ভোটার কার্ড আধার কার্ড লিংক, অ্যাপের মাধ্যমে কীভাবে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করবেন জানুন!

Updated on March 29th, 2024 ||

বর্তমানে আধার কার্ডকে বলা যায় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্ড। এই আধার কার্ডে নাগরিকদের আঙ্গুলের ছাপ, চোখের মণি ইত্যাদি তথ্য সুরক্ষিত থাকায় KYC নথি হিসেবে এই কার্ডের মূল্য সর্বাধিক এবং ডুপ্লিকেশনের মাধ্যমে এই কার্ডের অপব্যবহার প্রায় অসম্ভব।

তবে আধার কার্ডের মাধ্যমে রেশন তোলা থেকে শুরু করে লোণ নেওয়া বা টাকা তোলা গেলেও ভোট দেওয়া সম্ভব নয়। ভোট দেওয়ার জন্য আপনার ভোটার কার্ড থাকাটি বাধ্যতামূলক। তাহলে এক কথায় বোঝাই যায় যে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এই ভারতবর্ষে ভোটার কার্ডের গুরুত্ব কতখানি।

এই ভোটার কার্ডের যাতে কোনরূপ ডুপ্লিকেশন না হতে পারে এবং নির্বাচনী প্রক্রিয়াটি যাতে যথাসম্ভব সুষ্ঠ ভাবে পরিচালনা করা যায় তার জন্য নির্বাচন কমিশন নাগরিকদের ভোটার আইডির সাথে তাদের আধার কার্ড লিঙ্ক করার জন্য আহ্বান জানিয়েছে।

উদ্দেশ্যঃ

গণতান্ত্রিক দেশে মানুষ, সরকার এবং সর্বোপরি দেশের ভাগ্য নির্ধারিত হয়ে থাকে এই ভোট মাধ্যম নির্বাচন প্রক্রিয়াটির ওপর, কিন্তু অনেক সময়ই আমরা দেখেছি যে নির্বাচনের সময় একাধিক জাল ভোটার কার্ড বা মৃত ব্যাক্তির ভোটার কার্ডও ব্যবহার করা হয়েছে এবং দুর্ভাগ্যের বিষয় যে অনেক ক্ষেত্রেই ভোট চলাকালীন  তা বোঝা সম্ভবপর হয়না, যা প্রত্যক্ষ ভাবে নির্বাচনের গণনাকে প্রভাবিত করে থাকে। 

তাই নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য আধার কার্ডের সাথে ভোটার কার্ডের সংযুক্তিকরণের সিদ্ধান্তটি অবশ্যই নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ভোটার কার্ড আধার কার্ড লিংক

আপনি অনলাইনেই অফিসিয়াল পোর্টাল বা অ্যাপ থেকে অথবা ফোন কল বা এসএমএস-এর মাধ্যমে আপনার ভোটার আইডির সাথে আধার কার্ডটি লিঙ্ক করতে পারেন।

ভোটার কার্ড আধার কার্ড লিংক অ্যাপ

আপনি অ্যাপের মাধ্যমে খুব সহজেই মাত্র ২-৩ মিনিটের মধ্যেই ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিংকের কাজটি করতে পারবেন।

