ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প, স্টেটাস চেক, লোন ও ফর্ম ডাউনলোড

Updated on May 27th, 2024 ||

পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম (WBBCCS) হোল রাজ্য সরকারের করা একটি নতুন ঋণ প্রকল্প যেটি ১লা এপ্রিল ২০২৩ সালে চালু করা হয়। এই প্রকল্পের অধীনে আপনি ₹৫ লক্ষ টাকা পর্যন্ত লোণ নিতে পারবেন। রাজ্যের মানুষদের তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে উৎসাহিত করা এবং লোণ প্রদানের মাধ্যমে তাদের আর্থিক সহায়তা করাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য।

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড লোন কি

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পটি ক্ষুদ্র উদ্যোগীদের কথা মাথায় রেখেই করা হয়েছে, কারন পশ্চিমবঙ্গের মোট শিল্প উদ্যোগের প্রায় ৯৯% হোল MSMEs (মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইসেস) সেক্টরের অন্তর্গত, এবং তার আবার ৯৮% হোল এই ক্ষুদ্র উদ্যোগী।

এই প্রকল্পটি ভারত সরকারের MSME এর অধীনস্থ ‘ক্রেডিট গ্যারান্টি ফান্ডস ট্রাস্ট ফর মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ (CGTMSE)’ এর সহযোগিতায় গঠন করা হয়েছে। CGTMSE এর অধীনে অতি ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে ₹৫ লক্ষ টাকা পর্যন্ত লোণ দেওয়া হয়ে থাকে এবং ভারত সরকার প্রদত্ত এর গ্যারান্টি কভারেজের পরিমাণ হোল ৮৫%।

পশ্চিমবঙ্গ সরকার এই CGTMSE ট্রাস্টের সাথে মিলে এই প্রকল্পটির সূচনা করেছে এবং বাকি ১৫% গ্যারান্টি কভারেজ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়ে থাকে। তাই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের উপভোক্তারা কোন সিকিউরিটি ডিপোজিট ছাড়াই এই লোণ পেতে পারেন।

এছাড়া ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের অধীনে সরকারের কাছ থেকে প্রকল্পের ব্যয়ের ১০% সাবসিডি পাওয়া যাবে যা সর্বোচ্চ ₹২৫,০০০/- টাকা পর্যন্ত হতে পারে।

এই প্রকল্পের মাধ্যমে উদ্যোগীরা ₹৫ লক্ষ টাকা মূলধনের যে কোন ব্যবসা, সার্ভিস, ম্যানুফ্যাকচারিং বা ফার্ম প্রভৃতি প্রকল্প শুরু করতে পারবেন যেমন বিউটি পার্লার, প্রসাধনী দোকান, জেরক্স ও ল্যামিনেশন, সাইবার ক্যাফে, পোল্ট্রি ফার্ম ইত্যাদি। এছাড়া বিদ্যমান ব্যবসা বাড়ানোর উদ্দেশ্যেও এই লোণ পাওয়া যাবে।

এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে রাজ্যের ১৮ থেকে ৫৫ বছর বয়সের উদ্যোগীরা, যারা তাদের নিজেদের ব্যবসা শুরু করতে উৎসাহী, তাদের মূলধন যোগানের সমস্যায় যাতে পিছিয়ে না পড়তে হয় এরূপ ক্ষুদ্র উদ্যোগীদের সহায়তা করা এবং বহু মানুষের কর্ম সংস্থানের ব্যবস্থা করা সম্ভব হয়েছে। 

