প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট | নামের তালিকা 2025

Updated on February 11th, 2025 ||

ভারতবর্ষে প্রায় ৬ লক্ষ ৪০ হাজার গ্রাম আর ৪০০০ মত শহর রয়েছে। এখনো দেশে অনেক মানুষেরই নিজস্ব বাড়ি বানানোর ক্ষমতা নেই। দেশের প্রত্যেক নাগরিকের নিজস্ব বাড়ির স্বপ্নকে বাস্তব করতে ২০১৫ সালে ‘হাউজিং ফর অল’ উদ্দেশ্য নিয়ে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ চালু করা হয়েছিল। আবাসনের প্রয়োজন অনুযায়ী সময়সীমা বাড়িয়ে ২০২৪ সাল করা হয়েছে এবং আবাসনের লক্ষ মাত্রাও ২.৯৫ কোটি করা হয়েছে। 

কাজের স্বচ্ছতা বজায় রাখতে সরকার সমস্ত তথ্যই ওয়েবসাইটে নিয়মিত আপডেট করে থাকে। কেন্দ্রীয় সরকার দ্বারা সুবিধাভোগীদের সমস্ত নথি যাচাই হওয়ার পরে তাদের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় অন্তর্ভুক্ত করে তা সাইটে আপডেট করা হয়েছে। সেই তালিকায় যাদের নাম আছে তারাই প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধে পাওয়ার যোগ্য।

তাই আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করে থাকেন তাহলে তালিকা যাচাই করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

Table of Contents

প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট 2025 – সংক্ষিপ্ত বিবরণ

যোজনার নামপ্রধানমন্ত্রী আবাস যোজনা
শুরুর সময়২০১৫ সাল
যোজনার ধরণকেন্দ্রীয় সরকার যোজনা
যোজনার প্রকারপ্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ (PMAY-G)প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান/শহুরে (PMAY-U)
লাভার্থী সোসিও ইকোনমিক এন্ড কাস্ট সেনসাস (SECC) ২০১১ অনুযায়ীদেশের গরীব সাধারণ
উদ্দেশ্যভারতের দরিদ্র পরিবারগুলিকে পাকা ঘর দেওয়া
তালিকা দেখার প্রক্রিয়াঅনলাইন
দায়িত্বশীল মন্ত্রণালয়ভারত সরকারের আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়
অফিসিয়াল ওয়েবসাইটPMAY(U) ওয়েবসাইট – pmaymis.gov.in
PMAY(G) ওয়েবসাইট – pmayg.nic.in
pm awas yojana list

প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট বৈশিষ্ট্য – শহুরে

প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্টের সুবিধাভোগীদের বৈশিষ্টগুলি হলঃ

  • শহরাঞ্চলের দরিদ্র মানুষ নতুন বাড়ি করতে বা পুরনো বাড়ি মেরামত করতে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন।
  • প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্যতম বৈশিষ্ট হোল ক্রেডিট লিঙ্কড সাবসিডি (CLSS), যেখানে হোম লোণের ওপর সরকার ভর্তুকি প্রদান করে থাকে।
  • সরকার সুবিধাভোগীদের হোম লোণের ওপর সর্বাধিক ৬.৫০% পর্যন্ত সুদের হারে ভর্তুকি প্রদান করবে। সুতরাং এই সুবিধা নিতে হলে সুবিধাভোগীদের হোম লোণ নিতে হবে অন্যথায় তাঁরা সুবিধে পাবেন না।
  • প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্টের সুবিধাভোগীদের বার্ষিক আয় সর্বাধিক ১৮ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।।
  • সুবিধাভোগীরা সর্বাধিক ১২ লক্ষ টাকা ২০ বছরের মেয়াদে হাউজিং লোণ নিতে পারেন।
  • এক্ষেত্রে সর্বোচ্চ ভর্তুকি পরিমাণ হতে পারে ২.৬৭ লক্ষ টাকা।

