প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ (PMAYG) 2024

Updated on May 13th, 2024 ||

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ হল ২০১৫ সালে ‘সকলের জন্য আবাসন’ পরিকল্পনা নিয়ে চালু হওয়া কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ প্রকল্পের একটি বিভাগ। এই বৃহৎ প্রকল্পের উদ্দেশ্য হোল সারা ভারত জুড়ে গ্রামীণ দরিদ্র কাঁচা বাড়িতে বসবাসকারীদের জন্য একটি স্বাস্থ্যকর রান্নাঘর ও পানীয় জল, ইলেক্ট্রিসিটি, রান্নার জ্বালানি প্রভৃতি মৌলিক সুবিধা সহ পাকা ঘর নির্মাণে সহায়তা করা।

প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীন লিস্ট অনুযায়ী যোগ্যদের অ্যাকাউন্টে সরকারের তরফ থেকে বাড়ি তৈরির টাকা পাঠান হবে। সমতল এলাকায় বাড়ি তৈরির ক্ষেত্রে ১,২০ লক্ষ টাকা ও পার্বত্য বা দুর্গম জায়গা গুলির ক্ষেত্রে ১.৩০ লক্ষ টাকা দেওয়া হবে। এছাড়া স্থায়ী টয়লেট তৈরির জন্য অতিরিক্ত ১২,০০০ টাকা দেওয়া হবে। 

২০২৩-২৪ সালের কেন্দ্রীয় বাজেটে প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) এর জন্য ৬৬% বৃদ্ধি করে ৭৯,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এযাবৎ প্রায় ২.২০ কোটি আবাসন তৈরি হয়েছে ও ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে ২.৯০ কোটি আবাসন তৈরির লক্ষ মাত্রা রাখা হয়েছে।

Table of Contents

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীন সূচনা

ভারতের মত এত বড় দেশে কোটিরও বেশী মানুষ মর্যাদাহীন অবস্থায় কুঁড়েঘরে/ ঝুপরিতে বসবাস করছেন। ১৯৮৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সামাজিক কল্যাণমূলক কর্মসূচী হিসেবে এইসব গ্রামের দরিদ্রদের জন্য আবাসন নির্মাণ পরিকল্পনার প্রথম সূচনা করেছিলেন ইন্দিরা আবাস যোজনার (আইএওয়াই) মাধ্যমে। 

কাজের ব্যাপকতার জন্য একটি সতন্ত্র যোজনা রূপে ইন্দিরা আবাস যোজনার কাজ শুরু করে ১৯৯৬ সালে তবে পরিকল্পনার ত্রুটি, পক্ষপাতিত্ব এবং বিভিন্ন স্তরে দুর্নীতির জন্য ইন্দিরা আবাস যোজনা দেশে আবাসনের সমস্যা পূরণ করতে অসফল হয়। ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএন্ডএজি) দ্বারা যখন ইন্দিরা আবাস যোজনার অডিট করা হয় ২০১৪ সালে তখন এটির বাস্তবায়নে বিভিন্ন ফাঁক চিহ্নিত করা হয়।

১লা এপ্রিল ২০১৬ তে ইন্দিরা আবাস যোজনা (IAY) পরিবর্তিত হয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা – গ্রামীণ (PMAY-G) এ পুনর্গঠিত হয়েছে এবং মুলতুবি থাকা IAY ঘরগুলি সম্পূর্ণ করার জন্য মন্ত্রক দ্বারা বিশেষ পদক্ষেপ নিয়ে রাজ্যগুলিকে অতিরিক্ত তহবিল সরবরাহ করা হয়েছে। 

Pradhan Mantri Awas Yojana Gramin in Bengali

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ডিটেলস

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের প্রধান বৈশিষ্ট্যগুলি নিচে উল্লেখ করা হলঃ

  • প্রতিটি বাড়িতে একটি স্বাস্থ্যকর রান্নার জায়গা রাখার জন্য বাড়ির ন্যূনতম আকার ২০ বর্গমিটার থেকে বৃদ্ধি করে ২৫ বর্গমিটার করা হয়েছে।

