Updated on April 29th, 2024 ||
প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PMJAY) যা ‘আয়ুষ্মান ভারত’ নামে বেশী পরিচিত তা হোল ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ জাতীয় স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প, যার প্রধান উদ্দেশ্য হোল দেশের নিম্ন আয়বর্গের মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য বীমা কভারেজ প্রদান করা। এই যোজনা জরুরী চিকিৎসার কারণে হাসপাতালে ভর্তির ক্ষেত্রে আর্থিক সুরক্ষা প্রদান করে থাকে।
সর্বকালেই দরিদ্র মানুষের জন্য উন্নত চিকিৎসা লাভের প্রধান অন্তরায় হোল চিকিৎসার ব্যয় বহুল খরচ। উপরন্তু, তাদের কোন রকম বীমা করা না থাকায় চিকিৎসার প্রয়োজনে তাদের জমানো অর্থের অনেকটাই খরচ হয়ে যায় এবং তাদের অবস্থান দরিদ্র সীমার নিচেই থেকে যায়।
আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে অনেকাংশে মানুষের এই অবস্থার পরিবর্তন করা সম্ভব হয়েছে। ভারত সরকার এবং রাজ্য সরকার মিলিত ভাবে এই স্বাস্থ্য বীমার প্রিমিয়াম প্রদান করবে যাতে নিম্ন আয়বর্গের মানুষ সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় সুচিকিৎসা পেতে পারে।
তবে আয়ুষ্মান ভারত যোজনা কেবলমাত্র দরিদ্র নয়, গ্রামীণ পরিবারগুলিকেও কভারেজ প্রদান করে থাকে, এই কারণেই এটি গ্রামীণ ও শহুরে এলাকার দরিদ্র এবং সহায়হীন পরিবারগুলির জন্য অর্থনৈতিক ভাবে বিশেষ উপকারী।
আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কি?
আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাটি (AB-PMJAY) হোল ভারত সরকারের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা প্রকল্প যেটি ২৩শে সেপ্টেম্বর ২০১৮ সালে চালু করা হয়েছিল।
এই যোজনায় ৫০ কোটিরও বেশি ভারতীয় নাগরিক অর্থাৎ প্রায় ১০-১২ কোটি সুবিধাবঞ্চিত পরিবারগুলিকে বার্ষিক ₹৫ লক্ষ টাকা করে বীমা কভারেজ দেওয়া হয়েছে, ফলস্বরূপ এটি বিশ্বের বৃহত্তম সরকারী স্পনসর্ড স্বাস্থ্যসেবা কর্মসূচী রূপে বিবেচিত হয়েছে।
আয়ুষ্মান ভারত যোজনা সরকারী হাসপাতাল এবং যোজনা প্যানেলের অন্তর্গত বেসরকারী হাসপাতালগুলিতে নগদহীন ভর্তির পরিষেবা অফার করে। এই স্বাস্থ্য বীমার অধীনে হাসপাতালে ভর্তির পূর্বের পরামর্শ, ডায়াগনস্টিকস, হাসপাতালে ভর্তির খরচ, ওষুধ এবং হাসপাতালে ভর্তির পরে চিকিৎসার সময়ের ব্যয় কভার করে।
এই প্রকল্পের অধীনে কিডনি, হার্ট, লিভার, আগুনে পোড়া, এমনকি ক্যান্সার পর্যন্ত প্রায় ১,৪০০ টির বেশী চিকিৎসার সুবিধা রয়েছে।
আয়ুষ্মান ভারত যোজনা বিবরণ
যোজনার নাম | আয়ুষ্মান ভারত প্রধান মন্ত্রী জন আরোগ্য যোজনা (AB PM-JAY) |
