প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা লিস্ট, গ্যাস কানেকশন, স্টেটাস চেক ও ফর্ম PDF

Updated on June 20th, 2024 ||

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাটি (PMUY) ২০১৬ সালে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী পরিবারগুলিকে রান্নার জ্বালানী রূপে LPG সরবরাহ করার উদ্দেশ্যে ‘পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক’-এর অধীনে চালু করা হয়। এই প্রকল্পের জন্য অর্থবর্ষ ২০১৬-১৭ থেকে শুরু করে পরবর্তী ৩ বছরের মেয়াদে ₹৮,০০০ কোটি টাকা বাজেট ধার্য করা হয় এবং ৫ কোটি LPG সংযোগ দেওয়ার লক্ষ মাত্রা রাখা হয়।

গ্রামীণ বহু পরিবার এখনও রান্নার জ্বালানী রূপে জ্বালানী কাঠ, কয়লা, গোবরের ঘুটে ইত্যাদি ব্যবহার করে থাকেন, যা প্রধানত পরিবেশের জন্য ক্ষতিকর এবং ব্যবহারকারী গ্রামীণ মহিলাদের স্বাস্থ্যের জন্যও হানিকর। তাই ভারত সরকার মহিলাদের পরিষ্কার দূষণ মুক্ত জ্বালানী রূপে LPG সরবরাহ করার উদ্দেশ্যে ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’ চালু করেছে যা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) দ্বারা বিশেষ প্রশংসিত হয়েছে। 

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার লক্ষ মাত্রা বাড়িয়ে ২০২০ সালের মার্চের মধ্যে বঞ্চিত পরিবারগুলিতে ৮ কোটি এলপিজি সংযোগ দেওয়ার লক্ষ মাত্রা রাখা হয়, যা ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই পূরণ করা সম্ভব হয়েছে।

২০২১ সালের অগাস্ট মাসে যোজনাটি নতুন লক্ষ মাত্রা নিয়ে নামকরণ করা হয় উজ্জ্বলা ২.০ এবং পরিযায়ী পরিবারগুলির জন্য অতিরিক্ত ১.৬ কোটি LPG সংযোগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই লক্ষ মাত্রা ২০২২ সালের ডিসেম্বর মাসেই পূরণ করা সম্ভব হয়। অর্থবর্ষ ২০২২-২৩ এর ₹৬,১০০ কোটির বাজেটকে বৃদ্ধি করে অর্থবর্ষ ২০২৩-২৪ -এ ₹৭,৬৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Table of Contents

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কি?

ভারতবর্ষে এখনও অনেক পরিবার রয়েছে যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এবং তারা রান্নার জন্য প্রধানত অপরিষ্কার জ্বালানী ব্যবহার করে থাকেন, যা অত্যন্ত দূষিত এবং পরিবেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এই দূষিত জ্বালানীর ফলে ব্যবহারকারী মহিলার, বাচ্চাদের এবং পরিবারের অন্যান্য সদস্যদের মূলত শ্বাসকষ্ট জনিত রোগ হয়ে থাকে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর হিসেব অনুযায়ী, অপরিষ্কার ও ক্ষতিকারক রান্নার জ্বালানির কারণে শুধুমাত্র ভারতবর্ষেই প্রায় ৫ লাখের মতো মৃত্যু হয়েছে এবং এই অকালমৃত্যুর বেশিরভাগই হৃদরোগ, স্ট্রোক, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এবং ফুসফুসের ক্যান্সারের কারণে হয়েছে। এই দূষিত রান্নার জ্বালানীর ধোঁয়া ছোট বাচ্চাদের মধ্যে তীব্র শ্বাসকষ্ট জনিত অসুস্থতার জন্যও দায়ী। বিশেষজ্ঞদের মতে, রান্নাঘরে দূষিত জ্বালানীর দূষণ হল ঘণ্টায় প্রায় ৪০০টি সিগারেট পোড়ানোর মতো।

তাই এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে ভারত সরকার স্বাস্থ্য এবং পরিবেশ রক্ষার প্রতি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং বর্তমানে প্রায় ১০ কোটি সুবিধাভোগী এই যোজনার লাভ গ্রহণ করেছেন।

pradhan mantri ujjwala yojana pmuy bengali

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা বিবরণ

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সংক্ষিপ্ত বিবরণটি নিচে দেওয়া হলঃ