  • প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ব্যয়ভার কেন্দ্র ও রাজ্য মিলিত ভাবে করে থাকে। সমতল এলাকার ক্ষেত্রে ৬০ঃ৪০ অনুপাতে এবং ভারতের উত্তর-পূর্ব রাজ্য এবং জম্মু ও কাশ্মীরের মত পার্বত্য অঞ্চল বা কোন দুর্গম এলাকা এবং উপজাতীয় ও অনগ্রসর অঞ্চলে ৯০ঃ১০ অনুপাতে ব্যয়ভার কেন্দ্র ও রাজ্যের মধ্যে ভাগ হয়ে থাকে। সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে কেন্দ্রই পুরো ব্যয়ভার গ্রহণ করে থাকে।

  • প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অন্তর্ভুক্ত সমতল এলাকায় একটি বাড়ি তৈরির জন্য ১.২০ লক্ষ টাকা এবং পার্বত্য অঞ্চল বা কোন দুর্গম অঞ্চলে বাড়ি তৈরির অসুবিধের জন্য সেখানে আবাসন প্রতি ১.৩০ লক্ষ টাকা করে দেওয়া হয়।

  • যোজনার সমগ্র টাকা আপনি একবারে পাবেন না। ১.২০ লক্ষের ক্ষেত্রে ৬০,০০০ + ৬০,০০০ মোট ২ টি কিস্তিতে এবং ১.৩০ লক্ষের ক্ষেত্রে ৬০,০০০ + ৬০,০০০ + ১০,০০০ মোট ৩ টি কিস্তিতে আপনি সম্পূর্ণ টাকাটি পাবেন।

  • এছাড়া যোজনার সুবিধাভোগীরা স্বচ্ছ ভারত মিশনের অধীনে শৌচাগার নির্মাণের জন্য ১২,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন।

  • সুবিধাভোগীদের প্রদান করা সমস্ত অর্থ সরাসরি তাদের ব্যাঙ্ক বা পোস্ট অফিস অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হবে তাই অ্যাকাউন্টগুলি আধার সংযুক্ত থাকা বাধ্যতামূলক।

  • অর্থ আপনার অ্যাকাউন্টে আসার পর শীঘ্র তা দিয়ে বাড়ি তৈরির কাজ শুরু করতে হবে। বাড়ি নির্মাণের জন্য স্থানীয় উপকরণ এবং প্রশিক্ষিত রাজমিস্ত্রি ব্যবহার করার সম্পূর্ণ দায়িত্ব সুবিধাভোগীর।

  • PMAY তালিকার সুবিধাভোগীরা MGNREGA (মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট) এর অধীনে ৯৫ দিনের জন্য চাকরি পাবেন। সেক্ষেত্রে তাঁরা নিজের বাড়ি তৈরির কাজে নিজেরাই অংশগ্রহণ করবেন। আবাস যোজনার তালিকায় থাকা সুবিধাভোগীরা তাদের অদক্ষ শ্রমের জন্য প্রতিদিন ৯০.৯৫ টাকা করে পাবেন।

  • প্রতিটি বাড়িতে বিদ্যুৎ মন্ত্রকের ‘দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা (DDUGJY)’ প্রকল্পের মাধ্যমে বিদ্যুত সরবরাহ করা হয়েছে।

  • বাড়িগুলিতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনে ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY)’ এর মাধ্যমে বিনামূল্যে এলপিজি সুবিধে দেওয়া হয়।

  • এছাড়া পরিষ্কার জলের যোগানের জন্য জলজীবন মিশনের অধীনে পাইপের সাহায্যে জল সরবরাহেরও ব্যবস্থা করা হয়েছে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীনের সুবিধা

প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আপনি নিম্নলিখিত সুবিধেগুলি পাবেনঃ

  • আপনি PMAYG-এর অধীনে ১.২০ লক্ষ টাকা বা অঞ্চল ভেদে ১.৩০ লক্ষ টাকা সরাসরি পাবেন আপনার পোস্ট অফিসে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেখানে আধারের সাথে লিঙ্ক করা আছে।