প্রধানমন্ত্রী মুদ্রা লোন

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বিবরণ

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ নিচে তালিকাভুক্ত করা হলঃ

প্রকল্পের নামভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প
প্রকল্প শুরুর সময়১লা এপ্রিল ২০২৩
প্রকল্পের ধরণপশ্চিমবঙ্গ সরকার স্কিম
প্রকল্পের বাজেট₹৩৫০ কোটি টাকা
দায়িত্বপ্রাপ্ত বিভাগমাইক্রো, স্মল & মিডিয়াম এন্টারপ্রাইসেস এন্ড টেক্সটাইলস ডিপার্টমেন্ট
সুবিধাভোগীরাজ্যের ১৮ বছর থেকে ৫৫ বছর বয়সী সকল
বার্ষিক পারিবারিক আয়কোন ঊর্ধ্বসীমা নেই
লোণের পরিমাণ₹৫ লক্ষ টাকা
উদ্দেশ্যআর্থিক সহায়তার মাধ্যমে রাজ্যের যুবক যুবতিদের ক্ষুদ্র উদ্যোগে উৎসাহ দেওয়া এবং কর্ম সংস্থানের ব্যবস্থা করা 
সরকারী ওয়েবসাইটbccs.wb.gov.in

ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের উদ্দেশ্য

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের যুবকদের যুবতীরা, যাদের উদ্যোক্তা দক্ষতা রয়েছে এবং যারা ক্ষুদ্র উদ্যোগ স্থাপন করে স্বনির্ভর হতে চায়, তাদের লোণের প্রয়োজনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা।

এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের গ্রামীণ ও শহুরে এলাকায় নিজস্ব কর্মসংস্থানের সংখ্যা বৃদ্ধি করা এবং ফলস্বরূপ আয় বৃদ্ধি, সম্পদ সৃষ্টি করা সম্ভব হয়েছে এবং ভবিষ্যতে আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে।

bhabishyat credit card

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কারা পাবেন

এই ক্রেডিট কার্ডের জন্য নিম্নলিখিত যোগ্যতাগুলি প্রয়োজনঃ

  • আবেদনকারীকে ভারতের নাগরিক এবং গত ১০ বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাসকারী হতে হবে।
  • ১৮ – ৫৫ বছর বয়সী যেকোনো ব্যক্তি।
  • মোটর পরিবহন কর্মী এবং বিল্ডিং ও অন্যান্য নির্মাণ কর্মীরাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
  • নতুন উদ্যোগ এবং বিদ্যমান ব্যবসা বাড়ানোর উদ্দেশ্যে, উভয় ক্ষেত্রেই মেয়াদী ঋণ অথবা কার্যকরী মূলধনের জন্য এই প্রকল্পে আবেদন করা যাবে।
  • একটি পরিবার থেকে শুধুমাত্র একজন ব্যক্তি এই স্কিমের অধীনে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে  “পরিবার” অর্থাৎ স্বামী এবং স্ত্রী।
  • কর্মসাথী প্রকল্পের অধীনে যে সমস্ত আবেদনগুলি ১লা এপ্রিল, ২০২৩ পর্যন্ত অনুমোদিত হয়নি, সেগুলি এই প্রকল্পে স্থানান্তরিত করা হবে৷

এবার দেখে নেওয়া যাক কারা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আবেদনের জন্য যোগ্য নয়ঃ

  • কেন্দ্রীয়/রাজ্য সরকার/সরকারি উদ্যোগের কর্মচারীগণ এবং তাদের পরিবার এই প্রকল্পের জন্য যোগ্য নয়।
  • কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিফল্টার ঋণগ্রহীতা এই প্রকল্পের যোগ্য নয়।

ক্রেডিট কার্ড কি ও পাওয়ার যোগ্যতা

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ফর্ম ডাউনলোড

ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদনের জন্য আপনি সহজেই অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনপত্র জমা দিতে পারবেন এবং অফলাইনে আপনি নিম্নলিখিত অফিস থেকে ফর্ম সংগ্রহণ করতে পারবেনঃ

  • গ্রামীণ এলাকার জন্যঃ BDO অফিস
  • পৌর এলাকার জন্যঃ SDO অফিস
  • কেএমসি এলাকা সহ কর্পোরেশন এলাকার জন্যঃ ডিআইসি/সাব-ডিআইসি অফিস এবং মনোনীত কেএমসি অফিস।
  • গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা ওয়ার্ড স্তরে আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্প থেকেও ফর্ম সংগ্রহ ও জমা করা যাবে।

