ভোটার কার্ড সার্চ, সংশোধন, ডাউনলোড, অনলাইন স্ট্যাটাস চেক

Updated on March 16th, 2024 ||

ভোটার কার্ড বা ভোটার আইডি কার্ড হল ভারতের নাগরিকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র যা নির্বাচন কমিশন কর্তৃক ইস্যু করা হয়ে থাকে। এটি একটি ‘ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড’ (EPIC) যা 

ভারতের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য জারি করা হয়ে থাকে।

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ এই ভারতবর্ষে ভোট প্রদানের অধিকার হল একটি মৌলিক অধিকার এবং প্রত্যেক নাগরিকের ভোট প্রদানের ক্ষেত্রে এই কার্ডটি থাকা আবশ্যিক। এই ভোটার কার্ডে নাগরিকের নাম, ঠিকানা, বয়স উল্লেখ থাকায় এই কার্ড শুধুমাত্র ভোট প্রদানের জন্যই নয়, KYC নথি হিসেবে এটি ঠিকানা ও বয়স প্রমান রূপে ব্যবহৃত হয়ে থাকে।

এই নিবন্ধে ভোটার কার্ড কি, অনলাইনে ভোটার কার্ড সার্চ করবেন কি করে, ভোটার কার্ড সংশোধন, ডাউনলোড, স্ট্যাটাস চেক সম্বন্ধীয় বিস্তারিত তথ্য দেওয়া হল।

ভোটার কার্ড কি

ভারতের যে কোন নাগরিক যখন ১৮ বছর বয়সে ভোট দেওয়ার সক্ষমতা অর্জন করে, তখন নির্বাচন কমিশন দ্বারা ভোটার আইডি বা কার্ড জারি করা হয়। এই কার্ডটি সাধারণত একটি ল্যামিনেট করা কার্ড রূপে পাওয়া যায়, তবে আপনি PVC ভোটার কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারেন।

একটি ভোটার কার্ডে নিম্নলিখিত তথ্যগুলি উল্লেখ থাকেঃ

  • ভোটার আইডি বা নম্বর
  • ভোটারের ছবি
  • রাজ্যের হলোগ্রাম
  • ইংরেজিতে ও স্থানীয় ভাষায় ভোটারের নাম
  • ভোটারের বাবার নাম
  • ভোটারের লিঙ্গ
  • ভোটারের বয়স / জন্মতারিখ
  • ভোটারের ঠিকানা
  • নির্বাচক আধিকারিকের সই
  • বিধানসভা নির্বাচন ক্ষেত্র
  • ভোটার কার্ড ইস্যু হওয়ার তারিখ

ভোটার কার্ড সার্চ

নিম্নলিখিত পদ্ধতিতে আপনি অনলাইন পোর্টাল থেকে ভোটার কার্ড সার্চ করতে পারবেনঃ

  • আপনাকে ভোটার সার্ভিস পোর্টাল voters.eci.gov.in তে যেতে হবে।
voters service portal
  • হোম পেজেই ‘Services’ সেকশনে ‘Search in Electoral Roll’ এ ক্লিক করতে হবে অথবা আপনি সরাসরি ক্লিক করতে পারেন ভোটার কার্ড সার্চ

এখানে আপনি তিনটি পদ্ধতিতে সার্চ করতে পারেন যথাক্রমে ‘Search by Details’, ‘Search by EPIC’ এবং ‘Search by Mobile’

Search by Details

  • এই পেজে আপনি ভোটারের কিছু ডিটেলস লিখে সার্চ করতে পারবেন। এক্ষেত্রে কিছু ফিল্ড হল আবশ্যিক যেমন রাজ্যের নাম, ভোটারের নাম, রিলেটিভের নাম, জন্ম তারিখ, বয়স এবং লিঙ্গ। এই তথ্যগুলি ছাড়াও কিছু ঐচ্ছিক ফিল্ড আছে যেমন ভাষা, ভোটারের পদবী, রিলেটিভের পদবী, জেলার নাম এবং বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নাম।
search electoral roll
  • উল্লিখিত তথ্যগুলি পূরণ করে ও ক্যাপচা পূরণ করে ‘Search’ এ ক্লিক করলেই ভোটারের ডিটেলসটি নিচে দেখা যাবে।

