স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস চেক ২০২৩-২৪

Updated on April 25th, 2024 ||

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হল পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ এবং প্রতি বছর এই স্কলারশিপে লক্ষাধিক ছাত্র ছাত্রীরা আবেদন করে থাকে। এই স্কলারশিপের জন্য মাধ্যমিকের পর একাদশ ক্লাসে ভর্তি হওয়া থেকে গ্র্যাজুয়েশনের পরবর্তী বিভিন্ন প্রফেশনাল কোর্সের ভর্তির ক্ষেত্রেও আবেদন করা যায় এবং বছরে ১২,০০০/- থেকে ৬০,০০০/- টাকা পর্যন্ত স্কলারশিপের অর্থ পাওয়া যায়।

যে সকল স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা চলতি ২০২৩-২৪ অর্থ বর্ষে স্কলারশিপের আবেদন করেছিল তাদের বেশীর ভাগই টাকা ক্রেডিট হয়ে গেছে। তবে যে সমস্ত পড়ুয়াদের এখনও টাকা ঢোকা বাকি আছে তারা স্বাভাবিক ভাবেই চিন্তায় রয়েছে এবং তাদের বিভিন্ন স্ট্যাটাসের কি অর্থ এবং সেক্ষেত্রে কি করতে হবে তা নিয়ে এই নিবন্ধে বিস্তারিত আলোচনা করা হল।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন অনলাইনে পোর্টালের মাধ্যমেই একমাত্র করা সম্ভব এবং আবেদনের পর নিম্নলিখিত স্ট্যাটাসগুলি দেখা যাবে।

  • আবেদনের পর প্রথমে ‘Application Submitted‘ স্ট্যাটাসটি দেখা যাবে।
  • তার কিছুদিন পর চেক করলে ‘Application Forwarded by HOI’ স্ট্যাটাসটি দেখা যাবে যার অর্থ হল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের দ্বারা আবেদনপত্রটি ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে।
  • এরপর মাস খানেক মতো সময় লাগতে পারে পরবর্তী ‘Application Approved’ স্ট্যাটাস আসার জন্য কারন সমস্ত রকম ভেরিফিকেশনের পর তবেই এপ্লিকেশনটি অ্যাপ্রুভড করা হয়ে থাকে। সেক্ষেত্রে নতুনদের আবেদনগুলি আগে প্রসেস করা হয় তারপর রিনুয়ালদেরগুলি করা হয় বলে রিনুয়ালদের ক্ষেত্রে টাকা পেতে দেরি হয়।
  • ‘Application Approved (Scholarship Amount Not Disbursed Yet)’ স্ট্যাটাসের অর্থ হল আবেদনপত্রটি ফেরিফাই এবং অ্যাপ্রুভড হয়ে গেছে কিন্তু ফান্ড পর্যাপ্ত না থাকার কারনে টাকা ছাড়া হয়নি। এক্ষেত্রে ফান্ডের যোগান হলেই আগে তারা টাকা পেয়ে যাবে তাই চিন্তার কোন কারন নেই।
  • যারা নতুন কিন্তু শিক্ষা ক্ষেত্রে ১-২ বছরের ব্যবধান বা ইয়ার গ্যাপ থাকা ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে ভেরিফিকেশনের আগে স্ট্যাটাস ‘Application Rejected (Pending Approval from Department)’ দেখাতে পারে তবে সেক্ষেত্রে বিকাশ ভবন থেকেই কিছুদিন অপেক্ষা করতে বলা হয়েছে তাই চিন্তা করার কিছু নেই এবং ভেরিফিকেশনের পর তাদের অ্যাপ্রুভড হয়ে যাবে অথবা স্ট্যাটাস পরিবর্তন হয়ে নতুন ম্যাসেজ দেখাবে। 
  • রিনুয়ালদের ক্ষেত্রে অনেক সময় ‘Application Rejected (HOI Verification Certificate Is Not In Order)’ স্ট্যাটাসটি দেখাতে পারে, সেক্ষেত্রে ‘Utilization Certificate’ এবং ‘Self Declaration Form’  জমা করা আবশ্যিক। যারা আগে রিনুয়ালের জন্য আবেদন করেছিল তাদের অনেকেরই অ্যাপ্রুভড হয়ে গেছে কিন্তু পরে আবেদন করে থাকলে তাদের ক্ষেত্রে অবশ্যই সার্টিফিকেট ও ফর্মটি ডাউনলোড করে তাতে HOI এর সই করানোর পর আপলোড করতে হবে। ‘Utilization Certificate’ এর সাথেই সেমিস্টারের রেজাল্ট একসাথে স্ক্যান করে একটি ফাইল করে আপলোড করতে হবে, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ফাইল সাইজ যেন 1MB এর মধ্যে হয়।
  • যাদের ভেরিফিকেশন এবং অ্যাপ্রুভড হয়ে গেছে তাদের টাকা ছাড়া হলে বা অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেলে সেক্ষেত্রে ‘Application Sanctioned (Scholarship Amount Disbursed)’ স্ট্যাটাসটি দেখা যাবে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর টাকা কবে ঢুকবে

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস চেক

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করার পর স্ট্যাটাস চেক করাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারন তাহলেই আপনি জানতে পারবেন যে আপনার আবেদনটি কোন স্টেজে পৌঁছেছে এবং সেই মতো প্রয়োজনীয় স্টেপ নিতে পারবেন। 

আপনি নিম্নলিখিত পদ্ধতিতে অফিসিয়াল পোর্টাল থেকে স্ট্যাটাস চেক করতে পারেনঃ

  • আপনাকে অফিসিয়াল পোর্টাল svmcm.wbhed.gov.in এ যেতে হবে।
  • হোম পেজের মেনুর ডানদিকে ‘Applicant Login’ এ ক্লিক করতে হবে।
  • এরপর একটি পপ্‌আপ খুলবে যেখানে ‘Applicant Id’, ‘Password’ দিয়ে ও ক্যাপচা পূরণ করে লগইন করতে হবে। পাসওয়ার্ডটি রেজিস্ট্রেশনের সময় সেট করা হয়ে থাকে তাই ভুলে গেলে ইমেইল বা এসএমএস এ পাওয়া যাবে।
swami vivekananda scholarship signin
  • লগইন করার পরই আপনি স্ট্যাটাসটি দেখতে পাবেন। আবেদন করার পর থেকে টাকা পাওয়া পর্যন্ত মাস দুই সময় লাগতে পারে, তাই আপনাকে অপেক্ষা করতে হবে এবং স্ট্যাটাসটি চেক করে দেখতে হবে, যেখানে ‘Application Sanctioned (Scholarship Amount Disbursed)’ হলে তবেই আপনি টাকা পাবেন।
swami vivekananda scholarship status check svmcm
  • আপনি ওপরের ‘Track Application’ বাটনে ক্লিক করে স্ট্যাটাসের ডিটেলস্‌টি চেক করতে পারবেন।
swami vivekananda scholarship application status svmcm

Leave a Comment