Updated on May 13th, 2024 ||
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীনের মাধ্যমে আজ ২ কোটিরও বেশী মানুষ উপকৃত হয়েছেন। এই প্রকল্পটির মাধ্যমে গ্রামীণ এলাকার মানুষদের বাড়ি তৈরির ক্ষেত্রে সরকারী আর্থিক সহায়তা প্রদান করে থাকে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীন লিস্টের সুবিধেভোগীরাই শুধু মাত্র এই সুবিধে পাওয়ার যোগ্য। সোসিও-ইকোনমিক এন্ড কাস্ট সেনসাস বা SECC ২০১১ অনুযায়ী যোগ্য সুবিধাভোগীদের শনাক্ত করে ভারত সরকার এই তালিকা প্রস্তুত করেছে। তাই বলাই বাহুল্য প্রকৃত সুবিধাভোগীদের জন্য এই লিস্টের গুরুত্ব অপরিসীম।
এবার দেখে নেওয়া যাক কি ভাবে সুবিধাভোগী আপডেটেড লিস্ট চেক করবেন এবং তার সাথে PMAY-G এর সাথে জড়িত কর্মকর্তাদের যোগাযোগের বিবরণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হোল।
যোজনার নাম | প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীন |
যোজনার ধরণ | কেন্দ্রীয় সরকার প্রকল্প |
শুরুর সময় | ২০১৫ |
উদ্দেশ্য | ‘হাউজ ফর অল’ বা সকলের জন্য আবাসন |
সংশ্লিষ্ট বিভাগ | গ্রামীণ উন্নয়ন মন্ত্রনালয়, ভারত সরকার |
লাভার্থী | SECC-২০১১ সুবিধাভোগী |
সরকারী ওয়েবসাইট | pmayg.nic.in |
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীন ২০২৪
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীন হোল প্রধানমন্ত্রী আবাস যোজনা-র একটি বিভাগ যার মাধ্যমে গ্রামাঞ্চলের দুর্বল অংশগুলিকে সরকারী আর্থিক সাহায্যের দ্বারা মজবুত করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার প্রচেষ্টা করা হয়েছে।
প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণের অধীনে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে গ্রামীণ এলাকার অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলিকে সমতল এলাকায় বাড়ি নির্মাণের ক্ষেত্রে ১,২০,০০০ টাকা এবং পাহাড়ী এলাকায় বাড়ি নির্মাণের ক্ষেত্রে ১,৩০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করছে৷ এছাড়া শৌচালয় নির্মাণের জন্য ১২,০০০ টাকা আর্থিক সহায়তা এবং সাথে পানীয় জল, রান্নার জ্বালানী প্রভৃতি প্রয়োজনীয় সুবিধেও পাবেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনা নামের তালিকা ২০২৪
প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ লিস্টঃ সুবিধাভোগী নির্বাচন
নিম্নলিখিত উপায় প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের সুবিধাভোগী নির্বাচন করা হয়েছেঃ
- এই যোজনার সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে ২০১১ সালের আর্থ-সামাজিক ও জাতি জনগণনা বা সোসিও-ইকোনমিক এন্ড কাস্ট সেনসাসের (SECC) তালিকা ব্যবহার করা হয়েছে এবং যা পরে গ্রামসভা দ্বারা তার বৈধতা যাচাই করা হয়েছে।
- SECC ২০১১-এর তথ্য অনুযায়ী সমস্ত গৃহহীন পরিবার বা এক বা দুটি কাঁচা দেওয়াল এবং কাঁচা ছাদের বাড়িতে বসবাসকারী ব্যক্তিদের আবাসন প্রকল্পের তালিকার যোগ্য হিসেবে বেছে নেওয়া হবে।
- সংখ্যালঘু , এসসি, এসটি, এবং বিশেষ বর্গের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
- প্রতিটি বিভাগের গৃহহীন পরিবারকে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে এবং তারপর যাদের একটি মাত্র কাঁচা ঘরে বসবাস তাদের, তারপর যাদের ২টি কাঁচা ঘর এইরুপে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীন রাজ্য অনুযায়ী তালিকা
