Updated on June 4th, 2024 ||
আমাদের এই অনিশ্চিত জীবনের ভবিষ্যতের সুরক্ষার জন্য এবং আর্থিক নিরাপত্তার কথা মাথায় রেখে, আমাদের অর্থের সঠিক বিনিয়োগ এবং সঞ্চয়ের পরিকল্পনা আমাদের প্রায় প্রতিনিয়তই করতে হয়। বর্তমান সময় এই আর্থিক পরিকল্পনার বিষয়টি আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তাই দেশের অন্যতম বীমা সংস্থা ‘লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া’ (LIC), বর্তমান মানুষের চাহিদা অনুযায়ী যুগোপযোগী একটি নতুন প্ল্যান চালু করেছে যা হল প্ল্যান নং ৮৭১ বা ‘জীবন উৎসব পলিসি’। এই নিবন্ধে পলিসিটির বিবরণ, বৈশিষ্ট্য, সুবিধা, প্রিমিয়ামের পরিমাণ ইত্যাদি সম্মন্ধে বিস্তারিত তথ্য প্রদান করা হল।
এলআইসি জীবন উৎসব পলিসি কি?
জীবন উৎসব পলিসিটি হল এলআইসি এর একটি নতুন প্ল্যান, যেটি ২০২৩ সালের ২৯শে নভেম্বর চালু করা হয়েছে। এটি একাধারে একটি সঞ্চয় প্রকল্প ও তার সাথে এমন একটি বিনিয়োগ যা থেকে আপনি আজীবন বছরে একটি নিশ্চিত রিটার্ন পাবেন এবং উপরন্তু এটি আপনাকে জীবন বীমা কভারেজের নিরাপত্তাও প্রদান করবে এবং সর্বশেষে পলিসিটির ম্যাচুরিটির পর আপনাকে এককালীন ম্যাচুরিটির অর্থ প্রদান করা হবে।
এই পলিসিটির আরও একটি উল্লেখযোগ্য দিক হল যে এটি বাজার সংযুক্ত নয় তাই এর রিটার্নের ওপর কোন রকম ঝুঁকি নেই। এছাড়া এই বিনিয়গে আছে আরও কিছু সুবিধে যেমন, আপনি প্রিমিয়ামের সময়সীমা পছন্দ করতে পারবেন, বার্ষিক রিটার্নটি আপনি একটি নির্দিষ্ট হারে পেতে চান নাকি পরিবর্তনশীল রাখতে চান তা ও আপনি পছন্দ করতে পারবেন।
এলআইসি জীবন উৎসব পলিসি বিবরণ
জীবন উৎসব পলিসির বিবরণ নিম্নবর্তী সারণীতে উল্লেখ করা হলঃ
পলিসির নাম | এলআইসি জীবন উৎসব |
প্ল্যান নং | ৮৭১ |
শুরু হয়েছিল | ২৯শে নভেম্বর ২০২৩ সালে |
জীবন বীমার মেয়াদ | আজীবন |
পলিসির মেয়াদ | আজীবন |
ম্যাচুরিটি | নেই |
পলিসি শুরুর ন্যূনতম বয়স | ৯০ দিন |
পলিসি শুরুর সর্বোচ্চ বয়স | ৬৫ বছর |
প্রিমিয়াম প্রদানের মেয়াদ | ৫ বছর থেকে ১৬ বছর |
প্রিমিয়াম প্রদানের ধরণ | মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক ও বার্ষিক |
ন্যূনতম রাশি | ₹৫ লক্ষ |
সর্বোচ্চ রাশি | কোন সীমা নেই |
এলআইসি জীবন উৎসবের মূল বৈশিষ্ট্য
