শিক্ষাশ্রী প্রকল্প | Sikshashree Scheme in Bengali

Updated on August 6th, 2024 ||

পশ্চিমবঙ্গে শিক্ষা ক্ষেত্রে উৎসাহ ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে বেশ কিছু জনপ্রিয় প্রকল্প রয়েছে যেমন কন্যাশ্রী, ঐক্যশ্রী, সবুজসাথী ইত্যাদি। শিক্ষাশ্রী প্রকল্পটি হল একই রকম জনপ্রিয় আরও একটি প্রকল্প যেটি  তফসিলি জাতি/উপজাতি (SC/ST) বিভাগের অন্তর্গত ছাত্র ছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে সহায়তার লক্ষ্যে ২০১৪ সালে চালু করা হয়েছিল। এই প্রকল্পের অধীনে প্রতি বছর প্রায় ২ লক্ষ শিক্ষার্থীরা আর্থিক সহায়তা লাভ করে থাকে।

শিক্ষাশ্রী প্রকল্প কি

পশ্চিমবঙ্গ সরকারের ‘অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন’ বিভাগ দ্বারা পরিচালিত এই শিক্ষাশ্রী প্রকল্পের অধীনে রাজ্যের তফসিলি জাতি/উপজাতি অন্তর্গত পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পড়াশুনোর ক্ষেত্রে সরকারী আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। 

পূর্বে SC/ST শিক্ষার্থীদের দুটি অনুদান দেওয়া হত, যথাক্রমে বই এবং রক্ষণাবেক্ষণের অনুদান। তবে সেই অনুদানের পরিমাণ ছিল সামান্য এবং অর্থ প্রদানের পদ্ধতিটিও জটিল এবং সময়সাপেক্ষ হওয়ার কারনে তা উদ্দেশ্য পূরণে সফল হয়নি।

সেই প্রকল্পটিকে সংশোধন করে এবং মানসম্পন্ন সহায়তা প্রদানের উদ্দেশ্যে এটির নতুন নামকরন করা হয় ‘শিক্ষাশ্রী প্রকল্প’, যেটি যে কোনো সরকারী, সরকারী সাহায্যপ্রাপ্ত এবং পশ্চিমবঙ্গের সমস্ত সরকারী স্বীকৃত স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পড়া SC/ST শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।

শিক্ষাশ্রী প্রকল্প

শিক্ষাশ্রী প্রকল্প বিবরণ

পশ্চিমবঙ্গের শিক্ষাশ্রী প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণটি নিচে দেওয়া হলঃ

প্রকল্পের নামশিক্ষাশ্রী প্রকল্প
উদ্যোক্তাপশ্চিমবঙ্গ সরকার
প্রকল্প শুরুর সময়২০১৪ সালে
দায়িত্বপ্রাপ্ত বিভাগঅনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তর
সুবিধাভোগীSC/ST অন্তর্গত পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীগণ
স্কলারশিপের পরিমাণবার্ষিক ₹৮,০০/- টাকা
আবেদন পদ্ধতিঅনলাইন এবং অফলাইন
সরকারী ওয়েবসাইট202.66.172.169, oasis.gov.in, adibasikalyan.gov.in

শিক্ষাশ্রী প্রকল্প উদ্দেশ্য

আমরা সকলেই জানি যে শিক্ষায় সকলেরই সমান অধিকার রয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রাইমারি স্কুলের শিক্ষার পর বিশেষত আর্থিক অসুবিধার কারনেই অনেকে উচ্চ বিদ্যালয়ে পড়াশুনো চালিয়ে নিয়ে যেতে পারে না।

তাই নিম্নলিখিত উদ্দেশ্যগুলি নিয়ে প্রধানত এই প্রকল্পটি গঠন করা হয়েছেঃ

  • পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষার প্রচার করার লক্ষ্যে
  • স্কুল ড্রপআউটের সংখ্যা কমানোর উদ্দেশ্যে
  • প্রাক-ম্যাট্রিক পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে

শিক্ষাশ্রী প্রকল্প সুবিধা

শিক্ষাশ্রী প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের নিম্নলিখিত সুবিধাগুলি দেওয়া হয়ে থাকেঃ

  • SC/ST অন্তর্গত পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা বার্ষিক ₹৮,০০/- টাকা করে পাবে।
  • আর্থিক অনুদান DBT এর মাধ্যমে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

শিক্ষাশ্রী প্রকল্প অনুদান

পূর্ববর্তী বছরগুলিতে শিক্ষাশ্রী প্রকল্পের অনুদানের পরিমানের তালিকাটি নিচে দেওয়া হলঃ

বছরঅনুদানের পরিমাণশিক্ষার্থীর সংখ্যা
২০২১₹১৪,৪৮,০০,০০০/-১,৮১,০০০
২০২০₹১৬,৩১,০০,০০০/-২,০৩,৮৭৫
২০১৯₹১৪,৭৫,০০,০০০/-১,৮৪,৩৭৫
২০১৮₹১৬,০০,০০,০০০/-১,৯৯,৪৬৪
২০১৭₹১৬,৪০,৪৪,০০০/-২,০৫,০৫৫
২০১৬₹১৮,৩৯,৮৪,৮০০/-২,২৯,৯৮১
২০১৫₹১৮,১৬,৩২,০০০/-২,২৭,০৪০
২০১৪₹১৭,৪১,৭০,৪০০/-২,১৭,৭১৩

