Updated on July 28th, 2024 ||
আমরা জানি কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার, জনকল্যাণের স্বার্থে বিভিন্ন ধরণের প্রকল্প গঠন ও পরিচালনা করাই হল সরকারের অন্যতম ও গুরুত্বপূর্ণ কাজ। পশ্চিমবঙ্গ সরকারও শিক্ষা, কৃষি, স্বাস্থ্য এবং সমাজ কল্যাণের উদ্দেশ্যে বেশ কিছু প্রকল্প গঠন ও পরিচালনা করে থাকে, যার মধ্যে রাজ্যের মহিলাদের অর্থায়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, কৃষকদের আর্থিক সহায়তার জন্য কৃষক বন্ধু প্রকল্প, শিক্ষা ক্ষেত্রে কন্যাশ্রী, ঐক্যশ্রী ইত্যাদি বিশেষ উল্লেখযোগ্য।
এই নিবন্ধে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উল্লেখযোগ্য প্রকল্পগুলির তালিকা ও বিবরণ উল্লেখ করা হলঃ
শিক্ষা ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প
নিচে শিক্ষা ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের তালিকাটি উল্লেখ করা হলঃ
কন্যাশ্রী প্রকল্পঃ
কন্যাশ্রী প্রকল্পটি শিক্ষা ক্ষেত্রে রাজ্যের অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প। এই প্রকল্পটি মেয়েদের উচ্চ শিক্ষায় উৎসাহ বৃদ্ধি করতে, তাদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে এবং ১৮ বছর বয়সের আগে তাদের বিবাহ রোধ করার লক্ষ্যে চালু করা হয়।
এই প্রকল্পে ১৩ থেকে ১৮ বছর বয়সী শিক্ষাত্রীদের বার্ষিক ₹১০০০/- টাকা এবং ১৮ বছর বয়সের পরে এককালীন ₹২৫,০০০/- টাকা অনুদান প্রদান করা হয়ে থাকে। এছাড়া স্নাতকোত্তর পড়াশুনোর ক্ষেত্রে মাসিক ₹২,০০০ – ₹২,৫০০/- টাকা বৃত্তি প্রদান করা হয়ে থাকে।
প্রকল্পের নাম | কন্যাশ্রী প্রকল্প |
প্রকল্প শুরুর বছর | ২০১৩ |
সুবিধাভোগী | ১৩ বছর থেকে গ্র্যাজুয়েশনের পরবর্তী শিক্ষা পর্যন্ত |
অনুদানের পরিমাণ | বার্ষিক ₹১০০০/-, এককালীন ₹২৫,০০০/- , মাসিক ₹২,০০০ – ₹২,৫০০/- |
সরকারী ওয়েবসাইট | wbkanyashree.gov.in |
ঐক্যশ্রী প্রকল্পঃ
ঐক্যশ্রী হল সংখ্যালঘু শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে সহায়তা প্রদানের উদ্দেশ্যে চালু করা একটি স্কলারশিপ প্রকল্প। এই প্রকল্পের জন্য মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, পার্সি এবং জৈন শিক্ষার্থীরাই শুধুমাত্র যোগ্য।
এই প্রকল্পের অধীনে মোট পাঁচ ধরনের স্কলারশিপ রয়েছে যথাক্রমে, প্রি-ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ, মেরিট-কাম-মেন্স স্কলারশিপ, আন্ডার টেলেন্ট সাপোর্ট প্রোগ্রাম এবং সংখ্যালঘুদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ। এই স্কলারশিপের অধীনে সর্বোচ্চ ₹৩৩,০০০/- টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়া যায়।
প্রকল্পের নাম | ঐক্যশ্রী প্রকল্প |
প্রকল্প শুরুর সময় | ২০১৯-২০ আর্থিক বছর |
সুবিধাভোগী | রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীগণ |
স্কলারশিপের পরিমাণ | সর্বোচ্চ ₹৩৩,০০০/- টাকা |
