রেশন কার্ড চেক, ডাউনলোড, স্ট্যাটাস, মোবাইল নম্বর ও আধার লিংক সম্মন্ধে জানুন!

Updated on March 15th, 2024 ||

রেশন কার্ড হল একটি অত্যন্ত প্রয়োজনীয় সরকারী নথি, যা রাজ্য সরকার দ্বারা জারি করা হয়ে থাকে এবং এই কার্ডের সুবিধাভোগী ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট (NFSA) বা জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে ভর্তুকি যুক্ত খাদ্যপণ্য পেয়ে থাকেন। রেশন কার্ডের অধীনে এই খাদ্যপণ্য বিতরনের বিষয়টি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (PDS) দ্বারা পরিচালিত হয়ে থাকে। 

পূর্বে এই PDS শুধুমাত্র এক একটি রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল ফলে ভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া কর্মীদের ক্ষেত্রে, তারা তাদের জেলার বাইরে রেশন পেলেও, রাজ্যের বাইরে বা ভিন্ন রাজ্যে রেশন সুবিধা পেতেন না। তাই সেই অসুবিধাকে দূর করতে এবং ‘ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ড’ বাস্তবায়নের জন্য ২০১৮ সালে আধার ভিত্তিক জাতীয় রেশন কার্ড প্রকল্প শুরু করা হয়, যেখানে আধার কার্ডের মাধ্যমেই সুবিধাভোগীর অনলাইন যাচাইকরণ হয়।

পূর্বের পিডিএস ব্যবস্থাকে পরিবর্তন করে বর্তমানে “ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম” (আইএম-পিডিএস) পোর্টাল চালু করা হয়েছে, যার ফলে দেশের আন্তঃ-রাজ্য রেশন পরিষেবা পাওয়া সম্ভব হয়েছে।

এছাড়া রেশন কার্ড রাজ্যের তথা দেশের পরিচয়পত্র রুপেও বিশেষ গুরুত্বপূর্ণ। এই নিবন্ধে রেশন কার্ড কত রকমের হয়, ডিজিটাল রেশন কার্ড আবেদন, স্ট্যাটাস চেক, ডাউনলোড, আধার লিংক সম্মন্ধে বিস্তারিত তথ্য দেওয়া হল।

Table of Contents

রেশন কার্ড কত রকমের হয়

রাজ্যের বিভিন্ন ধরণের আর্থিক পরিস্থিতির উপভোক্তাদের কথা মাথায় রেখে রেশন কার্ডের ধরণও আলাদা করা হয়েছে। পশ্চিমবঙ্গে মোট ৫ ধরণের রেশন কার্ড প্রচলিত, নিচে সেগুলি তালিকাভুক্ত করা হলঃ

অন্ত্যোদয় অন্নযোজনা রেশনকার্ড (AAY)

এই রেশন কার্ডটি দারিদ্র সীমার নিচে বসবাস করা পরিবারগুলির জন্য কেন্দ্র সরকার কর্তৃক জারি করা, যেখানে বর্তমানে উপভোক্তারা বিনামূল্যে পরিবার পিছু ২১ কেজি চাল এবং ১৩ কেজি ৩০০ গ্রাম আটা বা গম পাবেন। এছাড়া ১৩ টাকা ৫০ পয়সা কেজি দরে ১ কেজি চিনিও তিনি নিতে পারবেন।

বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড (SPHH) ও অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড (PHH)

এই দুটি রেশন কার্ডই কেন্দ্র সরকার কর্তৃক জারি করা ও রাজ্য-নির্দিষ্ট দারিদ্র্য সীমার নীচে অবস্থিত পরিবারগুলির জন্য উপলব্ধ। এই কার্ডের উপভোক্তারা সম পরিমাণ রেশন পাবেন। তারা বর্তমানে মাথাপিছু বিনামূল্যে ৩ কেজি চাল ও ১ কেজি ৯০০ গ্রাম আটা পাবেন। যদি আটার বদলে গম দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মাথাপিছু ২ কেজি করে গম পাবেন।

রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা রেশনকার্ড ১ (RKSY1)