লিংক করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুনঃ

  • আপনাকে গুগল প্লে-স্টোরে গিয়ে সার্চ করতে হবে ‘Voter Helpline’ এবং অ্যাপটি ইন্সটল করে ওপেন করতে হবে।
voter helpline app
  • অ্যাপটি ওপেন হওয়ার পর প্রথমে আপনাকে যে কোন একটি মোবাইল নম্বর দিয়ে ও ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তারপর সেই নম্বরটি দিয়ে এবং পুনরায় ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে লগইন করতে হবে।
  • লগইন করার আপনি সবকটি সার্ভিস দেখতে পাবেন যেখান থেকে আপনাকে ‘Voter Registration’ এ ক্লিক করতে হবে।
voter helpline registration
  • ভোটার রেজিস্ট্রেশন পেজটি স্ক্রল করে নিচে আসলে আপনি ‘Form 6B’ পাবেন যেখানে ‘Aadhaar Number Submission’ লেখা থাকবে, সেটিতে ক্লিক করতে হবে। এই ফর্মটির মাধ্যমেই আপনাকে ভোটার কার্ডের সাথে আধার নম্বর যুক্ত করতে হবে।
voter registration form6b
  • এখানে প্রথমেই আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার ভোটার আইডি আছে কি না, তো যেহেতু ভোটার কার্ডের সাথে আপনি আধার কার্ড যুক্ত করছেন তো ধরেই নেওয়া যায় যে আপনার অবশ্যই ভোটার আইডি আছে তাই ‘I have voter ID number’ এ চেক করে ‘Next’ এ ক্লিক করতে হবে।
voter helpline id number
  • এরপর আপনার ভোটার আইডিটি লিখে নিচে রাজ্যটি সিলেক্ট করে ‘Fetch details’ এ ক্লিক করতে হবে। আইডি সঠিক হলে অবশ্যই ভোটার লিস্টের রেকর্ড পাওয়া যাবে এবং তাহলেই নিচে একটি ম্যাসেজ দেখাবে যে ‘We have found this record for your enter Voter ID’। আপনাকে এরপর ‘Proceed’ এ ক্লিক করতে হবে। তবে খেয়াল রাখবেন যে ভোটার আইডি সবার একই প্রকার নয়, যদি নম্বরের মাঝে ‘/’ থাকে তাহলে আপনাকে সম্পূর্ণটাই লিখতে হবে যেমন ‘WB/98/765/432100’।
voter helpline enter voter number
  • এরপরের পেজে আপনি ভোটারের যাবতীয় ডিটেলস দেখতে পাবেন, যেখানে আপনি শুধুমাত্র চেক করতে পারবেন এবং আপনাকে ‘Next’ এ ক্লিক করতে হবে।
  • এই পেজটি গুরুত্বপূর্ণ কারন এই পেজেই আপনি আপনার ভোটার কার্ড সম্বন্ধীয় যাবতীয় তথ্য আপনি সংশোধন করতে পারবেন যেমন নামের বানান, অন্যান্য তথ্য ইত্যাদি এবং নিচে আপনি মোবাইল নম্বরটিও যুক্ত করতে পারেন, যেটি OTP এর মাধ্যমে ভেরিফিকেশন হবে। এছাড়া নিচে আপনি আধার নম্বরটি লিখে ‘Done’ এ ক্লিক করতে হবে।
voter helpline enter adhaar number
  • এরপর আপনার কাছে সমস্ত তথ্য দেখিয়ে একটি পেজ আসবে যেখানে আপনি প্রতিটি তথ্য মিলিয়ে দেখার সুযোগ পাবেন, তারপরে আপনাকে ‘Confirm’ এ ক্লিক করতে হবে।
  • এরপর ‘Thank You’ পেজে আপনাকে একটি রেফারেন্স আইডি দেওয়া হবে যার সাহায্যে আপনি পরবর্তীকালে স্ট্যাটাস চেক করতে পারবেন।

পোর্টালের মাধ্যমে ভোটার কার্ড আধার কার্ড লিংক

আপনি ভোটার পোর্টাল থেকেও এই কাজটি করতে পারবেন। ভোটার পোর্টাল থেকে লিংক করার জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করুনঃ

  • আপনাকে অফিসিয়াল ভোটার পোর্টাল voters.eci.gov.in তে যেতে হবে এবং লগইন করতে হবে। আপনার যদি অ্যাকাউন্ট তৈরি না করা থাকে তবে সহজেই মোবাইল নম্বর ভেরিফিকেশন ও ক্যাপচা পূরণের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন।
  • লগইন করার পর আপনাকে হোম পেজের ওপর ‘Aadhaar collection’ এ ‘Fill Form 6B’ তে ক্লিক করতে হবে।
voter adhaar link form6b
  • এরপর আপনার কাছে একটি পপ্‌আপ ম্যাসেজ খুলবে যেখানে আপনার ভোটার আইডিটি লিখে ‘Verify & Fill Form’ এ ক্লিক করতে হবে।
voters portal epic number