Search by EPIC

  • আপনি ‘ইলেকশন ফটো আইডেন্টিটি কার্ড’ নম্বর অর্থাৎ ভোটার কার্ড নম্বরের সাহায্যেও সার্চ করতে পারেন। এই পেজে শুধুমাত্র ভোটার কার্ড নম্বরটি লিখে ও ক্যাপচা পূরণ করে সার্চ করলেই নিচে ভোটারের ডিটেলসটি দেখা যাবে।
voters service portal search epic

Search by Mobile

  • এছাড়া যদি ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বরটি যুক্ত করা থাকে তাহলে মোবাইল নম্বরের মাধ্যমেও ডিটেলস সার্চ করা যেতে পারে। এই পেজে আপনাকে মোবাইল নম্বরটি লিখে ও ক্যাপচা পূরণ করে ‘Send OTP’ তে ক্লিক করতে হবে।
voter card search by mobile
  • রেজিস্টার্ড মোবাইলে আসা OTP লিখে ‘Search’ এ ক্লিক করলেই ভোটারের যাবতীয় ডিটেলস দেখা যাবে।
  • যদি ভোটার কার্ডের সাথে কোন মোবাইল নম্বর যুক্ত না করা থাকে তাহলে একটি ম্যাসেজ আসবে যে ‘Mobile Number not registered’। সেক্ষেত্রে আপনি ফর্ম ৮ এর মাধ্যমে ভোটার কার্ডটি আপডেট করাতে পারেন। 
mobile number not registered
  • আপনি সঠিক তথ্য প্রদান করলে সার্চ রেজাল্টে ভোটারের ডিটেলস নিম্নরূপ টেবিলের মাধ্যমে দেখাবে।
voter card search by epic

ভোটার কার্ড সংশোধন

ভোটার কার্ড একটি অত্যন্ত প্রয়োজনীয় সরকারী পরিচয়পত্র তাই এই কার্ডের সমস্ত বিবরণ সঠিক এবং আপ-টু-ডেট থাকা আবশ্যিক। কোন রকম ভুল বানান বা ভুল নামের ক্ষেত্রে তা অবিলম্বে সংশোধন করা প্রয়োজন এবং তা সহজেই অনলাইনের মাধ্যমেই করা যায়।

