প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা, কি কি সুবিধা, কত সাবসিডি | PM Surya Ghar Muft Bijli Yojana in Bengali!

Updated on March 26th, 2024 ||

প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা হল একটি সৌর শক্তি প্রকল্প যা ১৩ই ফেব্রুয়ারী ২০২৪ সালে  ভারত সরকার দ্বারা চালু করা হয়। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল সৌর শক্তির ব্যবহার বৃদ্ধি করার মাধ্যমে বিদ্যুতের খরচ কমানো, যা অদূর ভবিষ্যতে দেশের নাগরিক এবং সর্বোপরি দেশ, উভয়ের ক্ষেত্রেই বিশেষ লাভজনক। 

এই প্রকল্পের অধীনে সৌর শক্তি ব্যবহারে দেশের নাগরিকদের উৎসাহিত করতে সরকার ১ কোটি পরিবারকে সৌর প্যানেল বসানোর ক্ষেত্রে সর্বাধিক ₹৭৮,০০০/- টাকা পর্যন্ত সাবসিডি প্রদান করবে। এই প্রকল্পের অধীনে সুবিধাভোগীরা প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবেন। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে মোট ₹৭৫,০২১ কোটি টাকার বাজেট নির্ধারণ করেছে।

Table of Contents

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা উদ্দেশ্য

আমাদের বর্তমান দৈনন্দিন জীবনে বিদ্যুতের ব্যবহার হল এক কথায় অপরিহার্য। আমাদের সবার ঘরের লাইট, ফ্যান থেকে শুরু করে মোবাইল বা ল্যাপটপ, প্রায় প্রতিটি দরকারি জিনিসের ব্যবহারের ক্ষেত্রেই বিদ্যুতের প্রয়োজন আর তাই প্রতিনিয়ত এই বিদ্যুতের খরচ বেড়েই চলেছে। 

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার মূল উদ্দেশ্য হল সোলার প্যানেল বসানোর মাধ্যমে পর্যাপ্ত বিদ্যুতের যোগানের উপায় করা এবং একই সাথে বিদ্যুতের খরচ কমানো, যা পরক্ষ ভাবে মানুষের আয় বৃদ্ধিতে সাহায্য করবে।

এছাড়া সোলার প্যানেল ব্যবহারের ফলে আর মানুষকে বিদ্যুৎ কোম্পানিগুলির ওপর সম্পূর্ণ নির্ভর করতে হবে না এবং মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে ব্যবহার করতে পারবে, ফলে বিদ্যুতের যোগানের ক্ষেত্রে মানুষের আত্মনির্ভরতা বাড়বে। যদি ৩০০ ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় সেক্ষেত্রে সরকার সেই বিদ্যুৎ কিনে নেবে, অর্থাৎ এই যোজনার মাধ্যমে সাধারন মানুষের সাথে সরকারেরও বিদ্যুৎ যোগানের ক্ষেত্রে খানিক সাশ্রয় হবে। তাছাড়া সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ফলে তা সম্পূর্ণ ভাবে পরিবেশ বান্ধবও বটে তাই বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে এই সোলার প্যানেল উদ্যোগটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। 

প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা বিবরণ

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার সংক্ষিপ্ত বিবরণটি নিচে দেওয়া হলঃ

যোজনার নামপ্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা
উদ্যোক্তাভারত সরকার
প্রকল্প বাজেট₹৭৫,০২১ কোটি টাকা
শুরুর সময়১৩ই ফেব্রুয়ারী ২০২৪
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রণালয়
লাভার্থীদেশের নিম্ন ও মধ্য পরিবারগুলি
উদ্দেশ্যপ্রতি মাসে বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ
অনুদানের পরিমাণসর্বনিম্ন ₹৩০,০০০/- থেকে সর্বোচ্চ ₹৭৮,০০০/- টাকা
আবেদন পদ্ধতিঅনলাইন
সরকারী ওয়েবসাইটpmsuryaghar.gov.in

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা সুবিধা

প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা থেকে নিম্নলিখিত সুবিধাগুলি পাওয়া যাবেঃ

  • প্রতি মাসে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ অর্থাৎ বছরে প্রায় ₹১৫,০০০ – ₹১৮,০০০/- টাকা খরচ কমানো সম্ভব হবে।
  • ভারতের ১ কোটি পরিবারকে এই সুবিধা প্রদান করা হবে।
  • সোলার প্যানেল বসানোর খরচ সাপেক্ষে ৪০%-৬০% পর্যন্ত সাবসিডি প্রদান করা হবে।
  • এছাড়া ব্যাঙ্ক থেকে সহজ কিস্তিতে ঋণ পাওয়া যাবে, যেমন ৩ কিলোওয়াট পর্যন্ত সোলার প্যানেলের ক্ষেত্রে সর্বাধিক ২ লক্ষ টাকার লোণ, ৭% হারে সর্বাধিক ১০ বছরের সময় সীমার জন্য পেতে পারেন।

