Updated on July 28th, 2024 ||
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা (PMJJBY) হল ভারতে সরকার দ্বারা পরিচালিত একটি জীবন বীমা প্রকল্প যেটি ২০১৫ সালে চালু করা হয়েছিল।
এই প্রকল্পে ১৮ থেকে ৫০ বছর বয়সের মানুষের জন্য মাত্র ₹৪৩৬/- টাকা দিয়ে এক বছরের জন্য জীবন বীমা করা যায় এবং পলিসিধারকের মৃত্যুতে ₹২ লক্ষ টাকার বীমা কভারেজ পাওয়া যায়। এই বীমা এক বছরের জন্য বৈধ থাকে এবং প্রতি বছর এটি পুনর্নবীকরণযোগ্য।
লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) এবং অন্যান্য বীমা সংস্থাগুলি মিলে ব্যাঙ্কগুলির সাথে সহযোগিতায় এই প্রকল্পটি বাস্তবায়িত করা হয়েছে।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার উদ্দেশ্য
এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হোল জীবন বীমাকে সহজলভ্য করার মাধ্যমে ভারতের অধিকাংশ মানুষের মধ্যে তা উপলব্ধ করান এবং অধিক পরিবারকে সুরক্ষা প্রদান করা। এই বীমা ভারতের লক্ষ লক্ষ পরিবারের আর্থিক নিরাপত্তা বৃদ্ধিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। সাশ্রয়ী মূল্যের এই জীবন বীমার মাধ্যমে পরিবারের উপার্জনকারীর আকস্মিক মৃত্যুর কারণজনিত আর্থিক অসুবিধাগুলি থেকে পরিবারগুলিকে রক্ষা করতে সহায়তা করে।
এই প্রকল্প শুরুর সময় অর্থাৎ ২০১৫ সালে ভারতের জনসংখ্যার মাত্র ২০% মানুষ বীমার অন্তর্গত ছিলেন, পরে বহু মানুষ এই সহজলভ্য জীবন বীমার অন্তর্গত হয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে সারা দেশেই বীমার প্রচলন অনেকাংশে বাড়ানো সম্ভব হয়েছে এবং বিস্তৃত ব্যাঙ্কিং নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রত্যন্ত এবং অনুন্নত এলাকাগুলিকেও এই পরিষেবার আওতায় আনা হয়েছে।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা ডিটেলস
যোজনার নাম | প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা (PMJJBY) |
স্কিমের ধরণ | ভারত সরকার-সমর্থিত জীবন বীমা প্রকল্প |
শুরুর সময় | ২০১৫ |
লাভার্থী | ভারতের সকল নাগরিক |
বয়স সীমা | ১৮ থেকে ৫০ বছর |
ম্যাচুরিটি বয়স | ৫৫ বছর |
পলিসি টার্ম | ১ বছর (পুনর্নবীকরণ) |
প্রিমিয়াম পরিমাণ | ₹৪৩৬/- |
কভারেজ পরিমাণ | ₹২ লক্ষ |
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার গুরুত্বপূর্ণ বৈশিষ্টগুলি নিচে বিস্তারিত দেওয়া হলঃ
বীমার সময়কালঃ
এই প্রকল্পে বীমার সময়কাল হোল প্রতি বছরের ১লা জুন থেকে পরবর্তী বছরের ৩১শে মে পর্যন্ত। অটো ডেবিট সুবিধার মাধ্যমে প্রতি বছর ৩১শে মে বা তার আগে অ্যাকাউন্ট থেকে প্রিমিয়ামের পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে ডেবিট হয়ে যাবে।
কভারেজঃ
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার ক্ষেত্রে কোনও রকম স্বাস্থ্য রিপোর্ট বা শংসাপত্র জমা দেওয়ার দরকার নেই। বীমাকৃত ব্যক্তির যে কোন ধরনের মৃত্যুর ঘটনায় মনোনীত ব্যক্তিকে ₹২ লাখ টাকার কভারেজ প্রদান করা হয়ে থাকে। আয়কর আইন অনুসারে সুবিধাভোগীকে দেওয়া কভারেজের পরিমাণের ওপর সম্পূর্ণ কর ছাড় দেওয়া হয়ে থাকে।
ঝুঁকি কভারেজঃ
