রাজ্যের ছাত্রছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধির উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার ২০২২ সালে একটি নতুন প্রকল্প শুরু করে যার নাম হল তরুণের স্বপ্ন প্রকল্প। এই প্রকল্পে আর্থিকভাবে দুর্বল পরিবারের ছাত্রছাত্রীদের স্মার্টফোন বা ট্যাবলেট কেনার জন্যে ₹১০,০০০/- টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।
এই নিবন্ধে পশ্চিমবঙ্গ তরুণের স্বপ্ন প্রকল্পের সুবিধা, যোগ্যতা, প্রয়োজনীয় নথিপত্র, অনলাইন আবেদন, শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হল। তাই নিবন্ধটির গুরুত্ব বিবেচনা করে সম্পূর্ণ নিবন্ধটি পড়ার অনুরোধ করা হচ্ছে।
ট্যাবের টাকা কবে ঢুকবে 2024
তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের DBT পদ্ধতিতে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়ে থাকে। গত বছর অর্থাৎ ২০২৩ সালে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে এবং তার আগের বছর অর্থাৎ ২০২২ সালে নভেম্বর মাসে এই টাকা দেওয়া হয়েছিল।
বছরের শেষের দিকে টাকা পেলে ছাত্রছাত্রীরা পরীক্ষার জন্য প্রস্তুতির সঠিক সুযোগ পায় না, তাই এই বিষয়টির দিকে নজর রেখে বছরের মাঝামাঝি সময়ই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া আগের বছরগুলিতে নানা ত্রুটির কারনে অনেক শিক্ষার্থীদের প্রকল্পের টাকা পেতে সমস্যা হয়েছিল। তাই সেদিকে নজর রেখে এবার শিক্ষা দপ্তর ২৬ দফা গাইডলাইন প্রকাশ করেছে এবং স্কুলগুলিকেও কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
এই তরুণের স্বপ্ন প্রকল্পের বাস্তবায়িতার জন্যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ভর্তির সময়ই ছাত্রছাত্রীদের কাছ থেকে আধার কার্ড ও ব্যাঙ্ক ডিটেলস সংগ্রহ করা হয়েছিল। তবে যেসব স্কুল দ্বারা তা সংগ্রহ করা সম্ভব হয়নি সেক্ষেত্রে পুনরায় রেজিস্ট্রেশনের সময় তা করা হবে বলে জানানো হয়েছে।
তরুণের স্বপ্ন প্রকল্প বিবরণ | West Bengal Taruner Swapna Scheme 2024 Details
তরুণের স্বপ্ন প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণটি নিচে দেওয়া হলঃ
প্রকল্পের নাম | তরুণের স্বপ্ন প্রকল্প |
উদ্যোক্তা | পশ্চিমবঙ্গ সরকার |
প্রকল্প বাজেট | ₹৯০০ কোটি টাকা |
শুরুর সময় | ২০২২ সাল |
দায়িত্বপ্রাপ্ত বিভাগ | পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর |
লাভার্থী | পশ্চিমবঙ্গের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী |
উদ্দেশ্য | ট্যাবলেট বা স্মার্টফোন কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান |
অনুদানের পরিমাণ | ₹১০,০০০/- টাকা |
আবেদন পদ্ধতি | অফলাইন |
সরকারী ওয়েবসাইট | banglarshiksha.gov.in/ |
তরুণের স্বপ্ন প্রকল্পের উদ্দেশ্য | West Bengal Taruner Swapna Scheme Objectives
পূর্বে আমাদের শিক্ষার প্রধান ও একমাত্র মাধ্যম ছিল বই, কিন্তু বর্তমানে ডিজিটালের যুগে আমরা একাধিক মাধ্যমের সাহায্যে সহজেই আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে পারি। তবে ডিজিটাল মাধ্যমে পড়াশুনোর জন্য ন্যূনতম একটি ট্যাবলেট বা স্মার্টফোনের প্রয়োজন, যা আর্থিক ভাবে দুর্বল পরিবারগুলির পক্ষে যোগার করা একপ্রকার দুঃসাধ্য।
পশ্চিমবঙ্গে শিক্ষার প্রচার ও শিক্ষার স্তর উন্নত করতে এই তরুণের স্বপ্ন প্রকল্পটি চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যাতে ডিজিটাল মাধ্যমে পড়াশুনোর সুযোগ পায় ও উচ্চ-মাধ্যমিক এবং পরবর্তী সময় ভাল রেজাল্ট করতে পারে, তাই তাদের ট্যাবলেট বা স্মার্টফোন কেনার উদ্দেশ্যে ₹১০,০০০/- করে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
তরুণের স্বপ্ন প্রকল্প সুবিধা | Taruner Swapna Scheme Benefits
পশ্চিমবঙ্গের তরুণের স্বপ্ন প্রকল্পের সুবিধাগুলি হল নিম্নরূপঃ
- রাজ্যের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ₹১০,০০০/- টাকার আর্থিক অনুদান পাবে।
- রাজ্যে ডিজিটাল মাধ্যমের প্রসারে শিক্ষার স্তরকে উন্নত করা সম্ভব হয়েছে।
- এই প্রকল্প রাজ্যে শিক্ষার হার বাড়ানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে।
তরুণের স্বপ্ন প্রকল্প যোগ্যতার মানদণ্ড | Taruner Swapna Scheme Eligibility Criteria