জীবন উৎসব পলিসিটির মূল বৈশিষ্ট্যগুলি নিচে তালিকাভুক্ত করা হলঃ
আজীবন সুরক্ষাঃ
এই পলিসিতে আপনি নির্দিষ্ট সময়ের জন্য প্রিমিয়াম প্রদানের মাধ্যমে পুরো জীবনকালের জন্য কভারেজ পাবেন।
আয়ের নমনীয়তাঃ
এই পলিসি নেওয়ার সময়ই আপনি নিয়মিত আয় বা ফ্লেক্সি আয়ের মধ্যে পছন্দ করতে পারবেন।
নিশ্চিত সঞ্চয় বৃদ্ধিঃ
এই পলিসিতে আপনি যতদিন প্রিমিয়াম দেবেন তার প্রত্যেকটি বছর একটি অতিরিক্ত অর্থ আপনার প্রিমিয়ামের সাথে অ্যাকাউন্টে জমা করা হবে।
প্রিমিয়ামের সময়সীমাঃ
আপনি এই পলিসির অধীনে ৫ থেকে ১৬ বছরের মধ্যে ইচ্ছা মতো প্রিমিয়াম প্রদানের সময়সীমা পছন্দ করতে পারবেন৷
প্রিমিয়াম পরিশোধের মেয়াদ | পলিসি শুরুর সর্বনিম্ন বয়স | পলিসি শুরুর সর্বোচ্চ বয়স |
৫ বছর | ৮ বছর | ৬৫ বছর |
৬ বছর | ৮ বছর | ৬৫ বছর |
৭ বছর | ৮ বছর | ৬৫ বছর |
৮ বছর | ৮ বছর | ৬৫ বছর |
৯ বছর | ৭ বছর | ৬৫ বছর |
১০ বছর | ৬ বছর | ৬৫ বছর |
১১ বছর | ৫ বছর | ৬৪ বছর |
১২ বছর | ৪ বছর | ৬৩ বছর |
১৩ বছর | ৩ বছর | ৬২ বছর |
১৪ বছর | ২ বছর | ৬১ বছর |
১৫ বছর | ১ বছর | ৬০ বছর |
১৬ বছর | ৯০ দিন | ৫৯ বছর |
প্রিমিয়াম পরিশোধের ধরনঃ
আপনি এই পলিসির প্রিমিয়াম বার্ষিক, অর্ধ-বার্ষিক, ত্রৈমাসিক বা প্রতি মাসে পরিশোধ করতে পারেন।
পছন্দমতো কভারেজঃ
এছাড়া অন্যান্য পলিসিগুলির মতো এখানেও আপনি আপনার সুবিধা মতো ঐচ্ছিক রাইডারগুলির মাধ্যমে বাড়তি সুরক্ষার ব্যবস্থা করতে পারবেন।
ঋণ সুবিধাঃ
জীবন উৎসব পলিসিতে যদি আপনার কমপক্ষে ২ বছরের প্রিমিয়াম প্রদান করা হয়ে থাকে তবে আপনি এই পলিসির দ্বারা ঋণও নিতে পারবেন।
এলআইসি জীবন উৎসব পলিসি সুবিধা
জীবন উৎসব পলিসির অধীনে আপনি নিম্নলিখিত সুবিধাগুলি পাবেনঃ
ডেথ বেনিফিটঃ
এই পলিসির বিমাকারীর মৃত্যুর ক্ষেত্রে মনোনীত ব্যক্তিকে অতিরিক্ত গ্যারান্টিযুক্ত অর্থ সহ ‘সাম অ্যাসিওরড অন ডেথ’ বা মৃত্যুর বিমাকৃত রাশি প্রদান করা হবে। এই ‘সাম অ্যাসিওরড অন ডেথ’ এর পরিমাণ সর্বদা ‘বেসিক সাম অ্যাসিওরড’ এর থেকে বেশি হয়ে থাকে।
এই ডেথ বেনিফিটের পরিমাণ মোট প্রদত্ত প্রিমিয়ামের ১০৫% বা তার বেশি হয়, অথবা বার্ষিক প্রিমিয়ামের ৭ গুণ অর্থ প্রদান করা হয়ে থাকে।
কিস্তির মাধ্যমে ডেথ বেনিফিটঃ