শিক্ষাশ্রী প্রকল্প যোগ্যতা

শিক্ষাশ্রী প্রকল্পের জন্য নিম্নলিখিত যোগ্যতাগুলি প্রয়োজনঃ

  • শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • শিক্ষার্থীকে অবশ্যই তফসিলি জাতি/উপজাতি (SC/ST) বিভাগের অন্তর্গত হতে হবে।
  • শিক্ষার্থীর বার্ষিক পারিবারিক আয় ₹২,৫০,০০০ -এর বেশি হবে না।
  • শিক্ষার্থীকে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত হতে হবে।
  • শুধুমাত্র ডে স্কলার শিক্ষার্থীরাই এই স্কিমের জন্য আবেদন করতে পারবে।
  •  শিক্ষার্থীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।
  • শিক্ষার্থীকে যে কোনো সরকারী, সরকারী সাহায্যপ্রাপ্ত বা রাজ্য সরকারের স্বীকৃতপ্রাপ্ত স্কুলে অধ্যয়নরত হতে হবে।

শিক্ষাশ্রী প্রকল্প প্রয়োজনীয় নথি

শিক্ষাশ্রী প্রকল্পে আবেদনের জন্য নিম্নলিখিত নথিগুলি প্রয়োজনঃ

  • আধার নম্বর
  • কাস্ট সার্টিফিকেট
  • মোবাইল নম্বর
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর
  • ব্যাঙ্ক IFSC কোড

শিক্ষাশ্রী প্রকল্প অনলাইন আবেদন

নিম্নলিখিত পদ্ধতিতে আপনি শিক্ষাশ্রী প্রকল্পে অনলাইন আবেদন করতে পারবেনঃ

  • শিক্ষাশ্রী প্রকল্পে অনলাইন আবেদনের জন্য আপনাকে অফিসিয়াল পোর্টাল 202.66.172.169/ তে যেতে হবে।
  • পোর্টালের হোম পেজেই একটি লগইন ফর্ম পাবেন যেখানে ‘User Type’ থেকে আপনাকে ‘School Level’ সিলেক্ট করতে হবে, এরপর ডিসট্রিক্ট, সাবডিভিশন, ব্লক ও স্কুলের নাম উল্লেখ করার পর ‘User Id’ ও ‘Password’ লিখে ও ক্যাপচা পূরণ করে লগইন করতে হবে। এক্ষেত্রে উল্লেখ্য যে আপনার যদি ‘Student’s Registration’ না করা থাকে তবে oasis.gov.in পোর্টাল থেকে সর্বপ্রথমে রেজিস্ট্রেশন করাতে হবে।
shikshashree user login
  • লগইন হওয়ার পর আপনি ড্যাশ বোর্ডে পৌছাবেন, যেখানে আপনাকে ‘Applications’ এ ক্লিক করতে হবে, তারপর নতুন আবেদনের জন্য ‘Fresh Application’ এ ক্লিক করতে হবে।
sikshashree online form
  • এরপর একটি পপ্‌আপ ম্যাসেজে নতুন আবেদনের ফর্মটি খুলে যাবে যেখানে আপনাকে বাংলার শিক্ষার স্টুডেন্ট কোড, ঠিনাকা, জেলা, সাবডিভিশন, ব্লক, পোস্ট অফিস, পিন, জাতিগত বিভাগ, আধার নম্বর, মোবাইল নম্বর, ব্যাঙ্কের নাম, IFSC কোড ইত্যাদি উল্লেখ করে ‘Next’ এ ক্লিক করতে হবে।
  • এরপর আপনার ফিলাপ করা ফর্মটি আপনি দেখতে পারবেন, যাতে আপনার দেওয়া তথ্যগুলি মিলিয়ে নিতে পারেন। মিলিয়ে নেওয়া হয়ে গেলে পর আপনাকে ‘Submit’ এ ক্লিক করতে হবে, তাহলেই আপনার নতুন আবেদনের কাজটি সম্পন্ন হবে।

শিক্ষাশ্রী প্রকল্প ফর্ম

এছাড়া শিক্ষার্থীরা অফলাইনে ফর্ম ফিলাপ ও প্রয়োজনীয় নথিগুলি সংযুক্ত করে নিজ স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিয়েও শিক্ষাশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

শিক্ষাশ্রী প্রকল্প ফর্মের PDF ডাউনলোড করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুনঃ

শিক্ষাশ্রী প্রকল্প সম্পর্কিত প্রশ্ন (FAQ)

শিক্ষাশ্রী প্রকল্প কি?

পশ্চিমবঙ্গের শিক্ষাশ্রী প্রকল্পের অধীনে যে কোনো সরকারী, সরকারী সাহায্যপ্রাপ্ত বা সরকারী স্বীকৃত স্কুলগুলিতে অধ্যয়নরত পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর SC/ST শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।

শিক্ষাশ্রী প্রকল্প কবে চালু হয়?

শিক্ষাশ্রী প্রকল্পটি ২০১৪ সালে চালু করা হয়েছিল।

শিক্ষাশ্রী স্কলারশিপ কাদের জন্য?

শিক্ষাশ্রী স্কলারশিপটি হল ৫ম শ্রেণী থেকে ৮ম শ্রেণীতে অধ্যয়নরত সকল তফসিলি জাতি/উপজাতি (SC/ST) ছাত্র ছাত্রীদের জন্য। 

শিক্ষাশ্রী স্কলারশিপে কত টাকা পাওয়া যায়?

শিক্ষাশ্রী স্কলারশিপের অর্থের পরিমাণ বর্তমানে আর শ্রেণীর ওপর নির্ভর করে না, শ্রেণী নির্বিশেষে এখন সকল শিক্ষার্থীদের বার্ষিক ₹৮,০০/- করে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।

Leave a Comment