ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল কি, কারা পাবে NSP Scholarship Bengali

ন্যাশনাল স্কলারশিপ (NSP) হল ভারত সরকারের অধিনস্ত একটি বৃত্তি প্রকল্প যেখানে প্রথম শ্রেণী থেকে শুরু করে পিএইচডি স্তর পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য প্রায় সকল ধরণের বৃত্তি প্রদান করে থাকে। এই প্রকল্পের অধীনে শিক্ষার্থীরা ₹১০,০০০ থেকে ₹৫০,০০০+ পর্যন্ত বৃত্তি পেতে পারেন। এনএসপি রেকর্ড অনুসারে, ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ সেপ্টেম্বর ২০২১ তারিখ পর্যন্ত প্রায় ২,৭৩১ কোটি টাকার বৃত্তি বিতরণ করা হয়েছে। এই নিবন্ধে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, কারা পাবে, কি কি যোগ্যতা প্রয়োজন, কি ভাবে অনলাইনে আবেদন করতে হয় ইত্যাদি সম্বন্ধীয় যাবতীয় তথ্য দেওয়া হল।

ন্যাশনাল স্কলারশিপ কি

ন্যাশনাল স্কলারশিপ (এনএসপিজি) প্রকল্পটি ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। এই প্রকল্পটি প্রাথমিকভাবে সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের স্নাতকোত্তর পড়াশোনা করার জন্য আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে চালু করা হয়েছিল। ন্যাশনাল স্কলারশিপ প্রথম শ্রেণী থেকে পিএইচডি স্তর পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য প্রায় সকল ধরণের বৃত্তি প্রদান করে থাকে।

এই ন্যাশনাল স্কলারশিপ সরকারী যে সকল বিভাগ দ্বারা পরিচালিত হয় তাদের মধ্যে রয়েছে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় (MOMA), প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন বিভাগ (DEPwD), সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয় (MSJE), শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় (MLE), উপজাতি বিষয়ক মন্ত্রণালয় (MTA), উচ্চ শিক্ষা বিভাগ (DHE) ইত্যাদি। 

ন্যাশনাল স্কলারশিপে বিভিন্ন ধরণের বৃত্তি প্রদান করে থাকে, সেগুলি হল যথাক্রমে কেন্দ্রীয় প্রকল্প, ইউজিসি প্রকল্প, এআইসিটিই প্রকল্প এবং রাজ্য প্রকল্প।

রাজ্য, কেন্দ্রীয় এবং ইউজিসি বৃত্তি প্রকল্পে আবেদনের জন্য এনএসপিজি হল প্রাথমিক প্ল্যাটফর্ম। শিক্ষার্থীরা এনএসপি ২.০ পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় প্রকল্পের জন্য আবেদন জমা দিতে পারে।

ঐক্যশ্রী স্কলারশিপ

ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল কি

ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল হল কেন্দ্রীয় সরকারের একটি অনলাইন পোর্টাল এবং এটি জাতীয় ই-গভর্নেন্স প্ল্যানের (NeGP) অধীনস্ত। এই পোর্টালের মাধ্যমেই সরকারি বৃত্তির জন্য শিক্ষার্থীদের আবেদন, প্রক্রিয়াকরণ, যাচাই এবং অনুমোদনের ব্যবস্থা করা হয়ে থাকে। এই পোর্টালটি হল একটি স্মার্ট সিস্টেম যেখানে সহজ মাধ্যমের দ্বারা লক্ষ্য-ভিত্তিক, প্রতিক্রিয়াশীল এবং স্বচ্ছ  ব্যবস্থার মাধ্যমে দক্ষতার সাথে স্কলারশিপের আবেদন এবং বিতরণ পরিচালনা করা হয়ে থাকে যাতে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে দ্রুত সহায়তা প্রদান নিশ্চিত করা যায় এবং যে কোন ধরণের অনৈতিক কাজ বন্ধ করা যায়।

ন্যাশনাল স্কলারশিপ পোর্টালটি ২০১৬ সালে চালু করা হয়েছিল এবং ২০১৮ সালে এটির মোবাইল অ্যাপ চালু করা হয় যার ফলে দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের কাছে এই পোর্টালটি ব্যবহার যোগ্য করা সম্ভব হয়। পরবর্তী সময় ২০২০ সালে সম্পূর্ণ ওয়েব ভিত্তিক পোর্টালটি চালু করা হয়েছিল।