আপনি এই পলিসিতে ডেথ বেনিফিটের সুবিধা এককালীন একক পরিমাণের পরিবর্তে, ৫, ১০ বা ১৫ বছরের জন্য কিস্তির ভিত্তিতে নেওয়ার বিকল্প বেছে নিতে পারেন।
নিচে ন্যূনতম কিস্তির পরিমাণের একটি টেবিল উল্লেখ করা হলঃ
কিস্তি পরিশোধের ধরণ | ন্যূনতম কিস্তির পরিমাণ |
মাসিক | ₹৫,০০০/- |
ত্রৈমাসিক | ₹১৫,০০০/- |
অর্ধ-বার্ষিক | ₹২৫,০০০/- |
বার্ষিক | ₹৫০,০০০/- |
মাইনরস্দের ক্ষেত্রে রিফান্ডঃ
অপ্রাপ্তবয়স্ক বা নাবালক লাইফ অ্যাসিওর্ডের ক্ষেত্রে অর্থাৎ যাদের বয়স ৮ বছরের কম এবং সেক্ষেত্রে যদি ঝুঁকির নির্দিষ্ট সময় শুরু হওয়ার আগেই তার মৃত্যু ঘটে, তবে ডেথ বেনিফিট হিসেবে সুদ ছাড়া তার প্রিমিয়াম ফেরত দেওয়া হবে।
সারভাইভাল বেনিফিটঃ
সারভাইভাল বেনিফিট হিসেবে আপনি ২ টি বিকল্প পছন্দ করতে পারেন, যথাক্রমে (১) নিয়মিত ইনকাম (২) ফ্লেক্সি ইনকাম।
নিচে বিকল্প দুটি বর্ণনা করা হলঃ
- নিয়মিত ইনকাম বেনিফিটঃ
এই বিকল্পে বীমাধারক তার জীবিতকালে প্রতিটি পলিসি বছরের শেষে বেসিক অ্যাসিওর্ডের ১০% অর্থ আজীবন লাভ করবেন।
- ফ্লেক্সি ইনকাম বেনিফিটঃ
এক্ষেত্রেও বীমাধারক প্রতি পলিসি বছরের শেষে বেসিক অ্যাসিওর্ডের ১০% অর্থ লাভ করবেন, তবে তিনি চাইলে বছরে একবার মোট ব্যালেন্সের সর্বাধিক ৭৫% পর্যন্ত টাকা তুলতে পারবেন, সেক্ষেত্রে তাকে বার্ষিক কম্পউন্ডিং হারে ৫.৫% সুদ প্রদান করা হবে।
আপনি কোন প্রিমিয়াম মেয়াদের ক্ষেত্রে কোন সময় থেকে টাকা পাবেন তা নিচের সারণীতে দেখান হলঃ
প্রিমিয়ামের মেয়াদ | নিয়মিত ইনকাম বেনিফিট/ফ্লেক্সিইনকাম বেনিফিট শুরুর বছর |
৫ বছর | ১১ তম পলিসি বছর |
৬ বছর | ১১ তম পলিসি বছর |
৭ বছর | ১১ তম পলিসি বছর |
৮ বছর | ১১ তম পলিসি বছর |
৯ বছর | ১২ তম পলিসি বছর |
১০ বছর | ১৩ তম পলিসি বছর |
১১ বছর | ১৪ তম পলিসি বছর |
১২ বছর | ১৫ তম পলিসি বছর |
১৩ বছর | ১৬ তম পলিসি বছর |
১৪ বছর | ১৭ তম পলিসি বছর |
১৫ বছর | ১৮ তম পলিসি বছর |
১৬ বছর | ১৯ তম পলিসি বছর |
গ্যারান্টিযুক্ত সংযোজনঃ
আপনার প্রিমিয়াম পরিশোধের মেয়াদ চলাকালীন প্রতিটি পলিসি বছরের শেষে আপনি প্রতি হাজার টাকা বেসিক সাম অ্যাসিউডের ওপর ৪০/- টাকা অতিরিক্ত লাভ করবেন, যা আপনার প্রিমিয়ামের সাথে জমা করা হবে। তবে যদি প্রিমিয়াম যথাযথভাবে পরিশোধ না করা হয়, তাহলে এই অতিরিক্ত অর্থ প্রদান বন্ধ হয়ে যাবে।
রাইডারের সাথে বাড়তি সুরক্ষাঃ