এই কার্ড রাজ্য সরকার কর্তৃক জারি করা এবং এই রেশন কার্ডের উপভোক্তাদের ক্ষেত্রে রেশনের পরিমাণ বাকিগুলির তুলনায় অনেকটাই কম হয়। এক্ষেত্রে উপভোক্তারা বিনামূল্যে মাথা পিছু ৫ কেজি করে চাল পাবেন এবং এই কার্ডে গমের কোন সংস্থান নেই।

রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা রেশনকার্ড ২ (RKSY2)

এই কার্ডের উপভোক্তাদের রেশনের পরিমাণ হল সবচেয়ে কম। এক্ষেত্রে উপভোক্তারা শুধুমাত্র বিনামূল্যে মাথা পিছু ২ কেজি করে চাল পাবেন।

আধার কার্ড

রেশন কার্ড ডাউনলোড

বর্তমানে ই-রেশন কার্ড সুবিধার জন্য আপনি খুব সহজেই সরকারী পোর্টাল থেকে রেশন কার্ডের PDF ডাউনলোড করে নিতে পারবেন।

পশ্চিমবঙ্গ রাজ্যের রেশন কার্ড ডাউনলোড করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুনঃ

  • আপনাকে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbpds.wb.gov.in তে যেতে হবে।
ration card download
  • ওপরের মেনু থেকে ‘E-CITIZEN’ এর সাবমেনু ‘Download E-Card’ এ ক্লিক করতে হবে।
download e ration card
  • এরপর রেশন কার্ড নম্বরটি লিখে ও ক্যাপচা পূরণ করে ‘Search’ করলেই পরিবারের সবার নাম ও আধার নম্বরগুলি দেখা যাবে। এছাড়া ডান দিকে রেশন কার্ডের সাথে কোন মোবাইল নম্বরটি যুক্ত আছে সেটিরও কিছু সংখ্যা দেখা যাবে। 
download e ration card send otp
  • এবার আপনি আধারের সাথে যুক্ত মোবাইলে অথবা রেশন কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বরে ‘Send OTP’ করতে পারেন।
  • OTP ভেরিফিকেশনের পরে আপনি ডাউনলোড করার পেজটিতে পৌঁছে যাবেন, এখানে পরিবারের সবার নাম, রেশন কার্ডের ধরন, মোবাইল নম্বর ইত্যাদিদেখা যাবে এবং প্রত্যেকের পাশে ‘DOWNLOAD E-RC’ বাটনে ক্লিক করে পরিবারের সবার রেশন কার্ড ডাউনলোড করা যাবে।
download e rc

প্যান কার্ড

রেশন কার্ড চেক স্ট্যাটাস

নতুন রেশন কার্ডের জন্য আবেদনের স্ট্যাটাস অথবা রেশন কার্ড উপভোক্তার পরিবারের নতুন সদস্যের নাম নথিভুক্ত করার স্ট্যাটাসটি আপনি অনলাইনে সহজেই চেক করে নিতে পারবেন।

রেশন কার্ড স্ট্যাটাস চেক করার জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করুনঃ

  • আপনাকে ‘ফুড এবং সাপ্লাই ডিপার্টমেন্ট’ এর অফিসিয়াল পোর্টাল food.wb.gov.in তে যেতে হবে।
  • হোম পেজের ডান দিকে ‘PDS ( KHADYASATHI BENEFICIARY)’ তে ক্লিক করতে হবে।
food supplies department government west bengal
  • এরপর আপনার কাছে দুটি বিকল্প আসবে যেখানে জানতে চাওয়া হবে যে আপনি কি নতুন আবেদনের স্ট্যাটাস চেক করবেন নাকি আপনি বিদ্যমান রেশন কার্ড পরিবারের উপভোক্তা হয়ে স্ট্যাটাস চেক করতে চান।
pds khadyasathi beneficiary
  • আপনার পরিবারের যদি রেশন কার্ড থাকে এবং সেখানে নতুন সদস্যের স্ট্যাটাসটি চেক করতে চান তবে ‘For Existing Applicant’ এ ক্লিক করতে হবে।
  • এবার রেশন কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বরটি লিখে ‘Get OTP’ তে ক্লিক করতে হবে।
digital ration card services
  • ওটিপি ভেরিফিকেশনের পর আপনি ড্যাশবোর্ডে পৌঁছাবেন যেখানে পরিবারের সমস্ত বিদ্যমান সদস্যের নাম, রেশন কার্ড, স্ট্যাটাস ইত্যাদি দেখতে পাবেন।
ration card family member details
  • এরপর পেজটির নিচে এসে ‘FORM-4’ টির স্ট্যাটাস দেখতে হবে কারন বিদ্যমান রেশন কার্ডের পরিবারের ক্ষেত্রে ফর্ম ৪ পূরণ করতে হয়। আপনাকে ‘Check Status’ এ ক্লিক করতে হবে।
status form 4
  • তাহলেই আপনি নতুন সদস্যের আবেদন স্ট্যাটাসটি কোন পর্যায় আছে তা দেখে নিতে পারবেন।
apply form 4 status

