Updated on June 20th, 2024 ||
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা (PMSBY) হল ভারত সরকার-সমর্থিত একটি দুর্ঘটনা বীমা প্রকল্প যা দুর্ঘটনাজনিত মৃত্যু বা অক্ষমতার ক্ষেত্রে বীমা কভারেজ প্রদান করে থাকে।
এই প্রকল্পটি ২০১৫ সালে প্রথম চালু করা হয়েছিল। এই বীমা কভারেজ ১৮ থেকে ৭০ বছর বয়সের মানুষ বার্ষিক মাত্র ₹২০/- টাকার বিনিময়ে এক বছরের জন্য করাতে পারেন এবং দুর্ঘটনাজনিত মৃত্যু বা পুরোপুরি অক্ষমতার ক্ষেত্রে মনোনীত ব্যক্তিকে ₹২ লক্ষ টাকা এবং দুর্ঘটনার কারণে আংশিক স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে পলিসিধারক ₹১ লক্ষ টাকা পাবেন। এটি প্রতি বছর পুনর্নবীকরণযোগ্য।
এই স্কিমটি পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (PSGICs) এবং অন্যান্য জেনারেল বীমা কোম্পানিগুলির মাধ্যমে পরিচালিত হয়।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার উদ্দেশ্য
ভারতের মতো বৃহৎ দেশে বহু মানুষ এমন বিভিন্ন কাজের সাথে যুক্ত আছেন যেগুলি হোল ঝুঁকি পূর্ণ অথচ এদের বেশীর ভাগ ক্ষেত্রেই ন্যূনতম বীমা কভারেজও থাকে না, ফলে দুর্ভাগ্যবশত কোন দুর্ঘটনায় জীবন বা অঙ্গহানির ক্ষেত্রে ব্যাক্তি এবং তাঁর পরিবারকে বিশেষ সঙ্কটে পড়তে হয়। এই দুর্ঘটনাগ্রস্থ বীমার প্রতি মানুষের অনীহার প্রধান কারণই হোল বীমার উচ্চ প্রিমিয়াম।
ভারত সরকার তাই সাধারন মানুষের জন্য চালু করেছে এমন বীমা যা যে কোন কাজের সাথে জড়িত মানুষই সহজে গ্রহণ করতে পারেন। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় এপ্রিল ২০২৩ পর্যন্ত মোট ৩৪.১৮ কোটি মানুষ নথিভুক্ত হয়েছেন এবং ১,১৫,৯৫১টি দাবীতে মোট ₹২৩০২.২৬/- কোটি বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা ডিটেলস | PMSBY Details in Bengali
যোজনার নাম | প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা (PMSBY) |
স্কিমের ধরণ | ভারত সরকার-সমর্থিত জীবন বীমা প্রকল্প |
শুরুর সময় | ২০১৫ |
লাভার্থী | ভারতের সকল নাগরিক |
বয়স সীমা | ১৮ থেকে ৭০ বছর |
পলিসি টার্ম | ১ বছর (পুনর্নবীকরণ) |
প্রিমিয়াম পরিমাণ | বার্ষিক ₹২০/- |
কভারেজ পরিমাণ | ₹২ লক্ষ |
নিচে বৈশিষ্টগুলির বিস্তারিত বিবরণ দেওয়া হলঃ
বীমা কভারেজঃ
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় অংশগ্রহণকারী ব্যাঙ্ক বা পোস্ট অফিসে ১৮ থেকে ৭০ বছর বয়সী সমস্ত অ্যাকাউন্ট হোল্ডার হলেন এই বীমার অধিকারী। এক বা বিভিন্ন ব্যাঙ্ক বা পোস্ট অফিসে একাধিক অ্যাকাউন্টের ক্ষেত্রে, ব্যক্তি শুধুমাত্র একটি ব্যাঙ্ক/পোস্ট অফিস অ্যাকাউন্টের মাধ্যমেই এই স্কিমে যোগদান করতে পারবেন।
বীমার সময়কালঃ
এই বীমা কভারেজের সময়কাল হোল প্রতি বছরের ১লা জুন থেকে ৩১ শে মে পর্যন্ত। আপনি বছরের যে কোন সময় বার্ষিক প্রিমিয়াম ₹২০/- প্রদানের মাধ্যমে এই বীমা কভারেজ নিতে পারেন এবং ৩১শে মে বা তার কিছু দিন আগে আপনার ব্যাঙ্ক বা পোস্ট অফিস অ্যাকাউন্ট থেকে অটো-ডেবিটের মাধ্যমে বীমাটি পুনর্নবীকরণ হয়ে যাবে।
ঝুঁকি কভারেজঃ
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা (PMSBY) বীমাকারকের দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে নমিনি ₹২ লাখ টাকা বীমা কভারেজ পাবেন। এছাড়া সম্পূর্ণ অক্ষমতা বা অপূরণীয় ক্ষতি যেমন উভয় চোখের ক্ষতি বা উভয় হাত বা পা এর স্থায়ী ক্ষতি, পক্ষাঘাত ইত্যাদি ক্ষেত্রেও ₹২ লক্ষ প্রদান করা হয় এবং আংশিক অক্ষমতা যেমন একটি চোখ, হাত বা পা এর ক্ষতির ক্ষেত্রে ₹১ লক্ষ টাকা বীমা কভারেজ পাওয়া যাবে।