ক্রমিক সংখ্যা | রাজ্যের নাম | সম্পূর্ণ হওয়া বাড়ি (2024) |
1 | অরুণাচল প্রদেশ | 33562 |
2 | আসাম | 1849331 |
3 | বিহার | 3652568 |
4 | ছত্তিশগড় | 1043043 |
5 | গোয়া | 236 |
6 | গুজরাট | 538202 |
7 | হরিয়ানা | 28570 |
8 | হিমাচল প্রদেশ | 15503 |
9 | জম্মু ও কাশ্মীর | 221216 |
10 | ঝাড়খণ্ড | 1560127 |
11 | কেরালা | 33607 |
12 | মধ্যপ্রদেশ | 3651539 |
13 | মহারাষ্ট্র | 1236519 |
14 | মণিপুর | 30501 |
15 | মেঘালয় | 63954 |
16 | মিজোরাম | 20490 |
17 | নাগাল্যান্ড | 12364 |
18 | ওড়িশা | 2155467 |
19 | পাঞ্জাব | 38116 |
20 | রাজস্থান | 1689969 |
21 | সিকিম | 1321 |
22 | তামিলনাড়ু | 611798 |
23 | ত্রিপুরা | 350601 |
24 | উত্তর প্রদেশ | 3570180 |
25 | উত্তরাখণ্ড | 64258 |
26 | পশ্চিমবঙ্গ | 3411607 |
27 | আন্দামান ও নিকোবর | 1227 |
28 | দাদরা এবং নগর হাভেলি | 3854 |
29 | দমন ও দিউ | 16 |
30 | লক্ষদ্বীপ | 45 |
31 | পুদুচেরি | 0 |
32 | অন্ধ্র প্রদেশ | 76648 |
33 | কর্ণাটক | 126206 |
34 | তেলাঙ্গানা | 0 |
35 | লাদাখ | 3004 |
মোট | 26095649 |
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্টে কীভাবে সুবিধাভোগীর নাম দেখবেন?
নিম্নলিখিত উপায় আপনি খুব সহজেই সুবিধাভোগীর নামের লিস্ট দেখে নিতে পারবেন এবং তার জন্য কোন রেজিস্ট্রেশনের দরকার নেই।
- প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট যাচাইয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশী রেটিং যুক্ত মোবাইল অ্যাপটি হোল গ্রাম সংবাদ (Gram Samvaad)। আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে “Gram Samvaad” ইন্সটল করতে হবে।
- অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর সবার প্রথমে আপনাকে ভাষা সিলেক্ট করতে হবে। তারপর আপনার জায়গা বা লোকেশন সিলেক্ট করতে হবে। আপনি জিপিএস সিস্টেমের সাহায্যে সহজেই রাজ্য, জেলা, ব্লক ও পঞ্চায়েত সিলেক্ট করতে পারবেন। তারপর আপনাকে ‘Next’ এ ক্লিক করতে হবে।
- এরপরের পেজে লগইন করার জন্য আপনার মোবাইল নম্বর চাওয়া হবে কিন্তু আপনি যদি লগইন না করতে চান তবে ‘Continue as guest’ এ ক্লিক করবেন।
- এরপর আপনি একটি মেনু ধরনের পেজ পাবেন যেখানে MGNREGA, PMAY-G প্রভৃতি সরকারী সুবিধাগুলির কোনটি আপনি দেখতে চান পছন্দ করতে পারবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীন লিস্টের জন্য PMAY-G তে ক্লিক করতে হবে।
- এখানে আপনি দেখতে পাবেন আপনার এলাকায় কতগুলি বাড়ি অনুমোদিত হয়েছে। আপনাকে নিচে পরিসংখ্যান বা ‘Statistics’ এ ক্লিক করতে হবে।
- অতঃপর আপনি অত্যন্ত প্রয়োজনীয় তথ্যের একটি লিস্ট দেখতে পাবেন যেখানে নির্দিষ্ট এলাকার মোট সুবিধাভোগীর সংখ্যা, অনুমোদিত ও সম্পূর্ণ হওয়া বাড়ির সংখ্যা এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কিস্তির টাকা কতজন পেয়েছেন তার মোট সংখ্যা দেখতে পারবেন।
- এরপর আপনি সুবিধাভোগীর লিস্ট দেখতে সবচেয়ে ওপরের লিঙ্ক ‘Eligible Beneficiaries’ এ ক্লিক করলেই সম্পূর্ণ লিস্টটি দেখতে পাবেন।
- অতঃপর ‘Download PDF’ এ ক্লিক করে আপনি সম্পূর্ণ লিস্টটি পিডিএফ আকারে সেভ করতে পারবেন।
আপনি যদি সরকারী ওয়েবসাইট থেকে সুবিধাভোগীর লিস্ট দেখতে চান তবে ক্লিক করুন প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট |
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তালিকাঃ কীভাবে FTO Tracking বা অর্থপ্রদানের অবস্থা যাচাই করবেন?
