যোগ্যশ্রী প্রকল্প কি, কাদের জন্য, সুবিধা ও আবেদন ২০২৪

Updated on August 21st, 2024 ||

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের তফসিলি জাতি ও উপজাতি (SC/ST), সংখ্যালঘু, OBC ও জেনারেল ক্যাটেগরির ছাত্র ছাত্রীদের বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে যোগ্যশ্রী প্রকল্পটির সূচনা করেছে। এই প্রকল্পের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (JEE), (WBJEE) ও ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রেন্স টেস্ট বা নিট (NEET) এর প্রবেশিকা ও মূল পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়।

এছাড়াও এই প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন রকম সরকারী চাকরির ভর্তির প্রস্তুতির শিক্ষাও দেওয়া হয়। আগে এই প্রকল্পটি শুধুমাত্র SC/ST শ্রেণীর ছাত্র ছাত্রীদের ক্ষেত্রেই উপলব্ধ ছিল কিন্তু বর্তমানে রাজ্যের সংখ্যালঘু, ওবিসি এবং সাধারণ ক্যাটেগরির ছেলেমেয়েরাও এই প্রকল্পের অধীনে প্রশিক্ষণ নিতে পারবেন।

শিক্ষার বিস্তারের উদ্দেশ্যে রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন জেনারেল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, মেয়েদের শিক্ষার জন্য কন্যাশ্রী প্রকল্প, রাজ্যের সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ, OBC পড়ুয়াদের জন্য মেধাশ্রী স্কলারশিপ, তেমনই এই যোগ্যশ্রী প্রকল্পটি বর্তমানে রাজ্যের সকল ছাত্র/ছাত্রীদের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিবন্ধটিতে যোগ্যশ্রী প্রকল্প কি, কাদের জন্য, সুবিধা, আবেদন কি ভাবে করবেন ইত্যাদি সম্পর্কিত সমস্ত তথ্য দেওয়া হল।

যোগ্যশ্রী প্রকল্প কি

একজন শিক্ষার্থীর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলা যায় সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি হল এই জয়েন্ট এবং নিট। তবে আক্ষেপের বিষয় যে অনেক শিক্ষার্থীরাই এই সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি ব্যয় সাপেক্ষ হওয়ার কারনে তারা পরীক্ষায় বসতে পারে না।

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে JEE, WBJEE এবং NEET পরীক্ষাগুলির প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার উদ্যোগ নিয়েছে, এই সুবিধা আগে শুধুমাত্র তফসিলি জাতি ও উপজাতি (SC/ST) শিক্ষার্থীদের জন্য উপলব্ধ ছিল তবে বর্তমানে সংখ্যালঘু, ওবিসি এবং সাধারণ ক্যাটেগরির শিক্ষার্থীরাও এই প্রকল্পে প্রশিক্ষণ নিতে পারবে।

‘যোগ্যশ্রী’ নামে এই প্রকল্পটি ২০২৪ সালে সূচনা করা হলেও এই প্রকল্পটি গত দু-বছর ধরে চালু করা হয়েছে। সারা রাজ্যের মোট ৩৬টি সেন্টারে বছরে মোট ১৪৪০ জন তফশিলি জাতি ও উপজাতি শিক্ষার্থীগণ প্রশিক্ষণ নিয়েছেন এবং প্রভূত সাফল্যের সাথে জানানো হচ্ছে যে দু-বছরের মোট ২৮৮০ জন শিক্ষার্থীদের মধ্যে ২২৫৪ জন টেকনিক্যাল কোর্সে স্থান পেয়েছেন, ৮ জন আইআইটি-তে, ১৪ জন এনআইটিতে, আইআইআইটিতে ৫ জন ও ৩৪ জন এমবিবিএস বা বিডিএস-এ ভর্তি হয়েছেন।

পশ্চিমবঙ্গ সরকার এই বিপুল সাফল্যে উদ্বুদ্ধ হয়ে উদ্যোগটি আরও বাড়ানোর দিকে নজর দিয়েছে। এই  যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণের ১৯৬ ঘণ্টাকে বাড়িয়ে ৩২০ ঘণ্টা করা হয়েছে এবং সেন্টারের সংখ্যা বাড়িয়ে ৫০টি করা হয়েছে, যেখানে মোট ২০০০ জন শিক্ষার্থী সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ নিতে পারবেন।

এছাড়া যোগ্যশ্রী প্রকল্পের অধীনে তফসিলি জাতি ও উপজাতি শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির প্রস্তুতি ছাড়াও বিভিন্ন সরকারী চাকরির প্রবেশিকা পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে।

yogyashree scheme bengali

যোগ্যশ্রী প্রকল্প বিবরণ

পশ্চিমবঙ্গ যোগ্যশ্রী প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণটি নিচে দেওয়া হলঃ

