২০২২-২৩ আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিক) | ৬.৮% |
এপ্রিল থেকে জুন ২০২২ (২০২২-২৩ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিক) | ৬.৮% |
জানুয়ারী থেকে মার্চ ২০২২ (২০২১-২২ আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিক) | ৬.৮% |
অক্টোবর থেকে ডিসেম্বর ২০২১ (২০২১-২২ আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিক) | ৬.৮% |
জুলাই থেকে সেপ্টেম্বর ২০২১ (২০২১-২২ আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিক) | ৬.৮% |
এপ্রিল থেকে জুন ২০২১ (২০২১-২২ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিক) | ৬.৮% |
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের সাথে অন্যান্য কর ছাড় বিনিয়োগগুলির তুলনা
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের বিনিয়োগটি হল ১৯৬১ সালের আয়কর আইনের ৮০সি ধারার অধীনে কর ছাড়ের যোগ্য। তেমনই কর ছাড় যোগ্য অন্যান্য জনপ্রিয় বিকল্পগুলি হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS), ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম (ELSS) এবং কর-সঞ্চয়কারী ফিক্সড ডিপোজিট (FD)।
নীচের সারণীতে এনএসসির সাথে অন্যান্য কর-সঞ্চয়কারী বিনিয়োগের তুলনা করা হলঃ
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) | পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) | ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) | ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম (ELSS) | ফিক্সড ডিপোজিট (FD) |
বার্ষিক ৭.৭% সুদ | বার্ষিক ৭.১% সুদ | বার্ষিক ৮% থেকে ১০% | বার্ষিক ১২% থেকে ১৫% | বার্ষিক ৭% থেকে ৮% |
লক-ইন পিরিয়ড ৫ বছর | ১৫ বছর | অবসর পর্যন্ত | ৩ বছর | ৫ বছর |
ঝুঁকি মুক্ত | ঝুঁকি মুক্ত | বাজার-সম্পর্কিত ঝুঁকি | বাজার-সম্পর্কিত ঝুঁকি | ঝুঁকি মুক্ত |
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট যোগ্যতার মানদণ্ড
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডগুলি নীচে উল্লেখ করা হলঃ
- এনএসসিতে বিনিয়োগের ক্ষেত্রে হিন্দু অবিভক্ত পরিবার (HUF), ট্রাস্ট, বেসরকারি এবং পাবলিক লিমিটেড কোম্পানিগুলি যোগ্য নয়।
- ব্যক্তিকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। কোন অনাবাসী ভারতীয় (এনআরআই) এনএসসিতে বিনিয়োগ করতে পারবেন না।
- ন্যূনতম ১০ বছরের বেশি বয়সী কোন ব্যক্তি নিজের নামে এনএসসি অ্যাকাউন্ট খুলতে পারেন।
এনএসসিতে কিভাবে বিনিয়োগ করবেন
ব্যাংক বা পোস্ট অফিস থেকে বছর কয়েক আগেও NSC সার্টিফিকেটের হার্ড কপি দেওয়া হত। তবে ২০১৬ সাল থেকে তা বন্ধ করে দেওয়া হয় এবং বর্তমানে আপনাকে ইলেকট্রনিক মোড (ই-মোড) অথবা পাসবুক মোডের মাধ্যমে সার্টিফিকেট প্রদান করা হয়ে থাকে।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট অফলাইন আবেদন
নিম্নলিখিত পদ্ধতিতে আপনি অফলাইনে এনএসসিতে আবেদন করতে পারবেনঃ
- আপনাকে ব্যাঙ্ক অথবা যেকোনো পোস্ট অফিস থেকে NSC আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
- ফর্মটি সমস্ত বিবরণ সহ যথাযথ ভাবে পূরণ করুন।
- ফর্মের সাথে প্রয়োজনীয় KYC নথিগুলির কপি নিজস্ব সই করে একসাথে জমা করুন।
- আপনাকে ফর্ম জমা করার সময় মূল নথিপত্রগুলি যাচাইয়ের জন্য সঙ্গে রাখতে হবে এবং তার সাথে যে পরিমাণ বিনিয়োগ করতে চান তা জমা করতে হবে।
- আপনার আবেদন অনুমোদনের পর, আপনাকে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট প্রদান করা হবে।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট অনলাইন আবেদন
নিম্নলিখিত পদ্ধতিতে আপনি অনলাইনে সহজেই এনএসসির জন্য আবেদন করতে পারবেনঃ
- আপনাকে প্রথমে পোস্ট অফিসের ই ব্যাঙ্কিং বা ডিপার্টমেন্ট অফ পোস্ট (DOP) খুলতে হবে এবং লগ ইন করতে হবে।
- বাঁদিকের ‘জেনারেল সার্ভিসেস’ থেকে ‘সার্ভিস রিকুয়েস্ট’ এ যেতে হবে।
- এবার ‘নিউ রিকুয়েস্ট’ সিলেক্ট করে OK তে ক্লিক করতে হবে।
- তাহলেই নতুন রিকুয়েস্টের একটি লিস্ট খুলে যাবে যেখান থেকে আপনাকে ‘এনএসসি অ্যাকাউন্ট’ এ ক্লিক করতে হবে।


- এরপর আপনাকে জমার পরিমাণ লিখতে হবে এবং পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা ডেবিট অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিতে হবে।
- এবার ‘টার্মস এন্ড কন্ডিশন’ ক্লিক করে নিচে ‘সাবমিট অনলাইন’ এ ক্লিক করতে হবে।
- পরের পেজটিতে আপনাকে লেনদেনের পাসওয়ার্ডটি দিতে হবে এবং তারপর ‘সাবমিট’ করতে হবে।
- এরপর লেনদেনটি সম্পূর্ণ হলেই আপনার এনএসসি অ্যাকাউন্টটি খুলে যাবে যেখানে আপনার এনএসসি অ্যাকাউন্ট নম্বরের সাথে অন্যান্য ডিটেলস দেখা যাবে যা আপনি প্রিন্ট নিতে পারবেন।
এনএসসিতে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে বিনিয়োগের জন্য নিম্নলিখিত নথিগুলি প্রয়োজনঃ
- এনএসসি ফর্ম বাঁ আবেদনপত্র
- আপনার পরিচয়পত্র যেমন পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্রবীণ নাগরিক আইডি, অথবা অন্য কোনও সরকারী পরিচয়পত্র
- ঠিকানার প্রমাণপত্র যেমন বিদ্যুৎ বিল, পাসপোর্ট, টেলিফোন বিল, ব্যাংক স্টেটমেন্ট বাঁ চেক
- পাসপোর্ট সাইজ ছবি
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট সম্পর্কিত প্রশ্ন
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট কি?
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বাঁ এনএসসি হল ক্ষুদ্র ও মাঝারি আয়ের বিনিয়োগকারীদের জন্য করা ভারত সরকার সমর্থিত একটি ফিক্সড আয়ের বিনিয়োগ প্রকল্প, যেটি কর সাশ্রয়কারী এবং সম্পূর্ণ ঝুঁকি মুক্ত। আপনি সহজেই পোস্ট অফিস থেকে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট অ্যাকাউন্ট খুলতে পারবেন।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের সর্বনিম্ন পরিমাণ কত?
একটি এনএসসি অ্যাকাউন্ট খোলার জন্য সর্বনিম্ন পরিমাণ হল ₹১,০০০/- টাকা এবং বেশি পরিমাণের ক্ষেত্রে আপনি ₹১০০/- টাকার গুণিতকে যে কোন আমানত জমা করতে পারেন, এক্ষেত্রে জমার পরিমাণের সর্বোচ্চ কোন সীমা নেই।
এনএসসি ম্যাচুরিটির সময় কত?
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের ম্যাচুরিটি পিরিয়ড হল ৫ বছর।