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড অনলাইন আবেদনের প্রয়োজনীয় নথি

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড অনলাইন আবেদনের জন্য নিম্ন উল্লিখিত নথিগুলি আবেদনপত্রের সাথে সংযুক্ত করে আপলোড করতে হবে।

নিচের নথিগুলির ক্ষেত্রে ফাইল ফরম্যাট PDF ও সর্বোচ্চ সাইজ 2 MB এবং পেজের আকার A4 হবেঃ

  • ফটো আইডি প্রুফ
  • আবাসিক ঠিকানার প্রমাণ
  • বয়স প্রমাণ
  • বিস্তারিত প্রজেক্ট রিপোর্ট (সাজেস্টিভ মডেল রিপোর্টের তালিকা নিচে দেওয়া হোল বা পোর্টাল থেকেও পাওয়া যাবে)

অন্যান্য নথির ক্ষেত্রে নিম্নলিখিত নির্দেশগুলি মানতে হবেঃ

  • ছবির আকার হবে 51 মিমি x 51 মিমি এবং ফাইলের সাইজ প্রতিটি 100 KB এর বেশি হওয়া উচিত নয় এবং 20 KB এর কম হওয়া উচিত নয়।
  • ডকুমেন্টস ফাইলের ক্ষেত্রে ন্যূনতম আকার হবে 350 পিক্সেল (প্রস্থ) X 350 পিক্সেল (উচ্চতা)।
  • স্বাক্ষর ফাইলের মাপ হল 200 x 230 পিক্সেল এবং ফাইলের আকার 20 KB থেকে 50 KB এর মধ্যে হতে হবে।
  • এছাড়া  WBBCCS পোর্টালের রেজিস্ট্রেশনের জন্য মোবাইলে OTP পাঠানো হবে, তাই মোবাইলটি চালু রাখতে হবে এবং ‘ডু নোট ডিসটার্ব’ DND মোড যেন না থাকে।

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড অনলাইন আবেদন

নিম্নলিখিত পদ্ধতিতে আপনি ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারবেনঃ

  • আপনাকে পশ্চিমবঙ্গ ভবিষ্যত ক্রেডিট কার্ড প্রকল্পের অফিসিয়াল পোর্টাল bccs.wb.gov.in খুলতে হবে।
  • হোম পেজের নিচেই আপনি ‘Apply Online’ লেখাটি দেখতে পাবেন, সেখানে ক্লিক করতে হবে।
bhabishyat credit card scheme west bengal
  • আপনাকে নাম, ই-মেইল এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনার পাসওয়ার্ড সেট করতে হবে।
bhabishyat credit card scheme registration west bengal
  • রেজিস্ট্রেশনের কাজটি সম্পন্ন হওয়ার পর আপনাকে লগইন করতে হবে এবং মূল আবেদনের ফর্মটি আপনাকে ২টি ধাপে সম্পূর্ণ পূরণ করতে হবে।
  • ফর্ম পূরণের প্রথম ধাপে আপনাকে নাম, ঠিকানা, আপনার প্রকল্পের নাম, প্রকল্পের মূল্য, ব্যাঙ্কের বিবরণ প্রভৃতি উল্লেখ করতে হবে, এবং নিচে স্বাক্ষরের স্ক্যান কপিটি আপলোড করে ‘Proceed to Step 2’ তে ক্লিক করতে হবে।
  • এখানে আপনাকে ৩টি প্রমান ও আপনার প্রোজেক্ট রিপোর্ট বা DPR আপলোড করতে হবে। প্রমান ৩ টি হোল যথাক্রমে-
  • পরিচয়পত্র (আধার বা ভোটার কার্ড)
  • ঠিকানা প্রমানপত্র
  • বয়সের প্রমানপত্র
  • প্রোজেক্ট রিপোর্ট
  • এরপর ‘Proceed to Next’ করে আপনি আপনার আবেদনপত্রটি দেখে চেক করে নিতে পারবেন, এবং ‘Apply Now’ তে ক্লিক করলে আপনার আবেদনের কাজটি সম্পন্ন হবে।