PMAY-G তে ফান্ড ট্রান্সফার অর্ডার বা FTO যাচাই করতে আপনি নিম্নলিখিত পদ্ধতি অনুসরন করুনঃ
- আপনাকে প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অফিসিয়াল ওয়েবসাইট pmayg.nic.in যেতে হবে।
- মেনু অপশন থেকে আপনি ‘Awaassoft’ তে ক্লিক করবেন, এবং সেখান থেকে একটি ড্রপডাউন খুলবে যেখানে ‘FTO Tracking’ অপশনে ক্লিক করতে হবে।
- আপনাকে এই পেজে FTO Paasword অথবা PFMS ID বা পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম আইডি দিতে হবে এবং তারপর ক্যাপচা কোড লিখে সাবমিট বোতামে ক্লিক করতে হবে।
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্টঃ কীভাবে SECC পরিবারের সদস্যদের বিবরণ দেখবেন?
SECC বা সোসিও ইকোনমিক এন্ড কাস্ট সেনসাসের ডিটেলস দেখতে নিচের পদ্ধতি অনুসরন করুনঃ
- প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- ওয়েবসাইটের ওপরের মেনুতে আপনি ‘Stakeholers’ এর অপশন দেখতে পাবেন, এই অপশন থেকে আপনাকে ‘SECC Family Member Details’ অপশনে ক্লিক করতে হবে।
- অপশনে ক্লিক করার পর পরের পেজটি আপনার সামনে খুলবে সেখানে আপনাকে আপনার রাজ্য নির্বাচন করতে হবে এবং PMAY আইডি পূরণ করতে হবে।
- এরপর আপনাকে ‘Get Family Member Details’ বাটনে ক্লিক করতে হবে। তাহলেই আপনি SECC সদস্যের বিবরণ দেখতে পাবেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্টঃ কি ভাবে যোগাযোগ করবেন?
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের ক্ষেত্রে যদি কোন অসুবিধা হয় তবে এই প্রকপ্লের বাস্তবায়নের সাথে জড়িত রাজ্য, জেলা ও ব্লক লেভেলের কর্মকর্তা যেমন জেলা কালেক্টর, প্রজেক্ট ডিরেক্টর, কোঅর্ডিনেটর বা প্রজেক্ট অফিসার প্রভৃতি সহজেই যোগাযোগ করতে পারবেন।
- যোগাযোগ করতে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যোগাযোগ তে ক্লিক করুন।
- আপনি যদি জেলা বা ব্লক লেভেলের কাউকে যোগাযোগ করতে চান তবে ওপরের ড্রপডাউন থেকে রাজ্য এবং জেলা সিলেক্ট করতে হবে।
- এই পেজে আপনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম, ই-মেইল আইডি এবং ফোন নম্বর পাবেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট সম্পর্কিত প্রশ্ন (FAQ)
অর্থনৈতিক বছর ২০২৩-২৪ এ PMAY গ্রামীণের বাজেট কত?
২০২৩-২৪ সালের জন্য আবাস যোজনার বাজেটে PMAY-গ্রামীণে ৫৪,৪৮৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷
কীভাবে জানব যে আমি প্রধানমন্ত্রী আবাস যোজনার একজন সুবিধাভোগী কি না?
আপনি PMAY-G লিস্ট এ ক্লিক করে রাজ্য, জেলা, ব্লক, স্কিমের নাম এবং কোন আর্থিক বছর তা লিখে সার্চ করতে পারেন।
PMAY-G লিস্ট কারা প্রস্তুত করেন?
কেন্দ্রীয় সরকার ২০১১ সালের আর্থ-সামাজিক-অর্থনৈতিক জাতি শুমারি (SECC-2011) এর তথ্য ব্যবহার করে PMAY সুবিধাভোগীদের তালিকা তৈরি করে যা গ্রাম সভা দ্বারা যাচাই করা হয়।
প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগী কি ভাবে ভর্তুকি পাবেন?
PMAY-G-এর সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকি জমা করা হয়।
গ্রামীণ আবাসন সংক্রান্ত সমস্যার জন্য কোথায় যোগাযোগ করবেন?
আপনার যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সম্পর্কিত কোনো সমস্যা থাকে, তাহলে আপনি পঞ্চায়েতের প্রধান অথবা সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারেন কারণ গ্রামীণ আবাসন প্রকল্প গ্রাম পঞ্চায়েত সংস্থা দ্বারাই বাস্তবায়িত হয়৷