নবান্ন স্কলারশিপ এর টাকা কবে ঢুকবে|নবান্ন স্কলারশিপ স্ট্যাটাস চেক

নবান্ন স্কলারশিপ হল পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণ তহবিলের একটি অংশ যার অধীনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫০% নম্বর পেলেই এই স্কলারশিপের যোগ্য হতে পারেন এবং ₹১০,০০০/- টাকা আর্থিক সুবিধা পেয়ে থাকেন।

অনেক ক্ষেত্রেই শিক্ষার্থীরা বিভিন্ন ধরণের প্রতিকূলতার কারনে ভাল রেজাল্ট করতে পারে না যার মধ্যে অন্যতম হল আর্থিক পরিস্থিতি, তাই যে সমস্ত পরিবারগুলির বার্ষিক আয় ₹১,২০,০০০/- টাকা বা তার কম সেখানে উচ্চ শিক্ষা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে এই স্কলারশিপ তাদের বিশেষ ভাবে সহায়তা প্রদান করে থাকে।

এবার দেখে নেওয়া যাক যে যারা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এই স্কলারশিপের জন্য আবেদন করেছিল তারা কবে টাকা পাবে, নিচে এই বিষয়ক বিস্তারিত তথ্য দেওয়া হল।

নবান্ন স্কলারশিপ এর টাকা কবে ঢুকবে

নবান্ন স্কলারশিপ এর টাকাও বাকি স্কলারশিপগুলির মতো তখনই পাওয়া যাবে যখন ফান্ডের যোগান থাকবে, এ কথা আমরা সকলেরই জানা। সাধারনত মাসের শুরু এবং শেষ সপ্তাহের দিকে ফান্ডের যোগান হয়ে থাকে, তবে নির্দিষ্ট ভাবে বলা সম্ভব হয় না যে ফান্ডের যোগান হলেই কারা কারা টাকা পাবেন আর কাদের অপেক্ষা করতে হবে কারন ফান্ডের যোগান অনুযায়ী ধাপে ধাপে টাকা ছাড়া হয়ে থাকে। তবে যাদের স্ট্যাটাস দুই মাসেরও বেশি সময় ধরে ‘Under Process’ হয়ে আছে তাদের টাকা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। 

নবান্ন স্কলারশিপ এর টাকা কবে ঢুকবে নবান্ন স্কলারশিপ স্ট্যাটাস চেক

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ

এবার দেখে নেওয়া যাক স্কলারশিপের টাকা পাওয়ার জন্য আপনাকে কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলির ওপর নজর রাখতে হবেঃ

  • নবান্ন স্কলারশিপে আবেদন করার পর ‘Applied’ স্ট্যাটাসটি দেখা যাবে। আবেদনের পর বেশ কিছুদিন সময় লাগে সেগুলি ভেরিফিকেশনের জন্য এবং সেই সময় স্ট্যাটাসে ‘Under Process’ লেখা থাকে।
  • ভেরিফিকেশনের সময় যদি আবেদনে কোন রকম ভুল ত্রুটি ধরা পরে সেক্ষেত্রে আবেদনকারীকে রি-সাবমিট করার সুযোগ দেওয়া হয়ে থাকে যা তাদের স্ট্যাটাসে দেখা যাবে, তাই আবেদনের পর স্ট্যাটাস চেক করা অত্যন্ত জরুরী। 
nabanna scholarship different application status update
  • ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেলে আলাদা কোনরকম স্ট্যাটাস দেখাবে না, সেক্ষেত্রে আবেদনকারী টাকা না পাওয়া পর্যন্ত ‘Under Process’ স্ট্যাটাসটি দেখা যাবে। তবে আরও একটি কলাম দেখা যাবে যেখানে লেখা থাকবে ‘Uploaded Fund Requisition Document’ যার অর্থ হল ফান্ড যোগানের জন্য অনুরোধ করা হয়েছে। তাই এটি কতৃপক্ষদের কাজ হলেও বুঝতে হবে যে টাকা পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
  • এর কিছুদিন পরে স্ট্যাটাস চেক করলে দেখা যাবে আর শেষের কলামটি দেখাচ্ছে না অর্থাৎ তখন শুধুমাত্র ‘Under Process’ স্ট্যাটাসটি দেখা গেলে বুঝতে হবে যে ভেরিফিকেশন ও ফান্ডের অনুরোধের কাজটি সম্পন্ন হয়েছে এবং ফান্ডের যোগান হলেই তারা শীঘ্রই টাকা পেতে চলেছেন।

নবান্ন স্কলারশিপ স্ট্যাটাস চেক

নিম্নলিখিত পদ্ধতিতে আপনি নবান্ন স্কলারশিপে স্ট্যাটাস চেক করতে পারবেনঃ

  • আপনাকে স্কলারশিপের অফিসিয়াল পোর্টাল cmrf.wb.gov.in এ যেতে হবে।
  • হোম পেজের নিচের দিকে ‘Applicant Services’ এর মধ্যে ‘Check Application Status’ এ ক্লিক করতে হবে।
nabanna scholarship check application status
  • এবার আপনি স্ট্যাটাস চেক করার পেজে পৌঁছাবেন, যেখানে আপনাকে রেজিস্টার্ড মোবাইল নম্বর ও সিকিউরিটি কোডটি লিখে ওটিপি ভেরিফিকেশন করার পর সাবমিট করতে হবে তাহলেই আপনি এপ্লিকেশন স্ট্যাটাসটি দেখতে পাবেন।
nabanna scholarship application status
  • এক্ষেত্রে উল্লেখযোগ্য যে স্কলারশিপের টাকা পাওয়া হয়ে গেলেও ‘Application Status’ এর ঘরে ‘Under Process’ লেখা দেখা যেতে পারে তাই সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখতে হবে যে টাকা ঢুকেছে কিনা।

নবান্ন স্কলারশিপ স্ট্যাটাস চেক সম্পর্কীয় প্রশ্ন

নবান্ন স্কলারশিপের টাকা পেতে কত সময় লাগে?

নবান্ন স্কলারশিপের টাকা পেতে ২-৩ মাস সময় লাগতে পারে, তবে এটি ফান্ডের যোগানের ওপর নির্ভর করে থাকে।

নবান্ন স্কলারশিপে কত টাকা পাওয়া যায়?

নবান্ন স্কলারশিপে ₹১০,০০০/- টাকা পাওয়া যায়।

নবান্ন স্কলারশিপের জন্য কত শতাংশ নম্বর প্রয়োজন?

নবান্ন স্কলারশিপের জন্য মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক বা স্নাতকোত্তর স্তরে ৫০% নম্বর প্রয়োজন।

Leave a Comment