প্যান কার্ড চেক স্ট্যাটাস, নাম, ফোন ও SMS মাধ্যমে স্ট্যাটাস চেক ও প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক চেক করুন

Updated on March 25th, 2024 ||

প্যান কার্ড হল একটি প্রয়োজনীয় সরকারী নথি, যা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে, ট্যাক্স রিটার্ন ফাইল করতে, কোন আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে বা আর্থিক সম্পর্কিত যে কোনও কার্যকলাপের জন্য ব্যবহৃত হয়। প্যান কার্ডে  কার্ডধারীর পরিচয়ের বিবরণ থাকায় এই কার্ড কেওয়াইসি নথি রূপেও বিশেষ গুরুত্বপূর্ণ। ভারতে মোট ৭০ কোটিরও বেশি প্যান কার্ড হোল্ডার রয়েছেন। নিবন্ধটিতে নতুন প্যান কার্ড করতে কি কি লাগে, প্যান কার্ড স্ট্যাটাস চেক, ডাউনলোড ও আধার কার্ড লিংক সম্বন্ধীয় বিষয়গুলি বিস্তারিত আলোচনা করা হল।

Table of Contents

প্যান কার্ড কি

প্যান কার্ড হল একটি স্থায়ী অ্যাকাউন্ট নম্বর হল যা ভারতীয় আয়কর আইন, ১৯৬১ এর অধীনে জারি করা হয়। এই কার্ডে কার্ড-হোল্ডারের নাম, জন্ম তারিখ, ছবি, সই ও একটি ১০ সংখ্যার আলফানিউমেরিক ইউনিক কোড থাকে, যেটি কম্পিউটার দ্বারা জেনারেট করা হয়ে থাকে। এই কার্ড রিনিউ করার প্রয়োজন নেই অর্থাৎ এটি ভোটার কার্ডের মতই আজীবনের জন্য বৈধ। ভারতীয় আয়কর বিভাগের ওয়েবসাইট থেকে এই কার্ডের ডিজিটাল ফরম্যাট বা ই-প্যানটি পিডিএফ আকারে ডাউনলোড করা যায়।

ভারত সরকারের অর্থ মন্ত্রণালয় এই কার্ড প্রধানত কর প্রদান, মূল্যায়ন, করের চাহিদা, বকেয়া কর ইত্যাদি বিভিন্ন তথ্যের হিসাব করার সুবিধার্থে ১৯৭২ সালে প্রথম চালু করা হয়েছিল এবং সেই সময় এই কার্ডটি ঐচ্ছিক রূপে ছিল। পরবর্তীকালে ১৯৭৬ সালে সমস্ত কর-প্রদানকারীদের জন্য এটি বাধ্যতামূলক করা হয়। 

প্যান কার্ডের সাথে কার্ড হোল্ডারের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি যুক্ত থাকার ফলে সমস্ত আর্থিক লেনদেনের সাক্ষীস্বরূপ এই কার্ডের মাধ্যমে সহজেই আর্থিক পরিমানের হিসাব, আয়কর ইত্যাদি নির্ণয় করা যায়।

প্যান কার্ড স্ট্যাটাস চেক

প্যান কার্ড নিয়ম

ভারতের সমস্ত করদাতাদের ক্ষেত্রে এবং কোন ব্যবসা বা পেশায় বার্ষিক টার্নওভার ৫ লক্ষ টাকার বেশি হলে প্যান কার্ড থাকা আবশ্যিক। 

এছাড়া নিম্নলিখিত আর্থিক লেনদেনগুলির ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলকঃ

  • ব্যাংক অ্যাকাউন্ট খোলা
  • পাঁচ লাখ টাকা বা তার বেশি মূল্যের কোনো স্থাবর সম্পত্তি বিক্রয় বা ক্রয়
  • কোন মোটরচালিত গাড়ি ক্রয় বা বিক্রয়
  • এককালীন ₹৫০,০০০/- টাকার বেশি ব্যাঙ্কে ডিপোজিট
  • পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্কের যে কোনও অ্যাকাউন্টে ₹৫০,০০০/- টাকার বেশি আমানত
  • এক লক্ষ টাকার বেশি মূল্যের সিকিউরিটিজ বিক্রয় বা ক্রয়ের চুক্তি
  • একটি ল্যান্ডলাইন টেলিফোন সংযোগ স্থাপনের জন্য
  • হোটেল বা রেস্তোরাঁতে ₹২৫,০০০/- টাকার বেশি বিল প্রদান
  • ব্যাঙ্ক ড্রাফ্ট বা পে-অর্ডার বা ব্যাঙ্কারের চেকে একদিনে ₹৫০,০০০/- টাকা বা তার বেশি পরিমাণের অর্থপ্রদান
  • বিদেশ ভ্রমণকালীন নগদে এককালীন ₹২৫,০০০/- টাকা বা তার বেশি অর্থপ্রদান