যোজনার নামপ্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা
উদ্যোক্তাভারত সরকার
প্রকল্প বাজেট₹৮,০০০ কোটি টাকা
শুরুর সময়২০১৬ সাল
দায়িত্বপ্রাপ্ত বিভাগপেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক
লাভার্থীগ্রামীণ ও শহরাঞ্চলের মহিলারা
উদ্দেশ্যপরিবেশ রক্ষার উদ্দেশ্যে রান্নার জ্বালানী রূপে LPG সরবরাহ
আবেদন পদ্ধতিঅনলাইন ও অফলাইন
সরকারী ওয়েবসাইটpmuy.gov.in

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা উদ্দেশ্য

এই যোজনার মাধ্যমে নিম্নলিখিত উদ্দেশ্যগুলি সাধন করা সম্ভব হয়েছেঃ

নারীর ক্ষমতায়নঃ 

এই যোজনাটির দ্বারা পরিবারগুলির মহিলাদের সুবিধা হবে সবচেয়ে বেশী, কারন তারাই প্রধানত রান্নার কাজ করেন এবং ক্ষতিকর দূষণের সর্বাধিক শিকার হন। LPG তে রান্নার কাজ করলে তারা এই দূষণের হাত থেকে মুক্তি পাবেন ও রান্নার কাজটিও অতি দ্রুত শেষ করা সম্ভব হবে এবং ফলস্বরূপ তারা সেই সময়টিকে কাজে লাগিয়ে অর্থাগমের কোন কাজে যুক্ত হতে পারবেন।

স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিঃ 

দূষিত জ্বালানীর কারনে শ্বাসকষ্ট থেকে শুরু করে হৃদরোগ, এমনকি আরও গুরুতর স্বাস্থ্যের ব্যাধি যেমন ফুসফুসের ক্যান্সার পর্যন্ত হতে পারে। এই যোজনায় LPG সরবরাহের মাধ্যমে দূষণ জনিত কারনে স্বাস্থ্য ব্যাধির অনেকাংশেই নিয়ন্ত্রন করা সম্ভব হয়েছে।

পরিবেশ দূষণ রোধঃ 

ক্ষতিকারক দূষিত জ্বালানীর ধোঁয়া শুধুমাত্র সেই পরিবারের জন্য নয়, সমগ্র পরিবেশের দূষণের ক্ষেত্রেই তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। LPG ব্যবহারের ফলে সেই পরিবারগুলির সাথে পরিবেশকে রক্ষা করার কাজটিতেও প্রত্যক্ষ সহায়ক হয়েছে।

আয়ুষ্মান ভারত প্রধান মন্ত্রী জন আরোগ্য যোজনা

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সুবিধা

এবার দেখে নেওয়া যাক এই যোজনার অধীনে ভারত সরকার কি কি সুবিধা প্রদান করছেঃ

  • PMUY এর অধীনে LPG সংযোগের জন্য ভারত সরকার ১৪.২ কেজি সিলিন্ডারের জন্য নগদ ₹১,৬০০/- টাকা বা প্রকারান্তে ৫ কেজি সিলিন্ডারের জন্য নগদ ₹১,১৫০/- প্রদান করবে, যার মধ্যে নিম্নলিখিত বিষয়গুলি ধরা থাকবে যেমনঃ-
  • সিলিন্ডারের নিরাপত্তা আমানত – ₹১,২৫০/- টাকা ১৪.২ কেজি সিলিন্ডারের জন্য বা ₹৮০০/- টাকা ৫ কেজি সিলিন্ডারের জন্য।
  • প্রেসার রেগুলেটর – ₹১৫০/- টাকা
  • এলপিজি হোস – ₹১০০/- টাকা
  • গার্হস্থ্য গ্যাস গ্রাহক কার্ড – ₹২৫/- টাকা
  • পরিদর্শন / ইনস্টলেশন / প্রদর্শনের চার্জ – ₹৭৫/- টাকা
  • তেল বিপণন কোম্পানি (OMCs) দ্বারা সমস্ত PMUY সুবিধাভোগীকে ডিপোজিট ফ্রি সংযোগ সহ প্রথম এলপিজি রিফিল এবং উনুন/চুলা (হটপ্লেট) উভয়ই বিনামূল্যে প্রদান করা হবে।
  • এছাড়া বছরে মোট ১২ টি সিলিন্ডার রিফিলেংর জন্য সিলিন্ডার প্রতি ₹৩০০/- টাকা করে সাবসিডি প্রদান করা হবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ

PMUY যোগ্যতার মানদণ্ড

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য নিম্নলিখিত যোগ্যতার মানদণ্ডগুলি প্রয়োজনীয়ঃ

  • আবেদনকারীর বয়স ১৮ বছর হতে হবে।
  • একই পরিবারে অন্য কোনো এলপিজি সংযোগ থাকলে হবে না।
  • আবেদনকারী মহিলাকে নিম্নলিখিত যেকোনও বিভাগের অন্তর্ভুক্ত হতে হবেঃ
  • SC/ST পরিবার
  • প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ (PMAY-G)
  • সর্বাধিক অনগ্রসর শ্রেণী / মোস্ট ব্যাকওয়ার্ড ক্লাসেস (MBC)
  • অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)
  • বর্তমান এবং প্রাক্তন চা বাগান উপজাতি
  • বনবাসী পরিবার
  • দ্বীপ এবং নদী দ্বীপে বসবাসকারী মানুষ
  • সোসিও ইকোনমিক এন্ড কাস্ট সেনসাস (SECC) লিস্টের পরিবার

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার প্রয়োজনীয় নথিপত্র

PMUY এর জন্য আপনার নিম্নলিখিত নথিগুলি প্রয়োজনঃ

  • পরিবারের সমস্ত প্রাপ্ত বয়স্ক সদস্যের আধার কার্ড
  • রেশন কার্ড / অ্যানেক্সার ১ পূরণ করা স্ব-ঘোষণাপত্র (পরিযায়ী আবেদনকারীদের জন্য)
  • ঠিকানা প্রমান – যদি আধারের ঠিকানা ভিন্ন অন্য ঠিকানা হয় সেক্ষেত্রে ঠিকানা প্রমান নথি প্রয়োজন
  • পাসপোর্ট সাইজ ফোটো
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং IFSC

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আবেদন অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা যে কোনও এলপিজি আউটলেটে গিয়ে ফর্ম পূরণ করার মাধ্যমে করা যাবে।

নিম্নলিখিত পদ্ধতিতে আপনি PMUY এর অফিসিয়াল সাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেনঃ

  • আপনাকে অফিসিয়াল সাইট pmuy.gov.in এ যেতে হবে।
  • ওপরের মেনু থেকে ‘Apply for New Ujjwala 2.0 Connection’ তে ক্লিক করতে হবে।
pmuy new ujjwala connection
  • এরপর ওপরের ‘Click Here’ -এ ক্লিক করলেই একটি পপ আপ ম্যাসেজ আসবে, সেখানে আপনি Indane Gas, ‘Bharatgas’ এবং ‘Hp Gas’ দেখতে পাবেন এবং আবেদনের জন্য আপনাকে ‘Click here to apply’ তে ক্লিক করতে হবে।
pmuy new ujjwala connection online application
  • আপনি যদি Indane Gas নিতে চান তবে ক্লিক করার পর প্রথমে আপনাকে ‘Register Now’ তে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আপনার নাম এবং মোবাইল নম্বরটি প্রয়োজন হবে।
pmuy new ujjwala connection online apply indane gas
  • রেজিস্ট্রেশন হওয়ার পর আপনাকে লগইন করতে হবে তাহলেই আপনি Indane Gas ওয়েব পোর্টালের হোম পেজে পৌঁছাবেন। হোম পেজের বাঁদিকে আপনি LPG লেখাটি দেখতে পাবেন, সেখানে ক্লিক করতে হবে।
indane gas new ujjwala connection lpg
  • এই পেজে আপনি দেখতে পাবেন ‘Apply For New Connection Submit KYC’, সেখানে ক্লিক করতে হবে।
pmuy new ujjwala connection indane gas submit kyc
  • এরপর ‘General Scheme’ ও ‘KYC’ তে চেক করে ‘Submit’ করতে হবে।
  • এরপর আপনার কাছে সম্পূর্ণ ফর্মটি খুলে যাবে যেখানে ‘Personal Details’, ‘Required Documents’, ‘Other Details’ এবং ‘Declaration’ এই চারটি ধাপে আপনাকে সম্পূর্ণ ফর্মটি পূরণ করতে হবে।
pmuy new ujjwala connection indane gas personal details
  • সমস্ত ফর্মটি পূরণ করার কাজটি সম্পন্ন হোলে আপনাকে ‘Confirmation’ ম্যাসেজ দেবে যে ‘KYC is Submitted Successfully’। এরপর আপনাকে লগইন করে স্ট্যাটাস চেক করতে হবে।
pmuy new ujjwala connection confirmation kyc
  • এরপর লগইন করে আপনি স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন ‘Submitted to Distributor’ টি চেক দেখাচ্ছে অর্থাৎ গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে আপনার আবেদনটি সাবমিট করা হয়েছে।
pmuy new ujjwala connection application status
  • আপনি কিছুদিন পর আবার চেক করলে দেখতে পাবেন ‘Ready for LPG Connection’ টিও চেক দেখাচ্ছে তার অর্থ আপনার গ্যাসের কানেকশনটি মঞ্জুর হয়ে গেছে। আপনার দেওয়া মোবাইল নম্বরে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে ফোন আসবে। অন্যথা যদি আবেদনের ১৫ দিনের মধ্যে কোন ফোন না আসে বা ‘Ready for LPG Connection’ টিও চেক না দেখায় তাহলে আবেদন পত্রটির প্রিন্টআউট এবং KYC নথি নিয়ে সেই ডিস্ট্রিবিউটরের আউটলেটে গিয়ে জমা করে আসলে আপনার গ্যাস কানেকশনটি শীঘ্রই হয়ে যাবে।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ফর্ম PDF

