আধার কার্ড চেক অ্যাপস, ডাউনলোড, স্ট্যাটাস, বায়োমেট্রিক লক

Updated on January 25th, 2024 ||

আধার কার্ড হোল বর্তমানে ভারতের সবচেয়ে প্রচলিত KYC নথি। তাই এই আধার কার্ডের সাথে এর অ্যাপসটির গুরুত্ব বেড়েছে সমান হারে, কারন আধার কার্ড চেক করার অ্যাপসটি আপনার মোবাইলে থাকলে আর কার্ডটি সবসময় সাথে রাখার প্রয়োজন হয় না।

আধার কার্ড চেক করার জন্য ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’ বা UIDAI দ্বারা চালু করা অফিসিয়াল অ্যাপটি হোল mAadhaar, যেটি অ্যান্ড্রয়েড এবং iOS উভয় স্মার্টফোনেই ব্যবহার করা যায়।

এই অ্যাপটির মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনে আধার কার্ডের প্রোফাইল বানিয়ে রাখতে পারবেন এবং শুধু তাই নয়, অ্যাপটিতে মোট ৫ টি প্রোফাইল তৈরি করা যায় অর্থাৎ নিজের আধারের সাথে পরিবারের আধারের তথ্যও সংরক্ষন করতে পারবেন এবং সুরক্ষার জন্য পাসওয়ার্ড লকের ব্যবস্থা রয়েছে তাই আপনি ছাড়া অন্য কেউ সেই তথ্য ব্যবহার করতে পারবে না।

অ্যাপসটির গুরুত্ব বিবেচনা করে আধার অ্যাপটি ডাউনলোড করা, মোবাইল নম্বর চেক, বায়োমেট্রিক লকের মাধ্যমে সুরক্ষা প্রদান প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্মন্ধে বিশদ তথ্য নিচে দেওয়া হোল।

আধার অ্যাপ ডাউনলোড

নিম্নলিখিত পদ্ধতিতে আপনি স্মার্টফোনে mAadhaar অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেনঃ

  • আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে mAadhaar লিখে সার্চ করতে হবে এবং iOS এর ক্ষেত্রে অ্যাপ স্টোরে যেতে হবে।
  • Install বাটনে ক্লিক করলেই অ্যাপটি আপনার ফোনে ইন্সটল হয়ে যাবে।
  • এরপর অ্যাপটি ‘Open’ করে কিছু পারমিশন দেওয়ার পর ‘I Consent’ বাটনে ক্লিক করতে হবে এবং তারপর আপনার ভাষাটি সিলেক্ট করতে হবে।  আপনি এই অ্যাপটি ইংরেজি, হিন্দি, বাংলা, অসমীয়া, গুজরাটি, কানাড়া, মারাঠি, মালায়লাম, ওড়িয়া, পাঞ্জাবি ও তেলেগু ভাষায় ব্যবহার করতে পারবেন।
  • আপনি ‘Continue’ বাটনে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশনের জন্য মোবাইল নম্বরটি চাওয়া হবে এবং ওটিপি ভ্যারিফিকেশনের পর আপনি অ্যাপটির ড্যাশবোর্ডটি দেখতে পাবেন।
maadhaar registration

আধার অ্যাপে প্রোফাইল কীভাবে বানাবেন?

আধার অ্যাপটির ব্যবহারের জন্য আপনাকে প্রথমে প্রোফাইল বানিয়ে নিতে হবে। প্রোফাইল বানানোর জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করুনঃ

  • আপনাকে অ্যাপটির ড্যাশবোর্ডের ওপরে ‘Register My Aadhaar‘ -এ ক্লিক করতে হবে।
  • এরপর আপনাকে ৪ সংখ্যার পাসওয়ার্ড সেট করতে হবে যেটি অ্যাপটির সুরক্ষার কাজে ব্যবহৃত হবে।
maadhaar create password
  • পাসওয়ার্ড সেট করার পর আপনাকে আধার কার্ডের নাম্বার ও ক্যাপচা কোড লিখে ‘Request OTP’ তে ক্লিক করতে হবে।
maadhaar create profile
  • রেজিস্টার্ড মোবাইল নম্বরের সাথে ওটিপি ভ্যারিফিকেশন হওয়ার পরই mAadhaar অ্যাপটিতে আপনার প্রোফাইল তৈরি সম্পন্ন হবে।

আধার কার্ড ডাউনলোড

নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করে আপনি  mAadhaar অ্যাপটির মাধ্যমে খুব সহজেই আধার কার্ড ডাউনলোড করতে পারবেনঃ