এই পোর্টালটিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকার, সেইসাথে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর মতো সংস্থাগুলির বৃত্তি সম্পর্কিত তথ্য সরবরাহ করে থাকে। এই পোর্টালের মাধ্যমে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ, প্রক্রিয়াকরণ, অনুমোদন এবং শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তি প্রদান থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা পরিচালনা করা হয়ে থাকে। বর্তমানে, NSP-তে মোট ৯টি অংশগ্রহণকারী মন্ত্রণালয় বাঁ বিভাগ এবং ২১টি নিবন্ধিত প্রকল্প রয়েছে।

ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল

ন্যাশনাল স্কলারশিপ বিবরণ

ন্যাশনাল স্কলারশিপের সংক্ষিপ্ত বিবরণটি নিচে দেওয়া হলঃ

যোজনার নামন্যাশনাল স্কলারশিপ পোর্টাল 
উদ্যোক্তাভারত সরকার
শুরুর সময়২০১৬ সাল
দায়িত্বপ্রাপ্ত বিভাগকেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক
লাভার্থীপ্রাক-ম্যাট্রিক, পোস্ট-ম্যাট্রিক এবং উচ্চ শিক্ষা স্তরে ভারতীয় শিক্ষার্থীরা
উদ্দেশ্যস্বচ্ছ স্মার্ট সিস্টেমের মাধ্যমে স্কলারশিপের অর্থ কোনও ফাঁকি ছাড়াই সরাসরি সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পৌঁছান
স্কলারশিপের পরিমাণ₹১০,০০০/- থেকে ₹৫০,০০০/- টাকা
আবেদন পদ্ধতিঅনলাইনে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল
সরকারী ওয়েবসাইটhttps://scholarships.gov.in

ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের সুবিধা 

ন্যাশনাল স্কলারশিপ পোর্টালটি (এনএসপি) হল একটি স্মার্ট সিস্টেম। এটির অন্যতম উদ্দেশ্য হল বৃত্তির কাজটি সরলীকরণ করা এবং লক্ষ্য-ভিত্তিক ও স্বচ্ছ আবেদন এবং বিতরণ ব্যবস্থা গড়ে তোলা, যাতে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে দ্রুত তহবিল সরবরাহ নিশ্চিত করা যায়।

ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মূল সুবিধাগুলি নিচে তালিকাবদ্ধ করা হলঃ

  • শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের পদ্ধতিটি সহজ সরল করা
  • সকল বৃত্তির জন্য সাধারণ এবং একক আবেদনপত্র রাখা
  • এক জায়গায় বিস্তৃত বৃত্তি তথ্য সংগ্রহণ করা
  • শিক্ষার্থীদের শুধুমাত্র এককালীন রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা
  • বৃত্তিপ্রাপ্তদের জন্য একটি স্বচ্ছ ডাটাবেস তৈরি করা
  • ডুপ্লিকেট আবেদন বাতিল করা
  • ভারত জুড়ে কোর্স এবং প্রতিষ্ঠানের জন্য মাস্টার ডেটা অ্যাক্সেস
  • শিক্ষার্থীদের যোগ্যতার মানদণ্ডের উপর ভিত্তি করে সিস্টেম নিজেই সেই স্কিমগুলি সুপারিশ করে
  • বিভাগ এবং মন্ত্রণালয়ের জন্য একটি মূল্যবান সিদ্ধান্ত সহায়তা ব্যবস্থা (ডিএসএস)
  • বৃত্তির (ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার) প্রয়োগ নিশ্চিত করা

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ

ন্যাশনাল স্কলারশিপের যোগ্যতা

ন্যাশনাল স্কলারশিপের অধীনে অন্যান্য স্কলারশিপের মতোই শিক্ষার স্তরের ওপর নির্ভর করে যোগ্যতার মাপকাঠি নির্দিষ্ট রাখা হয়েছে। নিচের সারণীতে শিক্ষার স্তর ভিত্তিক যোগ্যতার তালিকা দেওয়া হলঃ

