আধার কার্ড হল বর্তমানে ভারতের সবচেয়ে প্রচলিত এবং গুরুত্বপূর্ণ পরিচয় নথি এবং একই সাথে এটি হল দেশের নাগরিকদের জন্য ডিজিটাল পরিকাঠামোরও ভিত্তি। তাই এই আধার ডেটার নির্ভুলতা এবং নিরাপত্তা বজায় রাখার জন্য নাগরিকদের ব্যক্তিগত তথ্যের পরিবর্তনের সাথে আধার বিবরণ আপডেট করাও অত্যন্ত প্রয়োজনীয়।
‘আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশনস, ২০১৬’ অনুসারে আধার তালিকাভুক্তির তারিখ থেকে প্রতি ১০ বছর পূর্ণ হওয়ার পরে আধারধারক তার পরিচয় প্রমাণ (PoI) এবং ঠিকানার নথির প্রমাণ (PoA) আপডেট করতে পারেন যা, আধার সম্পর্কিত জালিয়াতি রোধ করতে এবং সঠিক জনসংখ্যা সংক্রান্ত তথ্য নির্ধারণ করতে সহায়তা করবে।
এই নিবন্ধে, আধার আপডেট সংক্রান্ত বিশদে তথ্য দেওয়া হল এবং পাঠকদের অনুরোধ করা হচ্ছে যে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সম্পূর্ণ নিবন্ধটি খুঁটিয়ে পড়ার জন্য এবং আশা করা যায় পাঠকরা তাদের আধার কার্ড আপডেট সম্বন্ধীয় যাবতীয় তথ্যের সন্ধান পাবেন।
আধার কার্ড আপডেটের গুরুত্ব
আধার কার্ড বর্তমানে যে কোন গুরুত্বপূর্ণ কাজে কেওয়াইসি নথি রূপে ব্যবহৃত হয়ে থাকে এবং এই কার্ডে আমাদের বায়োমেট্রিক ডেটা যেমন আঙ্গুলের ছাপ এবং আইরিস স্ক্যান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্যগুলি সংরক্ষিত রয়েছে, তাই এই কার্ড আপডেট রাখা অত্যন্ত আবশ্যিক কারন তা না করা হলে যে কোন কেওয়াইসি ভেরিফিকেশনের সময় সরকারী নথিতে অসঙ্গতির কারনে আপনাকে খুব স্বাভাবিক রুপেই বিভিন্ন ধরণের অসুবিধার সম্মুখীন হতে হবে।
আপনার ফোন নম্বর, ঠিকানা বা অন্য যে কোন তথ্যের পরিবর্তনের ক্ষেত্রে, এছাড়া ১০ বছর পূর্ণ হওয়া আধার কার্ডের ক্ষেত্রে তা পুনরায় আপডেট করা আবশ্যিক।
আধার কার্ড আপডেট লাস্ট ডেট
বর্তমানে আপনি myAadhaar পোর্টালে গিয়ে অনলাইনে বিনামূল্যে আপনার আধার কার্ড আপডেট করতে পারবেন এবং বিনামূল্যে আধার আপডেটের শেষ তারিখ আগে ছিল ১৪ই মার্চ ২০২৪ পর্যন্ত, পরে তা বাড়িয়ে করা হয় ১৪ই জুন ২০২৪। এই নির্দিষ্ট সময়সীমার পরে আপনাকে ফি প্রদান করে আধার কার্ডে আপনার পরিচয় প্রমান এবং ঠিকানার নথির প্রমাণ আপডেট করতে হবে।
আধার কার্ড আপডেট করতে কি কি লাগে
আধার কার্ড আপডেট করার জন্য পরিচয় প্রমাণ (PoI) রূপে আপনি নীচের নথিগুলির যে কোন একটি myAadhaar পোর্টালে আপলোড করতে পারবেনঃ
রেশন কার্ড | ভোটার কার্ড | প্যান কার্ড |
ভারতীয় পাসপোর্ট | ST/SC/OBC শংসাপত্র | বিয়ের রেজিস্ট্রি সার্টিফিকেট |
কিষাণ পাসবুক | ছবি সহ স্বীকৃত শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় দ্বারা জারি করা মার্কশিট/শংসাপত্র | ছবি সহ স্কুল ছাড়ার সার্টিফিকেট/স্কুল ট্রান্সফার সার্টিফিকেট |
পেনশনার ফটো আইডেন্টিটি কার্ড, পেনশন পেমেন্ট অর্ডার বা মেডি-ক্লেম কার্ড | ড্রাইভিং লাইসেন্স | ফ্রিডম ফাইটার কার্ড |
প্রতিবন্ধী মেডিকেল সার্টিফিকেট বা প্রতিবন্ধী পরিচয়পত্র | ট্রান্সজেন্ডার পরিচয়পত্র | NREGS এর জব কার্ড |
আধার আপডেট করতে ঠিকানার প্রমাণপত্র (PoA) রূপে আপনি নীচের নথিগুলির যে কোন একটি ব্যবহার করতে পারবেনঃ
ভোটার কার্ড | ড্রাইভিং লাইসেন্স | প্যান কার্ড |