এই পলিসিতে আপনি বেশ কয়েকটি রাইডারের সুবিধা পাবেন যেগুলি পলিসিধারককে অতিরিক্ত প্রিমিয়ামের মাধ্যমে অতিরিক্ত কভারেজ প্রদান করে, সেগুলি হলঃ
- দুর্ঘটনাজনিত মৃত্যু এবং প্রতিবন্ধী বেনিফিট রাইডার
এই রাইডারটি ৭০ বছরের কম বয়সের পলিসি হোল্ডারের ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য। এই রাইডারের অধীনে প্রিমিয়াম প্রদানকালীন সময় বীমাকারির দুর্ঘটনাজনিত মৃত্যু বা অক্ষমতার ক্ষেত্রে, দুর্ঘটনার তারিখ থেকে ৬ মাস বা ১৮০ দিনের মধ্যে নমিনি ডেথ বেনিফিটের সাথে অ্যাক্সিডেন্ট বেনিফিট সাম অ্যাসিওর্ডের এককালীন টাকাও পাবেন।
- অ্যাক্সিডেন্টাল বেনিফিট রাইডার
এই রাইডারটিও ৭০ বছরের কম বয়সের পলিসি হোল্ডারের ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য এবং প্রিমিয়াম চলাকালীন সময় দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রেই আপনি এই রাইডারের সুবিধাটি পাবেন যেখানে নমিনিকে ডেথ বেনিফিটের সাথে অ্যাক্সিডেন্ট বেনিফিট সাম অ্যাসিওর্ডের টাকাও প্রদান করা হবে।
- নতুন টার্ম অ্যাসুরেন্স রাইডার
এই রাইডারটি আপনি পলিসি নেওয়ার সময়ই শুধুমাত্র নিতে পারেন এবং এই রাইডারের মেয়াদকাল হল ৩৫ বছর অথবা পলিসি হোল্ডারের ৭৫ বছর বয়স পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনার অবর্তমানে আপনার নমিনিকে ডেথ বেনিফিটের সাথে টার্ম অ্যাসুরেন্স সামের এককালীন টাকাও প্রদান করা হবে।
- নিউ ক্রিটিক্যাল ইলনেস রাইডার
এই রাইডারটিও আপনি পলিসি নেওয়ার সময়ই শুধুমাত্র নিতে পারেন এবং এর মেয়াদকাল হল ৩৫ বছর অথবা পলিসি হোল্ডারের ৭৫ বছর বয়সের মধ্যে যেটি আগে ঘটবে। এই রাইডারের ক্ষেত্রে এই পলিসির অধীনে কভার করা নির্দিষ্ট ১৫টি গুরুতর অসুস্থতার মধ্যে যে কোনও একটি ধরা পড়লে পলিসি হোল্ডারকে ক্রিটিক্যাল ইলনেস সাম অ্যাসুরডের অর্থ প্রদান করা হবে।
- প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডার
এই রাইডারটি কেবলমাত্র নাবালক বীমাকৃত ব্যক্তির ক্ষেত্রেই নেওয়া যেতে পারে। এই রাইডারের অধীনে প্রস্তাবকের অর্থাৎ যিনি সাধারনত নাবালকের হয়ে প্রিমিয়াম প্রদান করে থাকেন তার মৃত্যুর ক্ষেত্রে রাইডারের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বেস পলিসির সমস্ত প্রিমিয়ামে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়।
