Updated on August 21st, 2024 ||
পশ্চিমবঙ্গের জব কার্ড হোল্ডারদের জন্য অবশ্যই খুশির খবর, যে দীর্ঘ প্রতীক্ষার পর তারা অবশেষে ১০০ দিনের বকেয়া টাকা পেতে চলেছেন। কেন্দ্রীয় সরকার ২০২২ সাল থেকে এই ১০০ দিনের কাজের বকেয়া টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। সেই সমস্ত বকেয়া টাকা রাজ্যই মেটাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মোট ৫০ লক্ষ জব কার্ড হোল্ডারদের ১০০ দিনের টাকা ২৬শে ফেব্রুয়ারী থেকে ১লা মার্চের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য।
রাজ্যের একশো দিনের কাজে দুর্নীতি হওয়ার অভিযোগ তুলে কেন্দ্র সরকার রাজ্যকে প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দেয় তাই জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে কোন টাকাই ঢোকেনি। এই বিষয়ে কেন্দ্রকে চিঠি লিখে প্রকল্পে টাকা দেওয়ার আবেদনও করেছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবেদনেও কাজ না হওয়ায় কলকাতায় ধরনা মঞ্চ থেকেই মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ২১ লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা ২১শে ফেব্রুয়ারী রাজ্য সরকারই মিটিয়ে দেবে, তবে পরে তা পিছিয়ে ২৬শে ফেব্রুয়ারী করা হয়েছে কারন গণনায় দেখা যায় যে প্রাপকের সংখ্যাটি ২১ লক্ষের অনেক বেশি।
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই টাকা মিটানোর জন্য পুনরায় জব কার্ড হোল্ডারদের সংখ্যা যাচাই করতে গিয়ে দেখা যায় যে শুধুমাত্র ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবর্ষ নয়, বরং ২০১৫-১৬ অর্থবর্ষ থেকেই কেন্দ্র সরকার এই ১০০ দিনের কাজের টাকা নানা কারনবশত মিটায়নি এবং দুঃখের খবর জানা যায় যে এদের মধ্যে প্রায় ১২ হাজার জব কার্ড হোল্ডার ইতিমধ্যেই মারা গিয়েছেন। সেক্ষেত্রে সেই সমস্ত প্রয়াত জব কার্ড হোল্ডারদের পরিবারের উত্তরাধিকারীর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।
বর্তমানে রাজ্যের মোট ২৩ টি জেলার সমস্ত প্রাপক জব কার্ড হোল্ডারদের সংখ্যা গিয়ে দাড়িয়েছে ৫০ লক্ষ এবং এক্ষেত্রে মোট বরাদ্দ করা হয়েছে ২ হাজার ৬৫০ কোটি ৬০ লক্ষ ১৮ হাজার ৪৯ টাকা। ২৬শে ফেব্রুয়ারী থেকে ১লা মার্চ পর্যন্ত টানা পাঁচদিন ধরে ধাপে ধাপে এই টাকা প্রাপকদের অ্যাকাউন্টে পাঠানো হবে।
জব কার্ড অনলাইন স্ট্যেটাস চেক
মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট (MGNREGA) এর পোর্টাল থেকে আপনি জব কার্ড হোল্ডারদের নামের লিস্ট, স্ট্যেটাস ইত্যাদি চেক করতে পারবেন।
- আপনাকে গুগল এ সার্চ করতে হবে ‘mgnrega west bengal’ তাহলে প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করতে হবে অথবা সরাসরি লিঙ্কে ক্লিক করুন nregastrep.nic.in ও তারপর রাজ্যের নামটি সিলেক্ট করুন।