অথবা

voters portal alert
  • আপনার যদি কোন ‘Alert’ ম্যাসেজ আসে যে ‘User does not have Epic No. in his/her profile’ তাহলে আপনাকে ডানদিকে ওপরে ইউজারের নামের ওপর ক্লিক করে ‘Edit Profile’ এ যেতে হবে।
  • আপনার প্রোফাইলটি খুলে যাবে এবং দেখতে পাবেন যে সেখানে কি কি তথ্য দেওয়া আছে। আপনাকে নামের পাশে ‘Edit’ এ ক্লিক করতে হবে।
voters self family
  • এরপর আপনি ভোটার কার্ড নম্বর, মোবাইল নম্বর এবং ইমেইল লিখে ‘Save’ করতে পারবেন।
voters portal edit profile
  • এরপর পুনরায় লগইন করে ‘Form 6B’ তে ক্লিক করলে আপনার ভোটার কার্ড নম্বরটি চাওয়া হবে, সেটি লিখে ‘Verify & Fill Form’ এ ক্লিক করতে হবে।
  • এরপর আপনি মূল ফর্মের পেজটিতে পৌছাবেন যেখানে আপনার কিছু তথ্য আগে থেকেই পূরণ করা থাকবে এবং আপনাকে সেগুলি মিলিয়ে নিয়ে ‘Next’ করতে হবে।
voters portal election commission india form6b
  • এই ফর্মের মাধ্যমেই আপনি আধার নম্বর, মোবাইল নম্বর ও ইমেইল আইডি যুক্ত করতে পারবেন। এরপর আপনাকে ‘Preview and Submit’ এ ক্লিক করতে হবে।
  • এরপর আপনার কাছে একটি ‘Congrats’ পপআপ ম্যাসেজ আসবে যেখানে রেফারেন্স নম্বরটি লেখা থাকবে এবং ‘Download Acknowledgement’ এ ক্লিক করে আপনি আপনার পূরণ করা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন।
election commission of india form6b

এসএমএসের মাধ্যমে ভোটার কার্ড আধার কার্ড লিংক

আপনি এসএমএসের মাধ্যমেও ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিংক করতে পারবেন। লিংক করার জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করুনঃ

  • আপনাকে লিখতে হবে ‘ECILINK <ভোটার নম্বর> <আধার নম্বর>’, যেমন ধরুন ‘ECILINK GVK9876543 098765432100’।
  • এরপর এসএমএসটি 166 বা 51969 নম্বরে পাঠাতে হবে।

ফোন কলের মাধ্যমে ভোটার কার্ড আধার কার্ড লিংক

ভোটার সার্ভিসের সুবিধার জন্য সরকারের তরফ থেকে কল সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। আপনি সপ্তাহের কাজের দিনগুলিতে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টার মধ্যে ফোন কল করেও ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিংক করাতে পারেন। 

  • আপনাকে 1950 নম্বরে ফোন কল করতে হবে এবং ভোটার আইডি ও আধার নম্বর সহ অন্যান্য বিশদ তথ্য প্রদান করতে হবে।

ভোটার কার্ড আধার কার্ড লিংক সম্বন্ধীয় প্রশ্ন

ভোটার আইডির সাথে আধার কার্ড লিঙ্ক করার শেষ দিন কবে?

ভোটার আইডির সাথে আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ১লা এপ্রিল, ২০২৩ থেকে বাড়িয়ে তা ৩১শে মার্চ, ২০২৪ করা হয়েছে।

ভোটার আইডির সাথে আধার কার্ড লিঙ্ক করা কি বাধ্যতামূলক?

নির্বাচন কমিশন দ্বারা জানানো হয়েছে যে এখনও পর্যন্ত ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক নয়।

ভোটার আইডির EPIC নম্বর কী?

EPIC বা ‘ইলেক্টোরাল ফটো আইডেন্টিটি কার্ড’ নম্বরটাই হল ভোটার আইডি কার্ড নম্বর।

Form-6B কি?

ফর্ম 6B হল নির্বাচন কমিশনের সাথে আধার নম্বরটি শেয়ার করার ফর্মএবং এই ফর্মের মাধ্যমেই ভোটার আইডির সাথে আধার কার্ডটি লিঙ্ক করা যাবে। ফর্মটি আপনি ‘ভোটার্‌স পোর্টাল’ থেকে অথবা ‘ভোটার হেল্পলাইন’ অ্যাপ থেকে অনলাইনে ফিলাপ করতে পারবেন।

ভোটার আইডির সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য কত চার্জ দিতে হয়?

এখনও পর্যন্ত ভোটার ও আধার কার্ড লিঙ্কের ক্ষেত্রে কোন রকম চার্জ দিতে হয় না, আপনি সম্পূর্ণ বিনামূল্যে এটি অ্যাপ বা অনলাইনের মাধ্যমে করতে পারবেন।

Leave a Comment