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা সাবসিডি

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায় সরকার সুবিধাভোগীদের সোলার প্যানেল বসানোর জন্য ভর্তুকি প্রদানের মাধ্যমে বিশেষ সুবিধা প্রদান করেছে। এই যোজনার অধীনে ১-২ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল বসানোর খরচের ৬০% সরকার প্রদান করবে। এছাড়া ২ থেকে ৩ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেলের ক্ষেত্রে খরচের ৪০% ভর্তুকি প্রদান করা হবে। ৩ কিলোওয়াটের ওপরে প্রতি কিলোওয়াটের জন্য ₹১৮,০০০/- টাকা করে সাবসিডি পাওয়া যাবে, তবে সর্বোচ্চ ক্যাপিং সাবসিডি হল ₹৭৮,০০০/-।

মাসিক বিদ্যুৎ খরচসোলার প্ল্যান্টের ক্ষমতাসাবসিডি
০-১৫০ ইউনিট১-২ কিলোওয়াট₹৩০,০০০ – ₹৬০,০০০/- (সর্বাধিক)
১৫১-৩০০ ইউনিট২-৩ কিলোওয়াট₹৬০,০০০ – ₹৭৮,০০০/- (সর্বাধিক)
>৩০০ ইউনিট৩০০ এর অধিক কিলোওয়াট₹৭৮,০০০/-

সোলার প্যানেল ক্যালকুলেটর

বর্তমান বাজার মূল্যের সাপেক্ষে ১ কিলোওয়াটের সোলার প্যানেল বসানোর ক্ষেত্রে অনুমানিক ₹৫০,০০০/- থেকে ₹৭০,০০০/- খরচ পরে এবং ২ কিলোওয়াটের ক্ষেত্রে ₹৮০,০০০/- থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়। সেক্ষেত্রে ₹৩০,০০০ – ₹৬০,০০০/- টাকা সাবসিডি পাওয়ার পর সুবিধাভোগীর মাত্র ₹২০,০০০ থেকে ₹৪০,০০০/- খরচ দিতে হবে।

একই ভাবে ৩ কিলোওয়াট সোলার প্যানেল বসানোর খরচ হল প্রায় ₹১,৪৫,০০০/- এবং সাবসিডি পেয়ে সুবিধাভোগীর খরচ হবে মাত্র (১,৪৫,০০০ – ৭৮,০০০) = ₹৬৭,০০০/-।

সোলার প্যানেলপ্রকল্প খরচসাবসিডি উপভোক্তার খরচছাদের এলাকা
১ কিলোওয়াট₹৫০,০০০/-₹৩০,০০০/-₹২০,০০০/-১৩০ বর্গ ফুট
২ কিলোওয়াট₹১,০০,০০০/-₹৬০,০০০/-₹৪০,০০০/-২০০ বর্গ ফুট
৩ কিলোওয়াট₹১,৪৫,০০০/-₹৭৮,০০০/-₹৬৭,০০০/-৩০০ বর্গ ফুট

এছাড়া আপনি সরাসরি সরকারী পোর্টালের সোলার প্যানেল ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা যোগ্যতা

প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনার জন্য নিম্নলিখিত যোগ্যতাগুলি প্রয়োজনঃ

  • এই প্রকল্প শুধুমাত্র ভারতের নাগরিকদের জন্যই উপলব্ধ।
  • আবেদনকারীর নিজস্ব বাড়ি হতে হবে এবং সৌর প্যানেল স্থাপনের জন্য উপযুক্ত ছাদ থাকতে হবে।
  • মধ্য ও দরিদ্র পরিবারগুলিই এই যোজনায় আবেদন করতে পারবে।
  • পরিবারের একটি বৈধ বিদ্যুৎ সংযোগ থাকতে হবে।
  • আবেদনকারী যেন আগে অনুরূপ কোনও রাজ্য বা কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা না নিয়ে থাকেন।

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা ডকুমেন্ট

এই যোজনার অধীনে আবেদন করার জন্য আপনার নিম্ন উল্লিখিত নথিগুলির প্রয়োজন হবেঃ

  • ইলেক্ট্রিসিটি বিল (শেষ ৬ মাসের যে কোন একটি বিল)
  • ব্যাঙ্ক স্টেটমেন্ট / পাসবইয়ের ফটোকপি