  • এছাড়া শৌচালয় তৈরির জন্য স্বচ্ছ ভারত মিশনের অধীনে পাবেন ১২,০০০ টাকা।

  • প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীনের অধীনে সুবিধাভোগীরা আর্থিক প্রতিষ্ঠান থেকে ৭০,০০০ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন।

  • আপনি সর্বাধিক ২ লক্ষ টাকার ঋণের উপর ৩% পর্যন্ত সুদের হারে ভর্তুকি পেতে পারেন।

  • ঋণের মেয়াদ সর্বাধিক ২০ বছর হতে পারে।

  • প্রদেয় EMI-এর ওপর সর্বাধিক ৩৮,৩৫৯ টাকা ভর্তুকি পাওয়া যেতে পারে।

  • আপনি MGNREGS থেকে অদক্ষ শ্রমের জন্য মোট ৯৫ দিনের প্রতিদিন ৯০.৯৫ টাকা করে পাবেন।

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীন যোগ্যতা

PMAY-G এর সুবিধেভোগীর যোগ্যতাগুলি নিচে উল্লেখ করা হলঃ

  • প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যোগ্যতা অনুযায়ী সারা দেশে সুবিধাভোগী বা তার পরিবারের কারও নামে যেন কোনো পাকা বাড়ি না থাকে।

  • যাদের কোনো ঘর নেই বা এমন কচ্ছা বাড়িতে একটি, দুটি ঘরে বসবাসকারী পরিবারগুলি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য যোগ্য।

  • যে পরিবারগুলিতে ১৬-৫৯ বছরের মধ্যে কোনও পুরুষ সদস্য নেই তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার যোগ্যতার আওতায় পড়ে।

  • যেসব পরিবারে বিশেষভাবে সক্ষম সদস্য আছে বা অন্য কোনো সক্ষম সদস্য নেই তারাও প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য যোগ্য।

  • যে পরিবারগুলির কোনও জমি বা সম্পত্তি নেই এবং জীবিকা নির্বাহের জন্য নৈমিত্তিক শ্রমের উপর নির্ভর করতে হয় তারা এই যোজনার সুবিধে পাওয়ার যোগ্য।

  • SC, ST, সংখ্যালঘু এবং উপজাতিরাও প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য যোগ্য।

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীন অযোগ্যতার শর্ত

নিম্নলিখিত শর্ত গুলির কারনে আপনি PMAY-G এর জন্য অযোগ্য হতে পারেনঃ  

  • যদি পরিবারে ২৫ বছরের বেশি বয়সী কোনো প্রাপ্তবয়স্ক সদস্য থাকে যিনি শিক্ষিত তবে পরিবারটি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য যোগ্য হবে না।

  • আয়কর বা পেশাদার কর প্রদানকারী ব্যক্তিরা এই যোজনার যোগ্য নন।

  • যাদের নামে রেফ্রিজারেটর বা ল্যান্ডলাইন ফোন সংযোগ রয়েছে তারা আবাস যোজনার গ্রামীণের জন্য যোগ্য নয়।

  • যে পরিবারের সদস্য সরকারি চাকরি করেন এবং প্রতি মাসে ১০,০০০ টাকার বেশি উপার্জন করেন তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য যোগ্য নন।

  • যাদের ‘কিষাণ ক্রেডিট কার্ড (KCC)’ যার সীমা ৫০,০০০ টাকার বেশি বা সমান তারা PMAY-HFA (গ্রামীণ) এর জন্য যোগ্য নয়।

  • যাদের কাছে মোটর চালিত টু-হুইলার, থ্রি-হুইলার, ফোর-হুইলার এবং কৃষি সরঞ্জাম বা মাছ ধরার নৌকা রয়েছে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য যোগ্য হবেন না।