যোজনার ধরণ | স্বাস্থ্য বীমা |
শুরুর সময় | ২৩শে সেপ্টেম্বর ২০১৮ |
কর্তৃপক্ষ | স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় |
বীমা কভারেজ | ₹৫ লক্ষ |
সরকারী ওয়েবসাইট | pmjay.gov.in abdm.gov.in |
হেল্পলাইন নম্বর | ১৪৫৫৫ |
ই-মেইল | webmaster-pmjay@nha.gov.in |
আয়ুষ্মান ভারত যোজনার বৈশিষ্ট্য
আয়ুষ্মান ভারত যোজনার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি নিচে তালিকাবদ্ধ করা হলঃ
- এই যোজনা হোল বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য বীমা প্রকল্পগুলির মধ্যে একটি।
- এই যোজনার অধীনে সুবিধাভোগী পরিবারের আকার, লিঙ্গ বা বয়সের উপর কোন সীমাবদ্ধতা নেই।
- সরকারি ও বেসরকারি হাসপাতালে দ্বিতীয় ও তৃতীয় স্তরের পরিচর্যার জন্য পরিবার প্রতি বার্ষিক ₹৫ লক্ষ টাকার কভারেজ দেওয়া হয়।
- সারা দেশে এই যোজনার তালিকাভুক্ত সরকারী এবং বেসরকারী যে কোনও হাসপাতালের পরিষেবা পাওয়া যাবে।
- এই প্রকল্পটি বিশেষভাবে দারিদ্র্য সীমার নিচে অবস্থিত মানুষদের জন্য গঠন করা হয়েছে।
- আনুমানিক ৫০ কোটি সুবিধাভোগী অর্থাৎ ১০ কোটিরও বেশি দরিদ্র পরিবার এই যোজনার সুবিধা পাওয়ার যোগ্য।
- আয়ুষ্মান ভারত যোজনার সুবিধাভোগীদের জন্য যে কোনো সরকারি হাসপাতাল এবং প্যানেলের অন্তর্গত বেসরকারি হাসপাতালগুলিতে নগদহীন স্বাস্থ্যসেবা পরিষেবার সুবিধা প্রদান করে।
- এই যোজনা কিছু নির্দিষ্ট প্রাক-বিদ্যমান রোগের কভারেজ দিয়ে থাকে যেমন থাইরয়েড, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাঁপানি, কোলেস্টেরল ইত্যাদি। তবে প্রাক-বিদ্যমান কভারেজ রোগের তালিকা রাজ্য ভেদে পরিবর্তিত হতে পারে।
- সাধারণত, হাসপাতালে ভর্তির আগে রোগীর নির্দিষ্ট সংখ্যক দিনের জন্য প্রাক-হাসপাতাল খরচ কভার করা হয়। দিনের সঠিক সংখ্যা চিকিৎসা অবস্থা এবং প্রয়োজনীয় নির্দিষ্ট চিকিৎসা উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।
- এই যোজনার অধীনে ডায়াগনস্টিক পরিষেবা, ওষুধ, রুম চার্জ, চিকিৎসকের ফি, সার্জন চার্জ, ওটি চার্জ এবং আইসিইউ অন্তর্ভুক্ত থাকে।
আয়ুষ্মান ভারত যোজনার যোগ্যতার মানদণ্ড
আয়ুষ্মান ভারত যোজনা দেশের ৪০% দরিদ্র এবং অর্থনৈতিকভাবে দুর্বল অংশগুলিকে মজবুত করার উদ্দেশ্যে চালু করা হয়েছে। প্রকৃত সুবিধাবঞ্চিত ও অভাবগ্রস্ত পরিবারগুলি চিহ্নিত করার জন্য আর্থ-সামাজিক জাতি শুমারি বা ‘সোসিও-ইকোনমিক কাস্ট সেনসাস ২০১১’ -এর রিপোর্টের ওপর ভিত্তি করা হয়েছে এবং গ্রাম ও শহরাঞ্চলের জন্য মানদণ্ড আলাদা রাখা হয়েছে।
এবার দেখে নেওয়া যাক মানদণ্ড অনুযায়ী কারা এই যোজনার যোগ্যঃ