স্কলারশিপের নামন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ
পরিচালিত বিভাগস্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ
যোগ্যতানবম শ্রেণীর ছাত্র হতে হবে।অষ্টম শ্রেণীর পরীক্ষায় কমপক্ষে ৫৫% নম্বর বা সমমানের গ্রেড (এসসি/এসটি শিক্ষার্থীদের জন্য ৫% ছাড়যোগ্য) অর্জন করতে হবে।বৃত্তি প্রদানের জন্য নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণের জন্য সপ্তম শ্রেণীর পরীক্ষায় কমপক্ষে ৫৫% নম্বর বা সমমানের গ্রেড প্রয়োজন (এসসি/এসটি শিক্ষার্থীদের জন্য ৫% ছাড়যোগ্য)।সকল উৎস থেকে বার্ষিক পারিবারিক আয় ১.৫০ লক্ষ টাকার কম হতে হবে।
স্কলারশিপের পরিমাণমোট ১ লক্ষ শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হবে। নির্বাচিত স্কলাররা বার্ষিক ₹১২০০০/- টাকা (প্রতি মাসে ₹১০০০/- টাকা) পাবেন।
স্কলারশিপের নামপ্রি-মেট্রিক স্কলারশিপ স্কিম ফর মিনোরিটিজ/সংখ্যালঘুদের জন্য ম্যাট্রিক-পূর্ববর্তী বৃত্তি প্রকল্প
পরিচালিত বিভাগমিনিস্ট্রি অফ মাইনোরিটি অ্যাফেয়ার্স
যোগ্যতাসংখ্যালঘু সম্প্রদায়ের (মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং জরথুস্ত্রীয়/পার্সি) অন্তর্ভুক্ত।
ভারতে আবাসিক সরকারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন কর্তৃক স্বচ্ছভাবে নির্বাচিত এবং অবহিত যোগ্য বেসরকারি প্রতিষ্ঠান সহ সরকারি বা বেসরকারি স্কুলে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত।
পূর্ববর্তী চূড়ান্ত পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর পেয়েছেন।
সকল উৎস থেকে বার্ষিক ১ লক্ষ টাকার বেশি পারিবারিক আয় নয়।
স্কলারশিপের পরিমাণষষ্ঠ থেকে দশম শ্রেণীর ভর্তি ফি (হোস্টেলার এবং ডে স্কলার উভয়) বার্ষিক ₹৫০০ টাকা।
ষষ্ঠ থেকে দশম শ্রেণীর টিউশন ফি (হোস্টেলার এবং ডে স্কলার উভয়) প্রতি মাসে ₹৩৫০ টাকা।
একটি শিক্ষাবর্ষে ১০ মাসের জন্য রক্ষণাবেক্ষণ ভাতা (ডে স্কলার): প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জন্য প্রতি মাসে ₹১০০ টাকা।
একটি শিক্ষাবর্ষে ১০ মাসের জন্য রক্ষণাবেক্ষণ ভাতা (হোস্টেলার এবং ডে স্কলার উভয়) হোস্টেলারদের জন্য প্রতি মাসে ₹৬০০ টাকা এবং ডে স্কলারদের জন্য প্রতি মাসে ₹১০০ টাকা।
স্কলারশিপের নামপোস্ট-মেট্রিক স্কলারশিপ স্কিম ফর মিনোরিটিজ/সংখ্যালঘুদের জন্য ম্যাট্রিক-পরবর্তী বৃত্তি প্রকল্প
পরিচালিত বিভাগমিনিস্ট্রি অফ মাইনোরিটি অ্যাফেয়ার্স
যোগ্যতাসংখ্যালঘু সম্প্রদায়ের (মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং জরথুষ্ট্রীয়/পার্সি) অন্তর্ভুক্ত।
একাদশ, দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত, স্নাতক, স্নাতকোত্তর, কারিগরি বা বৃত্তিমূলক কোর্স, এম.ফিল. বা পিএইচডি ডিগ্রিধারী।
পূর্ববর্তী চূড়ান্ত পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর বা সমমানের গ্রেড অর্জন করেছেন।
সকল উৎস থেকে বার্ষিক পারিবারিক আয় ২.৫ লক্ষ টাকার কম।
স্কলারশিপের পরিমাণএকাদশ ও দ্বাদশ শ্রেণীর ভর্তি ও টিউশন ফি – বার্ষিক ₹৭,০০০/- টাকা (হোস্টেলার এবং ডে স্কলার উভয়)।
একাদশ ও দ্বাদশ শ্রেণীর কারিগরি ও বৃত্তিমূলক কোর্সের (এক বা একাধিক বছরের কোর্স) ভর্তি ও কোর্স/টিউশন ফি – বার্ষিক ₹১০,০০০/- টাকা (হোস্টেলার এবং ডে স্কলার উভয়)।
স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর ভর্তি ও টিউশন ফি – বার্ষিক ₹৩,০০০/- টাকা (হোস্টেলার এবং ডে স্কলার উভয়)।
স্কলারশিপের নামমেরিট কাম মেন্স স্কলারশিপ ফর প্রফেশনাল এন্ড টেকনিকাল কোর্সস সিস/পেশাদার এবং কারিগরি কোর্সের জন্য মেরিট কাম মিনস স্কলারশিপ সিএস