প্যান কার্ড একক ব্যক্তিদের জন্যই শুধুমাত্র নয়, কোন কোম্পানি বা অংশীদারিত্ব সংস্থাগুলিরও একটি প্যান কার্ড হতে পারে।

ভোটার কার্ড

প্যান কার্ড ডিটেলস

একটি প্যান কার্ডের মধ্যে কার্ড হোল্ডারের নাম, বাবার নাম, জন্মতারিখ, ছবি, সই এবং প্যান অর্থাৎ ‘পার্মানেন্ট একাউন্ট নম্বর’ ছাপান অবস্থায় থাকে। এই প্যান একটি অনন্য ১০ অক্ষরের আলফানিউমেরিক নম্বর হয়, যার মধ্যে কার্ড হোল্ডারের তথ্য সংরক্ষিত থাকে যেমন-

ধরা যাক, একটি প্যান হল ACOPB7190F।

  • উল্লিখিত প্যানে প্রথম তিনটি অক্ষর ‘ACO’ হল AAA থেকে ZZZ পর্যন্ত চলমান বর্ণানুক্রমিক রাশি।
  • PAN-এর ৪র্থ অক্ষর ‘P’ প্যান ধারকের অবস্থাকে বোঝায় যেমন Person বা একক ব্যক্তি।
  • পঞ্চম অক্ষর যেমন ‘B’ PAN ধারকের উপাধি বা সারনেম-এর প্রথম অক্ষরকে বোঝায়।
  • পরবর্তী চারটি অক্ষর যেমন “7190” হল 0001 থেকে 9999 পর্যন্ত চলমান অনুক্রমিক সংখ্যা।
  • শেষ বা দশম অক্ষর ‘F’ টি হল একটি বর্ণানুক্রমিক সংখ্যা যা কোডটির বৈধতা যাচাই করার জন্য ব্যবহৃত হয়।

আধার কার্ড চেক অ্যাপস

প্যান কার্ড ধরণ

একক ব্যাক্তির ছাড়াও আরও বিভিন্ন ধরণের প্যান কার্ড হতে পারে। নিচে সেগুলি তালিকাবদ্ধ করা হলঃ

A – AOP (Association of Persons)

ব্যক্তিদের সমিতি অর্থাৎ একই ধরণের উপার্জনের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তি অথবা কোম্পানির পারস্পরিক সুবিধার কারনে একীভূত হওয়া।

B – BOI (Body of Individuals)

বডি অফ ইন্ডিভিজুয়ালস্‌ এর ক্ষেত্রে অনেকটাই AOP এর মতই দুই বা ততোধিক ব্যক্তি একসাথে উপার্জনের উদ্দেশ্যে কাজ করে তবে এক্ষেত্রে একাধিক কোম্পানি যুক্ত হয় না।

C – Company

কোন কোম্পানির ব্যবসার সমস্ত আর্থিক লেনদেন ও ট্যাক্সের হিসাবের জন্য এই কার্ড দ্বারা জারি করা হয়ে থাকে।

F – Firm (পার্টনারশিপ ফার্ম)

পার্টনারশিপ ফার্মের অংশীদারদের আয়কর রিটার্ন দাখিল ও ফার্মের অস্তিত্ব প্রমাণ করার জন্য অংশীদারি সংস্থার প্যান কার্ড থাকা বাধ্যতামূলক। 

G – Government

সরকারী সংস্থাগুলির আর্থিক হিসাবরক্ষার ক্ষেত্রে এই ধরণের প্যান ব্যবহৃত হয়ে থাকে।

H – HUF (Hindu Undivided Family)

হিন্দু অবিভক্ত পরিবার হল আইনি দৃষ্টিকোণ থেকে একটি পৃথক সত্তা। এক্ষেত্রে, পরিবারের সদস্যদের প্যান কার্ড থাকা সত্ত্বেও পরিবারটির একটি আলাদা প্যান কার্ড থাকতে পারে এবং তার ভিত্তিতে নিজস্ব ব্যবসা চালানো এবং শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগও করা যেতে পারে।

J – AJP (Artificial Judicial Person)

AJP সাধারণ অর্থে কোন ব্যক্তি বিশেষ নয়, কোন ট্রাস্ট বা তহবিল ইত্যাদি ক্ষেত্রে করের মূল্যায়নের উদ্দেশ্যে একজন কৃত্রিম ব্যক্তি হিসাবে গণ্য করা হয়।

L – LA (Local Authority)

স্থানীয় কর্তৃপক্ষ তাদের চুক্তি বা নিবন্ধন শংসাপত্রের একটি অনুলিপি জমা দিয়ে একটি প্যানের জন্য আবেদন করতে পারে।

