নবান্ন স্কলারশিপ, কত নাম্বার, কি কি লাগবে, কত টাকা, লাস্ট ডেট | Nabanna Scholarship in Bengali

Updated on May 25th, 2024 ||

নবান্ন স্কলারশিপ হল পশ্চিমবঙ্গের সেই সকল মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য যারা আর্থিক ভাবে অস্বচ্ছল পরিবার থেকে পড়াশোনা করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক বা স্নাতকোত্তর স্তরে ৫০% নম্বর অধিকার করেছেন। অর্থনৈতিক চাপ যাতে তাদের উচ্চ শিক্ষা অর্জনের পথে বাঁধা না হতে পারে তাই তাদের জন্যই হল এই মর্যাদাপূর্ণ বৃত্তি প্রকল্প।

এই নিবন্ধে নবান্ন স্কলারশিপ সম্পর্কিত সমস্ত বিশদ তথ্য যেমন এই স্কলারশিপের সুবিধা, যোগ্যতার মানদণ্ড, আবেদন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ নথি, জিজ্ঞাসিত প্রশ্নগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

নবান্ন স্কলারশিপ কি

নবান্ন স্কলারশিপটি রাজ্যের ত্রাণ তহবিল থেকে প্রদান করা হয় বলে এটিকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল বৃত্তিও বলা হয়ে থাকে। যে সমস্ত পরিবারের বার্ষিক আয় ₹১,২০,০০০/- টাকার কম সেই পরিবারের মেধাবী ছাত্র ছাত্রীরা এই স্কলারশিপের অধীনে বার্ষিক ₹১০,০০০/- টাকা করে আর্থিক সহায়তা পেয়ে থাকেন যাতে তাদের টিউশন ফি থেকে শুরু করে বইয়ের এবং অন্যান্য শিক্ষাগত খরচগুলি যোগানোর ব্যবস্থা হয়ে থাকে। 

এই স্কলারশিপের অধীনে মাধ্যমিক স্তর থেকে শুরু করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, বি.টেক, এমবিবিএস, আইন, নার্সিং, ফার্মেসির মত প্রফেশনাল কোর্সের জন্যও আর্থিক সহায়তা প্রদান করে থাকে।

নবান্ন স্কলারশিপ

নবান্ন স্কলারশিপ এর টাকা কবে ঢুকবে|নবান্ন স্কলারশিপ স্ট্যাটাস চেক

নবান্ন স্কলারশিপ বিবরণ

নবান্ন স্কলারশিপের সংক্ষিপ্ত বিবরণ নিচে তালিকাভুক্ত করা হলঃ

প্রকল্পের নামনবান্ন স্কলারশিপ
প্রকল্প ধরণরাজ্য সরকার প্রকল্প
দায়িত্বপ্রাপ্ত বিভাগচিফ মিনিস্টার রিলিফ ফান্ড
লাভার্থীপশ্চিমবঙ্গের মাধ্যমিক পরবর্তী স্তর থেকে স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীরা
সুবিধাবর্তমান কোর্সের জন্য প্রতি বছর ₹১০,০০০/- টাকা
আবেদন প্রক্রিয়াঅনলাইন
আবেদনের সময়বছরের যে কোন সময়
সরকারী ওয়েবসাইটcmrf.wb.gov.in

নবান্ন স্কলারশিপ যোগ্যতার মানদণ্ড

নবান্ন স্কলারশিপের জন্য একজন শিক্ষার্থীর নিম্নলিখিত যোগ্যতাগুলি প্রয়োজনঃ

  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গে আবাসিক হতে হবে।
  • আবেদনকারীদের অবশ্যই পশ্চিমবঙ্গের একটি স্বীকৃত বোর্ড, কাউন্সিল বা বিশ্ববিদ্যালয় থেকে তাদের সাম্প্রতিকতম পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে হবে।
  • শিক্ষার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে।
  • শিক্ষার্থীদের পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।
  • শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় ₹১,২০,০০০/- এর বেশি হওয়া উচিত নয়।
  • আবেদনকারী যেন একই কোর্সের জন্য অন্য কোনো কেন্দ্রীয় বা রাজ্য সরকারি বৃত্তি বা উপবৃত্তি লাভ না করেন।

