আধার কার্ড মোবাইল নম্বর চেক | আধার কার্ডের মোবাইল নম্বর কি ভাবে আপডেট করবেন জানুন!

Updated on September 28th, 2024 ||

আধার কার্ড বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্ড, তাই এই কার্ডের ডিটেলসগুলি আপডেটেড রাখাও তেমনই গুরুত্বপূর্ণ। তবে এটাও ঠিক যে যেহেতু প্রতিনিয়ত আপডেট করার প্রয়োজন পরে না, শুধুমাত্র তথ্যে কোন পরিবর্তনের ক্ষেত্রেই আমাদের আপডেট করতে হয় তাই প্রায়শই আমাদের মনেই থাকে না যে আধার কার্ডের সাথে কোন মোবাইল নম্বর বা ই-মেইল আইডিটি লিংক করা হয়েছিল।

বর্তমানে সরকারী পরিষেবাগুলির সুবিধা পাওয়ার ক্ষেত্রে যেমন রেশন, স্কলারশিপ, সাবসিডি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের টাকা পেতে, সরকারী পোর্টালগুলির অনলাইন সুবিধাগুলি পাওয়ার ক্ষেত্রে আধার কার্ডের ওটিপি ভেরিফিকেশন বাধ্যতামূলক। এছাড়া আধার অ্যাপ mAadhaar ব্যবহারের ক্ষেত্রেও আপনার আধার নিবন্ধিত মোবাইল নম্বরটি প্রয়োজন হবে।

যদিও প্রায় সমস্ত আধারধারকেরই আধার কার্ডের সাথে মোবাইল নম্বরের লিংক করা রয়েছে তবে একাধিক মোবাইল নম্বরের ক্ষেত্রে বা মোবাইল নম্বর পরিবর্তন হলে অনেক সময়ই পরে খেয়াল থাকে না যে আদৌ আধার যুক্ত মোবাইল নম্বরটি আপডেট করা হয়েছিল কি না এবং এই বিষয়টি এতটাই বেশি পরিমাণে ঘটে থাকে যে ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’ (UIDAI) পোর্টালে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর এবং ই-মেল আইডিটি যাচাই করার জন্য একটি আলাদা পেজের ব্যবস্থা করেছে।

আপনার আধার কার্ডের সাথে কোন মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে এবং তা আপনি কিভাবে যাচাই করবেন সেই সম্পূর্ণ প্রক্রিয়াই এই নিবন্ধে বিস্তারিত দেওয়া হল।

ভোটার কার্ড আধার কার্ড লিংক

আধার কার্ড মোবাইল নম্বর চেক

আধারের সাথে যুক্ত মোবাইল নম্বরটি আপনি বেশ কয়েকটি পদ্ধতির মাধ্যমেই চেক করতে পারবেন, নিচে সেগুলি উল্লেখ করা হল।

প্রথম পদ্ধতিঃ

নিম্নলিখিত পদ্ধতিতে আপনি UIDAI পোর্টাল থেকে আপনার আধারের সাথে কোন মোবাইল নম্বরটি লিংক করা আছে তা সহজেই যাচাই করতে পারবেনঃ

