Updated on August 21st, 2024 ||
জব কার্ডের মাধ্যমে ‘কাজের অধিকার’ আইনটি পাস হয়েছিল ২০০৫ সালে এবং ২০০৬ সালে এটি কার্যকর করা হয়, যার নামকরন হয় ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট’ বা ‘MGNREGA’।
কর্মসংস্থানের উদ্দেশ্যে করা এই অ্যাক্টের অধীনে, গ্রামীণ এলাকার প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যকে, এক আর্থিক বছরে কমপক্ষে ১০০ দিনের মজুরির কর্মসংস্থান প্রদানই হল জব কার্ডের অন্যতম লক্ষ।
জব কার্ড বিষয়ক যাবতীয় কাজ যেমন এই কার্ডের আবেদন, কাজের তালিকা ইত্যাদি গ্রাম পঞ্চায়েত (GP) দ্বারা বাস্তবায়িত করা হয় এবং সমস্ত বিষয়টির স্বচ্ছতা বজায় রাখতে সমস্ত ডেটা পাবলিক ডোমেনে MGNREGA এর ওয়েবসাইটে আপলোড করা হয়ে থাকে।
পাবলিক ডোমেনে সমস্ত তথ্য উপলব্ধ হওয়ার কারনে যে কোন ব্যক্তি MGNREGA এর পোর্টাল থেকে অথবা মোবাইল অ্যাপসের মাধ্যমে জব কার্ড নম্বর থেকে শুরু করে, কোথায় ও কি কি কাজ হয়েছে, কত জন কাজ করেছেন, কত টাকা মজুরি এবং তারা মজুরির টাকা পেয়েছেন কিনা সমস্ত তথ্যই আপনি জানতে পারবেন।
জব কার্ড চেক করার অ্যাপস
জব কার্ড সংক্রান্ত বিষয় চেক করতে হলে আপনি খুব সহজেই মোবাইল অ্যাপসের মাধ্যমেই তা করতে পারবেন। আপনি MGNREGA পোর্টাল থেকেও স্ট্যেটাস চেক করতে পারেন, তবে সেক্ষেত্রে পোর্টালে অনেক বিকল্প থাকার কারনে আপনাকে সঠিক বিকল্পটি খুঁজতে হতে পারে। পোর্টাল থেকে কি ভাবে স্ট্যেটাস চেক করবেন তা জানতে ‘জব কার্ড অনলাইন স্ট্যেটাস চেক’ এ ক্লিক করতে পারেন।
নিম্নলিখিত পদ্ধতিতে আপনি মোবাইল অ্যাপসের মাধ্যমে জব কার্ড চেক করতে পারবেনঃ
- আপনাকে গুগল প্লে-স্টোরে গিয়ে লিখতে হবে ‘MGNREGA Guide’, এরপর ‘Install’ এ ক্লিক করতে হবে এবং ইন্সটল হয়ে যাওয়ার পর ‘Open’ করতে হবে।
- অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে ভারতের সমস্ত রাজ্যগুলির লিস্ট আসবে, সেখান থেকে আপনাকে রাজ্যটি সিলেক্ট করতে হবে।
- এরপর আপনি যে অর্থ-বর্ষের স্ট্যেটাস দেখতে চান ও জেলার নাম, ব্লকের নাম এবং পঞ্চায়েতের নাম লিখে ‘Proceed’ এ ক্লিক করতে হবে।
- তাহলেই নির্দিষ্ট পঞ্চায়েতের অধীনে সমস্ত জব কার্ড হোল্ডারদের নাম ও জব কার্ড নম্বর দেখতে পাবেন।
- এবার এখান থেকে যার ডিটেলস আপনি দেখতে চান তার জব কার্ড নম্বরের ওপর আপনাকে ক্লিক করতে হবে।
- এখানে আপনি জব কার্ড হোল্ডারের পরিবারের বাকি সদস্যদের নাম, বয়স, এছাড়া পরিবারটি দরিদ্র সীমার অন্তর্গত কিনা ইত্যাদি জানতে পারবেন।
- আপনি স্ক্রল করে পেজটির নিচের দিকে এলে জব কার্ড হোল্ডারের প্রতিটি কাজের বিবরণ যেমন তিনি কোন সময়, কত দিন ধরে, কি কি কাজ করেছেন তা দেখতে পাবেন।
- এবার কাজের দিন সংখ্যা হিসেবে জব কার্ড হোল্ডার কত টাকা মজুরি পেয়েছেন বা কবে পেয়েছেন ইত্যাদি সম্পর্কিত তথ্য পেতে হলে আপনাকে MSR No. (মাস্টার রোল নম্বর) এ ক্লিক করতে হবে।
- এই পেজে আপনি জব কার্ড হোল্ডারের নাম, কার্ড নম্বর, কাজে উপস্থিত দিনের সংখ্যা, প্রতিদিনের মজুরি, বাড়ি থেকে দূরের ক্ষেত্রে যাতায়াত খরচ, পোস্ট অফিস বা ব্যাঙ্কের নাম, ব্যাঙ্কের ব্রাঞ্চের নাম ও কোড, মজুরি ক্রেডিট হয়েছে কিনা তার স্ট্যাটাস ইত্যাদি যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
জব কার্ড চেক সম্পর্কিত প্রশ্ন
একটি পরিবারের সকল সদস্যরা কি জব কার্ডের জন্য রেজিস্টার করতে পারেন?
পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যরাই MGNREGA-এর অধীনে অদক্ষ কায়িক কাজ করতে ইচ্ছুক হলে জব কার্ডের জন্য নিবন্ধন করতে পারেন।
জব কার্ডে কাজের জন্য কিভাবে আবেদন করবো?
জব কার্ডধারককে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে যেতে হবে অথবা ‘ভিলেজ এমপ্লয়মেন্ট কাউন্সিল’ (VEC) বা ‘এরিয়া এমপ্লয়মেন্ট কাউন্সিল’ (AEC) এর কাছে যদি কোন নির্ধারিত ফর্ম থাকে নাহলে একটি সাদা কাগজে কার্ড নম্বর উল্লেখ করে কাজের জন্য লিখিত আবেদন করতে হবে।
জব কার্ডের অধীনে কাজের আবেদনের কতদিন পর কাজ পাওয়া যাবে?
জব কার্ডধারকের আবেদন জমা দেওয়ার ১৫ দিনের মধ্যে আবেদনকারীকে কাজ দেওয়া হবে।
জব কার্ড কি পরিবারের কোন সদস্যের কাছে হস্তান্তর করা যেতে পারে?
হ্যাঁ, জব কার্ড হোল্ডার পরিবারের অন্য কোন প্রাপ্তবয়স্ক সদস্যের কাছে তার কার্ড হস্তান্তর করতে পারেন।
MGNREGA-তে পরিবার বলতে কি বোঝায়?
MGNREGA-তে ‘পরিবার’ অর্থাৎ রক্তের সম্পর্কের কেউ, বিবাহ বা দত্তক গ্রহণের মাধ্যমে সম্পর্কিত এবং সাধারণ ভাবে একসাথে বসবাস করা ও খাবার খাওয়া এবং একটি সাধারণ রেশন কার্ডধারী পরিবারের সদস্যদের বোঝায়।
কোন ব্যক্তির যদি জব কার্ড ইস্যু না করার বিষয়ে অভিযোগ থাকে, তাহলে কার কাছে জানাতে হবে?
কোন ব্যক্তির জব কার্ড ইস্যু ভিত্তিক কোন অভিযোগ থাকলে তা প্রোগ্রাম অফিসারকে (PO) জানানো যাবে এবং যদি অভিযোগটি PO-এর বিরুদ্ধে হয়, তবে বিষয়টি ‘ডিস্ট্রিক্ট প্রোগ্র্যাম কোঅর্ডিনেটর’ (DPC) বা ব্লক বা জেলা স্তরে মনোনীত অভিযোগ-নিবারণ কর্তৃপক্ষের কাছে জানাতে হবে।
একজন আবেদনকারী কখন বেকারত্ব ভাতার জন্য যোগ্য হন?
জব কার্ড হোল্ডারের কাজের আবেদনের পর ১৫ দিনের মধ্যে যদি কাজ প্রদান করা না হয়, তবে তিনি বেকার ভাতার জন্য যোগ্য হবেন। এটি ‘ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম’ (MIS) দ্বারা স্বয়ংক্রিয়ভাবে গণনা করা হয়।
জব কার্ডে কিভাবে মজুরি প্রদান করা হয়?
জব কার্ডের মজুরি কেন্দ্রীয় সরকার দ্বারা মজুরদের ব্যাঙ্ক বা পোস্ট অফিসে ব্যক্তিগত সঞ্চয় অ্যাকাউন্টে প্রদান করা হয়।
জব কার্ড হারিয়ে গেলে কি MGNREGA-এর অধীনে কাজ করা যাবে?
হ্যাঁ, সেক্ষেত্রে ডুপ্লিকেট জব কার্ড ইস্যু করার জন্য ভিইসি সেক্রেটারিকে রিপোর্ট করতে হবে।