নবান্ন স্কলারশিপ কি কি লাগবে

নবান্ন স্কলারশিপের আবেদনের জন্য শিক্ষার্থীদের নিম্নলিখিত নথিগুলি প্রয়োজনঃ

  • শিক্ষার্থীর ভর্তির ফি বইয়ের ফটোকপি
  • যোগ্যতা পরীক্ষার মার্ক শীট যেমন উচ্চ মাধ্যমিক স্তরে সহায়তার জন্য যোগ্যতার পরীক্ষা হল মাধ্যমিক বা সমমানের পরীক্ষা, স্নাতক স্তরে সহায়তার জন্য যোগ্যতার পরীক্ষা হল উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা এবং স্নাতকোত্তর স্তরে সহায়তার জন্য যোগ্যতার পরীক্ষা হল স্নাতক
  • বিধায়ক বা এমপি,  ডিএম, এসডিও বা বিডিও এর কাছ থেকে শিক্ষার্থীর পারিবারিক আয়ের সুপারিশের অনুলিপি
  • ব্যাঙ্ক পাসবুকের ফটোকপি সহ ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ বিবরণ যেমন IFSC কোড, শাখা কোড, শাখার নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্কের নাম ইত্যাদি।
  • শিক্ষার্থীর দ্বারা স্ব-ঘোষণাপত্র যেখানে তার বর্তমান অধ্যয়নের কোর্সের নাম, বছর, সরকারি রসিদ থাকবে এবং ঘোষণাপত্রটি বর্তমান প্রতিষ্ঠানের সিল সহ প্রধানের দ্বারা স্বাক্ষর করা থাকতে হবে।
  •  শিক্ষার্থীর মোবাইল নম্বর সহ যোগাযোগের বিবরণ

নবান্ন স্কলারশিপ আবেদন

নবান্ন স্কলারশিপের আবেদন আগে অফলাইনে চিফ মিনিস্টারের অফিসে আবেদনপত্র ও সাথে প্রয়োজনীয় নথিগুলি সংযুক্ত করে পোস্ট করার মাধ্যমে করতে হত তবে ২০২৩ সাল থেকে অনলাইনেই পোর্টাল থেকে সম্পূর্ণ আবেদনটি করা সম্ভব।

নিম্নলিখিত পদ্ধতিতে আপনি অনলাইনে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেনঃ

  • আপনাকে সরকারী পোর্টাল cmrf.wb.gov.in এ যেতে হবে।
  • হোম পেজের নিচের দিকে ‘Financial Assistance for Education’ সেকশনের ভেতর ‘Apply For Financial Assistance for Education’ তে ক্লিক করতে হবে।
nabanna scholarship apply
  • তাহলেই ‘Applicant Log In’ পেজে পৌঁছাবেন যেখানে আবেদনকারী মোবাইল নম্বরের সাহায্যে ‘Sign Up’ ও ‘Log In’ করতে পারবেন।
  • এরপর মূল ফর্ম পেজে মোট তিনটি পর্যায় ফর্মটি পূরণ করতে হবে যথাক্রমে ‘Basic Information’, ‘Assistance Related Information’ এবং ‘Document Upload & Final Submit’।
  • ‘Basic Information’ পেজে আছে যেমন আবেদনকারীর নাম, অভিভাবকের নাম, অভিভাবকের সাথে সম্পর্ক, লিঙ্গ, বয়স, মাধ্যমিকের রোল নম্বর, মাধ্যমিক দেওয়ার বছর, ঠিকানা, জেলা, পিন কোড, মোবাইল নম্বর, মাসিক আয় ইত্যাদি উল্লেখ করে ‘Submit’ করতে হবে তাহলেই একটি রেজিস্ট্রেশন নম্বর পাওয়া যাবে যেটি পরবর্তী সময় ব্যবহৃত হবে।
  • রেজিস্ট্রেশনের পরে ফর্মের দ্বিতীয় ধাপ ‘Assistance Related Information’ তে পৌঁছাবে যেখানে আপনাকে পড়াশুনো সম্বন্ধীয় তথ্য দিতে হবে, যেমন আবেদনকারী কন্যাশ্রী বা অন্য কোন সরকারী বৃত্তির টাকা পায় কি না, বর্তমান কি পড়ছেন এবং কোন বোর্ডের অধীনে পড়াশুনো করছেন, শেষ কোন পরীক্ষা দিয়েছেন, সেই বোর্ডের নাম, কত শতাংশ নম্বর পেয়েছেন এছাড়া ব্যাঙ্কের নাম, অ্যাকাউন্ট নম্বর, IFS Code ইত্যাদি দেওয়ার পর ‘Submit’ করতে হবে।
  • এরপর আপনি ফর্মের ফাইনাল পার্ট ‘Document Upload & Final Submit’ এ পৌছাবেন যেখানে আপনাকে জরুরী তথ্যগুলি PDF ফরম্যাটে 500kb এর মধ্যে আপলোড করে ‘Submit’ করতে হবে তাহলেই স্কলারশিপের আবেদনের কাজটি সম্পন্ন হবে।
nabanna scholarship documents