নিম্নলিখিত পদ্ধতিতে আপনি ভোটার কার্ডে যে কোন ধরণের সংশোধন করতে পারবেনঃ

  • আপনাকে ভোটার সার্ভিসের অফিসিয়াল পোর্টাল voters.eci.gov.in তে যেতে হবে এবং ‘Sign-Up’ এ ক্লিক করতে হবে।
voters sign up
  • এখানে মোবাইল নম্বর এবং যদি ইমেইল আইডি দিতে চান তাও দিতে পারেন, এরপর ক্যাপচা পূরণ করে ‘Continue’ তে ক্লিক করতে হবে। ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে আপনার সাইন-আপ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এরপর আপনাকে একই উপায় লগইন করে নিতে হবে।
  • এরপর আপনাকে হোম পেজের ‘FORMS’ থেকে ‘Fill Form 8’ এ ক্লিক করতে হবে। এই ফর্ম ৮ এর মাধ্যমে আপনি বাসস্থান পরিবর্তনের ক্ষেত্রে ঠিকানা আপডেট, ভোটার তালিকায় কোন রকম এন্ট্রি সংশোধন, ভোটার কার্ডের প্রতিস্থাপন প্রভৃতি কাজগুলি করতে পারবেন।
voter card form8
  • এরপর আপনার কাছে দুটি অপশন আসবে, জানতে চাওয়া হবে আপনি কি নিজের ভোটার কার্ডের আপডেট করতে চান নাকি অন্য কোন ভোটার কার্ডের আপডেট করতে চান। আপনি যা চান তা সিলেক্ট করে সাবমিট করতে হবে।
voters application self others
  • এরপর আপনার কাছে গুরুত্বপূর্ণ চারটি অপশন আসবে যথাক্রমে,
  • Shifting Of Residence
  • Correction Of Entries In Existing Electoral Poll
  • Issue Of Replacement EPIC Without Correction
  • Request For Marking As Person With Disability
  • এক্ষেত্রে যেহেতু সংশোধনের কথা বলা হচ্ছে তাই আপনাকে দ্বিতীয় অপশন ‘Correction Of Entries In Existing Electoral Poll’ এ ক্লিক করতে হবে।
  • এরপর আপনি ‘Form B’ পেজে পৌঁছাবেন, যেখানে আপনি আধার নম্বর, মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিতে পারেন এবং এরপর ‘Next’ এ ক্লিক করতে হবে।
  • এবার আপনি যদি নামের সংশোধন করতে চান তাহলে ‘Name’ সিলেক্ট করতে হবে এবং নিচে সঠিক নামটি লিখতে হবে। নাম লেখার পর তা সঠিক প্রমানের জন্য আপনাকে যে কোন একটি সরকারী ডকুমেন্ট আপলোড করতে হবে যেমন আধার কার্ড, প্যান কার্ড, জন্ম সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি। তারপর ‘Next’ এ ক্লিক করতে হবে।
voter card update documents upload
  • এরপর ক্যাপচা পূরণ করে ‘Preview and Submit’ এ ক্লিক করতে হবে, তাহলেই সম্পূর্ণ ফর্মটি আপনি দেখতে পাবেন, সেটি একবার ভাল করে চেক করে নিয়ে ‘Submit’ এ ক্লিক করতে হবে। তাহলেই আপনার সংশোধনের আবেদনটি সম্পূর্ণ হবে। এরপর ‘Download Acknowledgement’ এ ক্লিক করে আপনি আবেদনের স্বীকৃতিপত্রটি ডাউনলোড করে রাখতে পারবেন। এই Acknowledgement নম্বরটি গুরুত্বপূর্ণ কারন এই নম্বরটির সাহায্যেই আপনি পরবর্তী সময় স্ট্যাটাস চেক করতে পারবেন।

ভোটার কার্ড অনলাইন স্ট্যাটাস চেক

আপনি অনলাইন পোর্টালের মাধ্যমে আপনার ভোটার কার্ড সম্পর্কিত তথ্য যাচাই করতে পারেন অথবা আপনি যদি নতুন ভোটার কার্ডের আবেদন বা কোনরূপ সংশোধন করে থাকেন, তার স্ট্যাটাসও চেক করতে পারবেন।

অনলাইনে ভোটার কার্ড স্ট্যাটাস চেক করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুনঃ

  • আপনাকে ভোটার সার্ভিস পোর্টাল voters.eci.gov.in তে যেতে হবে।
  • প্রথমে আপনাকে লগইন করে নিতে হবে, এরপর হোম পেজে ‘Services’ সেকশনে ‘Track Application Status’ এ ক্লিক করতে হবে।
  • এরপর আপনাকে ‘Reference Number’ বা ‘Acknowledgement Number’ টি লিখতে হবে এবং ‘State’ সিলেক্ট করে ‘Submit’ করলেই আবেদনের সম্পূর্ণ ডিটেলসটি দেখা যাবে।
voter id track application status

ভোটার কার্ড ডাউনলোড

আপনি অনলাইন ভোটার সার্ভিস পোর্টাল থেকে সহজেই আপনার ভোটার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনার মোবাইল নম্বরটি ভোটার কার্ডের সাথে যুক্ত থাকা আবশ্যিক। মোবাইল নম্বর যুক্ত করার জন্য আপনাকে ‘Form 8’ এর মাধ্যমে আবেদন করতে হবে।

