জব কার্ড লিস্ট চেক ও ডাউনলোড, মাস্টার রোল, অনলাইন নম্বর সার্চ সম্মন্ধে জানুন!

Updated on March 4th, 2024 ||

জব কার্ড হল গ্রামীণ পরিবারগুলির কাছে কাজের সন্ধানের একটি অন্যতম উৎস। দেশের প্রতিটি গ্রামীণ পরিবারগুলিকে প্রতি বছর ১০০ দিনের সুনিশ্চিত কর্মসংস্থানের মাধ্যমে ন্যূনতম পরিমাণে আয়ের ব্যবস্থা করে দেওয়াই হল এই কার্ডের প্রধান লক্ষ। এটি হল কেন্দ্রীয় সরকারের উদ্যোগ এবং প্রতিটি রাজ্যে গ্রাম পঞ্চায়েতগুলির মাধ্যমে তা বাস্তবায়িত করা হয়ে থাকে। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই প্রায় ১ কোটি ৩৬ লক্ষ জব কার্ড হোল্ডার রয়েছেন এবং ভারত সরকার এই উদ্যোগের জন্য ২০২৩-২৪ এর বাজেটে ₹৬০,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে, যদিও এই অর্থ প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলে মনে করা হচ্ছে।

জব কার্ড কি

ভারতবর্ষের মতো বৃহৎ দেশের কল্যাণমূলক প্রকল্প রূপে এবং সাধারন মানুষের ‘কাজের অধিকার’ এর কথা মাথায় রেখে, প্রধানত গ্রামীণ পরিবারগুলির কর্মসংস্থানের জন্য ২০০৫ সালে গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অধীনে ‘মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন’ বা MGNREGA চালু করা হয়, যা হল ভারতের বৃহত্তম সামাজিক কল্যাণ প্রকল্প।

এই MGNREGA এর অধীনে কর্মসংস্থানের উৎস রূপে সরকারী বা আবাস যোজনার ঘর নির্মাণ, রাস্তা নির্মাণ, পুকুর বা কুয়ো খোঁড়া, সেঁচের কাজ, বাঁধ তৈরি, বনায়ন প্রভৃতি বহু কাজ হয়ে থাকে। এই সমস্ত কাজের জন্য যেহেতু কোন উচ্চ প্রযুক্তিগত শিক্ষার প্রয়োজন হয় না, তাই গ্রামের মানুষ সহজেই এই ধরণের কাজ করতে পারেন এবং এই ধরণের কাজের ক্ষেত্রে মোট শ্রমিক সংখ্যার এক তৃতীয়াংশ নারীদের স্থান দেওয়াও নিশ্চিত করা হয়েছে।

MGNREGA-এর অধীনে উপলব্ধ এই ১০০ দিনের কাজগুলির ক্ষেত্রে অদক্ষ শ্রমিক রূপে কাজ পাওয়ার জন্য আবেদনকারীর জব কার্ড থাকা বাধ্যতামূলক।

রেশন কার্ড

জব কার্ড বিবরণ

জব কার্ড সম্পর্কিত সংক্ষিপ্ত বিবরণটি নিচে দেওয়া হলঃ

প্রকল্পের নামমহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট
উদ্যোক্তাভারত সরকার
প্রকল্প বাজেট₹৬০,০০০ কোটি টাকা (২০২৩-২৪ বাজেট)
শুরুর সময়২০০৫ সাল
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়গ্রামীণ উন্নয়ন মন্ত্রক
লাভার্থীগ্রামীণ পরিবারগুলির সকল প্রাপ্ত বয়স্ক সদস্যগণ
উদ্দেশ্যগ্রামীণ পরিবারগুলিকে প্রতি বছর ন্যূনতম ১০০ দিনের সুনিশ্চিত কর্মসংস্থান প্রদান
আবেদন পদ্ধতিঅনলাইন ও অফলাইন
সরকারী ওয়েবসাইটnrega.nic.in
nregastrep.nic.in