পরিচালিত বিভাগমিনিস্ট্রি অফ মাইনোরিটি অ্যাফেয়ার্স
যোগ্যতাসংখ্যালঘু সম্প্রদায়ের (মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং জরথুষ্ট্রীয়/পার্সি) অন্তর্ভুক্ত।
কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে কারিগরি বা পেশাদার কোর্স অনুসরণ করা।
পূর্ববর্তী চূড়ান্ত পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর বা সমমানের গ্রেড অর্জন করেছেন।
সকল উৎস থেকে বার্ষিক পারিবারিক আয় ২.৫ লক্ষ টাকার কম।
স্কলারশিপের পরিমাণবার্ষিক ₹২০,০০০ টাকা (হোস্টেলার এবং ডে স্কলার উভয়ের জন্য)
হোস্টেলারের জন্য দশ মাসের জন্য প্রতি মাসে ₹১,০০০ দেওয়া হবে।
ডে স্কলারের জন্য দশ মাসের জন্য প্রতি মাসে ₹৫০০ দেওয়া হবে।
তালিকাভুক্ত ৮৫টি প্রতিষ্ঠানের জন্য সম্পূর্ণ কোর্স ফি ফেরত দেওয়া হবে।
স্কলারশিপের নামসেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপ ফর কলেজ এন্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস/কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় সেক্টর বৃত্তি প্রকল্প
পরিচালিত বিভাগউচ্চ শিক্ষা বিভাগ
যোগ্যতাভারতীয় নাগরিক হতে হবে
কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণী পাশ করতে হবে এবং সংশ্লিষ্ট পরীক্ষা বোর্ড থেকে (১০+২ প্যাটার্ন বা সমমানের) তাদের পছন্দের ধারায় (বিজ্ঞান, বাণিজ্য, অথবা মানবিক) ন্যূনতম ৮০% নম্বর পেতে হবে
বর্তমানে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE) বা অন্যান্য প্রাসঙ্গিক নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক স্বীকৃত কলেজ/প্রতিষ্ঠানে পেশাদার ক্ষেত্রে স্নাতক (UG) বা স্নাতকোত্তর (PG) প্রোগ্রামে ভর্তি থাকতে হবে।
বার্ষিক পিতামাতা/পারিবারিক আয় ₹৪,৫০,০০০ এর বেশি নয়।
স্কলারশিপের পরিমাণস্নাতক (১ম, ২য়, ৩য় বর্ষ) রেগুলার কোর্সের ক্ষেত্রে ₹১২,০০০/- টাকা
স্নাতক (৪র্থ ও ৫ম বর্ষ) পেশাদার কোর্সের (সমন্বিত কোর্স সহ) ক্ষেত্রে ₹২০,০০০/- টাকা
স্নাতক (তৃতীয় বর্ষ পর্যন্ত) টেকনিকাল বাঁ কারিগরি কোর্সের ক্ষেত্রে (বি.টেক, বি.ইঞ্জিনিয়ারিং ইত্যাদি) ₹১২,০০০/- টাকা
স্নাতকোত্তর যে কোন কোর্সের ক্ষেত্রে ₹২০,০০০/- টাকা
স্কলারশিপের নামটপ ক্লাস এডুকেশন স্কিম ফর এসসি স্টুডেন্টস/তফসিলি জাতি শিক্ষার্থীদের জন্য শীর্ষ শ্রেণীর শিক্ষা প্রকল্প
পরিচালিত বিভাগমিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস & এমপাওয়ারমেন্ট
যোগ্যতাতফসিলি জাতি (SC) বিভাগের অন্তর্ভুক্ত হতে হবে
ন্যূনতম ৬০% নম্বর পেয়ে দ্বাদশ শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন
ভারতের কোনও স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য ভর্তি হয়েছেন
সমস্ত উৎস থেকে বার্ষিক আয় ₹৮,০০,০০০ এর কম
স্কলারশিপের পরিমাণসম্পূর্ণ টিউশন ফি এবং অ-ফেরতযোগ্য চার্জঃ বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতি শিক্ষার্থীর জন্য বার্ষিক সর্বোচ্চ ₹২,০০,০০০/- টাকা প্রযোজ্য।
প্রথম বছর শিক্ষা ভাতা ₹৮৬,০০০/-
পরবর্তী বছর ₹৪১,০০০ (এই ভাতা জীবনযাত্রার খরচ, বই ও স্টেশনারি, এবং একটি কম্পিউটার/ল্যাপটপ (নামকরা ব্র্যান্ড) এবং একটি ইউপিএস এবং প্রিন্টারের মতো প্রয়োজনীয় জিনিসপত্র সহ সাহায্য করে।)
স্কলারশিপের নামপ্রি-মেট্রিক স্কলারশিপ ফর স্টুডেন্টস উইথ ডিসাবিলিটিজ/প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রাক-ম্যাট্রিক বৃত্তি
পরিচালিত বিভাগডিপার্টমেন্ট অফ এমপাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ ডিসাবিলিটিজ
যোগ্যতাএকজন ভারতীয় নাগরিক হতে হবে।