  • আপনাকে myaadhaar এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে।
  • হোম পেজের নিচে সার্ভিসেস সেকশন থেকে ‘Check Aadhaar Validity’ তে ক্লিক করতে হবে।
check aadhaar validity
  • এই পেজে আপনাকে ১২ সংখ্যার আধার নম্বরটি লিখে ও ক্যাপচা পূরণ করে ‘Proceed’ এ ক্লিক করতে হবে।
enter aadhaar verification
  • তাহলেই আধার ভেরিফিকেশনের কিছু তথ্য দেখা যাবে যেমন বয়স, জেন্ডার, স্টেট এবং মোবাইল নম্বর। এই ভেরিফিকেশনের জন্য কোন রকম লগইন করার প্রয়োজন নেই তাই সিকিউরিটির কারনে মোবাইল নম্বরটি মাস্ক করা থাকবে, তবে শেষ তিনটি সংখ্যা থেকে আধারধারক নিশ্চয়ই তার মোবাইল নম্বরটি চিনতে পারবেন।
  • এই পদ্ধতিতে আধার চেক করার আরও একটি সুবিধা হল যে এক্ষেত্রে আধার ভ্যালিডিটির স্ট্যাটাসটি আপনি জানতে পারেন এবং যদি আধার আপডেট করার প্রয়োজন থাকে সেটিও ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যেমন নিচের উদাহরনের ক্ষেত্রে দেখতে পাবেন এখানে পরিচয় প্রমান ও ঠিকানা প্রমান আপডেট করতে বলা হয়েছে।
myaadhaar aadhaar verification 1

দ্বিতীয় পদ্ধতিঃ

আপনি পোর্টাল থেকে আরও একটি পদ্ধতিতে আধার মোবাইল নম্বর চেক করতে পারবেন, সেক্ষেত্রে-

  • আপনাকে myaadhaar এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে।
  • হোম পেজের নিচে সার্ভিসেস সেকশন থেকে ‘Verify Email / Mobile’ তে ক্লিক করতে হবে।
myaadhaar verify email mobile
  • এরপরের পেজে আপনাকে আধার ও মোবাইল নম্বরটি লিখে এবং ক্যাপচা পূরণ করে সাবমিট করতে হবে।
myaadhaar mobile verify
  • তাহলেই একটি পপ্‌আপ ম্যাসেজের মাধ্যমে আপনার চেক করা মোবাইল নম্বরটি ঠিক কি না তা বলে দেবে।
myaadhaar mobile verified

তৃতীয় পদ্ধতিঃ

এছাড়া আপনি mAadhaar অ্যাপের মাধ্যমেও আধার কার্ড মোবাইল নম্বর চেক করতে পারেন।

আধার কার্ড মোবাইল নম্বর আপডেট

এবার দেখে নেওয়া যাক আপনি আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বরটি আপডেট করবেন কি করে।

আধারের সাথে যুক্ত যে কোন তথ্য আপডেট করার ক্ষেত্রেই বর্তমানে আপনাকে আধার সেন্টার যেতে হবে, তবে সেজন্য যাতে আপনাকে লম্বা লাইনে দীর্ঘ সময় অপেক্ষা না করতে হয় তাই UIDAI এর পোর্টালেই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করার সুবিধা রয়েছে। আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করার পর সেই নির্দিষ্ট সময় মতো আধার কেন্দ্রে যেতে হবে এবং খুব কম সময়ের মধ্যেই আপডেটের কাজটি করা সম্ভব হবে।