জব কার্ডের উদ্দেশ্য

ভারতের বৃহত্তম সামাজিক কল্যাণ প্রকল্পটি নিম্ন উল্লিখিত উদ্দেশ্যগুলির লক্ষে শুরু করা হয়েছিলঃ

  •  গ্রামীণ এলাকায় ন্যূনতম ১০০ দিনের কর্মসংস্থান করা।
  • গ্রামীণ এলাকায় টেকসই সম্পদ তৈরি করা যেমন কূপ, পুকুর, রাস্তা, খাল, বাঁধ, সরকারী আবাসন ইত্যাদি।
  • গ্রামীণ দরিদ্রদের জীবিকা প্রদানের মাধ্যমে গ্রামের সামাজিক গঠনকে শক্তিশালী করা।
  • গ্রামীণ এলাকা থেকে কাজের সন্ধানে শহরে আসার তাগিদকে হ্রাস করা।

জব কার্ডের নিয়ম ও বৈশিষ্ট

জব কার্ডের নিয়ম ও উল্লেখযোগ্য বৈশিষ্টগুলি নিচে তালিকাবদ্ধ করা হলঃ

  • যে কোনো গ্রামীণ এলাকায় বসবাসকারী প্রতিটি পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্য যিনি অদক্ষ শ্রমিকের কাজ করতে ইচ্ছুক, তিনি জব কার্ডের জন্য গ্রাম পঞ্চায়েতে গিয়ে নাম, বয়স ও ঠিকানা জমা দিতে পারেন।
  • জব কার্ডের আবেদন প্রাপ্তির ১৫ দিনের মধ্যে একটি জব কার্ড ইস্যু করা হবে যেখানে জব কার্ড নম্বর উল্লেখ থাকবে এছাড়া কার্ড হোল্ডারের নাম, ঠিকানা, ছবি, ব্যাঙ্ক বা পোস্ট অফিসের নাম ইত্যাদি বিবরণ থাকবে।
  • একটি জব কার্ড ৫ বছরের জন্য বৈধ থাকে তার পরে কার্ডটি রিনিউ করতে হবে।
  • কোনো জব কার্ড বাতিল করা করা হয় না যদি না কোন নকল কার্ড হয়, অথবা যদি পুরো পরিবার স্থায়ীভাবে গ্রাম পঞ্চায়েতের বাইরের অন্যত্র চলে যায় এবং গ্রামে বসবাস না করে।
  • প্রত্যেক জব কার্ড হোল্ডারই অদক্ষ কায়িক কাজের জন্য আবেদন করার অধিকারী এবং পঞ্চায়েতে তাদের লিখিত আবেদন বাধ্যতামূলকভাবে তারিখ সহ নিবন্ধিত করা হবে এবং একটি রসিদও জারি করা হবে।
  • রাজ্য সরকারের তরফ থেকে সক্রিয়ভাবে জব কার্ড হোল্ডারদের প্রয়োজনীয়তা যাচাই করা হবে এবং শীঘ্রই তাদের কাজ প্রদান করবে।
  • এই কার্ডের অধীনে কাজের আবেদনগুলি পৃথকভাবে বা দলবদ্ধ ভাবে একসাথে একটি আবেদন করা যেতে পারে।
  • এই কাজের ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সুবিধাভোগীদের অন্তত এক তৃতীয়াংশ নারী হবেন।
  • জব কার্ড হোল্ডারের বসবাস করা গ্রামের ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যেই তাকে কর্মসংস্থান প্রদান করা হবে।
  • কর্মসংস্থান ৫ কিলোমিটার ব্যাসার্ধের বাইরে হলে সেক্ষেত্রে তাকে ব্লকের মধ্যেই প্রদান করা হবে এবং পরিবহণ বাবদ তাকে মজুরি হারের ১০% অতিরিক্ত প্রদান করা হবে।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প

জব কার্ড আবেদন

পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা যারা অদক্ষ শ্রমিক রূপে কাজ করতে ইচ্ছুক, তারা স্থানীয় গ্রাম পঞ্চায়েতে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে অথবা সাদা কাগজে দরখাস্ত লিখে জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