প্রধানমন্ত্রী আবাস যোজনা শহুরে লিস্ট 2025

রাজ্যের নাম অনুমোদিত গ্রাউন্ডেড সম্পন্ন হয়েছে
অন্ধ্র প্রদেশ 21,37,028 18,59,059 10,31,476
বিহার 3,14,477 2,92,162 1,73,316
ছত্তিশগড় 3,02,663 2,85,420 2,51,902
গোয়া 3,146 3,146 3,145
গুজরাট 10,05,204 9,79,828 9,39,826
হরিয়ানা 1,15,034 90,479 69,776
হিমাচল প্রদেশ 12,758 12,640 11,071
ঝাড়খণ্ড 2,29,156 2,10,598 1,54,741
কর্ণাটক 6,38,121 5,12,977 3,86,553
কেরেলা 1,67,322 1,54,224 1,31,263
মধ্য প্রদেশ 9,61,147 9,45,107 8,49,150
মহারাষ্ট্র 13,64,923 10,89,609 8,84,166
ওড়িশা 2,03,380 1,85,846 1,58,511
পাঞ্জাব 1,32,235 1,18,474 95,683
রাজস্থান 3,19,877 2,93,402 2,19,431
তামিলনাড়ু 6,80,347 6,61,418 5,97,558
তেলেঙ্গানা 2,50,084 2,34,737 2,23,329
উত্তর প্রদেশ 17,76,823 17,59,303 16,78,447
উত্তরাখণ্ড 64,391 62,708 39,146
পশ্চিমবঙ্গ 6,68,953 6,05,066 4,45,358
অরুণাচল প্রদেশ 8,499 8,070 8,066
আসাম 1,76,643 1,69,059 1,20,631
মণিপুর 56,037 49,203 16,726
মেঘালয় 4,758 4,032 1,864
মিজোরাম 39,605 39,093 24,346
নাগাল্যান্ড 31,860 31,059 27,457
সিকিম 316 299 202
ত্রিপুরা 92,854 87,819 76,906
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 376 376 47
চণ্ডীগড় 1,256 1,256 1,256
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ 9,947 9,947 9,230
দিল্লি এনসিআর (ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন) 29,976 29,976 29,976
J&K (UT) 47,040 42,044 29,799
লাদাখ (UT) 1,307 991 877
লাক্ষাদ্বীপ (UT)
পুদুচেরি (UT) 15,995 15,927 10,889

প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট 2025-এ সুবিধাভোগী নাম কীভাবে খুঁজে পাবেন?

প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্টে সুবিধাভোগীর বিস্তারিত জানতে নিম্নলিখিত পদ্ধতি অনুসরন করুনঃ

  • আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইট pmaymis.gov.in এ যেতে হবে।

  • এখন মেনু থেকে সবচেয়ে প্রথম মেনু  ‘সার্চ বেনিফিশিয়ারি’ তে গেলেই ‘বেনিফিশিয়ারি ওয়াইস ফান্ডস রিলিজ্‌ড’ একটি ড্রপ ডাউন  দেখতে পাবেন, সেখানে ক্লিক করতে হবে।
pm awas yojana search beneficiary
  • এই পেজে সুবিধেভোগীকে তাঁর মোবাইল নম্বর লিখে ‘সেন্ড ওটিপি’ তে ক্লিক করতে হবে।
pm awas yojana beneficiary wise funds released
  • ওটিপি যাচাইয়ের পরে সুবিধাভোগী তাঁর ফান্ড সম্পর্কিত ডিটেলস দেখতে পারবেন। 

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীন লিস্ট 2024

কিভাবে স্টেট লেভেল নোডাল এজেন্সিস (SLNA) তালিকা দেখবেন?

আপনার রাজ্যের নোডাল এজেন্সির অফিসটি কোথায় অবস্থিত এবং তাদের অফিসিয়াল ই-মেইল আইডি জানতে বিস্তারিত নিচে পড়ুন।

  • আপনাকে প্রথমে pmaymis.gov.in যেতে হবে।

  • হোম পেজের ওপরের মেনুতে আপনি ‘SLNA List’ দেখতে পাবেন। সেটিতে ক্লিক করতে হবে।

  • এরপর আপনি স্টেট লেভেল নোডাল এজেন্সিসের সম্পূর্ণ লিস্টটি দেখতে পাবেন যেখানে স্টেটের নাম, প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা এবং অফিসিয়াল ই-মেইল আইডি দেখতে পাবেন।

পশ্চিমবঙ্গের নোডাল এজেন্সির নাম, ঠিকানা ও ই-মেইল আইডি হোল যথাক্রমেঃ

রাজ্যপ্রতিষ্ঠানের নামঠিকানাই-মেইল
পশ্চিমবঙ্গরাজ্য নগর উন্নয়ন কর্তৃপক্ষ / স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটিইলগাস ভবন, ব্লক এইচ-সি ব্লক, সেক্টর ৩, বিধাননগর, কলকাতা – ৭০০১০৬wbsuda.hfa@gmail.com

প্রধানমন্ত্রী আবাস যোজনা সাবসিডি ক্যালকুলেটর

পিএম আবাস যোজনার সাবসিডি গণনা করার জন্য সরকারী ওয়েবসাইটেই ক্যালকুলেটরের সুবিধা দেওয়া হয়েছে।  

  • আপনাকে প্রথমে সরকারী ওয়েবসাইট pmaymis.gov.in যেতে হবে।

  • ওপরের মেনুতেই আপনি ‘সাবসিডি ক্যালকুলেটর’ লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করতে হবে।

  • এরপর সরকারী অন্য একটি ওয়েবসাইট খুলে যাবে যেখানে আপনি ক্যালকুলেটরটি দেখতে পাবেন। 

  • ক্যালকুলেটরের বাঁ দিকে আপনার পরিবারের বার্ষিক আয়, ঋণের পরিমাণ ও কত বছর মেয়াদ তা পূরণ করলে ডান দিকে সাবসিডির পরিমাণ বের হবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা হেল্পলাইন