সরকারী ওয়েবসাইট | wbmdfcscholarship.in |
তরুণের স্বপ্ন প্রকল্পঃ
তরুণের স্বপ্ন প্রকল্পটি ডিজিটাল মাধ্যমে শিক্ষার প্রসারের উদ্দেশ্যে গঠন করা হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের স্কুল বোর্ড অনুমোদিত স্কুলগুলিতে পড়া একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্মার্টফোন বা ট্যাব কেনার জন্যে ₹১০,০০০/- টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।
প্রকল্পের নাম | তরুণের স্বপ্ন প্রকল্প |
প্রকল্প শুরুর বছর | ২০২২ |
সুবিধাভোগী | পশ্চিমবঙ্গের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা |
অনুদানের পরিমাণ | ₹১০,০০০/- |
সরকারী ওয়েবসাইট | banglarshiksha.gov.in/ |
শিক্ষাশ্রী প্রকল্পঃ
শিক্ষাশ্রী প্রকল্পটি হল রাজ্যের SC/ST অন্তর্গত পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য একটি স্কলারশিপ প্রকল্প, যেখানে বার্ষিক ₹৮০০/- টাকা অনুদান দেওয়া হয়ে থাকে।
প্রকল্পের নাম | শিক্ষাশ্রী প্রকল্প |
প্রকল্প শুরুর সময় | ২০১৪ সালে |
সুবিধাভোগী | SC/ST অন্তর্গত পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীগণ |
স্কলারশিপের পরিমাণ | বার্ষিক ₹৮,০০/- টাকা |
সরকারী ওয়েবসাইট | adibasikalyan.gov.in |
সবুজ সাথী প্রকল্পঃ
সবুজ সাথী প্রকল্পটি হল রাজ্যের ছাত্র-ছাত্রীদের স্কুল যাতায়াতের অসুবিধা দূর করার উদ্দেশ্যে করা নবম থেকে দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের সাইকেল প্রদানের উদ্যোগ।
প্রকল্পের নাম | সবুজ সাথী প্রকল্প |
প্রকল্প শুরুর সময় | ২০১৫ সাল |
সুবিধাভোগী | রাজ্যের নবম থেকে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীগণ |
সহায়তা | বিনামূল্যে সাইকেল |
সরকারী ওয়েবসাইট | wbsaboojsathi.gov.in |
যোগ্যশ্রী প্রকল্পঃ
যোগ্যশ্রী প্রকল্পটি রাজ্যের তফসিলি জাতি ও উপজাতি ছাত্র ছাত্রীদের বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে সম্পূর্ণ বিনামূল্যে
JEE, WBJEE এবং NEET পরীক্ষাগুলির ও বিভিন্ন রকম সরকারী চাকরির ভর্তির প্রস্তুতির প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।
প্রকল্পের নাম | যোগ্যশ্রী প্রকল্প |
প্রকল্প শুরুর সময় | ২০১৪ সাল |
সুবিধাভোগী | রাজ্যের তফসিলি জাতি ও উপজাতি শিক্ষার্থীগণ |
সহায়তা | বিনামূল্যে সরকারী চাকরির ভর্তির প্রশিক্ষণ |
সরকারী ওয়েবসাইট | wbbcdev.gov.in |
কৃষি ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প
কৃষি ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পগুলি নিচে উল্লেখ করা হলঃ
কৃষক বন্ধু প্রকল্পঃ
কৃষক বন্ধু প্রকল্পটি হল রাজ্য সরকারের করা একটি ফ্ল্যাগশিপ প্রকল্প, যার অধীনে খরিফ ও রবি মৌসুমে অর্থাৎ বছরে দুবার কৃষকদের সমান কিস্তিতে সর্বাধিক ₹১০,০০০/- টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে, যাতে তারা শস্য বীজ, উন্নত মানের সার ইত্যাদি সহজে উপলব্ধ করতে পারেন। এছাড়া এই প্রকল্পের অধীনে কৃষকের ₹২ লক্ষ টাকার জীবন বীমা দেওয়া হয়ে থাকে।
প্রকল্পের নাম | কৃষক বন্ধু প্রকল্প |
প্রকল্প শুরুর সময় | ২০১৯ সাল |
সুবিধাভোগী | রাজ্যের কৃষকগণ |
সহায়তা | বার্ষিক সর্বনিম্ন ₹৪০০০/- থেকে সর্বোচ্চ ₹১০,০০০/- টাকা |
সরকারী ওয়েবসাইট | krishakbandhu.net |
বাংলা শস্য বীমা প্রকল্পঃ
পশ্চিমবঙ্গ রাজ্যে বহু মানুষ কৃষিকাজের সাথে যুক্ত আছেন এবং প্রায় প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগের কারণে চাষের ফসলের অল্প বিস্তর ক্ষতি হয়ে থাকে। রাজ্যের কৃষকদের ফসলের ক্ষতির হাত থেকে রক্ষা করতেই বাংলা শস্য বীমা প্রকল্পটি চালু করা হয়েছে, যেখানে কৃষকরা সম্পূর্ণ বিনামূল্যে ফসলের বীমা করতে পারবেন।
প্রকল্পের নাম | বাংলা শস্য বীমা প্রকল্প |
প্রকল্প শুরুর সময় | ২০১৯ সাল |
সুবিধাভোগী | রাজ্যের কৃষকগণ |
কভারেজ ফসল | খাদ্য শস্য, তৈলবীজ, বার্ষিক বাণিজ্যিক / উদ্যান ফসল |
সরকারী ওয়েবসাইট | banglashasyabima.net |
স্বাস্থ্য ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রকল্পটি নিচে উল্লেখ করা হলঃ
স্বাস্থ্য সাথী প্রকল্পঃ
পশ্চিমবঙ্গের মানুষদের জন্য উন্নত পরিষেবা এবং মানসম্পন্ন চিকিৎসা লাভের উদ্দেশ্যে স্বাস্থ্য সাথী প্রকল্পটি চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সেকেন্ডারি এবং তৃতীয় স্তরের রোগ চিকিৎসার ক্ষেত্রে পরিবার প্রতি বার্ষিক ₹৫ লক্ষ টাকার কভারেজ প্রদান করা হয়ে থাকে।
প্রকল্পের নাম | স্বাস্থ্য সাথী প্রকল্প |
প্রকল্প শুরুর সময় | ২০১৬ সাল |
সুবিধাভোগী | রাজ্যের পরিবার সকল |
অনুদানের পরিমাণ | বার্ষিক ₹৫ লক্ষ টাকা |
সরকারী ওয়েবসাইট | swasthyasathi.gov.in |
সমাজ কল্যাণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প
পশ্চিমবঙ্গ সরকারের সমাজ কল্যাণের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রকল্পগুলি নিচে তালিকাবদ্ধ করা হলঃ
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পঃ
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি হল পশ্চিমবঙ্গের সর্বাধিক জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি, যা রাজ্যের মহিলাদের ক্ষমতায়ন এবং আর্থিকভাবে স্বাবলম্বী করা উদ্দেশ্যে চালু করা হয়। এই প্রকল্পের অধীনে তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের মাসিক ₹১২০০/- টাকা এবং সাধারণ শ্রেণী এবং ওবিসি মহিলাদের মাসিক ₹১০০০/- টাকা করে সরকারী অনুদান প্রদান করা হয়ে থাকে।
প্রকল্পের নাম | লক্ষ্মীর ভান্ডার প্রকল্প |
প্রকল্প শুরুর সময় | ২০২১ সাল |
সুবিধাভোগী | রাজ্যের মহিলা সকল |
অনুদানের পরিমাণ | মাসিক ₹১০০০ – ₹১২০০/- টাকা |
সরকারী ওয়েবসাইট | socialsecurity.wb.gov.in |
রূপশ্রী প্রকল্পঃ