P – Person (স্বতন্ত্র ব্যাক্তি)

এই প্যান কার্ড স্বতন্ত্র ব্যক্তিদের নামে করা হয়ে থাকে। এই কার্ডে কার্ডধারীর নাম, ছবি, স্থায়ী অ্যাকাউন্ট নম্বর, পিতার নাম, জন্ম তারিখ, QR কোড, হলোগ্রাম এবং স্বাক্ষর থাকে।

T – Trust (AOP for a Trust)

কোন ট্রাস্ট সংগঠনেরও প্যান হতে পারে। সেক্ষেত্রে সংগঠনটিকে ভারতীয় ট্রাস্ট আইনের অধীনে নিবন্ধিত হতে হবে।

রেশন কার্ড

প্যান কার্ড চেক স্ট্যাটাস

প্যান কার্ডের জন্য আবেদন বা তথ্য আপডেট করার পর আপনি NSDL (ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড) পোর্টাল থেকে অথবা UTI (ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া) পোর্টাল প্যান কার্ডের স্ট্যাটাস চেক করতে পারেন।

NSDL (ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড)

নিম্নলিখিত উপায় আপনি ‘এনএসডিএল’ পোর্টাল থেকে প্যান কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেনঃ

  • তাহলেই আপনি স্ট্যাটাস চেক করার পেজে পৌঁছাবেন, যেখানে আপনাকে প্রথমে ‘Application Type’ সিলেক্ট করতে হবে এবং নিচে ‘ACKNOWLEDGEMENT NUMBER’ এর ঘরে ১৫ সংখ্যার স্বীকৃতি নম্বরটি লিখে ও ক্যাপচা পূরণ করে ‘Submit’ করতে হবে। এক্ষেত্রে উল্লেখ্য যে প্যান কার্ডের স্বীকৃতি নম্বরটি আপনি আবেদনের পর প্যান স্বীকৃতি স্লিপে এবং আপনার ই-মেইলের মাধ্যমে পেয়ে থাকেন।
pan application status
  • সাবমিট করার পর আপনি স্ট্যাটাস পেজে পৌঁছাবেন, যেখানে আপনার প্যান কার্ড নম্বর, কার্ড হোল্ডারের নাম, কার্ডের ধরণ ও স্ট্যাটাসটি দেখা যাবে। যে কুরিয়ার কোম্পানি বা ‘Speed Post’ এর মাধ্যমে কার্ডটি পাঠানো হবে তার ট্র্যাকিং আইডিটিও আপনি দেখতে পাবেন।
  • আপনি ট্র্যাকিং আইডিটির মাধ্যমে India Post Track Consignment – এ গিয়ে আপনার কুরিয়ারটি কোথায় ও কি অবস্থায় আছে তা জানতে পারবেন।
pan card track consignment
  • ‘Enter Consignment Number’ এ ট্র্যাকিং আইডিটি লিখে ‘Search’ করলেই আপনি তারিখ ও সময় অনুসারে কুরিয়ারটির সম্পূর্ণ বিবরণ দেখতে পাবেন।

UTI (ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া)

নিম্নলিখিত উপায় আপনি ‘ইউটিআই’ পোর্টাল থেকে প্যান কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেনঃ

  • এই পেজে আপনাকে ‘Application /Coupon Number’ অথবা যদি প্যান কার্ড নম্বর থাকে, সেটি লিখে নিচে জন্ম তারিখ ও ক্যাপচা পূরণ করে ‘Search’ এ ক্লিক করলেই আপনার প্যান কার্ডের স্ট্যাটাসটি দেখা যাবে।
pan card status check uti

নাম দিয়ে প্যান কার্ড স্ট্যাটাস চেক

আপনার কাছে যদি অ্যাকনলেজমেন্ট নম্বরটি না থাকে তাহলে আপনি নাম ও জন্ম তারিখের সাহায্যেও প্যান কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন।

track your pan application status name
  • ‘Application Type’ থেকে ‘PAN’ সিলেক্ট করতে হবে।
  • এরপর নিচে ‘NAME’ সিলেক্ট করে আপনার পদবী এবং নাম লিখতে হবে।
  • নিচে জন্ম তারিখটি সিলেক্ট করে ‘Submit’ করলেই প্যান কার্ডের স্ট্যাটাসটি দেখা যাবে।

ফোনের মাধ্যমে প্যান কার্ড স্ট্যাটাস চেক

আপনি ফোন কলের মাধ্যমেও প্যান কার্ড স্ট্যাটাস চেক করতে পারেন। আপনাকে ‘ট্যাক্স ইনফরমেশন নেটওয়ার্ক’ বা টিআইএন-এর কল সেন্টারের 020-27218080 নম্বরে কল করতে হবে এবং ১৫ সংখ্যার স্বীকৃতি নম্বরটি প্রদান করার মাধ্যমে প্যান কার্ডের আপডেট যাচাই করতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে 7:00 a.m.-11:00 p.m. এর মধ্যে কল করতে হবে।