প্রাকৃতিক দুর্যোগের ফলে হওয়া যেকোন মৃত্যু বা অক্ষমতার ক্ষেত্রে এই বীমা কভারেজ পাওয়া যাবে। আত্মহত্যার কারণে ঘটা মৃত্যুর ক্ষেত্রে এই বীমা কভারেজ পাওয়া যাবে না, তবে হত্যার ক্ষেত্রে মৃত ব্যাক্তির নমিনি বীমার অর্থ পাবেন।
প্রিমিয়ামঃ
পিএমএসবিওয়াই বার্ষিক প্রিমিয়াম হোল সবচেয়ে কম, মাত্র ₹২০/- টাকা। ১লা জুন ২০২২ সালে প্রিমিয়ামের এই নতুন রেট নির্ধারণ করা হয়, পূর্বে এই বীমার বার্ষিক প্রিমিয়াম ছিল মাত্র ₹১২/- টাকা।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা বেনিফিট
পিএমএসবিওয়াই এর সুবিধাগুলি নিচে উল্লেখ করে হলঃ-
- PMSBY বীমাকৃত ব্যক্তির কোন দুর্ঘটনার কারনে মৃত্যুর ক্ষেত্রে, পলিসির নমিনিকে কভারেজ পরিমাণ ₹২ লক্ষ টাকা প্রদান করে।
- প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় অন্যান্য পলিসির তুলনায় অনেক কম খরচে, মাত্র ₹২০/- টাকা দিয়েই আপনি এক বছরের জন্য দুর্ঘটনা বীমা করাতে পারবেন।
- এই বীমা ১ বছরের জন্য প্রযোজ্য, তবে এটি রিনিউ করার জন্য পুনরায় ব্যাঙ্ক বা পোস্ট অফিসে যাওয়ার কোন প্রয়োজন নেই। এটি আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকবে এবং প্রতি বছর অটো ডেবিটের মাধ্যমে অটো রিনিউ হয়ে যাবে।
- আয়কর আইনের ধারা 80C এবং ধারা 10(10D) এর অধীনে প্রিমিয়ামের অর্থ এবং বিমাকৃত পরিমাণ ১ লাখ টাকা পর্যন্ত সম্পূর্ণ কর ছাড় পাওয়া যায়।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা যোগ্যতা
পিএমএসবিওয়াই এর জন্য আপনার নিম্ন উল্লিখিত যোগ্যতাগুলি প্রয়োজনঃ-
- এই পলিসির আবেদনের জন্য সর্বনিম্ন বয়স হোল ১৮ বছর।
- সর্বাধিক ৭০ বছর বয়স পর্যন্ত এই বীমার আবেদন করা যেতে পারে।
- আবেদনকারীর ব্যাঙ্ক বা পোস্ট অফিসে কমপক্ষে একটি চালু অ্যাকাউন্ট থাকা আবশ্যিক।
- আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক৷
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা ফর্ম
পিএমএসবিওয়াই এর আবেদনের জন্য আপনি সরকারী সাইট ‘জনসুরক্ষা’ তে গিয়ে আবদনপত্র পিডিএফ ডাউনলোড করতে পারেন। সাধারনের সুবিধার জন্য ফর্মটি যথাক্রমে বাংলা, ইংরেজি, গুজরাটি, হিন্দি, কানাড়া, পাঞ্জাবি এবং তেলেগু ভাষায় দেওয়া হয়েছে। এছাড়া আপনি প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা ফর্ম ক্লিক করে সরাসরি ফর্মের পেজে যেতে পারেন এবং সুবিধামত ফর্ম ডাউনলোড করতে পারেন।
আবেদনপত্রটি যথাযত ভাবে পূরণ করে এবং আধার কার্ড বা অন্য কেওয়াইসি জেরক্স সহ আপনি পোস্ট অফিস বা ব্যাঙ্কে যেখানে সেভিংস অ্যাকাউন্ট আছে সেখানে জমা করে এই যোজনার আবেদন করতে পারেন।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা দাবী
পিএমএসবিওয়াই পলিসিধারকের কোন দুর্ঘটনার ক্ষেত্রে বীমার দাবী জানাতে নিম্নলিখিত উপায় অনুসরন করুনঃ
- পলিসিধারক বা নমিনিকে সেই ব্যাঙ্ক বা পোস্ট অফিসে যেতে হবে যেখান থেকে পলিসিটি কেনা হয়েছে।
- সেখান থেকে একটি বীমা দাবীর ফর্ম সংগ্রহ করতে হবে। সেই ফর্মে দুর্ঘটনার সময়, স্থান ও দুর্ঘটনার প্রকৃতি সহ অন্যান্য তথ্য যথাযত ভাবে পূরণ করতে হবে।