রূপশ্রী প্রকল্পটি রাজ্যের অর্থনৈতিক ভাবে দুর্বল পরিবারের মেয়েদের বিয়ের ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে গঠন করা হয়েছে। এই প্রকল্পের অধীনে প্রাপ্তবয়স্ক মেয়েরা বিয়ের জন্য এককালীন ₹২৫,০০০/- অনুদান পেয়ে থাকেন। রূপশ্রী প্রকল্পের মাধ্যমে বছরে প্রায় ৬ লক্ষেরও বেশি পরিবার উপকৃত হয়ে থাকে।
প্রকল্পের নাম | রূপশ্রী প্রকল্প |
প্রকল্প শুরুর সময় | ২০১৮ সাল |
সুবিধাভোগী | রাজ্যের অবিবাহিত প্রাপ্তবয়স্কা মেয়েরা |
অনুদানের পরিমাণ | এককালীন ₹২৫,০০০/- টাকা |
সরকারী ওয়েবসাইট | wbrupashree.gov.in |
যুবশ্রী প্রকল্পঃ
যুবশ্রী প্রকল্পটি রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে যে সকল চাকরিপ্রার্থীরা এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের নথিভুক্ত অথচ এখন চাকরি পাননি তাদের মাসিক ₹১৫০০/- টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে, যা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।
প্রকল্পের নাম | যুবশ্রী প্রকল্প |
প্রকল্প শুরুর সময় | ২০১৩ সাল |
সুবিধাভোগী | রাজ্যের বেকার যুবক যুবতীগণ |
অনুদানের পরিমাণ | মাসিক ₹১,৫০০/- টাকা |
সরকারী ওয়েবসাইট | employmentbankwb.gov.in |
কর্মসাথী প্রকল্পঃ
রাজ্যের বেকার যুবক যুবতীদের ক্ষুদ্র শিল্প বা ব্যবসার মাধ্যমে স্বনির্ভর হওয়ার উদ্যোগে চালু করা হয়েছে কর্মসাথী প্রকল্প। এই প্রকল্পের অধীনে উদ্যোগীদের ২ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়, যাতে তারা নিজেদের ব্যবসা শুরু করতে পারেন। প্রতি বছর কর্মসাথী প্রকল্পে ১ লাখ উদ্যোগীদের এই ঋণ দেওয়ার হয়ে থাকে।
প্রকল্পের নাম | কর্মসাথী প্রকল্প |
প্রকল্প শুরুর সময় | ২০২০ সাল |
সুবিধাভোগী | রাজ্যের বেকার যুবক যুবতীগণ |
অনুদানের পরিমাণ | ₹২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান |
সরকারী ওয়েবসাইট | karmasathi.wb.gov.in |
কর্মশ্রী প্রকল্পঃ
কর্মশ্রী প্রকল্পটি রাজ্যের জব কার্ড হোল্ডারদের জন্য বছরে ৫০ দিনের কাজের যোগান সুনিশ্চিত করার উদ্দেশ্যে চালু করা হয়েছে।
প্রকল্পের নাম | কর্মশ্রী প্রকল্প |
প্রকল্প শুরুর সময় | ২০২৪ সাল |
সুবিধাভোগী | রাজ্যের জব কার্ড হোল্ডারগণ |
সহায়তা | বছরে ৫০ দিনের কর্মসংস্থান |
সরকারী ওয়েবসাইট | বর্তমানে উপলব্ধ নেই |
ভবিষ্যৎ ক্রেডিট কার্ডঃ
ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প হল একটি ঋণ প্রকল্প, যা রাজ্যের ক্ষুদ্র উদ্যোগীদের কথা মাথায় রেখে চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে রাজ্যের উদ্যোগী মানুষেরা নিজস্ব ব্যবসা শুরু করতে ₹৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।
প্রকল্পের নাম | ভবিষ্যৎ ক্রেডিট কার্ড |
প্রকল্প শুরুর সময় | ২০২৩ সাল |
সুবিধাভোগী | রাজ্যের ১৮ বছর থেকে ৫৫ বছর বয়সী সকল উদ্যোগী |
সহায়তা | ₹৫ লক্ষ টাকা |
সরকারী ওয়েবসাইট | bccs.wb.gov.in |