  • আপনাকে আধার অ্যাপটির ড্যাশবোর্ডের প্রথম লিঙ্ক ‘Download Aadhaar’ -এ ক্লিক করতে হবে।
  • এরপর আপনার কাছে দুটি অপশন আসবে ‘Regular Aadhaar’ এবং ‘Masked Aadhaar’, আপনাকে ‘Regular Aadhaar’ -এ ক্লিক করতে হবে।
download aadhaar maadhaar
  • আপনি কোন নম্বরের সাহায্যে ডাউনলোড করতে চাইছেন সেটি সিলেক্ট করতে হবে। আপনি ‘Aadhaar Number’, ‘Virtual ID (VID) Number’ এবং ‘Enrollment ID Number’ -এর মধ্যে যে কোন একটি পছন্দ করতে পারবেন।
  • আপনি আধার নম্বরে ক্লিক করে সেটি লিখে এবং ক্যাপচা পূরণ করে ‘Request OTP’ তে ক্লিক করবেন।
download enter aadhaar number
  •  আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, সেটি লিখে ভ্যারিফাই করলেই আধার কার্ডটির পিডিএফ ডাউনলোড হয়ে যাবে।
maadhaar e-aadhaar
  • এই পিডিএফ ফাইলটিতে ৮ টি সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকে, যার প্রথম ৪ টি হোল আপনার নামের প্রথম চারটি অক্ষর এবং পরের ৪ টি হোল আপনার জন্ম তারিখের প্রথম চারটি সংখ্যা।

আধার কার্ড মোবাইল নম্বর চেক

আপনার আধার কার্ডের সাথে কোন মোবাইল নম্বর এবং ই-মেইল আইডি যুক্ত করা আছে তা mAadhaar আধার অ্যাপটির সাহায্যে খুব সহজেই জেনে নিতে পারবেন। নিম্নলিখিত পদ্ধতিতে আপনি আধার কার্ড মোবাইল নম্বর চেক করতে পারবেনঃ

  • mAadhaar অ্যাপটি খুলতে হবে এবং ড্যাশ বোর্ডে অর্থাৎ ‘All Services’-এ যেতে হবে।
  • ‘Verify Email/Mobile’ এর ওপর আপনাকে ক্লিক করতে হবে।
  • আপনার কাছে দুটি অপশন আসবে ‘Verify Mobile Number’ এবং ‘Verify Email ID’।  মোবাইল নম্বর চেক করার জন্য আপনাকে ‘Verify Mobile Number’ -এ ক্লিক করতে হবে।
maadhaar verify mobile number
  • এবার আপনার আধার নম্বর এবং যে মোবাইল নম্বরটি আপনার লিঙ্ক করা আছে কিনা জানতে চান সেটি লিখে ও ক্যাপচা পূরণ করে ‘Verify’-তে ক্লিক করতে হবে।
  • আপনি যদি আপনার আধারের সাথে লিঙ্ক করা সঠিক মোবাইল নম্বরটি দিয়ে থাকেন তাহলে ‘Verified’ লেখাটি দেখাবে অন্যথা ‘Not Verify’ দেখালে আপনি পুনরায় অন্য মোবাইল নম্বর দিয়ে চেক করতে পারবেন।
maadhaar verified mobile

আধার কার্ড মোবাইল নম্বর আপডেট

আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বরটি আপডেট করতে হলে আপনাকে আধার সেবা কেন্দ্রে যেতে হবে এবং আধারের কোন রকম আপডেট করতে হলে যে ₹৫০/- টাকা চার্জ দিতে হয়, এক্ষেত্রেও সেটি দিতে হবে। তবে তার আগে অ্যাপয়েন্টমেন্ট বুক করে গেলে আপনাকে আর লাইনে দাড়ানোর কষ্ট করতে হবে না, আপনার বুকিং করা সময়ের মধ্যেই কাজটি হয়ে যাবে।

এবার দেখে নেওয়া যাক আধার অ্যাপটির মাধ্যমে কি ভাবে আপনি মোবাইল নম্বর আপডেট করবেন-

  • mAadhaar অ্যাপটির ‘All Services’ এর নিচের দিকে আপনাকে ‘Book An Appointment’ যেতে হবে এবং ক্লিক কর‍তে হবে।
maadhaar book an appointment
  • এরপর আপনি যে মোবাইল নম্বরটি যুক্ত করতে চান সেটি লিখতে হবে এবং ক্যাপচা পূরণ করে ‘Send OTP’ তে ক্লিক করতে হবে।
  • এরপরের পেজে আপনাকে ‘Update Aadhaar’-এ ক্লিক করতে হবে।
appointment portal update aadhaar
  • এরপর আপনার নাম ও আধার নম্বরটি লেখার পর নিচে আপনি কিসের আপডেট করতে চান তা জানতে চাওয়া হবে। আপনাকে ‘Mobile Number’-এ টিক দিয়ে ‘Proceed’-এ ক্লিক করতে হবে।
  • এবার আপনার নাম, আধার নম্বর এবং মোবাইল নম্বরটি দেখতে পাবেন, যেখান থেকে আপনি মোবাইল নম্বরটি পরিবর্তন করে ‘Save & Proceed’-এ ক্লিক করবেন।
  • এরপর আপনার এপ্লিকেশন আইডিটি দেখাবে, যেটি আপনি ডাউনলোড করতে পারবেন এবং সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য ‘Book Appointment’ বাটনে ক্লিক করতে হবে।
aadhaar appointment id
  • আপনার কাছে আধার সেবা কেন্দ্র খোঁজার জন্য ‘Advance Search’ -এ ক্লিক করে সেন্টারের নাম বা জায়গার পিন কোডের সাহায্যে সার্চ করতে পারেন।
  • সেন্টার সিলেক্ট করার পর ডেট এবং টাইম সিলেক্ট করে ‘Submit’ করতে হবে।
  • এর পরের পেজে আপনাকে যে সেন্টারে ₹৫০/- চার্জ দিতে হবে তার ম্যাসেজটি দেখাবে যেখানে আপনাকে ‘Confirm’-এ ক্লিক করতে হবে।
  • তাহলেই একটি রিসিট পাবেন যেটি আপনি প্রিন্ট করে আপনার পছন্দের নির্দিষ্ট দিন এবং সময় মতো সেই আধার সেবা কেন্দ্রে গিয়ে আপনার আধার কার্ডের মোবাইল নম্বরটি আপডেট করে আসতে পারবেন।