এই স্কিমের নতুন গ্রাহকদের ক্ষেত্রে স্কিমে নথিভুক্ত হওয়ার তারিখ থেকে প্রথম ৩০ দিনের (পূর্বে ছিল ৪৫ দিন) মধ্যে ঘটে যাওয়া মৃত্যুর (দুর্ঘটনার কারণ ছাড়া) কোন বীমা কভারেজ পাওয়া যায় না। এই সময়কে ‘লায়ান পিরিয়ড’ ধরা হয়, এবং এই সময়ের মধ্যে কোনও দাবি গ্রহণযোগ্য হবে না যদি না মৃত্যু দুর্ঘটনার কারনে ঘটে থাকে।
প্রিমিয়ামঃ
এই বীমার বার্ষিক প্রিমিয়াম হোল ₹৪৩৬/- টাকা, যা ১লা জুন ২০২২ সালে নির্ধারণ করা হয়। ১৮-৫০ বছর বয়সের সমস্ত গ্রাহকের ক্ষেত্রে প্রিমিয়ামের পরিমান একই রাখা হয়েছে। পূর্বে এই বীমার বার্ষিক প্রিমিয়াম ছিল ₹৩৩০/- টাকা।
যারা পলিসি পিরিয়ডের মাঝামাঝি সময়ে PMJJBY-এর আবেদন করবেন, তাদের ক্ষেত্রে প্রিমিয়ামের পরিমাণ নিচে উল্লেখ করা হলঃ
আবেদনের সময় | প্রিমিয়ামের পরিমাণ |
জুন, জুলাই এবং আগস্ট | ₹৪৩৬/- টাকা |
সেপ্টেম্বর, অক্টোবর, এবং নভেম্বর | ₹৩৪২/- টাকা |
ডিসেম্বর, জানুয়ারী এবং ফেব্রুয়ারি | ₹২২৮/- টাকা |
মার্চ, এপ্রিল এবং মে | ₹১১৪/- টাকা |
মেয়াদঃ
বীমা কভার শুরু হওয়ার তারিখটি হোল ১লা জুন এবং বীমা কভারেজটি পরের বছরের ৩১শে মে পর্যন্ত বৈধ থাকবে। সাধারন ভাবে ৫০ বছর বয়স পর্যন্ত এই বীমা করা যায়। তবে অটো ডেবিট সুবিধার ক্ষেত্রে স্বয়ংক্রিয় পুনর্নবীকরণের মাধ্যমে ৫৫ বছর বয়স পর্যন্ত বীমা কভারেজ পাবেন।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা বেনিফিট
PMJJBY থেকে আপনি নিম্নলিখিত সুবিধাগুলি পাবেনঃ-
- PMJJBY বীমাকৃত ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রে, পলিসির নমিনিকে কভারেজ পরিমাণ ₹২ লক্ষ টাকা প্রদান করে।
- এই স্কিমের জন্য প্রদত্ত প্রিমিয়াম, আয়কর আইনের ধারা 80C অনুযায়ী সম্পূর্ণ কর মুক্ত।
- এই স্কিমটি প্রধানমন্ত্রী জন ধন যোজনা প্রকল্পের অধীনে খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির সাথে লিঙ্ক করলেও হবে।
- PMJJBY ১ বছরের জন্য ঝুঁকি কভারেজ প্রদান করে এবং অটো ডেবিট সুবিধার মাধ্যমে আপনি প্রতি বছর রিনিউ করতে পারেন।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা যোগ্যতা
PMJJBY এর ক্ষেত্রে আপনার নিম্নলিখিত যোগ্যতাগুলি প্রয়োজনঃ-
- যে কোন ব্যক্তি যার বয়স ১৮-৫০ বছরের মধ্যে এবং পোস্ট অফিস বা ব্যাঙ্কে একটি সেভিংস অ্যাকাউন্ট আছে তারা এই স্কিম নিতে পারেন৷
- আপনার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও, আপনি শুধুমাত্র একটি সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে এই স্কিম করতে পারেন।
- যৌথ অ্যাকাউন্টধারীদের ক্ষেত্রে, সমস্ত ধারক এই স্কিমে যোগদানের জন্য যোগ্য এবং গ্রাহকপ্রতি ₹৪৩৬/- টাকা করে দিতে হবে।
- এই স্কিমের ক্ষেত্রে অংশগ্রহণকারী ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক৷
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা ফর্ম
PMJJBY এর আবেদন ফর্ম সরকারী ‘জনসুরক্ষা’ সাইটে বাংলা, ইংরেজি, গুজরাটি, হিন্দি, কানাড়া এবং তেলেগু ভাষায় উপলব্ধ। এছাড়া আপনি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা ফর্ম এ ক্লিক করেও সরাসরি ফর্ম পেজে যেতে পারেন এবং সেখান থেকে পিডিএফ ডাউনলোড করতে পারেন।