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্টেটাস চেক

ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদনটি মঞ্জুর হয়েছে কি না জানার জন্য স্টেটাস চেক করা জরুরী। নিম্নলিখিত পদ্ধতিতে আপনি ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের স্টেটাস চেক করতে পারবেনঃ

  • আপনাকে ভবিষ্যত ক্রেডিট কার্ডের অফিসিয়াল সাইট bccs.wb.gov.in তে যেতে হবে।
  • ওপরের লগইনে ক্লিক করে আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। সরাসরি লগইন পেজে যেতে ক্লিক করুন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড লগইন
bhabishyat credit card scheme west bengal login wbbccs
  • লগইন করার পরই আপনি ‘এপ্লিকেশন ডিটেলস’ টি দেখতে পাবেন, যেখানে ‘Status & Remark’ এ আপনি ‘Provisionally Sanctioned’ অথবা ‘Rejected’ দেখতে পাবেন এবং তার যথাযত কারনও উল্লেখ করা থাকবে।

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রজেক্ট রিপোর্ট

ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদনের ক্ষেত্রে প্রজেক্ট রিপোর্ট হোল একটি গুরুত্বপূর্ণ নথি। তাই প্রজেক্ট রিপোর্ট-এর কতকগুলি নমুনা পোর্টালে দেওয়া আছে, যেগুলি নিজের প্রয়োজন মতো পরিবর্তন করে আপনি সাবমিট করতে পারবেন।