আধার কার্ড বায়োমেট্রিক লক

আধার কার্ড হোল বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র যার মাধ্যমে শুধু নাগরিকের পরিচয় নয়, এই কার্ডের মাধ্যমে রেশন তোলা থেকে শুরু করে এটিএম থেকে টাকা তোলা বা জমা দেওয়া অথবা ব্যাঙ্ক থেকে লোণ নেওয়াও সম্ভব।

এই আধার কার্ডে কিছু স্মার্ট অথেনটিকেশনের প্রক্রিয়া আছে, যেমন আঙ্গুলের ছাপ, চোখের মণির ছবি বা আইরিশ ও মুখের ছবির মাধ্যমে এই কার্ডের ব্যবহার করা যেতে পারে। তাই এই কার্ডের যেমন সুবিধা আছে, তেমনই এর সুরক্ষার ব্যবস্থাটিও যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য।

আপনার আধার কার্ডের বায়োমেট্রিক তথ্যের যাতে কোন রকম অপব্যবহার না হয় সেক্ষেত্রে আপনি কার্ডের বায়োমেট্রিক লক করতে পারেন। বায়োমেট্রিক ডেটা লক করা থাকলে সেই আধার কার্ডের সাথে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিও কোনও রকম বায়োমেট্রিক ডেটার ব্যবহার করতে পারবে না, ফলে আপনার অ্যাকাউন্ট বায়োমেট্রিক ডেটার অপব্যবহার থেকে সুরক্ষিত থাকবে।

তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে, আপনার আধার বায়োমেট্রিক লক করা থাকলে, আপনি কোথাও আধার প্রমাণীকরণের জন্য বায়োমেট্রিক ব্যবহার করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে বায়োমেট্রিকটি আনলক করতে হবে।

নিম্নলিখিত পদ্ধতিতে আপনি আধার অ্যাপ mAadhaar এর মাধ্যমে বায়োমেট্রিক লক এবং আনলক করতে পারবেনঃ

  • আপনাকে mAadhaar অ্যাপটির ড্যাশবোর্ডের একদম নিচে ‘My Aadhaar’-এ ক্লিক কর‍তে হবে।
  • তাহলেই আপনি ‘My Aadhaar’ পেজে পৌঁছাবেন যেখানে ‘Biometrics Lock’ অপশনটি দেখতে পাবেন, সেখানে ক্লিক করতে হবে।
maadhaar biometrics lock
  • এরপরের পেজে ম্যাসেজ দেবে যে বর্তমানে আপনার বায়োমেট্রিকটির কি স্ট্যাটাস আছে অর্থাৎ লক নাকি আনলক। প্রথমবার অবশ্যই আনলক থাকবে, তাই আপনাকে নিচে ‘Lock Biometric’ বাটনে ক্লিক করতে হবে।
  • তারপরের পেজে আপনার আধার নম্বরটি দেখাবে এবং নিচে ক্যাপচা পূরণ করে ‘Request OTP’-তে ক্লিক করতে হবে এবং এই ওটিপি ভেরিফিকেশনের পরই আপনার আধার বায়োমেট্রিকটি লক হয়ে যাবে।

আপনার প্রয়োজন মতো আধার বায়োমেট্রিকটি আনলক করার দরকার হলে আবার একই পদ্ধতিতে  ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে আপনি বায়োমেট্রিকটি আনলক করতে পারবেন। তবে mAadhaar অ্যাপটির মাধ্যমে আপনি মাত্র ১০ মিনিটের জন্য আধার বায়োমেট্রিকটি আনলক করতে পারবেন, তারপর পুনরায় এটি লক হয়ে যাবে। আপনি যদি চিরস্থায়ী ভাবে আধার বায়োমেট্রিকটি আনলক করতে চান তবে UIDAI-এর অফিসিয়াল সাইট myAadhaar পোর্টাল থেকে আপনি তা করতে পারবেন।

Leave a Comment