আপনি বছরের যে কোন সময়, আপনার যে পোস্ট অফিস বা ব্যাঙ্কে সেভিং অ্যাকাউন্ট আছে, আপনি সেখানে আবেদনপত্র এবং বার্ষিক প্রিমিয়াম জমা দিয়ে এই যোজনার অন্তর্ভুক্ত হতে পারেন। তবে সব ক্ষেত্রেই আপনার পুনর্নবীকরণের তারিখ একই থাকবে অর্থাৎ সকল গ্রাহকদের জন্যই রিনিউ এর সময় ১লা জুন।
এছাড়া আপনি ব্যাঙ্কের ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপস থেকেও PMJJBY এর আবেদন করতে পারেন।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা দাবী
পলিসিধারকের মৃত্যুতে PMJJBY এর দাবী নিষ্পত্তির প্রক্রিয়াটি নিচে উল্লেখ করা হলঃ
- পলিসিধারকের যেখানে ‘সেভিংস অ্যাকাউন্ট’ রয়েছে, মনোনীত ব্যক্তিকে সেই পোস্ট অফিস বা ব্যাঙ্কে যেতে হবে এবং সাথে অবশ্যই পলিসিধারকের ডেথ সার্টিফিকেট থাকতে হবে।
- এরপরে, নমিনিকে দাবী ফর্ম এবং ডিসচার্জ রসিদ সংগ্রহ করতে হবে। এটি পোস্ট অফিস বা ব্যাঙ্ক থেকে সংগ্রহ করা যেতে পারে বা এলআইসি, ব্যাঙ্ক, জনসুরক্ষা পোর্টালের ওয়েবসাইট থেকে ফর্মগুলি ডাউনলোড করতে পারেন অথবা সরাসরি ক্লিক করুন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা দাবী ফর্ম ও ডিসচার্জ রসিদ।
- মনোনীত ব্যক্তিকে অবশ্যই দাবীর ফর্ম, ডিসচার্জ রসিদ, ডেথ সার্টিফিকেট এবং যদি উপলব্ধ থাকে তবে মনোনীত ব্যক্তির অ্যাকাউন্টের বাতিল চেকের জেরক্স কপি জমা দিতে হবে, অন্যথায় তাকে অবশ্যই পলিসিধারীর সেভিংস অ্যাকাউন্টের ডিটেলস প্রদান করতে হবে।
PMJJBY এসবিআই অনলাইন আবেদন
নিম্নলিখিত পদ্ধতিতে আপনি এসবিআই -তে অনলাইন PMJJBY এর আবেদন করতে পারবেন।
- এসবিআই -তে অনলাইন PMJJBY আবেদনের জন্য আপনাকে প্রথমে এসবিআই পোর্টাল এ গিয়ে ‘কন্টিনিউ টু লগইন’ এ ক্লিক করে আইডি ও পাসওয়ার্ড এবং ক্যাপ্চা পূরণ করে লগইন বাটনে ক্লিক করতে হবে।
- এরপর আপনার রেজিস্টারড মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, সেইটি লিখে ‘সাবমিট’ বটনে ক্লিক করলে আপনার লগইন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
- লগইন হওয়ার পর আপনাকে ‘ই-সারভিসেস’ এ ক্লিক করে নিচে ‘মোর’ এ ক্লিক করতে হবে।
- এখানে আপনি ‘ই-সারভিসেস’ এর সম্পূর্ণ পেজটি দেখতে পাবেন। সেখানে আপনাকে ‘সোশ্যাল সিকিউরিটি স্কিম’ এ ক্লিক করতে হবে।
- এরপর সিলেক্ট স্কিম থেকে ‘প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা’ এবং নিচে আপনার অ্যাকাউন্ট নম্বরটিতে ক্লিক করে সাবমিট করতে হবে।
- আপনার কাছে একটি বিস্তারিত তথ্যের ফর্ম খুলে যাবে যেখানে আপনাকে স্টেট, ডিস্ট্রিক, সাব-ডিস্ট্রিক, ভিলেজ বা গ্রাম, সিটি, পিন, জেন্ডার, ই-মেইল, আধার নম্বর এবং নমিনি ডিটেইলস লিখে সাবমিট করতে হবে।
- আপনি অ্যাপ্লিকেশনটির সাকসেসফুল ম্যাসেজ পাবেন এবং ₹৪৩৬/- টাকা পেমেন্টও আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে যাবে। আপনি যদি আপনার আবেদনের স্ট্যাটাস দেখতে চান তবে স্ট্যাটাসে ক্লিক করে দেখতে পারেন।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা সম্পর্কিত প্রশ্ন (FAQ)
PMJJBY কভারেজের সময়কাল কত?
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা হল একটি জীবন বীমা প্রকল্প যা প্রতি বছর ১লা জুন থেকে পরবর্তী বছরের ৩১শে মে পর্যন্ত মোট এক বছরের জন্য বৈধ এবং প্রতি বছর পুনর্নবীকরণযোগ্য।
PMJJBY কভারেজ কি বীমা করার তারিখ থেকে শুরু হয়?