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীন প্রয়োজনীয় নথি 

PMAY-G এর প্রয়োজনীয় নথিগুলি নিচে উল্লেখ করা হলঃ 

  • আবেদনকারীর আধার নম্বর এবং আধার কার্ডের একটি স্ব-প্রত্যয়িত কপিও। যদি একজন সুবিধাভোগী নিরক্ষর হয়, তাহলে সুবিধাভোগীর থাম্বপ্রিন্টের সাথে একটি সম্মতিপত্র জমা দিতে হবে।

  • আবেদনকারীর MGNREGA তে নিবন্ধিত চাকরির কার্ড।

  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ – আসল এবং নকল উভয়ই।

  • আবেদনকারীর স্বচ্ছ ভারত মিশন (SBM) নম্বর।

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীন অনলাইন আবেদন

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীনের জন্য অনলাইন আবেদন করতে হলে আপনাকে সরকারী পোর্টালে গিয়ে আপনার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। আপনার আইডি ও পাসওয়ার্ড জানতে আপনাকে আগে ওয়ার্ড সদস্যের সাথে যোগাযোগ করতে হবে বা গ্রাম পঞ্চায়েতে যেতে হবে। 

সেখানের কতৃপক্ষ যোজনার আবেদন সম্পর্কিত বিশদ বিবরণ আপনাকে জানাবে। আপনি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে একটি PMAY আবেদনপত্র নিয়ে তা পূরণ করে জমা করলে আপনার উল্লেখ করা ই-মেইল এ ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। 

আপনি যদি আবেদনের কাজটি অনলাইনে করতে চান তবে নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরন করুন।

  • প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীনের জন্য অনলাইন আবেদন করতে সরকারী ওয়েবসাইট https://pmayg.nic.in/ খুলুন।

  • মেনু থেকে ‘Awaassoft’ এর ভিতরের ১ম লিঙ্ক ‘Data Entry’ এ ক্লিক করতে হবে।

pradhan mantri awas yojana data entry awaassoft
  • এই পেজে আপনি ৪ টি বিকল্প দেখতে পাবেন। তার মধ্যে প্রথমটিতে লগইন করতে হবে। 

pradhan mantri awas yojana data entry e-ticket fto awaassoft
  • লগইন করার পর, চার ধরনের বিবরণ পূরণ করতে হবে, প্রথম ব্যক্তিগত বিবরণ, দ্বিতীয় ব্যাঙ্কের A/C বিবরণ, তৃতীয় কনভারজেন্সের বিবরণ, কনসার্ন অফিস থেকে চতুর্থ বিবরণ।

pradhan mantri awas yojana gramin beneficiary registration form
  • PM আবাস যোজনা গ্রামীণের আবেদনকারীদের অবশ্যই তাদের আধার নম্বর, ব্যাঙ্কের বিবরণ, স্বচ্ছ ভারত মিশন নম্বর এবং MGNREGA-তে নিবন্ধিত জব কার্ড নম্বর হাতে রাখতে হবে।

PMAY গ্রামীণ স্ট্যাটাস কিভাবে ট্র্যাক করবেন

নিম্নলিখিত উপায় আপনি সহজেই সুবিধাভোগীর স্ট্যাটাস চেক করতে পারবেনঃ

  • আপনার রেজিস্ট্রেশন নম্বরটি লিখে ‘সাবমিট’ এ ক্লিক করুন।

  • আপনি রেজিস্ট্রেশন নম্বর ছাড়া ট্র্যাক করতে চাইলে ‘অ্যাডভানসড সার্চ’  বা https://rhreporting.nic.in/netiay/AdvanceSearch.aspx এ ক্লিক করুন।

pradhan mantri awas yojana gramin status advance search

  • অ্যাডভানস সার্চ পেজে রাজ্য, জেলা, ব্লক, পঞ্চায়েত, স্কিমের নাম এবং আর্থিক বছরের জন্য প্রাসঙ্গিক বিবরণ লিখুন। সেখানে আপনি বিপিএল নম্বর, অনুমোদনের আদেশ বা পিতার/স্বামীর নাম অনুসারে সার্চ করতে পারবেন।