গ্রামীণ পরিবারের জন্য যোগ্যতার মানদণ্ড
এই যোজনার যোগ্য গ্রামীণ পরিবারগুলিকে চিহ্নিত করার জন্য ৬টি বঞ্চনার মানদণ্ড রয়েছে।
- যেসব পরিবারে ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে কোনো উপার্জনকারী প্রাপ্তবয়স্ক সদস্য নেই।
- ১৬ থেকে ৫৯ বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য না থাকা কোন মহিলা সদস্যদের নেতৃত্বের পরিবার।
- অস্থায়ী দেয়াল এবং ছাদ বিশিষ্ট একটি একক কক্ষ বিশিষ্ট পরিবার।
- তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি বিভাগের অন্তর্গত পরিবার।
- যেসব পরিবারে অক্ষম সদস্য আছে কিন্তু কোনো সক্ষম সদস্য নেই।
- ভূমিহীন পরিবার যাদের আয়ের মূল উৎস কায়িক শ্রম।
এছাড়াও, নিম্নলিখিত পরিবারগুলি স্বয়ংক্রিয়ভাবে যোগ্যঃ
- ভিক্ষার উপর নির্ভরশীল নিঃস্ব পরিবার।
- মেশিন ছাড়া শুধু হাতে কাজ করা মেথর পরিবার।
- উপযুক্ত আশ্রয়হীন দরিদ্র পরিবার।
- বন্ডেড লেবার পরিবার।
- বিশেষ দুর্বল উপজাতি গোষ্ঠী।
শহুরে পরিবারের জন্য যোগ্যতার মানদণ্ড
আয়ুষ্মান ভারত যোজনার ক্ষেত্রে শহুরে পরিবারগুলিকে পেশার ভিত্তিতে শ্রেণিবদ্ধ করা হয়েছে এবং যোগ্যতার ১১টি মানদণ্ড রয়েছে।
- ভিক্ষুক
- নোংরা কুড়ানোর লোক
- মুচি, রাস্তার বিক্রেতা, হকার, রাস্তায় অন্যান্য পরিষেবা প্রদানকারী
- গৃহকর্মী বা বাড়ির কাজ করার লোক
- নির্মাণ সাইটের শ্রমিক, প্লাম্বার, রাজমিস্ত্রি, রং মিস্ত্রী, ঝালাই মিস্ত্রী, নিরাপত্তারক্ষী এবং কুলি
- ঝাড়ুদার, স্যানিটেশন কর্মী এবং মালী
- কারিগর, গৃহস্থালি শ্রমিক, হস্তশিল্প শ্রমিক এবং দর্জি
- পরিবহন শ্রমিক যেমন চালক, কন্ডাক্টর, পরিবহন কর্মী, কার্ট বা রিকশা চালক, চালক বা কন্ডাক্টরদের সাহায্যকারী
- ধোপা এবং চৌকিদার
- ইলেকট্রিশিয়ান, মেকানিক্, মেরামত কর্মী এবং অ্যাসেম্বলার
- পিয়ন, হেল্পার, দোকানের কর্মী, ডেলিভারি সহকারী, পরিচারক এবং ওয়েটার
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা (PMJJBY)
আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা
আয়ুষ্মান ভারত যোজনা দেশের দুর্বল এবং দরিদ্র পরিবারগুলিতে স্বাস্থ্যসেবা পরিষেবা সরবরাহ করে থাকে।
এই যোজনার সুবিধাগুলি নীচে তালিকাভুক্ত করা হলঃ
- বয়স, লিঙ্গ এবং পরিবারের আকারের উপর ভিত্তি করে কোন সীমাবদ্ধতা নেই।
- প্রাক-বিদ্যমান রোগের কভারেজের সুবিধা রয়েছে।
- যে কোনো ধরনের ক্যানসারের চিকিৎসা এই যোজনার আওতায় রয়েছে।
- সারা ভারত জুড়ে বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা সুবিধা এবং চিকিৎসা পাওয়া যায়।
আয়ুষ্মান ভারত যোজনার কারা যোগ্য নয়?