পিএমএসবিওয়াই দাবীর ফর্ম জনসুরক্ষা ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করতে পারেন অথবা PMSBY দাবী ফর্মটি বাংলা ভাষায় সরাসরি ডাউনলোড করতে ক্লিক করুন প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা দাবী ফর্ম (বাংলা) এবং ইংরেজি ভাষার জন্য ক্লিক করুন প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা দাবী ফর্ম (ইংরেজি)।
- দাবী ফর্মের সাথে অক্ষমতার নথি অন্যথায় পলিসিধারকের মৃত্যুর ক্ষেত্রে ডেথ সার্টিফিকেটের জেরক্স সহ ফর্মটি জমা করতে হবে।
- ফর্ম জমা হওয়ার পর তা যাচাই করা হবে এবং নথিগুলি সঠিক প্রমাণিত হলে দাবীর পরিমাণ নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা নমিনির ক্ষেত্রে ফর্মে উল্লেখ করা অ্যাকাউন্টে স্থানান্তর করে দাবী নিষ্পত্তি করা হবে।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা অনলাইন আবেদন
নিম্নলিখিত পদ্ধতিতে আপনি এসবিআই -তে অনলাইন পিএমএসবিওয়াই আবেদন করতে পারবেনঃ
- আপনাকে এসবিআই পোর্টাল এ গিয়ে ‘কন্টিনিউ টু লগইন’ এ ক্লিক করে আইডি ও পাসওয়ার্ড এবং ক্যাপ্চা পূরণ করে লগইন বাটনে ক্লিক করতে হবে।
- এরপর আপনার রেজিস্টারড মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। সেইটি লিখে ‘সাবমিট’ বটনে ক্লিক করলে আপনার লগইন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।
- লগইন হওয়ার পর আপনাকে ওপরের মেনু থেকে ‘ই-সারভিসেস’ এ ক্লিক করে নিচে ‘মোর’ এ ক্লিক করতে হবে।
- এরপর আপনি ‘ই-সারভিসেস’ এর সম্পূর্ণ পেজটি দেখতে পাবেন, যেখানে আপনাকে ‘সোশ্যাল সিকিউরিটি স্কিম’ এ ক্লিক করতে হবে।
- এরপর সিলেক্ট স্কিম থেকে ‘প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা’ এবং নিচে আপনার অ্যাকাউন্ট নম্বরটিতে ক্লিক করে সাবমিট করতে হবে।
- এবার আপনার সিআইএফ নম্বরটি জানতে চাওয়া হবে। সেটি লিখে পুনরায় সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
- আপনার কাছে একটি বিস্তারিত তথ্যের ফর্ম খুলে যাবে যেখানে আপনাকে স্টেট, ডিস্ট্রিক, সাব-ডিস্ট্রিক, ভিলেজ বা গ্রাম, সিটি, পিন, জেন্ডার, ই-মেইল, আধার নম্বর এবং নমিনি ডিটেইলস লিখে সাবমিট করতে হবে।
- সাবমিট করার পর আপনি অ্যাপ্লিকেশনটির সাকসেসফুল ম্যাসেজ পাবেন এবং ₹২০/- টাকা পেমেন্টও আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে যাবে। আপনি যদি আপনার আবেদনের স্ট্যাটাস দেখতে চান তবে ‘ভিউ স্ট্যাটাস’ এ ক্লিক করে দেখতে পারেন। তবে অ্যাকনোলেজমেন্টের জন্যে খানিক সময় লাগে তারপর আপনি সেটি ডাউনলোড করতে পারবেন।
আপনার যদি অন্য কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকে তবে আপনি সেই ব্যাঙ্কের সাইট থেকেও লগইন করে অনুরুপ পদ্ধতিতে পিএমএসবিওয়াই আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে বিকল্পগুলির নাম ভিন্ন হতে পারে।
পিএমএসবিওয়াই সার্টিফিকেট ডাউনলোড
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা করা থাকলে বছর প্রতি আপনার অ্যাকাউন্ট থেকে ₹২০/- টাকা ডেবিট হয়ে এই বীমার অটো-রিনিউ হয়ে যাবে তাই সে ব্যাপারে গ্রাহকের বাড়তি করণীয় কিছু থাকে না। তবে বীমার সার্টিফিকেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটি ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানির ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।