নতুন রেশন কার্ড

আপনি নতুন রেশন কার্ডের জন্য খুব সহজেই অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। দেখে নেওয়া যাক আপনি অনলাইন পোর্টালে কি ভাবে আবেদন করবেন।

  • আপনাকে ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল পোর্টাল food.wb.gov.in তে যেতে হবে।
  • হোম পেজের নিচের দিকে ‘SPECIAL SERVICES’ এর অন্তর্গত ‘APPLY FOR NEW RATION CARD’ তে ক্লিক করতে হবে।
special services food supplies department government west bengal
  • এরপর আপনার কাছে দুটি বিকল্প আসবে, নতুন কোন পরিবারের রেশন কার্ডের জন্য ‘For New Applicant’ এবং কোন রেশন কার্ড বিদ্যমান পরিবারের নতুন সদস্যের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে  ‘For Existing Applicant’ এ ক্লিক করতে হবে।
  • নতুন সদস্যের নাম নথিভুক্তের ক্ষেত্রে রেশন কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বরটির ওটিপি ভেরিফিকেশনের পর আপনি ড্যাশবোর্ডে পৌঁছাবেন যেখানে বিদ্যমান সদস্যদের ডিটেলস দেখতে পাবেন। আপনাকে পেজটিকে স্ক্রল করে নিচে আসতে হবে এবং নতুন সদস্যের নাম নথিভুক্ত করার জন্য Form-4 এর ‘Apply Now’ তে ক্লিক করতে হবে।
ration card apply form 4
  • আপনি যদি নতুন কোন পরিবারের রেশন কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে ‘For New Applicant’ এ ক্লিক করার পর আপনাকে Form-3 পূরণ করতে হবে, যেটি অপেক্ষাকৃত দীর্ঘতম প্রক্রিয়া এবং দুটি ক্ষেত্রেই আপনাকে আধার কার্ডের PDF আপলোড করার প্রয়োজন পড়বে।

ভোটার কার্ড

রেশন কার্ড ফর্ম

আপনি অফলাইনে নির্দিষ্ট ফর্ম পূরণ করে জমা করার মাধ্যমেও রেশন কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ করতে পারেন। ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল পোর্টাল থেকে আপনি প্রয়োজনীয় ফর্ম ডাউনলোড করতে পারবেন এবং সেটি যথাযথ ভাবে পূরণ করে কাছের ফুড ইন্সপেক্টর অফিস বা রেশন অফিসারের দপ্তরে জমা করতে হবে।