সরকার বা কেন্দ্রীয়/রাজ্য মাধ্যমিক শিক্ষা বোর্ড (CBSE/SBSE) কর্তৃক স্বীকৃত স্কুলে নবম বা দশম শ্রেণীতে অধ্যয়নরত একজন নিয়মিত পূর্ণকালীন ছাত্র হতে হবে।
‘প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন, ২০১৬’ অনুসারে ৪০% বা তার বেশি প্রতিবন্ধীতা থাকতে হবে।
সকল উৎস থেকে বার্ষিক পারিবারিক আয় ₹২,৫০,০০০/- এর কম হতে হবে।
স্কলারশিপের পরিমাণরক্ষণাবেক্ষণ ভাতা (প্রতি মাসে) ডে স্কলারদের জন্য ৫০০/- এবং হোস্টেলে থাকলে ৮০০/-
বইয়ের জন্য উভয়ক্ষেত্রেই ১০০০/-
দৃষ্টি প্রতিবন্ধী বা বৌদ্ধিক প্রতিবন্ধীদের জন্য উভয়ক্ষেত্রেই ৪০০০/-
অন্যান্য ধরণের প্রতিবন্ধকতার জন্য উভয়ক্ষেত্রেই ২০০০/-
স্কলারশিপের নামপোস্ট-মেট্রিক স্কলারশিপ ফর স্টুডেন্টস উইথ ডিসাবিলিটিজ/প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ম্যাট্রিক পরবর্তী বৃত্তি
পরিচালিত বিভাগডিপার্টমেন্ট অফ এমপাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ ডিসাবিলিটিজ
যোগ্যতাএকজন ভারতীয় নাগরিক হতে হবে।
সরকার বা কেন্দ্রীয়/রাজ্য মাধ্যমিক শিক্ষা বোর্ড (CBSE/SBSE) কর্তৃক স্বীকৃত স্কুলে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত একজন নিয়মিত পূর্ণকালীন ছাত্র হতে হবে।
‘প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন, ২০১৬’ অনুসারে ৪০% বা তার বেশি প্রতিবন্ধীতা থাকতে হবে।
সকল উৎস থেকে বার্ষিক পারিবারিক আয় ₹২,৫০,০০০/- এর কম হতে হবে।
স্কলারশিপের পরিমাণপ্রতিষ্ঠানকে প্রদত্ত/প্রদেয় ভর্তি ফি এবং টিউশন ফি পরিশোধবাবদ বার্ষিক ₹১,৪০,০০০/- টাকা
বিবিধ ফি (লাইব্রেরি ফি, খেলাধুলা ফি, মেডিকেল পরীক্ষা এবং অন্যান্য ফি যা পণ্ডিত কর্তৃক প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে প্রদেয়) বার্ষিক ₹১০,০০০/- টাকা
রক্ষণাবেক্ষণ ভাতা রূপে ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীদের জন্য মাসিক ₹১,২০০/- এবং ডে-স্কলারদের জন্য ₹৬৫০/-
অন্যান্য ধরণের প্রতিবন্ধকতার জন্য উভয়ক্ষেত্রেই ২০০০/-
দৃষ্টি প্রতিবন্ধী বা বৌদ্ধিক প্রতিবন্ধীদের জন্য উভয়ক্ষেত্রেই ৪০০০/-
বইয়ের জন্য উভয়ক্ষেত্রেই ১৫০০/-
স্কলারশিপের নামস্কলারশিপ ফর টপ ক্লাস এডুকেশন ফর স্টুডেন্টস উইথ ডিসাবিলিটিজ/প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উচ্চ শ্রেণীর শিক্ষার জন্য বৃত্তি
পরিচালিত বিভাগডিপার্টমেন্ট অফ এমপাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ ডিসাবিলিটিজ
যোগ্যতাএকজন ভারতীয় নাগরিক হতে হবে।
প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন বিভাগ (DEPwD) কর্তৃক প্রদত্ত কোনও স্বীকৃত প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর/ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত থাকতে হবে।
‘প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন, ২০১৬’ অনুসারে ৪০% বা তার বেশি প্রতিবন্ধীতা থাকতে হবে।
সকল উৎস থেকে বার্ষিক পারিবারিক আয় ₹২,৫০,০০০/- এর কম হতে হবে।
স্কলারশিপের পরিমাণপ্রতিষ্ঠানকে প্রদত্ত/প্রদেয় ভর্তি ফি এবং টিউশন ফি পরিশোধবাবদ বার্ষিক সর্বাধিক ₹২,০০,০০০/- টাকা যেখানে হোস্টেলে থাকলে  ₹৩,০০০/- এবং ডে-স্কলারদের জন্য ₹১,৫০০/-
বিশেষ ভাতা (পাঠক ভাতা, এসকর্ট ভাতা, সাহায্যকারী ভাতা ইত্যাদির মতো প্রতিবন্ধীদের সাথে সম্পর্কিত) মাসিক ২০০০/-
কোর্সের প্রথম বছরে এককালীন অনুদান হিসেবে ₹৪৫,০০০/-
কম্পিউটার/ল্যাপটপ কেনার খরচ এবং আনুষাঙ্গিক জিনিসপত্রের খরচ হিসেবে কোর্সের প্রথম বছরে এককালীন অনুদান ₹৩০,০০০/-
বইয়ের জন্য উভয়ক্ষেত্রেই বার্ষিক ৫০০০/-