এলআইসি জীবন উৎসবের অন্যান্য বৈশিষ্ট্য
জীবন উৎসব পলিসির অন্যান্য বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপঃ
রিবেট্সঃ
আপনি যত বেশি মূল্যের বেসিক সাম অ্যাস্যুরডের পলিসি করাবেন, আপনাকে ততটাই বেশি রিবেট বা ছাড় দেওয়া হবে। এই পলিসিতে বেসিক সাম অ্যাস্যুরডের তিনটি স্ল্যাব আছে যথাক্রমে –
- ₹১০,০০,০০০ – ₹২৪,০০,০০০/-
- ₹২৫,০০,০০০ – ₹৪৯,০০,০০০/-
- ₹৫০,০০,০০০/- ও তার বেশি
রিবেট্সের পরিমাণ বেসিক সাম অ্যাসিওরড স্ল্যাব এবং প্রিমিয়াম পরিশোধের মেয়াদের উপর নির্ভর করে।
গ্রেস পিরিয়ডঃ
এলআইসি বাকি পলিসিগুলির মতো এই পলিসিতেও আপনি বাৎসরিক, অর্ধ-বার্ষিক বা ত্রৈমাসিক প্রিমিয়াম প্রদানের ক্ষেত্রে ৩০ দিনের এবং মাসিক প্রিমিয়ামের ক্ষেত্রে ১৫ দিনের গ্রেস পিরিয়ড পাবেন।
পলিসি পুনরুদ্ধারঃ
আপনি যদি গ্রেস সময়ের মধ্যে প্রিমিয়াম পরিশোধ না করেন, তাহলে পলিসিটি বাতিল হয়ে যাবে। তবে আপনি প্রথম বকেয়া প্রিমিয়ামের তারিখ থেকে ৫ বছরের মধ্যে সমস্ত বকেয়া প্রিমিয়াম এবং প্রযোজ্য সুদ পরিশোধ করে পলিসিটি আবার চালু করতে পারেন।
পেইড-আপ ভ্যালুঃ
পলিসি করানোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে, কমপক্ষে ২ বছরের প্রিমিয়াম জমা করতেই হবে অন্যথা আপনি কোন রকম সুবিধা পাবেন না এমনকি প্রদত্ত প্রিমিয়ামও ফেরতযোগ্য নয়। তবে যদি কমপক্ষে দুই বছরের প্রিমিয়াম জমা করার পর আর কোন প্রিমিয়াম না জমা করা হয় তবে পলিসিটি চালু থাকবে এবং সাম অ্যাসিওরডের পরিমানের ওপর নির্ভর করে আপনাকে সুবিধা প্রদান করা হবে।
ফ্রি-লুক পিরিয়ডঃ
পলিসি হোল্ডার পলিসি শুরুর তারিখ থেকে ৩০ দিনের ফ্রি-লুক পিরিয়ড থাকে, অর্থাৎ এই সময়ে বীমাধারক পলিসির শর্তাবলীতে অসন্তুষ্ট হলে সেটি বাতিল করতে পারেন।
সারেন্ডার ভ্যালুঃ
কমপক্ষে দুই বছরের প্রিমিয়াম পরিশোধ করা হলে পলিসিধারক পলিসিটি সারেন্ডার করতে পারেন এবং সেক্ষেত্রে আপনি গ্যারান্টিযুক্ত সারেন্ডার ভ্যালু (GSV) অথবা স্পেশাল সারেন্ডার ভ্যালু (SSV) লাভ করবেন যা আপনার পরিশোধ করা প্রিমিয়ামের পরিমানের ওপর নির্ভর করবে।
পলিসি টারমিনেশনঃ
যেসব ক্ষেত্রে এই পলিসিটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে সেগুলি নিচে উল্লেখ করা হলঃ