ভোটার কার্ড ডাউনলোড করার জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করুনঃ

  • আপনাকে ভোটার সার্ভিস পোর্টাল voters.eci.gov.in তে যেতে হবে।
  • প্রথমে আপনাকে ‘Sign Up’ এবং ‘Log In’ করে নিতে হবে।  এরপর হোম পেজে ‘Services’ সেকশনে ‘E-EPIC Download’ এ ক্লিক করতে হবে।
  • এরপর আপনাকে ভোটার আইডি লিখে ও নিচে রাজ্যটি সিলেক্ট করে ‘Search’ এ ক্লিক করতে হবে। তাহলে নিচে সেই ভোটার আইডি সম্পর্কিত তথ্যগুলি দেখা যাবে।
e epic download
  • নিচে কার্ডের সাথে রেজিস্টার্ড মোবাইল নম্বরের শেষ চারটি সংখ্যা দেখা যাবে, আপনাকে পাশের ‘Send OTP’ তে ক্লিক করতে হবে, তাহলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ‘OTP’ যাবে এবং ওটিপি ভেরিফাই হওয়ার পরেই আপনার ভোটার কার্ডের পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। 

ভোটার কার্ড সম্পর্কিত প্রশ্ন

ভোটার কার্ড পাওয়ার যোগ্যতা কি?

প্রত্যেক ভারতীয় নাগরিক যার ১৮ বছর বয়স সম্পূর্ণ হয়েছে, তিনি ভোটার কার্ড পাওয়ার যোগ্য।

ভারতের কোন অনাগরিক কি ভারতে ভোট দেওয়ার যোগ্য হতে পারেন?

না, কোন ব্যক্তি যিনি ভারতের নাগরিক নন, তিনি ভারতের ভোটার তালিকায় নাম তুলতে পারবেন না। এমনকি যদি কারও অন্য দেশের নাগরিকত্ব অর্জন করার ফলে ভারতের নাগরিকত্ব না থাকে, তবে তিনিও ভারতের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার যোগ্য নয়।

ভোটার কার্ড আপডেট করব কিভাবে?

ভোটার কার্ড আপডেট করার জন্য আপনাকে ভোটার সার্ভিস পোর্টাল ‘voters.eci.gov.in’ তে যেতে হবে। সাইন-আপ ও লগইন করার পর আপনাকে ‘Form 8’ পূরণ করতে হবে এবং সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে ফর্মটি সাবমিট করতে হবে। ফর্মটি সাবমিটের পর আপনি একটি রেফারেন্স নাম্বার পাবেন যার সাহায্যে পরবর্তী সময় আপনি পরিবর্তনের স্ট্যাটাস চেক করতে পারবেন।

ভোটার কার্ড আপডেট করতে কি কি নথি প্রয়োজন?

ভোটার আইডি আপডেট করার জন্য প্রয়োজনীয় নথির তালিকাটি নির্ভর করছে আপনি কি তথ্য আপডেট করতে চান তার উপর এবং পোর্টালে ‘Form 8’ পূরণ করে তথ্য আপডেট করার সময় সেই প্রয়োজনীয় নথির তালিকাটিও দেখা যাবে, যেমন নাম বা ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি নথির প্রয়োজন।

ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক করব কিভাবে?

ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক করার জন্য আপনাকে ভোটার সার্ভিস পোর্টাল voters.eci.gov.in তে যেতে হবে এবং Form 8 এ ক্লিক করে আপনি অনলাইন আবেদন করতে পারবেন। ফর্ম পূরণ করার জন্য আপনাকে সাইন-আপ ও লগইন করে নিতে হবে। মোবাইল নম্বর লিঙ্কের ক্ষেত্রে মোবাইল নম্বরটি ছাড়া অন্য কোন নথির প্রয়োজন নেই।

পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনারের নাম কি?

পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের বর্তমান প্রধান কমিশনার হলেন শ্রী রাজীব সিনহা।

Leave a Comment