রেশন কার্ড | বাণিজ্যিক ব্যাংক বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা পাসবুক | NREGS এর জব কার্ড |
বিদ্যুৎ, জল, গ্যাস বা টেলিফোন বিল (তিন মাসের বেশি পুরনো নয়) | কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প (CGHS) কার্ড | ক্রেডিট কার্ড স্টেটমেন্ট (তিন মাসের বেশি পুরনো না) |
বৈধ ভাড়া, লিজ বা লাইসেন্স চুক্তি | এমপি, এমএলএ, এমএলসি, মিউনিসিপ্যাল কাউন্সিলর, গ্রুপ ‘এ’ বা ‘বি’ গেজেটেড অফিসার, ইপিএফও অফিসার বা তহসিলদার দ্বারা UIDAI স্ট্যান্ডার্ড সার্টিফিকেট ফরম্যাটে জারি করা শংসাপত্র | সম্পত্তি করের রসিদ (এক বছরের বেশি পুরনো নয়) |
জীবন বা চিকিৎসা বীমা পলিসি (এক বছরের বেশি পুরানো নয়) | ফ্রিডম ফাইটার কার্ড | কিষাণ পাসবুক |
আধার কার্ড আপডেট অনলাইন
নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি myAadhaar পোর্টালে আপনার পরিচয়ের প্রমাণ এবং ঠিকানা নথির প্রমাণ আপডেট করতে পারবেনঃ
- আপনাকে myAadhaar পোর্টালে যেতে হবে।
- ‘Login’ এ ক্লিক করে আপনার আধার নম্বর, ক্যাপচা কোড লিখুন এবং ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে লগইন করতে হবে।
- লগইন করার পর হোম পেজের ‘Document Update’ এ ক্লিক করতে হবে।
- এরপরের পেজে একটি ডেমোগ্রাফিক ভাবে দেখান হয়েছে যে আপনাকে কিভাবে ডকুমেন্টগুলি আপলোড করতে হবে। এই পেজে আপনাকে ‘Next’ এ ক্লিক করতে হবে।
- এরপর আপনাকে ‘প্রুফ অফ আইডেন্টিটি’ (PoI) এবং ‘প্রুফ অফ অ্যাড্রেস’ (PoA) ডকুমেন্টসগুলি JPG, PNG অথবা PDF ফরম্যাটে আপলোড করতে হবে।
- আপনি ‘Download Acknowledgement’ এ ক্লিক করে অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করতে পারবেন। এই PDF ফাইলে একটি ‘সার্ভিস রিকোয়েস্ট নাম্বার’ (SRN) থাকবে যা থেকে আপনি আপনার ডকুমেন্ট আপডেট স্ট্যাটাস ট্র্যাক করতে পারেন।
আধার কার্ড আপডেট ফর্ম
আধার কার্ডের তথ্য সংশোধনের ক্ষেত্রে এটি জেনে রাখা গুরুত্বপূর্ণ যে, আপনি অনলাইনে myAadhaar পোর্টাল থেকে ফি প্রদানের মাধ্যমে শুধুমাত্র আপনার ঠিকানা আপডেট করতে পারবেন, কিন্তু বায়োমেট্রিক আপডেট এবং অন্যান্য বিবরণ, যেমন নাম, লিঙ্গ, জন্ম তারিখ, ইমেল আইডি এবং ফোন নম্বর আপডেট করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিকটতম আধার কেন্দ্রে যেতে হবে।
নিম্নলিখিত উপায় আপনি আধার কেন্দ্রে গিয়ে আধার কার্ড আপডেট করতে পারবেনঃ
- আপনাকে নিকটবর্তী আধার কেন্দ্রে যেতে হবে এবং আধার কার্ড আপডেট ফর্ম পূরণ করতে হবে। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে আপনাকে সঠিক তথ্যগুলি ফর্মে লিখতে হবে অর্থাৎ আপনার আধারে উল্লিখিত কোন ভুল তথ্য ফর্মে লিখবেন না।
- এরপর আপনার আধারের যে তথ্য সংশোধন করা হবে তার প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত কপি সংযুক্ত করে একসাথে জমা দিতে হবে।
- এছাড়া আপনাকে আধারের প্রতিটি সংশোধনের জন্য ৫০/- করে ফি দিতে হবে। তবে কিছু ক্ষেত্রে যেমন ফিঙ্গার প্রিন্ট বা আইরিশ আপডেটের ক্ষেত্রে ১০০/- টাকা করে ফি ধার্য করা হয়।
আধার কার্ড আপডেট করার গুরুত্বপূর্ণ বিষয়গুলি