জব কার্ডের জন্য অনলাইন আবেদনের সুবিধা এখনও সব রাজ্যগুলির ক্ষেত্রে চালু হয়নি, বর্তমানে শুধুমাত্র গোয়া রাজ্যেই অনলাইন আবেদন করা সম্ভব।

জব কার্ড লিস্ট চেক

কোন জব কার্ডধারক MGNREGA-এর অধীনে মোট কি কি কাজ করেছেন তা অনলাইন পোর্টাল থেকে অথবা অ্যাপস থেকে সহজেই জানা যেতে পারে।

নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করে আপনি জব কার্ড লিস্ট চেক করতে পারবেনঃ

  • আপনাকে MGNREGA এর অফিসিয়াল পোর্টাল nregastrep.nic.in তে যেতে হবে।
  • পোর্টালের হোম পেজেই ভারতের সবকটি রাজ্যের নাম দেখতে পাবেন, সেখান থেকে আপনার রাজ্যটি সিলেক্ট করতে হবে।
mgnrega states
  • এখানে আপনি জব কার্ড লিস্টটি অনেক রকম ভাবে সার্চ করতে পারেন যেমন জব কার্ডের নাম অথবা মাস্টার রোল দিয়ে। জব কার্ডের সাহায্যে স্ট্যাটাস চেক কি করে করবেন জানতে হলে ‘জব কার্ড অনলাইন স্ট্যেটাস চেক’ লিঙ্কে ক্লিক করুন। 

মাস্টার রোলের সাহায্যে লিস্ট চেক করতে হলে আপনাকে হোম পেজের ডান দিকে ‘Transparency & Accountability’ এর অধীনে ‘Muster roll’ এ ক্লিক করতে হবে অথবা আপনি সরাসরি ক্লিক করতে পারেন জব কার্ড মাস্টার রোল

mnrega muster roll 1
  • এরপর আপনাকে ‘Financial Year’, ‘District’ এবং ‘Block’ সিলেক্ট করে ‘Proceed’ এ ক্লিক করতে হবে।
mnrega muster roll login
  • এরপর আপনি মাস্টার রোল পেজে পৌঁছাবেন, যেখানে আপনি আগের ‘Financial Year’ সিলেক্ট করার সুযোগ পাবেন, এরপর নিচে ‘Filled Muster roll’ টা সিলেক্ট রাখতে হবে ও ‘Search Key for Work’ থেকে আপনি জবের নাম দিয়ে সার্চ করতে পারেন অথবা জব লিস্ট থেকে জবটি সিলেক্ট করতে পারেন।
mnrega filled muster roll
  • জব সিলেক্ট করার পর আপনাকে পেজের ডান দিকে ‘MSR No–Date from–Date to’ এর লিস্ট থেকে মাস্টার রোল এবং কাজের দিনের তারিখ সিলেক্ট করলেই আপনি একটি লিস্ট দেখতে পাবেন যেখানে ঐ মাস্টার রোলের অধীনে কে কে কাজ করেছে তাদের নাম ও জব কার্ড নম্বর, তাদের কাজে উপস্থিতের দিন ও অনুপস্থিতের দিন সংখ্যা, মজুরি কত, মজুরি ক্রেডিট হয়েছে কিনা, জব কার্ড হোল্ডারের পোস্ট অফিস বা ব্যাঙ্কের নাম, ব্যাঙ্ক ব্রাঞ্চের নাম ও কোড, সমস্ত তথ্য জানতে পারবেন।
mgnrega muster roll details

জব কার্ড ডাউনলোড

জব কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি, তাই অনলাইন পোর্টাল থেকে আপনি এটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারেন।

