Updated on August 6th, 2025 ||
জাগো প্রকল্পটি হল পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য করা আরও একটি নতুন প্রকল্প যেখানে মহিলারা বার্ষিক ₹৫০০০/- টাকা করে অনুদান পাবেন। এই রাজ্যে মহিলাদের জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি উল্লেখযোগ্য স্কিম রয়েছে যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি যেগুলি পশ্চিমবঙ্গে বিশেষ ভাবে সারা ফেলেছে। রাজ্যের বাকি স্কিমগুলির মতই এই জাগো প্রকল্পটিও নির্দিষ্ট ক্ষেত্রের মহিলাদের জন্য চালু করা হয়েছে। এই নিবন্ধে জাগো প্রকল্প কি, কবে চালু হয়, কারা পাবেন ইত্যাদি সম্বন্ধীয় যাবতীয় তথ্য দেওয়া হল।
জাগো প্রকল্প কি
জাগো প্রকল্পটি রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর (SHG) সাথে যুক্ত মহিলাদের অর্থনৈতিক সহায়তার জন্য গঠন করা হয়েছে। এই প্রকল্পের অধীনে এক একটি স্বনির্ভর গোষ্ঠী বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারবে। তবে এই অর্থ পাওয়ার জন্য অবশ্যই বিশেষ কিছু শর্ত এবং নিয়ম করা হয়েছে। এই প্রকল্পটি রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও শ্রম বিভাগের অধীনে পরিচালিত হয়ে থাকে।
জাগো প্রকল্পের অধীনে প্রতিটি স্বনির্ভর গোষ্ঠীতে থাকবেন ১০ জন করে সদস্য এবং সদস্য প্রতি বার্ষিক ₹৫০০০/- টাকা করে আর্থিক সহায়তা ধার্য করা হয়েছে।
- ২০১৯-২০ সালে ৭৪৭,৬৮৮টি স্বনির্ভর গোষ্ঠীকে মোট ₹৩,৭৩৮,৪৪০,০০০/- টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
- ২০২০-২১ সালে ৮০৯,৪৬৩টি স্বনির্ভর গোষ্ঠীকে মোট ₹৪০,৪৭,৩১৫,০০০/- আর্থিক সহায়তা করা হয়েছে।
সমীক্ষায় দেখা গেছে যে ২০১১ সালে রাজ্যে স্বনির্ভর গোষ্ঠী ছিল প্রায় ৪ লক্ষ ৭২ হাজারটি, এবং বর্তমানে রাজ্য জুড়ে প্রায় ১০ লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে অর্থাৎ রাজ্যের প্রায় ১ কোটি মহিলা এই জাগো প্রকল্পের সুবিধা লাভ করতে পারবেন। এই জাগো প্রকল্পের জন্য রাজ্য সরকার ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে, যা গ্রামীণ অর্থনীতি মজবুত করতে সহায়তা করবে।

জাগো প্রকল্প বিবরণ
পশ্চিমবঙ্গ জাগো প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণটি নিচে দেওয়া হলঃ
যোজনার নাম | জাগো প্রকল্প |
উদ্যোক্তা | পশ্চিমবঙ্গ সরকার |
প্রকল্প বাজেট | ₹৫,০০০/- কোটি টাকা |
দায়িত্বপ্রাপ্ত বিভাগ | স্বনির্ভর গোষ্ঠী ও শ্রম বিভাগ |
লাভার্থী | পশ্চিমবঙ্গের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা |
উদ্দেশ্য | গ্রামীণ অর্থনীতি মজবুত করা |
বয়স সীমা | নূন্যতম ১৮ বছর |
অনুদানের পরিমাণ | সদস্য প্রতি বার্ষিক ₹৫০০০/- টাকা |
আবেদন পদ্ধতি | অফলাইন ও অনলাইন |
সরকারী ওয়েবসাইট | https://shgsewb.gov.in/ |
জাগো প্রকল্প সুবিধা
জাগো প্রকল্পের সুবিধাগুলি নিচে তালিকাবদ্ধ করা হলঃ
- স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বার্ষিক ₹৫০০০/- টাকার আর্থিক সহায়তা লাভ করবেন। এই অর্থের সাহায্যে তাঁরা কোন নতুন উদ্যোগ শুরু করতে পারবেন।
- রাজ্যের ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীগুলির প্রত্যেকটিতে ৫ লক্ষ টাকা করে প্রদান করা হবে।