‘তরুণের স্বপ্ন’ হল রাজ্যের ছাত্রছাত্রীদের কাছে অবশ্যই একটি আকর্ষণীয় প্রকল্প। তবে এই প্রকল্পে আবেদনের জন্য নিম্নলিখিত যোগ্যতার মানদণ্ডগুলি থাকা প্রয়োজনঃ
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গ স্কুল বোর্ডের অনুমোদিত স্কুলের শিক্ষার্থী হতে হবে।
- শুধুমাত্র রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরাই এই স্কিমের সুবিধা পাওয়ার যোগ্য।
- পূর্ববর্তী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই শুধুমাত্র আবেদনের জন্য যোগ্য।
- আবেদনকারী শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার বেশি হবে না।
তরুণের স্বপ্ন প্রকল্প প্রয়োজনীয় নথি | West Bengal Taruner Swapna Scheme Documents
এই প্রকল্পের জন্য নিম্নলিখিত নথিগুলির প্রয়োজনঃ
- আধার কার্ড
- ঠিকানা প্রমান
- মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতার প্রমান
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস
- পাসপোর্ট সাইজ ছবি
তরুণের স্বপ্ন প্রকল্প আবেদন | Taruner Swapna Scheme 2024 Apply
এই প্রকল্পের আবেদন শিক্ষার্থীরা তাদের নিজস্ব স্কুল থেকেই করতে পারবে। আবেদনের পদ্ধতিটি হল নিম্নরূপঃ
- যে সমস্ত ছাত্রছাত্রীরা একাদশ বা দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে, তারা স্কুল থেকেই এই প্রকল্পের আবেদনের ফর্মটি সংগ্রহ করতে পারবে।
- ফর্মটিতে স্কুলের নাম, শিক্ষার্থীর নিজের নাম, জন্মতারিখ, অভিভাবকের নাম, আধার কার্ড নম্বর, ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল আইডি, ব্যাঙ্কের অ্যাকাউন্টের ডিটেলস ইত্যাদি এবং একটি পাসপোর্ট সাইজ ছবি লাগিয়ে সেটি স্কুল কর্তৃপক্ষের কাছে জমা করতে হবে।
- এরপর স্কুল কর্তৃপক্ষ সেই তথ্যগুলি অনলাইনে বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্বারা প্রাপ্ত আবেদনপত্রগুলির নথি যাচাই করা হবে।
- তারপর নির্বাচিত শিক্ষার্থীদের তালিকাগুলি সংশ্লিষ্ট স্কুলগুলিতে পাঠানো হবে এবং সেই সকল শিক্ষার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রকল্পের ₹১০,০০০/- টাকা দেওয়া হবে।
- শিক্ষার্থীকে তারপর অনুদানের টাকা দিয়ে কেনা স্মার্টফোন বা ট্যাবলেটের বিলটি স্কুল কর্তৃপক্ষর কাছে জমা দিতে হবে।
তরুণের স্বপ্ন প্রকল্প স্ট্যাটাস চেক । Taruner Swapna Scheme Check Status
তরুণের স্বপ্ন প্রকল্পের অফিসিয়াল পোর্টালটি এখনও সাধারনের জন্য ব্যবহার যোগ্য করা হয়নি, শুধুমাত্র অধিকারিকগন এবং স্কুল কর্তৃপক্ষরাই এটি ব্যবহার করতে পারেন, তাই অনলাইনে স্ট্যাটাস চেক করার কোন রকম সুবিধা এখনও চালু হয়নি।
তাই আবেদনের স্ট্যাটাস চেক করার জন্য শিক্ষার্থীরা স্কুলের দায়িত্বে থাকা শিক্ষকের সাথে যোগাযোগ করে এবং আধার কার্ড, বা স্টুডেন্ট আইডি কার্ডের মাধ্যমে বাংলার শিক্ষা পোর্টাল থেকে চেক করতে পারবে।
তরুণের স্বপ্ন প্রকল্প যোগাযোগ
পশ্চিমবঙ্গ বাংলার শিক্ষা এডুকেশন হেল্পলাইন নম্বরঃ 18001023154
তরুণের স্বপ্ন প্রকল্প সম্পর্কিত প্রশ্ন (FAQ)
পশ্চিমবঙ্গ তরুণের স্বপ্ন প্রকল্পটি কি?
পশ্চিমবঙ্গ তরুণের স্বপ্ন প্রকল্পে রাজ্য সরকার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্মার্টফোন বা ট্যাবলেট কেনার উদ্দেশ্যে ₹১০,০০০/- টাকা আর্থিক অনুদান প্রদান করে থাকে।
কারা তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য যোগ্য?
পশ্চিমবঙ্গের কমপক্ষে দশ বছরের স্থায়ী বাসিন্দা এবং পশ্চিমবঙ্গ স্কুল বোর্ডের অনুমোদিত স্কুলে পড়া একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এই প্রকল্পের জন্য যোগ্য।
পশ্চিমবঙ্গ তরুণের স্বপ্ন প্রকল্পে কত টাকা পাওয়া যায়?
তরুণের স্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীদের স্মার্টফোন বা ট্যাব কেনার জন্যে রাজ্য সরকার ₹১০,০০০/- টাকা আর্থিক সহায়তা প্রদান করে।
তরুণের স্বপ্ন প্রকল্পে কিভাবে টাকা পাওয়া যায়?
এই প্রকল্পে DBT এর মাধ্যমে সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়।
তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য কিভাবে আবেদন করতে হয়?
শিক্ষার্থীরা তাদের স্কুল থেকেই ফর্ম ফিলাপের মাধ্যমে এই স্কিমের জন্য আবেদন করতে পারবে।