- যে তারিখে লাম্পসাম ডেথ বেনিফিট প্রদান করা হবে।
- যে তারিখে পলিসি সারেন্ডার করার পর সুবিধাগুলির নিষ্পত্তি করা হবে।
- পলিসির পুনরুজ্জীবনের মেয়াদ শেষ হলে।
- ফ্রি-লুক বাতিল করার পেমেন্ট করা হলে।
- পলিসিটি বাজেয়াপ্ত করা হলে।
এক্সক্লুশন বা বর্জনঃ
- যদি লাইফ অ্যাসিওরড পলিসির ঝুঁকির সময়কাল শুরু হওয়ার ১২ মাসের মধ্যে সুস্থ/অসুস্থ বা উন্মাদার কারনে আত্মহত্যা করেন, সেক্ষেত্রে নমিনি প্রদেয় মোট প্রিমিয়ামের ৮০% পাবেন।
- পলিসিটি রিভাইভাল বা পুনরুজ্জীবনের পর ১২ মাসের মধ্যে যদি লাইফ অ্যাসিওরড সুস্থ/অসুস্থ বা উন্মাদার কারনে আত্মহত্যা করেন, সেক্ষেত্রে নমিনি প্রদেয় মোট প্রিমিয়ামের ৮০% এর বেশি পাবেন।
এলআইসি জীবন উৎসব সম্পর্কিত প্রশ্ন
এলআইসি জীবন উৎসবের সারভাইভাল বেনিফিট কী?
এলআইসি জীবন উৎসবের ক্ষেত্রে পলিসিধারক যতদিন বাঁচবেন ততদিন তিনি প্রতি পলিসি বছরের শেষে প্রাথমিক বিমাকৃত রাশির ১০% করে পাবেন, অর্থাৎ এটি একটি স্থির আয়ের উৎস রূপে আপনি ব্যবহার করতে পারবেন।
LIC জীবন উৎসবের জন্য কত প্রিমিয়াম দিতে হয়?
এলআইসি জীবন উৎসবের অধীনে আপনি আপনার সুবিধা অনুযায়ী ৫ বছর থেকে ১৬ বছর পর্যন্ত প্রিমিয়াম দেওয়ার সময় বেছে নিতে পারেন।
LIC জীবন উৎসবের ন্যূনতম কত জমা করতে হয়?
এলআইসি জীবন উৎসবের ন্যূনতম রাশি হল ₹৫ লক্ষ টাকা এবং সর্বোচ্চ কোন সীমা নেই।
এলআইসি জীবন উৎসবের ডেথ বেনিফিট কী?
জীবন উৎসবের পলিসিধারকের মৃত্যু হলে, ‘সাম অ্যাসিওরড অন ডেথ’ এবং অর্জিত গ্যারান্টিযুক্ত অতিরিক্ত সহ নমিনিকে ডেথ বেনিফিট প্রদান করা হয়, যা অবশ্যই মোট প্রিমিয়ামের ১০৫% এর কম হবে না।
এলআইসি জীবন উৎসবে কি ম্যাচুরিটি বেনিফিট আছে?
না, LIC জীবন উৎসব প্ল্যানে কোন রকম ম্যাচুরিটি বেনিফিট নেই।
LIC জীবন উৎসবের কভারেজ কি বাড়ানো যায়?
আপনি এই পলিসির সাথে ৫ রকম রাইডারের মাধ্যমে কভারেজ বাড়াতে পারেন যেমন ‘দুর্ঘটনাজনিত মৃত্যু এবং অক্ষমতা রাইডার’, ‘অ্যাক্সিডেন্টাল বেনিফিট রাইডার’, ‘নিউ টার্ম অ্যাসুরেন্স রাইডার’, ‘নিউ ক্রিটিক্যাল ইলনেস রাইডার’, এবং ‘প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডার’। আপনি বাড়তি প্রিমিয়াম প্রদানের মাধ্যমে এই অতিরিক্ত কভারেজগুলির সুবিধা নিতে পারেন৷