- আর্থিক সহায়তার টাকা DBT পদ্ধতিতে অর্থাৎ সরাসরি ব্যাঙ্কের মাধ্যমে পাঠানো হয় এবং একইসাথে একটি স্মার্ট কার্ডও প্রদান করা হয়ে থাকে।
- এছাড়া জাগো প্রকল্পের আওতায় থাকা মহিলাদের ২ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা প্রদান করা হবে।
জাগো প্রকল্প আবেদনের যোগ্যতা
জাগো প্রকল্পে আবেদনের জন্য নিম্নলিখিত শর্তগুলি প্রয়োজনঃ
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
- আবেদনকারী অবশ্যই একজন মহিলা হবেন
- আবেদনকারীর বয়স নূন্যতম ১৮ বছর বা তাঁর বেশি হতে হবে
- আবেদনকারীকে অবশ্যই কোনো স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে
- স্বনির্ভর গোষ্ঠীটি কমপক্ষে এক বছরের পুরনো হতে হবে
- স্বনির্ভর গোষ্ঠীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ৬ মাসের বেশি পুরোনো হতে হবে
- গোষ্ঠীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কমপক্ষে ₹৫০০০/- টাকা থাকতে হবে
- স্বনির্ভর গোষ্ঠীটির আগের কোন টার্ম লোন নেওয়ার রেকর্ড থাকতে হবে
- যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী কোনদিন ব্যাঙ্ক থেকে লোন নেয়নি তারা এই সুবিধা পাবে না
জাগো প্রকল্প আবেদন
জাগো প্রকল্পের জন্য আপনি অনলাইনে অথবা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করুনঃ
- আপনাকে প্রথমে পশ্চিমবঙ্গের সেলফ হেল্প গ্রুপের অফিসিয়াল পোর্টাল shgsewb.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর ওয়েবসাইটের মেনুবারের ডানদিকে রেজিস্ট্রেশন ড্রপ ডাউন দেখতে পাবেন। সেখান থেকে আপনাকে ‘Registration As A Group’ এ ক্লিক করতে হবে।
- আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে, এখানে আপনি সেই মোবাইল নম্বরটি দেবেন যেটি ইতিমধ্যেই স্বনির্ভর গোষ্ঠী বা সেল হেল্প গ্রুপে দিয়ে রেখেছিলেন। এরপর সেই মোবাইল নাম্বারে একটি OTP পাঠানো হবে।
- ওটিপি ভেরিফিকেশনের পর আপনাকে পুরো নাম ও নিচে গ্রুপের নাম লিখে সাবমিট করতে হবে।
- সাবমিট করার পরেই আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে, যা দিয়ে আপনি SHG গ্রুপের ওয়েব সাইডে লগইন করতে পারবেন এবং আপনার ডিটেলস চেক করতে পারবেন।
জাগো প্রকল্প অফলাইনে আবেদনের পদ্ধতি
আপনি অফলাইনের মাধ্যমেও এই প্রকল্পে আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবেঃ
- আপনাকে নিকটবর্তী বিডিও অফিসে যেতে হবে।
- সেখান থেকে আপনাকে জাগো প্রকল্পের ফর্ম সংগ্রহ করতে হবে।
- তারপর ফর্মটি যথাযথ ভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সহ জমা করতে হবে।
- কোন রূপ অসুবিধার সম্মুখীন হলে আপনি অফিসিয়াল হেল্পলাইন নম্বর 7773003003 তে যোগাযোগ করতে পারেন।
জাগো প্রকল্প সম্পর্কিত প্রশ্ন (FAQ)
জাগো রেজিস্ট্রেশনের জন্য কি কোন ফি লাগে?
না, জাগো রেজিস্ট্রেশনের জন্য কোন ফি নেই।
জাগো প্রকল্পের জন্য কোন ধরণের ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন?
জাগো প্রকল্পের অনুদানের জন্য নগদ ঋণ বাঁ ক্যাশ ক্রেডিট সুবিধার একটি সেভিংস অ্যাকাউন্ট এবং একটি কারেন্ট (চলতি) অ্যাকাউন্ট প্রয়োজন।
জাগো প্রকল্পের অধীনে অনুদান কি একক সদস্যের জন্য নাকি গ্রুপের জন্য?
জাগো প্রকল্পের জন্য যা অনুদান দেওয়া হয়ে থাকে তা শুধুমাত্র দলের জন্য, কোন একক সদস্যের জন্য নয়।