নিম্নলিখিত পদ্ধতিতে আপনি PMSBY সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেনঃ
- ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানির দ্বারাই সমস্ত ব্যাঙ্কের ইন্সুরেন্স পরিচালিত হয় তাই আপনাকে ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানির ওয়েবসাইটে যেতে হবে। আপনি গুগলে সার্চ করেও এই সাইট খুলতে পারেন অথবা সরাসরি ক্লিক করুন ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
- সাইট খোলার পর ওপরের মেনুতে আপনি ‘প্রোডাক্টস’ দেখতে পাবেন এবং তার ভেতরে PMSBY তে ক্লিক করতে হবে।
- এরপর আপনি প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা সম্বন্ধীয় তথ্যের পেজে প্রবেশ করবেন যেখানে আপনি PMSBY সম্বন্ধীয় যাবতীয় তথ্যের পিডিএফ পাবেন এবং তার মধ্যে সবার ওপরে ‘ডাউনলোড PMSBY সার্টিফিকেট’ এ ক্লিক করতে হবে।
- এবার আপনি ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানির PMSBY পোর্টালে প্রবেশ করবেন। এখানে আপনাকে পলিসির বছর, আপনার ব্যাঙ্কের নাম এবং আধার বা প্যান অথবা যে ডকুমেন্টের নম্বরের ভিত্তিতে আপনি সার্টিফিকেটটি বের করতে চান তা লিখে ‘সার্চ’ এ ক্লিক করতে হবে।
- সার্চের পর যে পেজটি আসবে সেই পেজেই আপনি পলিসিধারকের নাম, জন্ম তারিখ, সার্টিফিকেট নম্বর, মোবাইল নম্বর, নমিনির নাম, নমিনির সম্পর্ক, অ্যাকাউন্ট নম্বর এবং সব শেষে ‘জেনারেট সার্টিফিকেট’ লিঙ্ক দেখতে পাবেন যেখানে ক্লিক করলেই পলিসির সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে।
পলিসির সার্টিফিকেটটি ১বছরের জন্য বৈধ থাকবে। প্রতি বছর জুন মাসে পলিসি পুনর্নবীকরণের সাথেই আপনি সার্টিফিকেটটি ডাউনলোড করে রাখতে পারেন।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা (PMSBY) এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা (PMJJBY) তুলনা
ভারত সরকার ২০১৫ সালে নাগরিকদের কল্যাণে তিনটি যোজনা চালু করেছিল, যা কোন অপ্রত্যাশিত ঘটনা এবং আর্থিক অনিশ্চয়তা থেকে মানুষের জীবনকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে। এই যোজনা তিনটি হোল যথাক্রমে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা (PMSBY), প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা (PMJJBY) এবং অটল পেনশন যোজনা (APY)।
নিচে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার তুলনা করা হলঃ
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা (PMSBY) | প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা (PMJJBY) |
এটি একটি দুর্ঘটনাজনিত বীমা | এটি একটি জীবন বীমা |
যোগ্যতার বয়সসীমা হোল ১৮ বছর থেকে ৭০ বছর | যোগ্যতার বয়সসীমা হোল ১৮ বছর থেকে ৫৫ বছর |
দুর্ঘটনায় মৃত্যু বা সম্পূর্ণ স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে কভারেজের পরিমাণ ₹২ লক্ষ টাকা এবং আংশিক স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ₹১ লক্ষ টাকা | যে কোন ধরণের মৃত্যুর ক্ষেত্রেই কভারেজের পরিমাণ ₹২ লক্ষ টাকা |
প্রিমিয়ামের পরিমাণ হোল বার্ষিক মাত্র ₹২০/- টাকা | প্রিমিয়ামের পরিমাণ হোল বার্ষিক ₹৪৩৬/- টাকা |
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা সম্পর্কিত প্রশ্ন (FAQ)
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা (PMSBY) কি?