ন্যাশনাল স্কলারশিপ প্রয়োজনীয় নথি

ন্যাশনাল স্কলারশিপের অধীনে যে কোন বৃত্তির আবেদনের ক্ষেত্রেই শিক্ষার্থীদের কিছু নথি আপলোড করতে হবে। তবে, ₹৫০,০০০-এর কম স্কলারশিপের জন্য শিক্ষার্থীদের কোনও নথি আপলোড করতে হবে না, সেক্ষেত্রে তাদের নিজ নিজ স্কুল/কলেজ/ইনস্টিটিউটে নথির কপি জমা দিতে হবে। 

অন্যান্য সকল স্কলারশিপের জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় নথির একটি তালিকা নিচে দেওয়া হলঃ

  • ব্যাংক পাসবুক
  • শিক্ষাগত নথি
  • আধার নম্বর
  • আবাসিক শংসাপত্র (সংশ্লিষ্ট বৃত্তি নির্দেশিকায় উল্লেখিত)
  • আয়ের শংসাপত্র (সংশ্লিষ্ট বৃত্তি নির্দেশিকায় উল্লেখিত)
  • জাত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)
  • স্কুল/ইনস্টিটিউট থেকে প্রাপ্ত প্রকৃত ছাত্র শংসাপত্র (যদি আবেদনকারীর আবাসিক রাজ্য থেকে ইনস্টিটিউট/স্কুল ভিন্ন হয়)

ন্যাশনাল স্কলারশিপ আবেদন

ন্যাশনাল স্কলারশিপের আবেদন আপনি মোবাইলের ‘উমাং’ অ্যাপের মাধ্যমেই করতে পারবেন। ভারত সরকার ২০১৮ সালেই শিক্ষার্থীদের সুবিধার জন্য এই মোবাইল অ্যাপটি চালু করেছিল, যেখানে আপনি কয়েকটি সহজ ধাপের মাধ্যমে ন্যাশনাল স্কলারশিপের অধীনে যে কোন বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

এছাড়া আপনি ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকেও আবেদন করতে পারেন। এজন্য আপনাকে অফিসিয়াল পোর্টাল scholarships.gov.in তে যেতে হবে এবং প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর আপনার যোগ্যতা অনুযায়ী স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

Leave a Comment