আধার আপডেট করার সময় আপনাকে যে বিষয়গুলি মনে রাখতে হবে তা নীচে উল্লেখ করা হলঃ
- আপনি যে তথ্যগুলি সংশোধন করছেন তা অবশ্যই সঠিক এবং সাথে স্ব-প্রত্যয়িত যথাযথ নথি ফর্মের সাথে সংযুক্ত করছেন।
- আধার কার্ড সংশোধনের ক্ষেত্রে অবশ্যই ‘আপডেট রিকোয়েস্ট নাম্বার’ (URN) টি সুরক্ষিত রাখবেন কারণ এর মাধ্যমেই আপনি আধার কার্ডের স্ট্যাটাসটি ট্র্যাক করতে পারবেন।
- আপনার মোবাইল নম্বরটি যদি পরিবর্তিত হয়ে থাকে বা রেজিস্টার্ড না করা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নিকটতম আধার সেবা কেন্দ্রে যেতে হবে।
- সরকারী নথির ক্ষেত্রে বানান ভুলের বিষয়টি প্রায়শই দেখা যায় তাই আধারের মতো গুরুত্বপূর্ণ নথি আপডেটের সময় অবশ্যই বানানগুলি পুনরায় দেখে তা নিশ্চিত করুন।
- আধার সংশোধন ফর্মে সমস্ত বিবরণ বড় অক্ষরে লেখা উচিৎ।
আধার কার্ড আপডেট রিজেক্টেড
আধার কার্ড আপডেট অথবা সংশোধনের সময় কিছু ক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল হতে পারে, নিচে তার সম্ভাব্য কারনগুলি তালিকাবদ্ধ করা হলঃ
- আধার আপডেট রিজেক্ট হওয়ার সর্বাধিক কারন হল যে ফর্মের সাথে যথাযথ নথি সংযুক্ত না করা, ফলস্বরূপ সঠিক নথির অনুপস্থিতির কারনে আপডেট বা সংশোধনের কাজটি করা সম্ভব হবে না।
- যদি ফর্মে উল্লিখিত বিবরণের সাথে সংযুক্ত নথির বিবরণ না মেলে, সেক্ষেত্রেও আধার আপডেটের আবেদনটি বাতিল হয়ে যাবে।
- এছাড়া আধার আপডেটের ফর্মটি যথাযথ ভাবে পূরণ না করা হলেও আবেদনটি বাতিল হতে পারে।
আধার কার্ড আপডেট সম্পর্কিত প্রশ্ন
আধার কার্ড আপডেট করা কি বাধ্যতামূলক?
আধার কার্ড আপডেট যদিও বাধ্যতামূলক নয়, তবে ‘আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশনস, ২০১৬’ অনুযায়ী ১০ বছর পুরনো আধার কার্ডগুলির ক্ষেত্রে আধারধারকদের পরিচয় এবং ঠিকানা প্রমান পুনরায় আপলোড করার মাধ্যমে আধার আপডেট করতে অনুরোধ করা হয়েছে।
অনলাইনে কি আধার কার্ডের DOB পরিবর্তন করা যায়?
না, আপনাকে আধার কার্ডে DOB পরিবর্তন করার জন্য আধার কেন্দ্রে যেতে হবে, তবে আপনি অনলাইনে আপনার প্রয়োজনীয় তথ্য প্রমান আপলোড করে DOB পরিবর্তন করার আবেদনটি করে রাখতে পারেন ও অ্যাপয়েন্টমেন্ট বুক করে ও পরিবর্তনের চার্জ ৫০/- টাকা আপনাকে অনলাইনে পে করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি নিয়ে নির্দিষ্ট দিনে আধার কেন্দ্রে যেতে হবে।
অনলাইনে কি আধার কার্ড আপডেট করা যায়?
হ্যাঁ, আপনি myAadhaar পোর্টালে গিয়ে ‘Document Update’ এ ক্লিক করে ‘প্রুফ অফ আইডেন্টিটি’ (PoI) এবং ‘প্রুফ অফ অ্যাড্রেস’ (PoA) আপলোড করার মাধ্যমে আধার আপডেট করতে পারবেন। এছাড়া অনলাইনের মাধ্যমে আপনি ঠিকানা পরিবর্তন করতে পারবেন, যার জন্য আপনাকে আধার কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই, তবে পরিবর্তনের চার্জ স্বরূপ ৫০/- টাকা আপনাকে অনলাইনে পে করতে হবে।
আধার আপডেটের পরে কি আধার নম্বর বদলে যাবে?
না, তথ্য আপডেটের পরেও আপনার আধার নম্বর সর্বদা একই থাকবে।
আধার আপডেট বা কোন রকম সংশোধন হতে কতদিন সময় লাগে?
আধার আপডেট বা সংশোধনের জন্য আবেদনপত্র জমা দেওয়া থেকে তা UIDAI দ্বারা যাচাই ও প্রক্রিয়াকরণের জন্য সাধারণত ৩০ দিন মতো সময় লাগে।