প্রথমবার নথিভুক্ত হওয়া গ্রাহকদের ক্ষেত্রে, স্কিমে তালিকাভুক্তির তারিখ থেকে প্রথম ৩০ দিনের মধ্যে দুর্ঘটনা ব্যতীত অন্য কোনো কারণে মৃত্যুর ক্ষেত্রে বীমা সুবিধা পাওয়া যাবে না।
PMJJBY প্রিমিয়াম কত?
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার বর্তমান বার্ষিক প্রিমিয়াম হোল ₹৪৩৬/- টাকা। তবে আপনি যদি বছরের অন্য কোন সময় এই যোজনার অন্তর্ভুক্ত হতে চান তবে সেক্ষেত্রে আপনার প্রিমিয়ামের পরিমাণ হবে যথাক্রমেঃ
জুন, জুলাই এবং আগস্ট মাসে আবেদনের ক্ষেত্রে ₹৪৩৬/- টাকা প্রিমিয়াম দিতে হবে।
সেপ্টেম্বর, অক্টোবর, এবং নভেম্বরের ক্ষেত্রে প্রিমিয়ামের পরিমাণ হোল ₹৩৪২/- টাকা।
ডিসেম্বর, জানুয়ারী এবং ফেব্রুয়ারিতে আবেদন করলে প্রিমিয়াম দিতে হবে ₹২২৮/- টাকা এবং
মার্চ, এপ্রিল এবং মে মাসে তালিকাভুক্তির ক্ষেত্রে আপনার প্রিমিয়াম হবে ₹১১৪/- টাকা।
PMJJBY প্রিমিয়াম কিভাবে দিতে হবে?
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় নথিভুক্তির সময়ই গ্রাহকের ব্যাঙ্ক/পোস্ট অফিস অ্যাকাউন্ট থেকে ‘অটো ডেবিট’ সুবিধার সম্মতি নেওয়া হবে এবং প্রতি বছর ৩১শে মে বা তার আগে অ্যাকাউন্ট থেকে প্রিমিয়ামের পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে ডেবিট হবে।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার জন্য কারা যোগ্য?
PMJJBY এর ক্ষেত্রে ১৮ থেকে ৫০ বছর বয়সের যেসব ব্যক্তিদের কাছে অন্তত একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং আধার লিঙ্ক করা আছে তারাই এই যোজনার জন্য আবেদন করতে পারেন।
PMJJBY কি স্বাভাবিক মৃত্যু কভারেজ দেয়?
হ্যাঁ, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা যে কোনো ধরণের মৃত্যুর ক্ষেত্রেই কভারেজ দেয়।
অন্য কোন জীবন বীমার সাথে কি PMJJBY করা যায়?
হ্যাঁ, অন্য কোন বীমা করা থাকলেও PMJJBY পলিসিধারকের মৃত্যুতে নমিনি ₹২ লক্ষ টাকা পাবেন।
PMJJBY কি ভাবে বন্ধ করা যায়?
PMJJBY বন্ধ করতে আপনাকে স্কিমের সাথে যুক্ত ব্যাঙ্কের শাখা অফিসে যেতে হবে এবং PMJJBY প্রিমিয়ামের বার্ষিক স্বয়ংক্রিয়-ডেবিটিং প্রক্রিয়া বন্ধ করার অনুরোধ করতে হবে অথবা আপনি নির্দিষ্ট অ্যাকাউন্টটি থেকে সমস্ত অর্থ আপনার অন্য কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারেন। যদি সময়মতো প্রিমিয়াম জমা না করা হয় তখন স্বয়ংক্রিয়ভাবে পলিসিটি বন্ধ হয়ে যাবে।
PMJJBY ছেড়ে যাওয়া ব্যক্তি কি পুনরায় যোগ দিতে পারেন?
PMJJBY পলিসিধারক যেকোন সময়ে এই স্কিম থেকে প্রস্থান করতে পারেন এবং বার্ষিক প্রিমিয়াম পরিশোধ করে পুনরায় স্কিম গ্রহণ করতে পারেন।
NRI কি PMJJBY-এর কভারেজ পাওয়ার যোগ্য?
হ্যাঁ, NRI দের ক্ষেত্রে ভারতে অবস্থিত কোন ব্যাঙ্ক শাখায় অ্যাকাউন্ট থাকা যে কোনও NRI এই জীবন বীমা করাতে পারবেন। তবে সেক্ষেত্রে, দাবির অর্থ শুধুমাত্র ভারতীয় মুদ্রাতেই মনোনীত ব্যক্তিকে দেওয়া হবে।