নিম্নলিখিত পদ্ধতিতে আপনি আধার কার্ড মোবাইল নম্বর আপডেট করাতে পারবেনঃ

  • আপনাকে myaadhaar এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে।
  • হোম পেজের নিচে সার্ভিসেস সেকশন থেকে ‘Book an Appointment’ তে ক্লিক করতে হবে।
book an appointment
  • এরপরের পেজে আপনাকে ‘Book an Appointment at UIDAI run Aadhaar Seva Kendra’ থেকে লোকেশন সিলেক্ট করতে হবে। তবে ‘Select City/Location’ থেকে যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে বড় শহরের UIDAI দ্বারা পরিচালিত আধার কেন্দ্রগুলি দেখাবে। আপনি ‘Book an Appointment at Registrar run Aadhaar Seva Kendra’ থেকে বাড়ির কাছের আধার রেজিস্টার কেন্দ্র থেকে যদি করাতে চান তাহলে নিচের ‘Proceed to Book Appointment’ বাটনে ক্লিক করতে হবে।
aadhaar seva book appointment
  • এরপর আপনাকে মোবাইল নম্বর ও ক্যাপচা পূরণ করে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে লগইন করতে হবে।
  • লগইন করার পর ‘Update Adhaar’ এর ওপর ক্লিক করতে হবে।
update aadhaar
  • এরপরের পেজে আপনি আধার কার্ডের যা যা আপডেট করতে চান সেগুলি টিক করে ‘Proceed’ এ ক্লিক করতে হবে।
  • আপনি যেগুলি টিক করবেন পরের পেজে সেইগুলি এডিট করতে পারবেন। আপনাকে নতুন মোবাইল নম্বরটি লিখে ‘Save & Proceed’ এ ক্লিক করতে হবে।
  • এরপর ফর্মটি সাবমিট করলেই আপনার এপ্লিকেশনটি তৈরি হয়ে যাবে এবং আপনি একটি অ্যাপয়েন্টমেন্ট আইডি পাবেন।
aadhaar card appointment book
  • এবার আপনাকে ‘Book Appointment’ এ ক্লিক করে প্রথমে আধার কেন্দ্রটি সিলেক্ট করতে হবে। আপনি ‘Search By Center Name‘ এর সাহায্যে আধার কেন্দ্র সার্চ করতে পারেন অথবা ‘Search By Pincode’ এর মাধ্যমে আপনার বাড়ির কাছের লোকেশনের আধার রেজিস্টার কেন্দ্রটি খুঁজতে পারেন।
  • এরপর আপনার কাছে একটি ক্যালেন্ডার খুলে যাবে যেখানে ইতিমধ্যেই বুক করা দিনগুলি লাল রঙে এবং বাকিগুলি সবুজ রঙে দেখা যাবে। আপনাকে সবুজ রঙের তারিখগুলি থেকে একটি সুবিধামত দিন ও নিচে উপলব্ধ একটি সময় বেছে নিয়ে ফর্মটি ‘Submit’ করতে হবে। আপনার অ্যাপয়েন্টমেন্টটি বুক করা হলে সেটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে, আপনি তা প্রিন্ট করে সঙ্গে নিয়ে যাবেন।

আধার কার্ড মোবাইল নম্বর চেক সম্পর্কিত প্রশ্ন

আধার কার্ডের মোবাইল নম্বর আপডেট করতে কত টাকা চার্জ লাগে?

আধার কার্ডের প্রতিটি আপডেটের ক্ষেত্রে আপনাকে বর্তমানে ৫০/- টাকা করে চার্জ দিতে হয়।

আধার মোবাইল নম্বর আপডেট করতে কি কি নথি প্রয়োজন?

আধারের মোবাইল নম্বর আপডেট করতে কোন অতিরিক্ত নথির প্রয়োজন নেই, শুধু মোবাইল নম্বরটি সাথে থাকলেই হবে। আপনাকে নিকটস্থ আধার সেবা কেন্দ্রে গিয়ে মোবাইল নম্বরটি আপডেট করাতে হবে।

আধার রেজিস্টার্ড কেন্দ্র কিভাবে খুঁজে পাওয়া যাবে?

আপনাকে myaadhaar এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে এবং হোম পেজেই , ‘Locate Enrolment Center’ এ ক্লিক করতে হবে। এই পেজে আপনি জায়গার নাম বা পিনকোডের সাহায্যে আধার সেন্টার সার্চ করতে পারবেন।

একটি আধার কার্ডের সাথে কতগুলি মোবাইল নম্বর লিঙ্ক করা যায়?

একটি আধার কার্ডের সাথে শুধুমাত্র একটি মোবাইল নম্বরই লিঙ্ক করা যেতে পারে।

একটি মোবাইল নম্বরের সাথে কতগুলি আধার কার্ড লিঙ্ক করা যায়?

UIDAI গাইডলাইন অনুযায়ী একটি মোবাইল নম্বরের সাথে লিঙ্ক করা আধারের উপর কোনও বিধিনিষেধ নেই।

Leave a Comment