Updated on May 31st, 2025 ||
টাটা স্কলারশিপ বা টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপ হল অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভে এবং তাদের উন্নত ভবিষ্যত গড়ার স্বার্থে করা একটি আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ যেটি ২০১৩ সালে প্রথম চালু করা হয়েছিল। এই নিবন্ধে টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপ সম্বন্ধীয় যাবতীয় তথ্য দেওয়া হল।
টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপ কি
সুশিক্ষা একজন মানুষের জীবন এবং সর্বোপরি একটি সুশিক্ষিত সমাজ গড়ে তোলার পেছনে সর্বাধিক গুরুত্ব রাখে। আমাদের দেশে অনেক শিক্ষার্থীরাই আছে যাদের আর্থিক সীমাবদ্ধতার কারনে কঠিন সংগ্রাম করতে হয়। তাই শিক্ষা ক্ষেত্রে সকল প্রকার উৎসাহ ও সহায়তা প্রদান সর্বদাই কাম্য।
টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপ প্রদানকারী সংস্থা ‘টাটা ক্যাপিটাল লিমিটেড’ তাদের ‘কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি’ (CSR) বা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই বৃত্তি কর্মসূচি চালু করেছে। এই স্কলারশিপের অন্যতম লক্ষ্য হল যোগ্য এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাগত সহায়তা প্রদানের মাধ্যমে সমাজে ও শিক্ষাক্ষেত্রে সুব্যবস্থার পরিবেশ গড়ে তোলা।
এই স্কলারশিপটিকে শিক্ষার্থীদের কাছে সহজলভ্য করার জন্য টাটা ক্যাপিটাল Buddy4Study-এর সাথে অংশীদারিত্ব করেছে এবং এই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে, প্রাথমিকভাবে মহারাষ্ট্রে শুরু হওয়া এই প্রোগ্রামটি এখন উত্তর প্রদেশ, রাজস্থান, আসাম, তামিলনাড়ু, কর্ণাটক থেকে দেশের টিয়ার ২, টিয়ার ৩ এবং টিয়ার ৪ শহরগুলিতেও প্রসারিত করা সম্ভব হয়েছে এবং ২০২৫ সালের মার্চ পর্যন্ত ২৫,০০০ জনেরও বেশি স্কলারকে উপকৃত করেছে।
এই স্কলারশিপের আওতায় একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত অথবা সাধারণ স্নাতক, ডিপ্লোমা বা পলিটেকনিক কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের তাদের কোর্স ফি’র ৮০% পর্যন্ত অথবা ₹১০,০০০ টাকা থেকে ₹১২,০০০ টাকা (যেটি কম) পর্যন্ত এককালীন বৃত্তি প্রদান করা হয়ে থাকে।
টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপে আবেদনের সময় সাধারণত প্রতি বছর জুন থেকে আগস্ট মাসের মধ্যে হয়ে থাকে।

টাটা স্কলারশিপ বিবরণ
টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপের বিবরণগুলি নিম্নবর্তী সারণীতে উল্লেখ করা হলঃ
বৃত্তির নাম | টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপ |
উদ্যোক্তা | টাটা ক্যাপিটাল লিমিটেড |
শুরুর সময় | ২০১৩ সাল |
বৃত্তির যোগ্যতা | একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত অথবা সাধারণ স্নাতক, ডিপ্লোমা বা পলিটেকনিক কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা |
প্রয়োজনীয় নম্বর | শেষ পরীক্ষায় ৬০% |
আর্থিক সহায়তার পরিমাণ | এককালীন ₹১০,০০০ – ₹১২০০০/- টাকা |
আবেদন পদ্ধতি | অনলাইন |
টাটা স্কলারশিপ সুবিধা
টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপ থেকে শিক্ষার্থীরা নিম্নলিখিত সুবিধাগুলি পাবেঃ
- শিক্ষার্থীদের প্রদত্ত কোর্স ফি’র ৮০% পর্যন্ত স্কলারশিপ পাবে।