নিম্নউল্লিখিত অবস্থাগুলির ক্ষেত্রে কোন ব্যাক্তি বা পরিবার আয়ুষ্মান ভারত যোজনার অধিকারী হবেন না।
- যাদের যান্ত্রিক কৃষি যন্ত্রপাতি আছে
- দু-চাকার, তিন চাকার গাড়ি আছে এমন ব্যক্তি
- যাদের কাছে কিষাণ কার্ড আছে
- সরকারি চাকুরীজীবী
- যারা সরকারি অকৃষি প্রতিষ্ঠানে কাজ করছেন
- প্রতি মাসে ₹১০,০০০ টাকার বেশি আয় করা ব্যাক্তি
- যার মোটরচালিত মাছ ধরার নৌকা আছে
- যাদের ৫ একরের বেশি কৃষি জমি রয়েছে
- যার ল্যান্ডলাইন ফোন বা রেফ্রিজারেটর আছে
- যাদের একটি উপযুক্ত বাড়ি রয়েছে
আয়ুষ্মান ভারত যোজনার অধীনে কী কী রোগ বাদ দেওয়া হয়েছে
আয়ুষ্মান ভারত যোজনার অধীনে প্রায় ১৪০০ ব্যাধির চিকিৎসা কভারেজ রয়েছে তবে কিছু রোগের চিকিৎসা এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়, সেগুলি হলঃ
- বহিরাগত রোগী বিভাগ (ওপিডি) পরামর্শ এবং পদ্ধতি
- উর্বরতা-সম্পর্কিত চিকিৎসা যেমন ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ)
- কসমেটিক সার্জারি
- দাঁতের চিকিৎসা
- এইচআইভি বা এইড্স চিকিৎসা
- ড্রাগ এবং অ্যালকোহল পুনর্বাসন
আয়ুষ্মান ভারত অনলাইন রেজিস্ট্রেশন
আয়ুষ্মান ভারত যোজনাটি ‘সোসিও-ইকোনমিক কাস্ট সেনসাস ২০১১’ দ্বারা চিহ্নিত সুবিধাভোগীদের জন্য এবং ‘রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা’ এর অংশগ্রহণকারীদের ক্ষেত্রে ইতিমধ্যেই প্রযোজ্য।
নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করে আপনি সুবিধাভোগীদের নামের তালিকা যাচাই এবং আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করতে পারবেনঃ
- আপনাকে প্রথমে ন্যাশনাল হেল্থ, অথরিটির অফিসিয়াল পোর্টাল -এ যেতে হবে।
- হোম পেজের ডান দিকে লগইন অ্যাস বেনিফিসিয়ারিতে মোবাইল নম্বর এবং ওটিপি ভ্যারিফিকেশন ও ক্যাপচা পূরণ করে লগইন করতে হবে।
- লগইন হওয়ার পর সুবিধাভোগীর রাজ্যের নাম, স্কিমের নাম, জেলার নাম এবং আধার নাম্বার বা রেশন নাম্বার প্রভৃতির যেকোনো একটি উল্লেখ করে ‘সার্চ’ করতে হবে।
- এরপরেই আপনি সুবিধাভোগীর নামের তালিকা দেখতে পাবেন এবং আয়ুষ্মান কার্ড যদি তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে পাশের ডাউনলোড বাটনে ক্লিক করে আধার অথেনটিকেশনের পর তা ডাউনলোড করতে পারবেন।
আয়ুষ্মান ভারত কার্ড অনলাইনে আবেদন
আয়ুষ্মান ভারত কার্ড শুধুমাত্র তাদেরই হওয়া সম্ভব যাদের নাম সুবিধাভোগীর নামের তালিকায় আছে। এই যোজনার সুবিধাভোগীদের নামের তালিকা দেখার পদ্ধতিটি ওপরে আলোচনা করা হয়েছে।
এবার দেখে নেওয়া যাক, যে সমস্ত সুবিধাভোগীর নাম আছে অথচ আয়ুষ্মান ভারত কার্ড নেই তাদের ক্ষেত্রে কি করতে হবে।