SMS-এর মাধ্যমে প্যান কার্ড স্ট্যাটাস চেক

এসএমএস-এর মাধ্যমে প্যান কার্ড স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে ‘NSDLPAN’ তারপরে ১৫ সংখ্যার স্বীকৃতি নম্বরটি লিখে 57575-এ SMS করতে হবে। তাহলেই প্যান কার্ডের আপডেট স্ট্যাটাসটি আপনাকে SMS মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক

প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিংক থাকাটি বাধ্যতামূলক এবং লিংক করার শেষ তারিখ ছিল ৩০শে জুন ২০২৩। এই নির্দিষ্ট তারিখের পরে লিঙ্কের ক্ষেত্রে জরিমানা স্বরূপ ₹১০০০/- টাকা দিতে হবে অথবা প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে।

আপনি নিম্নলিখিত উপায় আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিংক আছে কিনা চেক করতে পারবেনঃ

  • হোম পেজের বাঁদিকে ‘Quick Links’ থেকে ‘Link Aadhaar Status’ এ ক্লিক করতে হবে।
quick link adhaar status bengali
  • এরপর আপনাকে প্যান এবং আধার নম্বর লিখে ‘View Link Aadhaar Status’ এ ক্লিক করতে হবে।
  • আপনার প্যান ও আধার লিংক করা থাকলে ‘Your PAN is already linked to given Aadhaar’ ম্যাসেজটি দেখাবে।
link adhaar status bengali
  • লিংক না করা থাকলে হোম পেজের ‘Quick Links’ থেকে ‘Link Aadhaar’ এ ক্লিক করে প্যান ও আধার নম্বর লিংক করতে হবে।

প্যান কার্ড সম্পর্কিত প্রশ্ন

প্যান কার্ডের জন্য কারা যোগ্য?

সমস্ত ভারতীয় এবং বিদেশী নাগরিকগণ প্যান কার্ডের জন্য আবেদন করতে পারেন৷ প্যান কার্ডের জন্য আবেদনের সর্বনিম্ন বয়স হল ১৮ বছর। তবে, ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে তাদের পিতামাতা বা অভিভাবকরা তাদের তরফে PAN-এর জন্য আবেদন করতে পারেন।

প্যান কি প্রত্যেকের জন্য বাধ্যতামূলক?

যে ব্যক্তি কোন আর্থিক লেনদেন বা অর্থ উপার্জনের সাথে যুক্ত এবং বার্ষিক টার্নওভার পাঁচ লাখ টাকার বেশি তাদের প্যান কার্ড থাকা বাধ্যতামূলক, এছাড়া প্যান কার্ডের আরও অনেক প্রয়োজনীয়তা আছে।

একজন ব্যক্তির একাধিক প্যান কার্ড থাকলে কী হবে?

আয়কর আইন, 1961 এর ধারা 272B অনুযায়ী, কোন ব্যক্তির বা সত্তার একাধিক প্যান কার্ড থাকাটি অপরাধ এবং সেক্ষেত্রে ₹১০,০০০/- টাকা জরিমানা করা হবে।

প্যান কার্ড হারিয়ে গেলে কী হবে?

প্যান কার্ড হারিয়ে গেলে অবিলম্বে তা আয়কর বিভাগকে জানাতে হবে। সেক্ষেত্রে আপনি তাদের হেল্পলাইনে কল করতে পারেন অথবা প্যান কার্ডের বিবরণ সহ তাদের ইমেল পাঠাতে পারেন। আয়কর বিভাগে রিপোর্ট করার পর আপনি ডুপ্লিকেট প্যান কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারেন।

কত টাকা জমা করার জন্য প্যান কার্ড দরকার?

পোস্ট অফিস বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এককালীন ₹৫০,০০০/- এর বেশি নগদ জমা করা বা বছরে ₹৫ লক্ষ টাকার বেশি অর্থ জমানোর ক্ষেত্রে প্যান কার্ডের প্রয়োজন।

প্যান কার্ড কি কাজে লাগে?

প্যান কার্ড হল একটি গুরুত্বপূর্ণ নথি এবং জন্ম তারিখ উল্লেখ থাকায় এটি জন্ম প্রমান হিসেবে কাজ করে এবং অনেক ক্ষেত্রেই আধার বা ভোটার আইডি কার্ডের সাথে প্যান কার্ড একত্রে ব্যবহৃত হয়। আয়কর রিটার্ন যোগ্য ব্যক্তি এবং সত্তার ক্ষেত্রে এই কার্ড থাকা বাধ্যতামূলক।

Leave a Comment