- এরপর আপনাকে হোম পেজের ডান দিকে ‘Transparency & Accountability’ এর অধীনে ‘Job Cards’ এ ক্লিক করতে হবে অথবা আপনি সরাসরি ক্লিক করতে পারেন জব কার্ড স্ট্যেটাস।
- এখানে আপনাকে ‘Financial Year’, ‘District’, ‘Block’ এবং ‘Panchayat’ সিলেক্ট করে ‘Proceed’ এ ক্লিক করতে হবে।
- তাহলেই আপনি জব কার্ড লিস্ট-এ কার্ড হোল্ডারদের নম্বর এবং নাম দেখতে পাবেন।
- আপনি জব কার্ডের নম্বরের ওপর ক্লিক করলেই ডিটেলস পেজে পৌঁছাবেন যেখানে জব কার্ড হোল্ডারের সমস্ত তথ্য আপনি দেখতে পাবেন।
- আপনাকে স্ক্রল করে পেজটির নিচের দিকে আসতে হবে যেখানে ‘Period and Work on which Employment Given’ লেখা আছে অর্থাৎ কার্ড হোল্ডার যে সমস্ত কাজগুলি করেছেন তার সম্পূর্ণ লিস্টটি এখানে দেখা যাবে।
- আপনাকে লিস্টটির মধ্যে থেকে ‘MSR No.’ এ ক্লিক করতে হবে।
- এরপর আপনি ‘Measurement Book Detail’ পেজে পৌঁছাবেন, যেখান থেকে আপনি জব হোল্ডার ব্যক্তির কাজের দিন সংখ্যা, তার উপস্থিতের দিন, অনুপস্থিতের দিন, মজুরি কত, মজুরি তিনি পেয়েছেন কিনা সমস্ত তথ্য জানতে পারবেন।
জব কার্ড স্ট্যেটাস সম্পর্কিত প্রশ্ন
জব কার্ডের বৈধতা কত দিনের?
একটি MGNREGA জব কার্ডের বৈধতা হল ৫ বছরের, তারপরে এটি গ্রাম পঞ্চায়েতে গিয়ে পুনর্নবীকরণ করতে হয়।
জব কার্ডের সুবিধা কী?
জব কার্ড হল একটি প্রয়োজনীয় সরকারী নথি, যা আইনত নিবন্ধিত পরিবারগুলিকে কাজের জন্য আবেদন করার সুবিধা প্রদান করে। MGNREGA-এর অধীনে এই কার্ডের শ্রমিকদের রেকর্ড রক্ষা করা হয়। এতে কাজের স্বচ্ছতা বজায় থাকে এবং জালিয়াতির হাত থেকে কর্মীদের রক্ষা করে থাকে। এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাঙ্ক এবং পোস্ট অফিসগুলিতে কেওয়াইসি সম্পূর্ণ করতেও MGNREGA জব কার্ড ব্যবহার করা যেতে পারে।
জব কার্ড কি বাতিল হতে পারে?
সাধারন ভাবে কোনো জব কার্ড বাতিল হয় না। তবে যদি কোন নকল জব কার্ড হয়, অথবা যদি পুরো পরিবার স্থায়ীভাবে গ্রাম পঞ্চায়েতের বাইরের কোনো স্থানে বসবাস করে সেক্ষেত্রে কার্ডটি বাতিল করা হবে।
জব কার্ড হারিয়ে গেলে কি ডুপ্লিকেট জব কার্ড পাওয়া যাবে?
হ্যাঁ, কোন জব কার্ডধারীর যদি কার্ডটি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে একটি ডুপ্লিকেট জব কার্ডের জন্য আবেদন করতে পারেন। গ্রাম পঞ্চায়েতেই আবেদনটি জমা করতে হবে এবং একটি নতুন কার্ডের আবেদন করতে হবে, সেক্ষেত্রে পঞ্চায়েতে ইতিমধ্যে থাকা জব কার্ডের রেকর্ড থেকে নথি যাচাই করার পর ডুপ্লিকেট কপিটি ইস্যু করা হবে।
জব কার্ডের অধীনে ৫ কিমি ব্যাসার্ধের বাইরে কাজ প্রদান করা হলে কি হবে?
জব কার্ডের অধীনে ৫ কিমি ব্যাসার্ধের বাইরের কাজের ক্ষেত্রে শ্রমিকদের পরিবহন খরচ বাবদ ১০% অতিরিক্ত মজুরি দেওয়া হবে।
জব কার্ডের আবেদনের জন্য কি স্থানীয় বাসিন্দা হতে হয়?
হ্যাঁ, কোন স্থানের স্থানীয় বাসিন্দারাই সেই স্থানের জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন।