কিষাণ বিকাশ পত্র যোজনাটি হোল একটি দীর্ঘমেয়াদী প্রকল্প যা বিনিয়োগের পরিমাণকে দ্বিগুণ করে। ১৯৮৮ সালে ইন্ডিয়া পোস্ট দ্বারা এটি প্রথমে ছোট করে চালু করা হয়েছিল। এই প্রকল্পটি ২০১১ সালে বন্ধ হয়ে গেলেও নতুন সরকার ২০১৪ সালে এটিকে পুনরায় চালু করেছে।

KVP-এ প্রযোজ্য বর্তমান সুদের হার হল বার্ষিক ৭.৫% (অর্থবর্ষ ২০২৩-২৪) যা পূর্বে ছিল বার্ষিক ৭.২% এবং এখন আপনি শুধুমাত্র ১১৫ মাসেই আপনার বিনিয়োগ দ্বিগুণ করতে পারবেন যা পূর্বে ছিল ১২০ মাস।

কিষাণ বিকাশ পত্রের অ্যাকাউন্টগুলি তিন ধরনের হয় যেমনঃ- একক প্রাপ্তবয়স্ক-  যা হয় শুধুমাত্র একজন প্রাপ্তবয়স্কদের জন্য। যৌথ A প্রকার- এক্ষেত্রে অ্যাকাউন্ট হয় দু জন প্রাপ্তবয়স্কর নামে এবং উভয়ই পেআউট পাবেন। যৌথ B প্রকার- এই ধরনের অ্যাকাউন্টও হয় দু জন প্রাপ্তবয়স্কের জন্য তবে এক্ষেত্রে তাদের কেউ একজন পেআউট পাবেন।

এই প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে আপনার নিম্নলিখিত যোগ্যতাগুলি প্রয়োজনঃ– – আবেদনকারীকে অবশ্যই ভারতের     বাসিন্দা হতে হবে। – আবেদনকারীর বয়স ১৮ বছরের     বেশি হতে হবে। – প্রাপ্তবয়স্করা নাবালকের পক্ষে     আবেদন করতে পারেন।

KVP এর আবেদনকারীকে নিম্নলিখিত নথিগুলির অনুলিপি প্রদান করতে হবেঃ- – KVP আবেদনপত্র – কেওয়াইসি প্রক্রিয়ার জন্য পরিচয়         প্রমাণ (আধার কার্ড/প্যান/ভোটার         আইডি কার্ড/ড্রাইভিং লাইসেন্স/        পাসপোর্ট) – জন্ম সার্টিফিকেট – ঠিকানা প্রমাণ

আধার এবং প্যান বাধ্যতামূলক অর্থ মন্ত্রকের জারি করা সর্বশেষ বিজ্ঞপ্তি অনুসারে এখন KVP অ্যাকাউন্টের জন্য আধার এবং প্যান বাধ্যতামূলক করা হয়েছে।  আবেদনকারীর যদি আধার কার্ড না থাকে তবে আধারের জন্য আবেদনের প্রমাণপত্র KVP অ্যাকাউন্ট খোলার ৬ মাসের মধ্যে প্রদান করতে হবে।

কিষাণ বিকাশ পত্র নগদকরণ কিষাণ বিকাশ পত্র ইস্যুর তারিখ থেকে ২ বছর ৬ মাস পরে যেকোনো সময়ে এনক্যাশ করা যাবে। মেয়াদপূর্তির আগে KVP এনক্যাশ করা যাবে শুধুমাত্র নিম্নোক্ত পরিস্থিতিতেঃ- – যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে একজন    KVP ধারক বা যেকোনো/সমস্ত    অ্যাকাউন্টধারীর মৃত্যু হলে। – কোন অঙ্গীকার দ্বারা বা একটি     গেজেটেড অফিসার দ্বারা বাজেয়াপ্ত     করা হলে। – আদালতের নির্দেশে।