- আপনাকে ‘আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরগ্য যোজনা’ বেনিফিসিয়ারি পোর্টালে লগইন করতে হবে এবং সুবিধাভোগীদের নামের তালিকার পেজে আসতে হবে (পদ্ধতিটি উপরে উল্লেখ করা হয়েছে)।
- যে সমস্ত সুবিধাভোগীর আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করা হয়নি তাদের ‘কার্ড স্ট্যাটাস’ এ ‘নট্ জেনারেটেড’ লেখা থাকবে।
- আপনাকে পাশের ‘অ্যাকশান’ কলামের কার্ডের আইকনে ক্লিক করতে হবে।
- আপনি ই-কেওয়াইসি পেজে ‘আধার ওটিপি’, ‘ফিঙ্গার প্রিন্ট’ বা ‘আইআরআইইস স্ক্যান’ এর মাধ্যমে ই-কেওয়াইসি করতে পারেন।
- আপনি সহজেই ‘আধার ওটিপি’ এর সাহায্যে ই-কেওয়াইসি ভেরিফিকেশন করতে পারেন। এখানে ই-কেওয়াইসি -এর সমস্ত ডিটেলস আপনি দেখতে পাবেন। আপনাকে একটি বর্তমান ছবি আপলোড করতে হবে এবং কিছু অতিরিক্ত তথ্য যেমন ‘রিলেশন’, ‘পিনকোড’, ‘ভিলেজ’ ইত্যাদি পূরণ করে ‘সাবমিট’ এ ক্লিক করতে হবে।
- ই-কেওয়াইসি করার কিছু দিন পর সুবিধাভোগীর ‘কার্ড স্ট্যাটাস’ এ ‘অ্যাপ্রুভড’ বা ‘পেন্ডিং’ দেখতে পাবেন। ‘অ্যাপ্রুভড’ হয়ে যাওয়ার পর পাশের ‘অ্যাকশান’ কলামের ডাউনলোড বাটনে ক্লিক করে কার্ডটি ডাউনলোড করতে পারবেন।
আয়ুষ্মান ভারত যোজনায় আবেদনের প্রয়োজনীয় নথিপত্র
নীচে ‘আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরগ্য যোজনায় আবেদন করার প্রয়োজনীয় নথিগুলির তালিকা দেওয়া হলঃ
- পরিচয় এবং বয়স প্রমাণপত্র (আধার কার্ড/প্যান কার্ড)
- মোবাইল নম্বর, ইমেল এবং আবাসিক ঠিকানার বিশদ বিবরণ
- এসসি/এসটি সার্টিফিকেট
- কাস্ট সার্টিফিকেট
- আয়ের শংসাপত্র
আয়ুষ্মান কার্ড কীভাবে ব্যবহার করবেন
প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার অধীনে তালিকাভুক্ত সমস্ত হাসপাতালগুলিতে ‘আয়ুষ্মান মিত্র’ নামে একটি সেন্টার করা হয়েছে যেখানে বীমাকৃত পরিবারগুলিকে নগদবিহীন চিকিৎসা পেতে সহায়তা করা হয়।
আয়ুষ্মান মিত্র প্রতিনিধি আপনার আয়ুষ্মান কার্ডের ‘কিউআর’ কোড স্ক্যান করে আপনার যোগ্যতা যাচাই করবে।
হাসপাতালে নগদহীন ভর্তি এবং চিকিৎসার সুবিধা পেতে আপনাকে একটি গোল্ডেন কার্ড দেওয়া হবে যার ফি ₹৩০ টাকা। আপনি এই কার্ডের সাহায্যে যে কোন সরকারি হাসপাতাল এবং যোজনা তালিকাভুক্ত বেসরকারী হাসপাতালগুলিতে নগদহীন চিকিৎসা করাতে পারবেন।
আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরগ্য যোজনা টোল-ফ্রি নম্বর ও ঠিকানা
নীচে আয়ুষ্মান ভারত যোজনার টোল-ফ্রি নম্বর এবং ঠিকানা দেওয়া হলঃ
টোল ফ্রি নম্বরঃ ১৪৫৫৫
ঠিকানাঃ ৯ম তলা, টাওয়ার-এল, জীবন ভারতী বিল্ডিং, কনট প্লেস, নতুন দিল্লি – ১১০০০১
আয়ুষ্মান ভারত যোজনা সম্পর্কিত প্রশ্ন (FAQ)
আয়ুষ্মান ভারত যোজনায় কিভাবে সুবিধাভোগীদের চিহ্নিত করা হয়?