PMAY গ্রামীণের অভিযোগ নিষ্পত্তি

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলা এবং রাজ্য, সব স্তরের অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে। অভিযোগকারীর সন্তুষ্টির জন্য অভিযোগ প্রাপ্তির দিন থেকে ১৫দিনের মধ্যে অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত করার জন্য প্রতিটি স্তরে একজন রাজ্য সরকারী আধিকারিককে মনোনীত করা হয়েছে।

আপনি, সেন্ট্রালিসড পাবলিক গ্রিভেন্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেম (CPGRAMS) পোর্টালে (https://pgportal.gov.in/) গিয়ে সরাসরি অভিযোগ দায়ের করতে পারবেন। অভিযোগকারীর রেজিস্ট্রেশন আইডি থাকা আবশ্যিক। অন্যথায়  https://pgportal.gov.in/Registration তে ক্লিক করে আপনি নতুন রেজিস্ট্রেশন করতে পারবেন।

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সম্পর্কিত প্রশ্ন (FAQ)

PMAYG কি?

প্রধানমন্ত্রী আবাস যোজনা – গ্রামীণ (PMAYG) হোল ভারত সরকারের গ্রামীণ আবাসনের জন্য একটি স্কিম যা আগে ইন্দিরা আবাস যোজনা (IAY) নামে পরিচিত ছিল। ২০২২ সালের মধ্যে “সকলের জন্য আবাসন” প্রকল্পের লক্ষ্য পূরণের জন্য এই প্রোগ্রামটি শুরু করা হয়েছিল, তবে পরে তা ৩১শে মার্চ, ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে।

কিভাবে PMAY-G এর সুবিধাভোগীদের চিহ্নিত করা হয়?

আর্থ-সামাজিক ও জাতি জনগণনা বা সোসিও-ইকোনমিক এন্ড কাস্ট সেনসাস (SECC) থেকে প্রাপ্ত পরামিতি অনুযায়ী প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার সুবিধাভোগীদের নির্বাচন করা হয় এবং সেগুলি গ্রামসভা দ্বারা পুনরায় যাচাই করা হয়।

প্রধানমন্ত্রী আবাস যোজনা কাঁচা বাড়ি কোনগুলি?

যে বাড়িগুলির দেওয়াল বা ছাদ  ঘাস বা বাঁশ বা প্লাস্টিক বা কাদা বা কাঠ বা পাথর দিয়ে করা হয়েছে সেগুলিকে কাঁচা বাড়ি বলা হবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে কত টাকা লোণ পাওয়া যায়?

PMAY-G এর অধীনে আপনি ৭০,০০০ টাকা পর্যন্ত লোণ পেতে পারেন।

PMAY আবেদনের জন্য গ্রাম পঞ্চায়েতে গেলে কি সুবিধে পাওয়া যাবে?

PMAY গ্রামীনের জন্য আবেদন করতে আপনি ওয়ার্ড সদস্যের সাথে যোগাযোগ করতে পারেন বা গ্রাম পঞ্চায়েতে যেতে পারেন। সংশ্লিষ্ট কতৃপক্ষ এই স্কিমের অধীনে আবেদনের সাথে সম্পর্কিত বিশদ বিবরণ আপনাকে জানাবে।

কারা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার জন্য যোগ্য?

যে পরিবারগুলি কাঁচা বাড়িতে থাকে এবং যে পরিবারগুলিতে ১৬-৫৯ বছরের মধ্যে কোনও পুরুষ সদস্য নেই অথবা যে পরিবারগুলির কোনও জমি বা সম্পত্তি নেই এবং জীবিকা নির্বাহের জন্য নৈমিত্তিক শ্রমের উপর নির্ভর করে তারা PMAY গ্রামীনের যোগ্যতার আওতায় পড়ে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা কি বন্ধ হয়ে গেছে?

কেন্দ্রীয় মন্ত্রিসভা মার্চ, ২০২৪ পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) এবং ডিসেম্বর ২০২৪ পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহুরে) অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে কীভাবে সুদের ভর্তুকি পাওয়া যায়?

এই প্রকল্পে ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক থেকে ভর্তুকি প্রদান করা হয় যা সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা হয়।

Leave a Comment