নবান্ন স্কলারশিপের নির্বাচন

নবান্ন স্কলারশিপের জন্য নির্বাচনের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি গুরুত্বপূর্ণঃ

  • আবেদনকারীদের একাডেমিক রেকর্ড অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ যার মাধ্যমে প্রধানত তাদের যোগ্যতার মূল্যায়ন করা হয়।
  • পরবর্তী যে বিষয়টির ওপর নজর দেওয়া হয় তা হল আর্থিক চাহিদার মূল্যায়ন তাই এক্ষেত্রে পঞ্চায়েত স্তরের ইনকাম সার্টিফিকেট গ্রাহ্য করা হয় না, আবেদনকারীকে বিধায়ক, এসডিও, বিডিও প্রভৃতি উচ্চ পদস্ত এর কাছ থেকে আয়ের শংসাপত্র যোগার করতে হয়।
  • স্কলারশিপের ক্ষেত্রে অবশ্যই প্রকৃত এবং স্বাক্ষর করা নথি প্রদান করতে হবে।
  • স্কলারশিপের জন্য নির্বাচনের অন্যান্য বিষয়গুলি হল যেমন আবেদনের সঠিক উপস্থাপনা, অন্যান্য স্কলারশিপের সুবিধা না নেওয়া, স্ব-ঘোষণাপত্র প্রভৃতি যেগুলিও অনুরুপ গুরুত্বপূর্ণ।

নবান্ন স্কলারশিপ যোগাযোগ

নবান্ন স্কলারশিপের সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য আপনি নিম্নলিখিত মাধ্যমে সোমবার থেকে শুক্রবার – সকাল ১০ টা থেকে বিকাল ৫.৩০ পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত) যোগাযোগ করতে পারেনঃ

ফোনঃ 033 2253 5335

মেইলঃ wbcmrfedu2020@gmail.com

ঠিকানাঃ মুখ্যমন্ত্রীর কার্যালয়, নবান্ন

325, শরৎ চ্যাটার্জি রোড হাওড়া – 711 102

নবান্ন স্কলারশিপ সম্পর্কিত প্রশ্ন

নবান্ন স্কলারশিপ কত নাম্বার?

নবান্ন স্কলারশিপের জন্য মাধ্যমিক বা তার পরবর্তী পরীক্ষায় ৫০% নাম্বার থাকলেই আবেদন করা যায়।

নবান্ন স্কলারশিপ লাস্ট ডেট?

নবান্ন স্কলারশিপে আবেদনের এখনও কোন লাস্ট ডেট ঘোষণা করা হয়নি তাই বছরের যে কোন সময় আবেদন করা যেতে পারে।

নবান্ন স্কলারশিপ কত টাকা?

নবান্ন স্কলারশিপে মাধ্যমিক পরবর্তী ক্লাসে ভর্তি থেকে স্নাতকোত্তর কোর্সের জন্য প্রতি বছর ₹১০,০০০/- টাকা করে স্কলারশিপের অর্থ পাওয়া যায়।

Leave a Comment