কোন কাজের ক্ষেত্রে কি ফর্ম পূরণ করতে হবে তার একটি তালিকা নিচে দেওয়া হলঃ 

Form 3নতুন পরিবারের আবেদনের জন্য
Form 4পরিবারের নতুন সদস্যদের যোগ করার জন্য আবেদন
Form 5নাম, ঠিকানা ইত্যাদি ব্যক্তিগত বিবরণে বানান সংশোধনের জন্য আবেদন
Form 6রেশন দোকান পরিবর্তনের জন্য আবেদন
Form 7রেশন কার্ড সমর্পণের জন্য আবেদন
Form 8RKSY 2 এবং সাধারণ কার্ড থেকে RKSY 1 কার্ডে বিভাগ পরিবর্তনের জন্য আবেদন
Form 9রেশন কার্ড হারিয়ে যাওয়া বা ক্ষতি হওয়ার কারণে ডুপ্লিকেট রেশন কার্ডের জন্য আবেদন
Form 10সাধারণ বা ভর্তুকিহীন কার্ডের জন্য আবেদন
Form 13পরিবারের কোন সদস্যের রেশন দোকান বা কেরোসিন তেলের দোকান পরিবর্তনের জন্য আবেদন
Form 14নতুন পরিবারে স্থানান্তরের জন্য কোন ব্যক্তির আবেদন
Form 15আধার লিঙ্কযুক্ত সদস্য নেই এমন পরিবারের রেশন তোলার প্রতিনিধি মনোনয়নের আবেদন
Common Application Formডিজিটাল রেশন কার্ড সম্পর্কিত পরিষেবার জন্য আবেদন

সরাসরি আবেদনপত্র ডাউনলোড করতে ক্লিক করুন রেশন কার্ড ফর্ম

রেশন কার্ড মোবাইল নম্বর লিংক

পরিচয়পত্র রূপে আপনার রেশন কার্ডটি হল একটি গুরুত্বপূর্ণ নথি, তাই এই কার্ডের সাথে মোবাইল নম্বরটি যুক্ত করাও বিশেষ প্রয়োজন।

নিম্নলিখিত উপায় আপনি রেশন কার্ডের সাথে মোবাইল নম্বরটি লিংক করতে পারবেনঃ

  • আপনাকে পশ্চিমবঙ্গের ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in এ যেতে হবে।
  • স্ক্রল করে হোম পেজের নিচের দিকে ‘LINK RATION CARD WITH MOBILE’ লিঙ্কে ক্লিক করতে হবে।
special services food supplies department government west bengal
  • এরপর আপনার রেশন কার্ড নম্বরটি লিখে ‘Search’ এ ক্লিক করতে হবে।
e kyc adhaar ration card
  • এবার রেশন কার্ডের উপভোক্তার নাম, পরিবারের প্রধানের নাম এবং যদি আধার কার্ড যুক্ত থাকে সেটি দেখাবে এবং মোবাইল নম্বরটি যুক্ত করার জন্য নিচে ‘Seed mobile number only’ চেক বক্সে ক্লিক করতে হবে।
ration card link mobile number
  • এরপর আধার কার্ডের মোবাইল নম্বরটি আপনাকে দিতে হবে তাই ‘Mobile Linked with Aadhaar Card’ এ ক্লিক করতে হবে ও ‘Send OTP’ তে ক্লিক করতে হবে, তাহলেই আপনার আধার কার্ডের সাথে যুক্ত মোবাইলে ওটিপি যাবে যেটি লিখে ‘Submit’ করতে হবে।
phone number link ration card link mobile number otp
  • সাবমিট করার পর আপনার আধার ডিটেলসটি দেখাবে এবং আপনাকে ‘Verify and Submit’ এ ক্লিক করতে হবে।
  • এবার আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, আপনার কাছে একটি পপ আপ ম্যাসেজ আসবে যেখানে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি মোবাইল নম্বর যুক্ত করতে চান কি না, আপনাকে ‘Yes’ এ ক্লিক করতে হবে।
ration card mobile link
  •  এরপর যে মোবাইল নম্বরটি আপনি রেশন কার্ডের সাথে যুক্ত করতে চান সেটি লিখে ‘Send OTP’ তে ক্লিক করতে হবে।
ration card mobile link send otp
  • ওটিপি ভেরিফিকেশন হয়ে গেলেই আপনার কাছে ‘Mobile Number Linked Successfully’ ম্যাসেজটি দেখতে পাবেন। এরপর ৪৮ ঘণ্টা মতো সময় লাগতে পারে আপনার স্ট্যাটাসটি আপডেট হতে।

রেশন কার্ড আধার লিংক

রেশন কার্ডের সাথে আধার লিংক করা বর্তমানে বাধ্যতামূলক এবং আধার কার্ড ছাড়া নতুন রেশন কার্ডের আবেদন করাও সম্ভব নয়।