PMUY এর আবেদন আপনি অফলাইনে ফর্ম জমা করার মাধ্যমেও করতে পারেন। তার জন্য আপনি কাছের যে কোন LPG ডিস্ট্রিবিউটর সেন্টার থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন।

মনে রাখতে হবে যে, আপনাকে ২ টি ফর্ম পূরণ করতে হবে, KYC Form এবং Supplementary।

আপনি নিচের লিঙ্কগুলিতে ক্লিক করে ফর্ম দুটি ডাউনলোড ও প্রিন্ট করেও ব্যবহার করতে পারবেনঃ

ফর্মের সাথে উপরে উল্লিখিত সমস্ত প্রয়োজনীয় নথি সংযুক্ত করে ডিস্ট্রিবিউটর সেন্টারে জমা করতে হবে।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা লিস্ট

আপনি যদি PMUY এর অধীনে আবেদন করে থাকেন এবং বেনিফিসিয়ারি লিস্টে আপনার নাম থেকে থাকে তাহলে আপনি নিশ্চিন্ত হতে পারবেন যে আপনি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস কানেকশন অর্থাৎ একটি সিলিন্ডার, গ্যাস উনুন, গ্যাস পাইপ ও রেগুলেটর এবং মাসে মাসে সিলিন্ডার প্রতি ₹৩০০/- টাকা ভর্তুকিও পাবেন তাই বেনিফিসিয়ারি লিস্ট চেক করা অত্যন্ত প্রয়োজনীয়।

নিম্নলিখিত পদ্ধতিতে আপনি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা লিস্ট চেক করতে পারবেনঃ

  • আপনাকে প্রথমে PMUY এর পোর্টালে গিয়ে অনলাইন অ্যাপলিকেশন থেকে আপনার গ্যাস ডিস্ট্রিবিউটরটির পাশে ‘Click here to apply’ তে ক্লিক করে ডিস্ট্রিবিউটরের পোর্টালে যেতে হবে।
pmuy new ujjwala connection online application
  • তারপর পোর্টালের হোম পেজে গিয়ে অথবা ওপরের মেনু থেকে ‘Ujjwala Beneficiary’ তে ক্লিক করতে হবে। সরাসরি বেনিফিসিয়ারি পেজে যেতে ক্লিক করতে পারেন Bharatgas Ujjwala Beneficiary বা  HP Ujjwala Beneficiary
ujjwala beneficiary
  • এরপর ‘State’ ও ‘District’ সিলেক্ট করে ও ক্যাপচা পূরণ করে সাবমিট করার পর আপনি সম্পূর্ণ লিস্টটি দেখতে পাবেন।
ujjwala beneficiary list

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা স্টেটাস চেক

PMUY তে আবেদনের পর আপনার স্ট্যাটাসটি চেক করা খুবই জরুরী কারন তাহলেই আপনি আপনার আবেদনের অবস্থাটি সম্পর্কে জানতে পারবেন।