প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা আবেদন

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার জন্য আপনাকে অনলাইনে সরকারী পোর্টাল থেকে আবেদন করতে হবে।

নিম্নলিখিত পদ্ধতিতে আপনি অনলাইন আবেদন করতে পারবেনঃ

  • আপনাকে প্রথমে এই যোজনার অফিলিয়াল পোর্টাল  pmsuryaghar.gov.in তে যেতে হবে।
  • হোম পেজের বাঁদিকে ‘Quick Links’ এর মধ্যে ‘Apply For Rooftop Solar’ তে ক্লিক করতে হবে।
national portal for rooftop solar
  • এরপর আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন ও লগইন করতে হবে।
pm surya ghar muft bijli yojana registration
  • লগইন করার পর আপনাকে আবেদকের ডিটেলস, ইলেক্ট্রিসিটি কোম্পানির ডিটেলস, সোলার রুফটপের ডিটেলস ইত্যাদি দিতে হবে এবং বাড়ির অবস্থান ম্যাপ থেকে মার্ক করতে হবে।
  • এরপর আপনাকে যে কোন একটি ইলেক্ট্রিসিটি বিল আপলোড করতে হবে যেটি ৬ মাসের বেশি পুরনো নয়। এক্ষেত্রে আপনি আপনার বিলটি স্ক্যান করে আপলোড করতে পারেন অথবা আপনার ইলেক্ট্রিসিটি কোম্পানির পোর্টাল থেকে আপনার অ্যাকাউন্ট নম্বরের সাহায্যে বিলটি ডাউনলোড করেও এখানে আপলোড করতে পারেন। আপলোড করার পর আপনাকে ‘Final Submission’ এ ক্লিক করতে হবে।
pm surya ghar muft bijli yojana electricity bill
  • ফাইনাল সাবমিট করার পর আপনাকে ব্যাঙ্ক ডিটেলস দেওয়ার জন্য একটি ম্যাসেজ আসবে, যেখানে আপনাকে ‘Go to Bank Details’ এ ক্লিক করতে হবে। এইটি খুবই গুরুত্বপূর্ণ কারন উপভোক্তাকে প্রথমে সোলার প্যানেল বসানোর সমস্ত খরচা দিতে হবে এবং তার প্রমান পোর্টালে আপলোড করার পরই সাবসিডি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
pm surya ghar muft bijli yojana goto bank details
  • ব্যাঙ্ক ডিটেলসে আপনাকে ব্যাঙ্কের নাম, অ্যাকাউন্ট হোল্ডারের নাম, IFSC নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি উল্লেখ করতে হবে এবং সাথে একটি বাতিল চেক বা পাসবইয়ের স্ক্যান কপি আপলোড করতে হবে।
pm surya ghar muft bijli yojana bank details subsidy
  • এরপর সাবমিট করলেই আপনার সোলার প্যানেলের আবেদনটি সম্পন্ন হবে এবং আপনার মেইল আইডিতে অ্যাকনোলেজমেন্ট পাঠিয়ে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা সম্পর্কিত প্রশ্ন

প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলী যোজনা কি?

এই যোজনাটি হল দেশের ১ কোটি মধ্য ও দরিদ্র পরিবারগুলির বাড়িতে সরকারী সহায়তায় সোলার প্যানেল বসানোর মাধ্যমে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদান করা।

পিএম সূর্য ঘর যোজনার সুবিধাগুলি কি কি?

সোলার প্ল্যান্টের মাধ্যমে কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা
উপভক্তাদের ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদান করা
দেশের নাগরিকদের সাথে সরকারেরও বিদ্যুতের খরচ কমানো
নবায়নযোগ্য শক্তির ব্যবহার
কার্বন নির্গমন হ্রাস করা
পরিবেশ বান্ধব উপায় বিদ্যুৎ উৎপাদন

পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনায় কত ভর্তুকি পাওয়া যায়?

এই যোজনার অধীনে সর্বনিম্ন ₹৩০,০০০/- থেকে সর্বোচ্চ ₹৭৮,০০০/- টাকা ভর্তুকি পাওয়া যায়।

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার অধীনে সোলার প্যানেল বসানোর জন্য কি লোণ পাওয়া যাবে?

হ্যাঁ, স্টেট ব্যাঙ্ক থেকে শুরু করে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরদা, কানাড়া ব্যাঙ্ক ইত্যাদি প্রায় সমস্ত ব্যাঙ্কেই লোণ পাওয়া যাবে।

Leave a Comment