নিম্নলিখিত পদ্ধতিতে আপনি সরকারী পোর্টাল থেকে জব কার্ড ডাউনলোড করতে পারবেনঃ

  • আপনাকে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অফিসিয়াল পোর্টাল ‘web.umang.gov.in’ তে যেতে হবে।
  • পোর্টালে আপনি সহজেই মোবাইল নম্বর এবং ওটিপি-র মাধ্যমে রেজিস্টার করে নিতে পারবেন।
  • এরপর লগইন করে ওপরের সার্চে লিখতে হবে ‘Job Card’, তাহলেই জব কার্ড সম্পর্কিত অপশনগুলি নিচে দেখতে পাবেন। আপনাকে ‘Download Job Card’ এ ক্লিক করতে হবে।
umang download job card
  • আপনি যদি নতুন কার্ডের আবেদক হন তবে ‘Reference Number’ অথবা আপনার কাছে জব কার্ড নম্বর থাকলে ‘Job Card Number’ টি লিখে ‘Download’ এ ক্লিক করলেই PDF ফাইলটি ডাউনলোড হয়ে যাবে।

জব কার্ড মাস্টার রোল

MGNREGA এর অধীনে যখন কাজ বরাদ্দ করা হয় তখন কাজের হিসাব রাখার সুবিধের জন্য সর্বাধিক ১০ জন শ্রমিকের একটি গ্রুপ তৈরি করা হয় এবং একটি নাম্বারের মাধ্যমে গ্রুপটি চিহ্নিত করা হয়, সেই নম্বরটি হল মাস্টার রোল নম্বর।

এই মাস্টার রোল নম্বরের মাধ্যমে নির্দিষ্ট কাজের অন্তর্গত জব কার্ড হোল্ডারদের নাম, তারা যে কাজে নিয়োজিত, কত দিন কাজ করেছে, অর্জিত মজুরির পরিমাণ, প্রদত্ত মোট মজুরির বিবরণ ইত্যাদি সমস্ত রেকর্ড রাখা হয়ে থাকে।

একজন জব কার্ড হোল্ডার সহজেই অনলাইন পোর্টাল থেকে মাস্টার রোলের মাধ্যমে তার কাজের বা মজুরির সমস্ত বিবরণ চেক করতে পারেন।

অনলাইন পোর্টাল থেকে মাস্টার রোল চেক করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুনঃ

  • আপনাকে MGNREGA-এর অফিসিয়াল পোর্টাল nregastrep.nic.in তে যেতে হবে।
  • হোম পেজেই আপনি সবকটি রাজ্যের নাম দেখতে পাবেন, সেখান থেকে আপনার রাজ্যটি সিলেক্ট করতে হবে।
  • এবারে আপনাকে হোম পেজের ডান দিকে ‘Transparency & Accountability’ এর অধীনে ‘Job Cards’ এ ক্লিক করতে হবে অথবা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনি সরাসরি ক্লিক করতে পারেন জব কার্ড মাস্টার রোল
nregastrep
  • এখানে আপনাকে ‘Financial Year’, ‘District’, ‘Block’ এবং ‘Panchayat’ সিলেক্ট করে ‘Proceed’ এ ক্লিক করতে হবে।
nregastrep reports
  • এরপর আপনার কাছে নির্দিষ্ট পঞ্চায়েতের অধীনে জব কার্ড হোল্ডারদের নামের লিস্ট আসবে এবং নামের পাশে জব কার্ড নম্বরটিও দেখা যাবে। আপনাকে নামটি খুজে নিয়ে তার জব কার্ড নম্বরের ওপর ক্লিক করতে হবে।
mgnrega job card list name
  • তাহলেই আপনি সেই নির্দিষ্ট শ্রমিকের জব কার্ডটি এবং কাজ সংক্রান্ত অন্যান্য ডিটেলস দেখতে পাবেন। আপনাকে পেজটি স্ক্রল করে একদম নিচে আসতে হবে এবং ‘Period and Work on which Employment Given’ অংশে ঐ শ্রমিকের সমস্ত কাজের লিস্ট এবং মাস্টার রোল নম্বর দেখতে পাবেন।
mgnrega muster roll list
  • আপনি লিস্টটির মধ্যে মাস্টার রোল বা ‘MSR No.’ এ ক্লিক করলেই সেই মাস্টার রোলের অন্তর্গত শ্রমিকদের সমস্ত ডিটেলস যেমন কাজের দিন সংখ্যা, উপস্থিতের ও অনুপস্থিতের দিন, দৈনিক মজুরি কত, মজুরি তারা পেয়েছেন কিনা সমস্ত তথ্য জানতে পারবেন। 
mgnrega muster roll details 1

