যুবশ্রী প্রকল্পের টাকা কবে ঢুকবে, কাদের জন্য, অনলাইনে আবেদন, নতুন লিস্ট 2024

যুবশ্রী প্রকল্প হল পশ্চিমবঙ্গের যুবসমাজের উদ্দেশ্যে করা সরকারের একটি কল্যাণমূলক উদ্যোগ, যা রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে গঠন করা হয়েছে। বর্তমানে প্রতি বছর রাজ্যের এক লক্ষেরও বেশি বেকারদের এই সুবিধা প্রধান করা হয়ে থাকে। এই নিবন্ধে যুবশ্রী প্রকল্পের উদ্দেশ্য, সুবিধা, নতুন লিস্ট, অনলাইন আবেদন সম্মন্ধে বিস্তারিত আলোচনা করা হল।

যুবশ্রী প্রকল্প 2024

যুবশ্রী প্রকল্পটি ২০১৩ সালে পশ্চিমবঙ্গের শ্রম বিভাগের অধীনে চালু করা হয়েছিল এবং এই প্রকল্পের পূর্বের নাম ছিল ‘যুব উৎসাহ প্রকল্প’। এই প্রকল্পের উদ্দেশ্য হল এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের নথিভুক্ত চাকরিপ্রার্থীদের মধ্যে যারা এখনও বেকার রয়েছেন তাদের আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তারা স্ব-কর্মসংস্থানের উদ্যোগ নিতে পারেন অথবা কর্মসংস্থানের উপযোগী দক্ষতার প্রশিক্ষণ নিতে পারেন। এই প্রকল্পের অধীনে মাসিক ₹১৫০০/- টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হয়ে থাকে।

রাজ্য বাজেট ২০২৪ এ যুবশ্রী প্রকল্পের অধীনে শিক্ষানবিশদের জন্য এই ভাতার পরিমাণ বাড়িয়ে ₹২০০০/- টাকা করার প্রস্তাব হয়েছে এবং নতুন অর্থবর্ষে ₹২০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

এক্ষেত্রে আরও বলা হয়েছে যে, এই প্রকল্পের অধীনে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে যারা বিভিন্ন স্কুল বা মাদ্রাসার ভোকাল ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়েছেন তারা এই ভাতা পাবেন। 

পলিটেকনিক কলেজ থেকেও যাদের বিশেষ ট্রেনিং নেওয়া আছে বা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে যারা পাশ করেছেন তারাও এই ভাতা পাওয়ার যোগ্য।

যুবশ্রী প্রকল্প

যুবশ্রী প্রকল্প বিবরণ

পশ্চিমবঙ্গ যুবশ্রী প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণটি নিচে দেওয়া হলঃ

যোজনার নামযুবশ্রী প্রকল্প
উদ্যোক্তাপশ্চিমবঙ্গ সরকার
প্রকল্প বাজেট₹২০০ কোটি টাকা
শুরুর সময়২০১৩ সাল
দায়িত্বপ্রাপ্ত বিভাগপশ্চিমবঙ্গ শ্রম বিভাগ
লাভার্থীপশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীগণ
উদ্দেশ্যরাজ্যের বেকারদের কর্মদ্যোগী করার স্বার্থে
বয়স১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত
অনুদানের পরিমাণমাসিক ₹১,৫০০/- টাকা
আবেদন পদ্ধতিঅনলাইন
সরকারী ওয়েবসাইটemploymentbankwb.gov.in

যুবশ্রী প্রকল্পের টাকা কবে ঢুকবে

যুবশ্রী প্রকল্পের অধীনে রাজ্যের বেকার যুবক যুবতীরা মাসিক ₹১,৫০০/- টাকা করে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। তবে গত ফেব্রুয়ারী মাসের পর এই প্রকল্পে আর টাকা ছাড়া হয়নি, এমনকি নতুন অর্থ বর্ষ শুরু হয়ে গেলেও এখনও পর্যন্ত এই প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে কোন টাকা ক্রেডিট না হওয়ায় অনেকেই চিন্তায় রয়েছেন।