নিচে প্রজেক্ট রিপোর্টের তালিকাটি উল্লেখ করা হলঃ

প্রকল্প খরচ
কৃষিভিত্তিক উদ্যোগ  
Paddy Husking ₹4,00,000/-
Paddy Stock ₹2,60,000/-
Puffed Rice ₹4,97,500/-
Sal Leaf plate-making unit ₹3,55,000/-
Sital Pati and its diversified products ₹4,67,000/-
পশু উৎপাদন  
Goat Farming ₹2,68,800/-
Poultry Farm ₹2,00,000/-
রাসায়নিক শিল্প  
Cement Product ₹2,53,000/-
Chappal Making ₹4,08,270/-
Liquid Detergent ₹4,00,000/-
Mfg of Agarbatti ₹4,98,890/-
Mfg of Cement ring Chari ₹5,00,000/-
RCC Product ₹4,57,867/-
বৈদ্যুতিক শিল্প  
Fan Assembling ₹4,87,850/-
খাদ্য পণ্য  
Bakery ₹3,91,000/-
Fast Food ₹2,93,950/-
Mfg of Atta ₹4,80,000/-
Mfg of Honey Jam ₹3,15,000/-
Mfg of potato chips and wafer ₹3,38,500/-
Noodles Mfg ₹4,81,480/-
Oil seed crushing ₹4,92,020/-
Oil, Wheat, Spice ₹4,78,100/-
Papad ₹4,91,000/-
Spice Grinding ₹4,87,000/-
Sweet shop ₹2,00,000/-
হস্তশিল্প  
Clay Doll ₹3,94,000/-
Fancy Terracota and Utility article ₹3,83,000/-
Hand Embroidery & Batick Print ₹2,86,000/-
Mfg of bamboo article ₹1,95,000/-
চামড়াজাত পণ্য  
Leather Shoe ₹4,99,600/-
যান্ত্রিক শিল্প  
Mfg of Almirah and showcase ₹5,00,000/-
Mfg of Aluminium Furniture ₹4,00,000/-
Mfg of machine screw ₹4,99,920/-
Steel Furniture ₹4,56,000/-
Wrought Iron Furniture ₹4,79,000/-
পরিষেবা এবং মেরামত উদ্যোগ  
AC, Freeze Repairing ₹3,03,000/-
Automobile repair and servicing ₹2,27,360/-
Barber Shop ₹93,000/-
Beauty Parlour ₹3,00,000/-
Bi cycle Repairing ₹2,43,020/-
Computer Repairing and servicing ₹2,34,700/-
Cyber cafe ₹3,13,900/-
Decorating Service ₹1,99,800/-
E-Bike & Toto Repairing ₹3,94,500/-
Home Delivery ₹3,08,600/-
Large Format Printing ₹4,85,749/-
Mobile Repairing & Servicing ₹2,50,000/-
Motorcycle Repairing & Servicing ₹2,62,000/-
Repair and maintenance of consumer electric products ₹3,00,000/-
Restaurant ₹4,93,000/-
Tailoring ₹5,00,000/-
Tea Stall ₹1,81,700/-
Toto service (3-wheeler Vehicle) ₹1,78,000/-
Two Wheeler repairing ₹2,50,000/-
Xerox & Lamination ₹2,37,200/-
টেক্সটাইল এবং সংশ্লিষ্ট পণ্য উদ্যোগ  
Balapose Making ₹3,59,700/-
Cotton Mattresses ₹4,70,000/-
Cotton Wick ₹3,33,250/-
Ladies Underwear ₹2,30,170/-
Mfg. Readymade Garments ₹3,33,581/-
School Bag ₹4,94,300/-
Zari works on saree ₹4,60,000/-
বাণিজ্য ও সংশ্লিষ্ট কার্যক্রম  
Biscuit Distributorship ₹3,01,000/-
Book Stationery & Gift ₹2,60,000/-
Cosmetics Shop ₹5,00,000/-
Electrical goods sales shop ₹1,95,000/-
Grocery ₹4,74,000/-
Hardware Shop ₹2,50,000/-
Mobile shop ₹4,99,975/-
Saree Trading ₹2,20,500/-
Stock Business ₹4,69,500/-
Trading of Readymade Garments ₹2,50,000/-
Trading of rice ₹2,50,000/-
Varities Store ₹2,50,000/-
Vegetable Vending ₹1,31,000/-
Watch shop ₹2,50,000/-
কাঠের পণ্য এবং সংশ্লিষ্ট কার্যক্রম  
Wooden furniture ₹4,38,000/-
অন্যান্য  
Gates and Grill making ₹4,37,830/-

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প সম্পর্কিত প্রশ্ন

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কি?

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড হোল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি নতুন প্রকল্প, যেখানে সরকার সম্পূর্ণ গ্যারান্টার থাকে এবং কোন নতুন বা বিদ্যমান উদ্যোগের ক্ষেত্রে ₹৫ লক্ষ টাকা পর্যন্ত লোণ দিয়ে থাকে।

ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের বয়সসীমা কত?

মোটর পরিবহন কর্মী এবং বিল্ডিং ও অন্যান্য নির্মাণ কর্মী সহ ১৮- ৫৫ বছর বয়সী যেকোনো যোগ্য ব্যক্তি।

ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্টেটাস চেক কিভাবে করে?

ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদনপত্র জমা দেওয়ার পর আপনি অফিসিয়াল পোর্টাল bccs.wb.gov.in থেকে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগইন করলে প্রথমেই আপনাকে স্টেটাসটি দেখাবে। যদি আবেদনপত্রটি রিজেক্ট হয় তবে তার কারনটিও উল্লেখ করা থাকবে।

ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের DPR কি?

DPR অর্থ ‘ডিটেইল্‌ড প্রজেক্ট রিপোর্ট’, যা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। অফিসিয়াল পোর্টাল bccs.wb.gov.in তে বেশ কিছু ডিটেইল্‌ড প্রজেক্ট রিপোর্ট দেওয়া হয়েছে, যা আপনার প্রজেক্ট রিপোর্ট বানাতে সাহায্য করবে।

Leave a Comment