লক্ষ্মীর ভান্ডার মোবাইল নাম্বার দিয়ে চেক। লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক

Updated on April 16th, 2024 ||

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হল পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পটি শুধুমাত্র রাজ্যের মহিলাদের জন্যই উপলব্ধ এবং মহিলাদের মৌলিক আয় সহায়তা প্রদানের মাধ্যমে ক্ষমতায়ন ও আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষেই চালু করা হয়েছিল। এই প্রকল্পে তপশীল জাতি ও উপজাতির মহিলারা মাসে ₹১০০০/- করে এবং সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক ₹৫০০/- করে পেতেন।

বর্তমান ২০২৪ সালের বাজেটে লক্ষ্মীর ভান্ডারের অর্থ সহায়তার পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। এপ্রিল মাস থেকে সাধারণ শ্রেণীর মহিলারা পাচ্ছেন ₹১০০০/- টাকা এবং তপশীল জাতি ও উপজাতির মহিলাদের ক্ষেত্রে ₹১২০০/- টাকা করে দেওয়া হবে। 

পূর্বে এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা ছিল ১ কোটি ৯৮ লক্ষ ২৭ হাজার ২১ জন এবং গত বছরের শেষে আরও ৯ লক্ষ উপভোক্তা যুক্ত হওয়ায় বর্তমানে উপভোক্তার সংখ্যা ছাড়িয়েছে ২ কোটিরও বেশি। রাজ্য সরকার এই বর্ধিত অর্থের জন্য অতিরিক্ত ১,২০০ কোটি টাকা বরাদ্দ করেছে।

lakshmir bhandar status check bengali

লক্ষ্মীর ভান্ডার মোবাইল নাম্বার দিয়ে চেক

লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তারা এখন সহজেই তাদের আবেদনের এবং সরকারী অনুদানের অর্থ পাওয়ার স্ট্যাটাস মোবাইল নাম্বার দিয়ে চেক করে নিতে পারবেন। সেখানে আবেদনপত্রটি কবে ও কোথায় জমা করা হয়েছে, কবে তা ভেরিফাই বা যাচাই করা হয়েছে এবং কবে তা অনুমোদিত হয়েছে তা তারিখ সহ সম্পূর্ণ স্ট্যাটাসটি চেক করতে পারবে।

উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠান হলে তা নিচের ‘পেমেন্ট স্ট্যাটাস’ অংশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড সহ, কোন কোন মাসের টাকা উপভোক্তা পেয়েছেন তা উল্লেখ করা থাকবে।

নিম্নলিখিত পদ্ধতিতে আপনি লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করতে পারবেনঃ

  • আপনাকে প্রথমে লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইট socialsecurity.wb.gov.in -এ যেতে হবে।
laxmi bhandar portal west bengal government
  • এরপর আপনার অ্যাপ্লিকেশনের আইডি / রেজিস্টার্ড মোবাইল নম্বর / স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর বা আধার নম্বর দিয়ে এবং পাশের ক্যাপচাটি লিখে ‘সার্চ’-এ ক্লিক করলেই আপনি সমস্ত স্ট্যাটাস দেখতে পাবেন।
laxmi bhandar status check new update

লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করার পর যদি সমস্ত প্রক্রিয়া সঠিক থাকে তাহলে আপনি আবেদন থেকে টাকা পাওয়া পর্যন্ত মোট ৩ টি SMS পাবেন এবং আপনার আবেদনের স্ট্যাটাস জানতে পারবেন। আপনি কোন ক্ষেত্রে কি কি SMS পাবেন তা নিচে উল্লেখ করা হলঃ

  • লক্ষ্মীর ভান্ডারের আবেদনপত্রটি জমা দেওয়ার পর আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং সেখানে লেখা থাকবে ‘Your Lakshmir Bhandar application is received with application ID xxxxxx Lakshmir Bhandar, Govt of WB’ অর্থাৎ আপনার লক্ষ্মীর ভান্ডার আবেদনপত্রটি জমা করা হয়েছে এবং আপনার ‘এপ্লিকেশন আইডি’ টিও আপনি এই এসএমএস এর মাধ্যমেই জানতে পারবেন।
lakshmir bhandar application received sms
  • আপনার আবেদনটি মঞ্জুর হওয়ার পর যখন আপনার নাম উপভোক্তাদের নামের তালিকায় স্থান পাবে, তখন আপনি দ্বিতীয় SMS টি পাবেন যেখানে লেখা থাকবে ‘Your Lakshmir Bhandar application with application ID xxxxxx has been sanctioned with beneficiary ID xxxxxx Lakshmir Bhandar, Govt of WB’। এই এসএমএস-টির মাধ্যমেই আপনি ‘বেনিফিসিয়ারি আইডি’-টি জানতে পারবেন।
lakshmir bhandar application sanctioned sms
  • উপরে উল্লিখিত ২ টি SMS আসার পর আপনি নিশ্চিন্ত হতে পারেন যে আপনার আবেদনটির সমস্ত কিছু ঠিক আছে এবং আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার যোগ্য। আপনার তৃতীয় SMS টি আসবে ব্যাঙ্কের পক্ষ থেকে যখন আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। আপনার যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাই পেয়েছেন তা নিশ্চিত করার জন্য SMS টির নিচে ‘Lakshmir Bhandar Prakalpa’ উল্লেখ করা থাকবে।
lakshmir bhandar account credit sms

লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস সম্পর্কিত প্রশ্ন

লক্ষ্মীর ভান্ডারের বয়সসীমা কত?

লক্ষ্মীর ভান্ডার আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং আবেদনকারীর বয়স ২৫-৬০ বছরের মধ্যে হতে হবে।

আমি কীভাবে লক্ষ্মীর ভান্ডারে আমার নাম চেক করবো?

লক্ষ্মীর ভান্ডারে আবেদনের পর অফিসিয়াল ওয়েবসাইট ‘socialsecurity.wb.gov.in’-এ গিয়ে আবেদনের আইডি বা মোবাইল নম্বর বা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর অথবা আধার নম্বর এবং ক্যাপচা পূরণ করে স্ট্যাটাস চেক করতে পারবেন।

লক্ষ্মীর ভান্ডার আবেদনের SMS কতদিনে আসে?

লক্ষ্মীর ভান্ডারে আবেদনের জন্য আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম পূরণ করে জমা করতে হয়। আবেদনপত্র জমা হওয়ার ১-২ সপ্তাহের মধ্যেই আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তরফ থেকে ২ টি SMS পাবেন।

লক্ষ্মীর ভান্ডারের মোট সুবিধাভোগীর সংখ্যা কত?

লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তার সংখ্যা বর্তমানে ২ কোটিরও বেশি।

কোন ছাত্রী কি লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করতে পারে?

হ্যাঁ, ছাত্রীর বয়স যদি ২৫ বছর বা তার বেশি হয় এবং সে যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকে, তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি কত সালে চালু হয়েছিল?

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে প্রথম চালু করা হয়েছিল।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কত টাকা পাওয়া যায়?

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে চলতি ২০২৪ সালের এপ্রিল মাস থেকে SC/ST দের জন্য মাসে ₹১২০০/- টাকা এবং জেনারেল শ্রেণীদের ক্ষেত্রে মাসে ₹১০০০/- টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

Leave a Comment