নিম্নলিখিত পদ্ধতিতে আপনি রেশন কার্ডের সাথে আধার লিংক করতে পারবেনঃ

  • আপনাকে ‘ফুড এবং সাপ্লাই ডিপার্টমেন্ট’ এর অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in তে যেতে হবে।
  • হোম পেজের নিচের দিকে ‘SPECIAL SERVICES’ এর অন্তর্গত ‘LINK AADHAAR WITH RATION CARD’ এ ক্লিক করতে হবে।
special services food supplies department government west bengal
  • এরপর আপনার রেশন কার্ডের নম্বরটি লিখে ‘Search’ করতে হবে।
e kyc adhaar ration card
  • এবার রেশন কার্ডের উপভোক্তার নাম, মোবাইল নম্বর ইত্যাদি দেখাবে এবং আধার কার্ড যুক্ত করার জন্য নিচে ‘Link aadhar and mobile number’ চেক বক্সে ক্লিক করতে হবে।
ration card link mobile number
  • এরপর আপনার আধার নম্বরটি লিখে ‘Send OTP’ তে ক্লিক করতে হবে তাহলে আধার যুক্ত মোবাইল নম্বরটিতে ওটিপি যাবে, যেটি আপনাকে লিখে ‘Submit’ এ ক্লিক করতে হবে।
phone number link ration card link mobile number otp
  • সাবমিট করার পর আপনার আধার ডিটেলসটি দেখাবে এবং আপনাকে ‘Verify and Submit’ এ ক্লিক করলেই আপনার আধার লিঙ্কের কাজটি সম্পন্ন হবে এবং আপনি সাকসেস ম্যাসেজ দেখতে পাবেন।

পশ্চিমবঙ্গ রেশন কার্ড হেল্পলাইন

পশ্চিমবঙ্গের রেশন কার্ড প্রার্থীরা, ডিজিটাল বা ই রেশন কার্ড সম্বন্ধিত কোন প্রকার সাহায্যের প্রয়োজনে টোল ফ্রি নম্বরে অথবা সরাসরি রেশন দপ্তরে গিয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন।

ঠিকানাঃ Khadyasree Bhavan 11A, Mirza Ghalib Street, Kolkata – 700087, West Bengal

টোল-ফ্রিঃ 1800 345 5505 / 1967

হোয়াটসঅ্যাপঃ 9903055505

রেশন কার্ড সম্পর্কিত প্রশ্ন

রেশন কার্ড কি?

রেশন কার্ড হল  ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট (NFSA) এর অধীনে রাজ্য সরকার কর্তৃক জারি করা একটি গুরুত্বপূর্ণ নথি যা ব্যাক্তির পরিচয় ও ঠিকানা প্রমাণ হিসাবে কাজ করে এবং সাথে অর্থনৈতিক অবস্থাও নির্দেশ করে। এই নথির প্রধান গুরুত্ব হল যে এই কার্ডের সাহায্যে সরকারি ভর্তুকিতে খাদ্যদ্রব্য ছাড়াও অন্যান্য সুবিধা পাওয়া যায়।

রেশন কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন?

আপনি অনলাইন বা অফলাইন দুটি উপায়েই রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গে রেশন কার্ডের জন্য আবেদনের ক্ষেত্রে আপনি অফিসিয়াল পোর্টাল food.wb.gov.in থেকে অনলাইন আবেদন করতে পারবেন। এছাড়া আপনার কাছের রেশন অফিসারের দপ্তরে গিয়ে ফর্ম জমা করেও আপনি অফলাইন আবেদন করতে পারেন।

আমার যদি পরিবারের রেশন কার্ডে নাম থাকে তবে কি আমি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারি?

না, একই পরিবারের সদস্য রূপে যদি রেশন কার্ডে নাম থাকে তবে নতুন রেশন কার্ডের আবেদন করা যাবে না। তবে ব্যাক্তি যদি অন্যত্র বসবাস করেন এবং পরিবারের রেশন কার্ড থেকে তার নাম বাদ দেওয়া হয় তবেই তিনি নতুন রেশন কার্ডের আবেদন করতে পারবেন।

রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করা কি জরুরী?

হ্যাঁ, নকল বা একাধিক রেশন কার্ড প্রভৃতি রোধ করার জন্য সরকার, রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। 

Leave a Comment