পিএম আবাস যোজনায় সাবসিডি সংক্রান্ত কোন সমস্যার ক্ষেত্রে আপনি নিম্নলিখিত উপায় যোগাযোগ করতে পারবেন।

টোল-ফ্রিঃ

ন্যাশনাল হাউজিং বোর্ড (NHB) – ১৮০০-১১-৩৩৭৭, ১৮০০-১১-৩৩৮৮

হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন (HUDCO) -১৮০০-১১-৬১৬৩

ই-মেইলঃ

ন্যাশনাল হাউজিং বোর্ড (NHB) – clssim@nhb.org.in

হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন (HUDCO) – hudconiwas@hudco.org

ঠিকানাঃ

প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহুরে)

আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয় নির্মাণ ভবন, নতুন দিল্লি-১১০০১১

প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট সম্পর্কিত প্রশ্ন (FAQ)

ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিম (CLSS) কি?

এটি হোল অর্থনৈতিক ভাবে দুর্বল বিভাগ (EWS), নিম্ন আয়ের গোষ্ঠী (LIG) ও মধ্যম আয়ের গ্রুপের (MIG) মানুষদের জন্য করা হোম লোণের ওপর সরকারী সাবসিডি স্কিম। এখানে আপনি সর্বাধিক ২.৬৭ লক্ষ টাকা পর্যন্ত সুদের ভর্তুকি পেতে পারেন। 

অ্যাফরডাবল হাউসিং ইন পার্টনারশীপ (AHP) কি?

এটি একটি কেন্দ্রীয় স্পনসরড স্কিম (CSS)। যেখানে একটি একক প্রকল্পে কমপক্ষে ২৫০টি ঘর রয়েছে এবং তার যদি অন্তত ৩৫% ঘর EWS বিভাগের জন্য হয় তবে সেক্ষেত্রে প্রতি EWS ঘরের জন্য ভারত সরকার ১.৫ লক্ষ টাকা করে কেন্দ্রীয় সহায়তা প্রদান করে।

সুবিধাভোগীদের কিভাবে ভর্তুকি প্রদান করা হয়?

সুবিধাভোগী যে পরিমাণ ঋণ প্রাইমারি লেন্ডিং ইনস্টিটিউশন বা PLI থেকে নেবেন তার ভর্তুকির পরিমাণ হিসাব করে সেন্ট্রাল নোডাল এজেন্সী বা CNA তা PLI কে প্রদান করবে। ফলস্বরূপ, ঋণগ্রহীতা মূল ঋণ থেকে ভর্তুকির পরিমাণ বাদ দিয়ে অবশিষ্ট পরিমাণের ওপর EMI প্রদান করবেন।

প্রাথমিক ঋণদানকারী প্রতিষ্ঠান (PLI) কোনগুলি?

প্রাথমিক ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলি হল তফসিলি বাণিজ্যিক ব্যাঙ্ক, হাউজিং ফাইন্যান্স কোম্পানি, আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক (RRB), রাজ্য সমবায় ব্যাঙ্ক, আরবান কোঅপারেটিভ ব্যাঙ্ক বা MoHUA দ্বারা চিহ্নিত করা অন্য কোনও সংস্থা৷

কোন সুবিধাভোগী কি একটি PLI থেকে আবাসন ঋণ গ্রহণ করার পর সুদের হ্রাসের সুবিধার জন্য অন্য PLI-তে পরিবর্তন করতে পারেন?

একজন সুবিধাভোগী যিনি হাউজিং লোন নিয়েছেন এবং স্কিমের অধীনে সুদের ভর্তুকি পেয়েছেন কিন্তু পরে অন্য পিএলআই-তে পরিবর্তন করলে তিনি যোগ্য হবেন না বা আবার সুদের সাবসিডি সুবিধা ও দাবি করতে পারবেন না। সুবিধাভোগী শুধুমাত্র একটি ঋণ অ্যাকাউন্টে সুদ যুক্ত ভর্তুকি দাবি করতে পারেন।

কোনো নির্মাণ ছাড়াই প্লট থাকা ব্যক্তি কি সুবিধাভোগী হিসেবে যোগ্য হতে পারেন?

হ্যাঁ, যদি অন্যান্য মানদণ্ডে সুবিধাভোগী যোগ্য হন তাহলে সুবিধাভোগী ভর্তুকি পাবেন।

যদি ভর্তুকি পাওয়ার পর কোন নির্দিষ্ট কারণে বাড়ির নির্মাণ স্থগিত হয় তবে কি হবে?

সেক্ষেত্রে ভর্তুকি পুনরুদ্ধার হবে এবং কেন্দ্রীয় সরকারকে ভর্তুকির সম্পূর্ণ অর্থ ফেরত দিতে হবে।

Leave a Comment