নিম্নলিখিত উপায় আপনি PMUY এর স্ট্যাটাস চেক করতে পারবেনঃ

  • আপনি PMUY পোর্টাল থেকে ‘Apply for New Ujjwala 2.0 Connection’ তে ক্লিক করে, ডিস্ট্রিবিউটরটির পাশে ‘Click here to apply’ তে ক্লিক করে ডিস্ট্রিবিউটরের পোর্টালে যাওয়ার পর ‘Check Status’ -এ ক্লিক করতে পারেন, অথবা Google এ সার্চ করতে পারেন ‘Check Registration Status Indane / Bharatgas / HPGas’।
  • স্ট্যাটাস চেক করতে সরাসরি ডিস্ট্রিবিউটরের পোর্টালে যাওয়ার জন্য ক্লিক করতে পারেন Indane, Bharatgas, HPGas
  • স্ট্যাটাসের পেজে গিয়ে আপনাকে ‘Service Request Number’ / ’Request ID’ বা ‘Reference No’ দিয়ে ও  ‘Date of Birth’ টি লিখে সাথে ক্যাপচা পূরণ করে ‘Check Status’ এ ক্লিক করলেই আপনি স্ট্যাটাসটি দেখতে পাবেন।
ujjwala check status

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সম্পর্কিত প্রশ্ন (FAQ)

উজ্জ্বলা যোজনা গ্যাস এর দাম কত?

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে বিনামূল্যে LPG কানেকশনের সাথে ১টি সিলিন্ডার পাওয়া যায় এবং পরবর্তী প্রতিটি সিলিন্ডার পিছু ₹৩০০/- করে ভর্তুকি পাওয়া যায় এবং বছরে সর্বাধিক ১২টি সিলিন্ডারের ক্ষেত্রে এই ভর্তুকি পাওয়া যাবে। কলকাতায় যদি বর্তমানে ১৪.২ কেজি LPG এর দাম ₹৯২৯/- হয় তাহলে PMUY এর সুবিধাভোগীর কাছে তার দাম হবে ₹৬২৯/-।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন কিভাবে পাওয়া যাবে?

PMUY এর আবেদন অনলাইনে pmuy.gov.in ওয়েবসাইট থেকে অথবা অফলাইনে যে কোন LPG ডিস্ট্রিবিউটর সেন্টারে ফর্ম ফিলাপের মাধ্যমে করা যাবে।

উজ্জ্বলা যোজনার জন্য কারা যোগ্য?

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য SECC ২০১১ লিস্টের পরিবার, SC/ST পরিবার, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের সুবিধাভোগী (PMAY-G), মোস্ট ব্যাকওয়ার্ড ক্লাসেস (MBC) পরিবারগুলি, অন্ত্যোদয় অন্ন যোজনার (AAY) অন্তর্গত পরিবার, বর্তমান এবং প্রাক্তন চা বাগান উপজাতি, বনবাসী পরিবার, দ্বীপ এবং নদী দ্বীপে বসবাসকারী মানুষজন। এছাড়া কেউ এই যোজনাতেই উপলব্ধ ১৪-দফা ঘোষণাপত্র জমা দিয়ে দরিদ্র পরিবারের সদস্যতা প্রমানের মাধ্যমে PMUY এর জন্য আবেদন করতে পারেন।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন কি পরিবারের যে কোন সদস্য করতে পারেন?

না, PMUY কানেকশনের আবেদন শুধুমাত্র দরিদ্র পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা সদস্যের নামেই করা যেতে পারে।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে কি ডাবল সিলিন্ডার নেওয়া যায়?

হ্যাঁ, PMUY এর অধীনে আবেদনকারী ১৪.২ কেজির একটি সিলিন্ডার বা ৫ কেজি একটি বা ডাবল সিলিন্ডার কানেকশন বেছে নিতে পারেন।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে কি বিনামূল্যে এলপিজি স্টোভ বা চুলা পাওয়া যায়?

হ্যাঁ, উজ্জ্বলা 2.0 এর অধীনে, গ্রাহককে LPG চুলা এবং প্রথম রিফিল বিনামূল্যে প্রদান করা হয়।

উজ্জ্বলা 2.0 এর জন্য পরিবারের সমস্ত প্রাপ্তবয়স্ক সদস্যদের আধার কি বাধ্যতামূলক?

হ্যাঁ, উজ্জ্বলা 2.0 কানেকশনের জন্য রেশন কার্ডে উল্লেখ করা পরিবারের সমস্ত প্রাপ্তবয়স্ক সদস্যদের কেওয়াইসি নথি হিসেবে তাদের আধার আপলোড করতে হবে।

উজ্জ্বলা যোজনা কবে চালু হয়?

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাটি ১লা মে, ২০১৬ সালে চালু করা হয়েছিল।

Leave a Comment