তবে লোকসভা ভোটের কারনেই এই বিলম্ব তা মনে করা হচ্ছে এবং তাই আশা করা যায় যে, জুন মাসেই গত তিন মাসের (মার্চ-মে) অনুদানের টাকা একসাথে ছাড়া হতে পারে।

যোগ্যশ্রী প্রকল্প

যুবশ্রী প্রকল্প কাদের জন্য

যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য নিম্নলিখিত যোগ্যতাগুলি প্রয়োজনঃ

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং বেকার যুবক যুবতীরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন।
  • আবেদনকারীকে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে ‘চাকরি সন্ধানকারী’ হিসাবে নথিভুক্ত থাকতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম ক্লাস পাস বা তার উপরে হতে হবে।
  • আবেদন করার বছরের ১লা এপ্রিল তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
  • আবেদনকারী যেন রাজ্য বা কেন্দ্রীয় সরকার স্পনসরকৃত কোন স্ব-কর্মসংস্থান প্রকল্পের অধীনে ঋণ না নেন।
  • একটি পরিবার থেকে শুধুমাত্র একজন সদস্যই এই প্রকল্পের অধীনে সহায়তা পাওয়ার যোগ্য।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প

যুবশ্রী প্রকল্প কি কি ডকুমেন্ট লাগবে

যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য নিম্নলিখিত নথিগুলি প্রয়োজনঃ

  • Annexure I (আবেদনপত্র)

  • Annexure II (একজন গ্রুপ-’এ’ অফিসারের কাছ থেকে বেকারত্বের শংসাপত্র)

  • Annexure III (স্ব-ঘোষণাপত্র)

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • মাধ্যমিকের মার্কশিট
  • ব্যাংক একাউন্ট পাসবই 
  • পাসপোর্ট সাইজের ফটো
  • কাস্ট সার্টিফিকেট

যুবশ্রী প্রকল্প অনলাইনে আবেদন

যুবশ্রী প্রকল্পের আবেদন বর্তমানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই করা সম্ভব। নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করে আপনি অনলাইনে আবেদন করতে পারবেনঃ

  • আপনাকে রাজ্য সরকারের Employment Bank পোর্টালে যেতে হবে।
  • হোম পেজে ‘New Enrolment Job Seeker’ এ ক্লিক করতে হবে।
  • এরপর ‘Terms and Condition’ টি পড়ার পর আপনাকে চেক বক্সে ক্লিক করে ‘Accept & Continue’ তে ক্লিক করতে হবে।
  • তাহলেই আপনার কাছে ‘Job Seeker’s – New Enrolment’ ফর্মটি খুলে যাবে, যেখানে আপনাকে  ‘Personal Information’, ‘Contact Information’, ‘Education Details’, ‘Language’, ‘Physical Measurement’, ‘Additional Information’ ইত্যাদি তথ্যগুলি পূরণ করতে হবে এবং সাবমিট করতে হবে।
yuvasree online apply
  • এরপর আপনাকে জন্ম তারিখের প্রমানপত্র স্বরূপ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মার্কশিট অথবা জন্ম সার্টিফিকেট এবং ঠিকানা প্রমান হিসেবে আধার কার্ড আপলোড করতে হবে।
  • সাবমিট করার পর আপনি Enrollment ID পাবেন যার সাহায্যে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন, এছাড়া কিছুদিন পড়ে আপনার মোবাইলেও ম্যসেজের মাধ্যমে স্ট্যাটাসটি জানিয়ে দেওয়া হবে। সেই ম্যসেজগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারন সেখানে জানানো হবে যে আপনাকে কখন Annexure II ও Annexure III আপলোড বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে জমা করতে হবে।