জব কার্ড সম্পর্কিত প্রশ্ন

জব কার্ড কাকে বলে

MGNREGA জব কার্ড হল ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট’ এর অধীনে কাজ করার জন্য, স্থানীয় গ্রাম পঞ্চায়েতে নাম নথিভুক্ত করার পর জারি হওয়া নথি। এই কার্ডের মাধ্যমেই  MGNREGA এর অধীনে বছরে ১০০ দিনের কাজ পাওয়া যায়। এটি একটি গুরুত্বপূর্ণ সরকারী নথি যা ব্যাঙ্ক বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলার কাজে কেওয়াইসি ডকুমেন্ট রূপে ব্যবহার করা যেতে পারে।

জব কার্ড লিস্ট কি?

জব কার্ড লিস্ট হল জব কার্ডধারকদের বিবরণ, যেখানে কার্ড ধারকের নাম, তার সম্বন্ধীয় বিবরণ ও তার কাজের নাম ও কাজ সম্বন্ধীয় সমস্ত বিবরণ নথিভুক্ত থাকে।

জব কার্ড নম্বর কি?

জব কার্ড নম্বর হল একটি অন্যন্য নম্বর যেটি সমস্ত জব কার্ডহোল্ডারদের জন্যই আলাদা হয় এবং যার মাধ্যমে শ্রমিকদের সমস্ত কাজের রেকর্ড সংগ্রহ করে রাখা হয়ে থাকে। এই জব কার্ড নম্বর অনলাইন পোর্টালে পাবলিক ডোমেনে উপলব্ধ, অর্থাৎ MGNREGA অফিসিয়াল পোর্টাল থেকে সহজেই এই জব কার্ড চেক করা যায়।

জব কার্ড কি কোন নির্দিষ্ট রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য?

না, এটি দেশের সমস্ত রাজ্যের গ্রামীণ এলাকার ক্ষেত্রেই প্রযোজ্য।

জব কার্ডের বয়স সীমা কত?

গ্রামীণ এলাকায় পরিবারগুলির প্রাপ্তবয়স্ক সদস্যরা অর্থাৎ ১৮ বা তার বেশি বয়সের যে কোন সদস্য, যারা অদক্ষ কায়িক কাজ করতে ইচ্ছুক তারাই আবেদন করতে পারবেন।

MGNREGA জব কার্ড কোন মন্ত্রণালয়ের অধীনে অবস্থিত?

‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট’ বা ‘মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান আইন’ ২০০৫ সালে গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অধীনে চালু করা হয়।

জব কার্ডের জন্য কখন আবেদন করা যায়?

MGNREGA জব কার্ডের জন্য বছরের যে কোন সময় স্থানীয় পঞ্চায়েতে গিয়ে নির্দিষ্ট ফর্ম অথবা সাদা কাগজে লিখে আবেদন করা যায়।

MGNREGA জব কার্ড কি শুধুমাত্র BPL দের জন্য?

MGNREGA জব কার্ড কোনো নির্দিষ্ট শ্রেণীর জন্য নয়। গ্রামীণ পরিবারের যে কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তি যিনি অদক্ষ কায়িক শ্রম করতে ইচ্ছুক তিনি জব কার্ডের আবেদন করতে পারেন।

জব কার্ডের আবেদন কি অনলাইন করা যায়?

জব কার্ডের জন্য অনলাইন আবেদন এখনও সব রাজ্যে শুরু হয়নি, বর্তমানে শুধুমাত্র গোয়া রাজ্যে অনলাইনের মাধ্যমে এই কার্ডের আবেদন করা যায়। বাকি রাজ্যগুলির ক্ষেত্রে অফলাইনে অর্থাৎ আপনাকে গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে লিখিত আবেদন করতে হবে।

Leave a Comment