- সর্বোচ্চ ₹১২,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়া যাবে।
টাটা স্কলারশিপ যোগ্যতা
টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপের জন্য নিম্নলিখিত যোগ্যতাগুলি প্রয়োজনঃ
- ভারতের স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ বা দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন অথবা যেসব শিক্ষার্থী বর্তমানে ভারতের স্বীকৃত প্রতিষ্ঠানে বি.কম., বি.এসসি., বিএ ইত্যাদি স্নাতক ডিগ্রি প্রোগ্রামে অথবা ডিপ্লোমা/পলিটেকনিক কোর্সে ভর্তি আছেন তারা আবেদন করতে পারবেন।
- আবেদনকারীদের পূর্ববর্তী শ্রেণি বা সেমিস্টারে কমপক্ষে ৬০% নম্বর থাকতে হবে।
- আবেদনকারীদের বার্ষিক পারিবারিক আয় ২.৫ লক্ষ টাকার কম বা সমান হতে হবে।
- টাটা ক্যাপিটাল কর্মচারীদের সন্তানরা এই স্কলারশিপের জন্য যোগ্য নয়।
- শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই আবেদন করতে পারবেন।
টাটা স্কলারশিপ ডকুমেন্টস
টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপে আবেদনের জন্য নিম্নলিখিত নথিপত্রগুলির প্রয়োজনঃ
- ছবিযুক্ত পরিচয়পত্র (আধার কার্ড)
- আবেদনকারীর পাসপোর্ট আকারের ছবি
- আয়ের প্রমাণপত্র (ফর্ম ১৬এ/সরকারি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আয়ের সনদ/বেতন স্লিপ ইত্যাদি)
- ভর্তি প্রমাণপত্র (কলেজ/প্রতিষ্ঠানের পরিচয়পত্র/প্রমাণপত্র, ইত্যাদি)
- বর্তমান শিক্ষাবর্ষের ফি রসিদ
- আবেদনকারীর নিজস্ব পাসবই
টাটা স্কলারশিপ আবেদন
নিম্নলিখিত পদ্ধতিতে আপনি Buddy4Study এর পোর্টালের মাধ্যমে টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপে আবেদন করতে পারবেনঃ
- আপনাকে প্রথমে Buddy4Study এর ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে নাম, ইমেল, মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- এরপর আপনি নিজের প্রোফাইল থেকে স্কলারশিপ সার্চ করে টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপে যেতে পারেন অথবা সরাসরি টাটা ক্যাপিটাল স্কলারশিপের পেজটি খুলতে পারেন।
- আপনি একাদশ ও দ্বাদশ শ্রেণী অথবা ডিপ্লোমা/পলিটেকনিক অ্যান্ড জেনারেল গ্র্যাজুয়েশন, যেখানে আবেদন করতে চান সেখানে ‘Apply Now’ তে ক্লিক করতে হবে।
- অনলাইন আবেদন ফর্মের প্রয়োজনীয় বিবরণগুলি যথাযত ভাবে পূরণ করতে হবে ও প্রাসঙ্গিক নথিগুলি পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে।
- সম্পূর্ণ ফর্মটি পূরণ করা হলে প্রিভিউ স্ক্রিনে সমস্ত বিবরণ পুনরায় চেক করে নিতে হবে এবং সাবমিট করলেই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
টাটা স্কলারশিপ সম্পর্কিত প্রশ্ন
টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপ কি?
টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপটি হল একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অথবা সাধারণ স্নাতক, ডিপ্লোমা বা পলিটেকনিক কোর্সে অধ্যয়নরত কমপক্ষে ৬০% নম্বর প্রাপ্ত শিক্ষার্থী, যাদের পারিবারিক আয় বার্ষিক ২.৫ লক্ষ টাকার বেশি নয় তাদের জন্য একটি বৃত্তি ব্যবস্থা।
টাটা স্কলারশিপের সুবিধাগুলি কি কি?
টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপে শিক্ষার্থীদের প্রদত্ত কোর্স ফি’র ৮০% অথবা সর্বোচ্চ ₹১২,০০০/- টাকা, যেটি কম হবে সেই পরিমাণ স্কলারশিপ দেওয়া হয়।