যুবশ্রী প্রকল্প স্ট্যাটাস চেক

নিম্নলিখিত পদ্ধতিতে আপনি অনলাইনে যুবশ্রী প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেনঃ

  • আপনাকে Employment Bank পোর্টালে যেতে হবে।
  • হোম পেজের বাঁদিকে ‘Yuvasree’ তে ক্লিক করতে হবে।
  • এবার আপনাকে স্ট্যাটাস দেখার জন্য ‘VIEW STATUS FOR ENROLLMENT AND YUVASREE’ তে ক্লিক করতে হবে।
  • এরপর আপনি ‘Enrollment ID’ ও ‘Security Code’ টি পূরণ করার মাধ্যমে আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন।
yuvasree status check
  • নতুন পদ্ধতিতে যদি আপনার ‘Annexure-III’ ফর্মটি আপলোডের পর ভ্যালিডেশন না করান হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি আপনার আবেদনের সময় যে নথিগুলি জমা দিয়েছিলেন বা আপলোড করেছিলেন সেগুলি নিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসে দেখা করতে হবে।

যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট 2024

যুবশ্রী প্রকল্প পঞ্চম ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়েছে, যেখানে প্রায় পঁচিশ হাজার নাম আছে। আপনি এই লিঙ্কে ক্লিক করে সুবিধাভোগীদের নামের লিস্টটি দেখতে পারেন।

এছাড়া আপনি নিম্নলিখিত পদ্ধতিতে অফিসিয়াল পোর্টাল থেকেও যুবশ্রী প্রকল্পের নতুন লিস্টে আবেদনকারীর নাম আছে কিনা বা বর্তমানে কি স্ট্যাটাস তা চেক করতে পারেনঃ

  • আপনাকে Employment Bank অফিসিয়াল পোর্টালে যেতে হবে।
  • হোম পেজে ‘VIEW STATUS IN FINAL WAITING LIST OF YUVASREE’ তে ক্লিক করতে হবে।
  • এই পেজে ‘Jobseeker Id’ এবং ‘Security Code’ টি লিখে ‘Submit’ করলেই আপনি স্ট্যাটাসটি দেখতে পাবেন। মনে রাখবেন, নতুন লিস্টে নাম থাকার জন্য ‘Annaxure -III’ ফর্মটি জমা করা বাধ্যতামূলক।
yuvasree waiting list

যুবশ্রী প্রকল্প সম্পর্কিত প্রশ্ন

যুবশ্রী প্রকল্পের সুবিধা কি?

যুবশ্রী প্রকল্পের অধীনে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা প্রতি মাসে ₹১,৫০০/- করে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। এছাড়া Employment Bank এ নিবন্ধনের মাধ্যমে তারা তাদের দক্ষতা অনুযায়ী চাকরির অনুসন্ধান ও আবেদন করতে পারেন।

যুবশ্রী প্রকল্পে আবেদনের বয়স সীমা কত?

এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

যুবশ্রী প্রকল্পে আবেদন কিভাবে করে?

যুবশ্রী প্রকল্পে আবেদন আপনি অনলাইনের মাধ্যমেই করতে পারবেন। আপনাকে Employment Bank এর পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং সাথে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে যেমন পরিচয় প্রমান, ঠিকানা প্রমান, মার্কশিট ইত্যাদি। রেজিস্ট্রেশনের কিছুদিন পর আপনাকে এসএমএস -এর মাধ্যমে স্ট্যাটাসটি জানিয়ে দেওয়া হবে।

যুবশ্রীর জন্য কারা যোগ্য?

যুবশ্রী প্রকল্পের জন্য ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করতে হবে এবং যে বছর তিনি আবেদন করছেন সেই যে বছরের ১লা এপ্রিলে তার বয়স ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে, তাহলে তিনি Employment Bank এর পোর্টালে গিয়ে ‘চাকরি সন্ধানকারী’ হিসাবে নথিভুক্ত করতে পারবেন।

Leave a Comment