এটি একটি দুর্ঘটনা বীমা প্রকল্প, যা দুর্ঘটনার কারণে ঘটা মৃত্যু বা অক্ষমতার ক্ষেত্রে ₹২ লক্ষ টাকার কভারেজ প্রদান করে। এই বীমার কভারেজের সময় হোল এক বছর এবং এটি প্রতি বছর পুনর্নবীকরণ যোগ্য।
PMSBY এর প্রিমিয়াম কত?
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার প্রিমিয়াম হোল বার্ষিক মাত্র ₹২০/- টাকা, যা পলিসিধারকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ‘অটো-ডেবিট’ সুবিধার মাধ্যমে প্রতি বছর পলিসির পুনর্নবীকরণ হয়ে যাবে।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার সময়কাল কত?
PMSBY এর সময়কাল হোল ১লা জুন থেকে ৩১শে মে পর্যন্ত। তবে বছরের যে কোন সময় বার্ষিক প্রিমিয়াম প্রদানের মাধ্যমে এই বীমা কভারেজ নেওয়া যায়।
PMSBY এর বয়সসীমা কত?
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় বয়সসীমা হোল ১৮ বছর থেকে ৭০ বছর।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার সুবিধাগুলি কি কি?
PMSBY এর অন্যতম সুবিধা হল যে এই পলিসির বার্ষিক পিমিয়াম হোল মাত্র ₹২০/- টাকা এবং কোন দুর্ঘটনায় সম্পূর্ণ অক্ষমতা বা মৃত্যুর ক্ষেত্রে ₹২ লক্ষ টাকা বীমা কভারেজ, এছাড়া আংশিক অক্ষমতার ক্ষেত্রেও ₹১ লক্ষ টাকা বীমা কভারেজ পাওয়া যায়।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় যোগ্য কারা?
PMSBY -তে অংশগ্রহণকারী ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ১৮ থেকে ৭০ বছর বয়সের সমস্ত ব্যক্তিগত (একক বা যৌথ) অ্যাকাউন্টধারী যোগদানের অধিকারী। একজন ব্যক্তির একাধিক অ্যাকাউন্টের ক্ষেত্রে, শুধুমাত্র একটি ব্যাঙ্ক বা পোস্ট অফিস অ্যাকাউন্টের মাধ্যমেই এই যোজনায় যোগদান করা যাবে।
PMSBY সার্টিফিকেট কি ভাবে ডাউনলোড করবো?
PMSBY সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনাকে ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানির ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘প্রোডাক্টস’ এর ভেতর PMSBY তে ক্লিক করতে হবে। এরপর সবার ওপরে ‘ডাউনলোড PMSBY সার্টিফিকেট’ এ ক্লিক করতে হবে।
PMSBY কভারেজের অর্থ কি ভাবে পাওয়া যাবে?
PMSBY পলিসিধারকের দুর্ঘটনায় অক্ষমতার ক্ষেত্রে বীমা কভারেজের অর্থ গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠান হবে এবং পলিসিধারকের মৃত্যুর ক্ষেত্রে তাঁর নমিনি বা আইনগত উত্তরাধিকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বীমার অর্থ পাঠান হবে।
PMSBY স্কিম ছেড়ে যাওয়া ব্যক্তি কি পুনরায় যোগদান করতে পারেন?
হ্যাঁ, পলিসিধারক যেকোন সময়ে এই স্কিম থেকে প্রস্থান করতে পারেন এবং পরবর্তীকালে বার্ষিক প্রিমিয়াম প্রদানের মাধ্যমে পুনরায় স্কিমে যোগদান করতে পারেন।
PMSBY তে যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে হোল্ডাররা কি সেই অ্যাকাউন্টের মাধ্যমে স্কিমে যোগ দিতে পারবেন?
একটি যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে সমস্ত হোল্ডাররা এই স্কিমে যোগ দিতে পারবেন যদি তারা যোগ্যতার মানদণ্ড পূরণ করেন এবং প্রত্যেকে বার্ষিক ₹২০/- টাকা করে প্রিমিয়াম প্রদান করে।