এই যোজনায় গ্রামীণ এলাকায় সুবিধাভোগীদের চিহ্নিত করার জন্য ‘সামাজিক-অর্থনৈতিক জাতি শুমারি ২০১১’ উপর ভিত্তি করা হয় এবং শহরাঞ্চলের ক্ষেত্রে ১১টি পেশাগত মানদণ্ড রাখা হয়েছে। এছাড়া ‘রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা’ এর সুবিধাভোগীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
আয়ুষ্মান ভারত যোজনার আওতায় সুবিধা পেতে হলে কি সুবিধাভোগীদের কিছু দিতে হবে?
না, এই যোজনার সুবিধাভোগীরা বিনামূল্যে সরকারি এবং তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে ₹৫ লক্ষ টাকা পর্যন্ত সেকেন্ডারি এবং টারশিয়ারি চিকিৎসা করাতে পারেন।
কোন বিদ্যমান রোগ কি এই যোজনার আওতায় পড়ে?
হ্যাঁ. সমস্ত বিদ্যমান অসুখ এই স্কিমের আওতায় কভার করা হয়েছে।
আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে কি কি পরিষেবা দেওয়া হয়?
এই যোজনার অধীনে ডায়াগনস্টিক, হাসপাতালে ভর্তির আগে, হাসপাতালে থাকাকালিন এবং পরের পরিষেবা, ওষুধ ইত্যাদি দেওয়া হয়ে থাকে।
আয়ুষ্মান ভারত যোজনায় কি ক্যান্সারের চিকিৎসা হয়?
হ্যাঁ, এই যোজনার অধীনে ক্যান্সারের চিকিৎসাও করা হয়ে থাকে, এবং ক্যান্সারের ধরন অনুযায়ী চিকিৎসারও পরিবর্তন হয়।
আয়ুষ্মান মিত্র কে?
একজন আয়ুষ্মান মিত্র হলেন একজন স্বাস্থ্যসেবা পেশাদার যিনি সুবিধাভোগীদের সহায়তা করার উদ্দেশ্যে ‘তালিকাভুক্ত স্বাস্থ্যসেবা প্রদানকারী’ (ইএইচসিপি) এর প্রতিটিতে উপস্থিত থাকেন। তারা সুবিধাভোগীদের তথ্য যাচাই এবং নথি প্রক্রিয়াকরণের পাশাপাশি সুবিধাভোগীর দাবীর সম্পূর্ণ প্রক্রিয়াকরণ করতে সহায়তা করবেন।
আয়ুষ্মান ভারত যোজনায় যে পরিবারগুলির নাম নেই তারা কি সুবিধা পেতে পারেন?
না, যাদের নাম ‘আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরগ্য যোজনা’ এর তালিকায় নেই তাঁরা আয়ুষ্মান কার্ড পাবেন না, এতএব তাঁরা এই যোজনার অধীনে সুবিধাও পেতে পারেন না।