প্রকল্পের নামযোগ্যশ্রী প্রকল্প
উদ্যোক্তাপশ্চিমবঙ্গ সরকার
শুরুর সময়২০২৪ সাল
দায়িত্বপ্রাপ্ত বিভাগপশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ
লাভার্থীপশ্চিমবঙ্গের (SC/ST), সংখ্যালঘু, OBC ও জেনারেল ক্যাটেগরির শিক্ষার্থীগণ
উদ্দেশ্যবিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে সহায়তা ও উৎসাহ প্রদান
আবেদন পদ্ধতিঅনলাইন
সরকারী ওয়েবসাইটwbbcdev.gov.in

যোগ্যশ্রী প্রকল্প সুবিধা

যোগ্যশ্রী প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের শিক্ষার্থীগণ নিম্ন উল্লিখিত সুবিধাগুলি পাবেনঃ

JEE, WBJEE এবং NEET পরীক্ষাগুলির জন্য বিনামূল্যে প্রশিক্ষণ

  • ৫০টি সেন্টারের প্রতিটিতে ৪০টি করে সিট, মোট ২০০০ জন শিক্ষার্থী পড়তে পারবেন।
  • মেরিটের ওপর নির্ভর করে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।
  • সপ্তাহে দু-দিন, শনি ও রবি প্রতিদিন ৪ ঘণ্টা করে ক্লাস হবে।
  • একাদশ ক্লাসের জন্য ১০০ ঘণ্টা, দ্বাদশ ক্লাসের জন্য ২০০ ঘণ্টা এবং কলকাতায় ২০ ঘণ্টার কিছু বিশেষ ক্লাস হবে অর্থাৎ শিক্ষার্থীদের মোট ৩২০ ঘণ্টার ক্লাস হবে।
  • এছাড়া ৩০ ঘণ্টার মক্‌ টেস্ট হবে অর্থাৎ শিক্ষার্থীরা মোট ৩৫০ ঘণ্টার সুবিধা লাভ করবেন।
  • শিক্ষার্থীরা বিশেষ শর্ত সাপেক্ষে প্রতি মাসে ₹৩০০ টাকার উপবৃত্তি বা স্টাইপেন্ড পাবেন।

বিভিন্ন সরকারী চাকরির প্রবেশিকা পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ

  • ব্যাঙ্ক, রেল, পোস্ট অফিস, সামরিক ও আধাসামরিক বাহিনী, পুলিশ, সরকারি ও সরকার অধিগৃহীত সংস্থা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে Group-B, C এবং D পদে নিয়োগের জন্য প্রাক পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে।
  • প্রতিটি জেলায় ২টি করে সেন্টার গঠন করা হয়েছে।
  • প্রশিক্ষণের সময় হল ৬ মাস এবং মোট ৩০০ ঘণ্টার ক্লাস হবে।
  • প্রতিদিন ৪ ঘণ্টা করে সপ্তাহে ৩ দিন ক্লাস হবে।
  • রাজ্য জুড়ে মোট ৪৬ টি সেন্টারে মোট ২৩০০ জন শিক্ষার্থীরা এই প্রশিক্ষণের সুবিধা লাভ করতে পারবেন।

যোগ্যশ্রী প্রকল্প কাদের জন্য

নিম্নলিখিত ক্ষেত্রে শিক্ষার্থীরা এই যোগ্যশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেনঃ

  • আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • SC/ST, সংখ্যালঘু, OBC, এবং সাধারণ বিভাগের সকল ছাত্র ছাত্রীরা এই স্কিমের সুবিধা পাওয়ার যোগ্য।
  • আবেদনকারীর পারিবারিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে।

যোগ্যশ্রী প্রকল্প আবেদন

বর্তমানে ‘ওয়েস্ট বেঙ্গল এসসি, এসটি এবং ওবিসি ডেভেলপমেন্ট এন্ড ফিন্যান্স কর্পোরেশন’-এর অফিসিয়াল ওয়েবসাইট wbbcdev.gov.in থেকে JEE / NEET / WBJEE – ২০২৫ এর পরীক্ষাগুলির প্রশিক্ষণের জন্য আবেদন করা যাবে।

yogyashree scheme apply

তবে সরকারী চাকরির প্রবেশিকা পরীক্ষার প্রশিক্ষণের জন্য আবেদন এখনও শুরু হয়নি। সরকারী ঘোষণা অনুযায়ী আবেদন প্রক্রিয়া ফেব্রুয়ারি ২০২৪ থেকে শুরু হবে।

যোগ্যশ্রী প্রকল্প সম্পর্কিত প্রশ্ন

যোগ্যশ্রী প্রকল্পটি কত সালে চালু করা হয়?

যোগ্যশ্রী প্রকল্পটি ২০২৪ সালে চালু করা হয়েছে।

যোগ্যশ্রী প্রকল্পের জন্য কারা যোগ্য?

যোগ্যশ্রী প্রকল্পের অধীনে আগে শুধুমাত্র তফসিলি জাতি এবং উপজাতির ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেওয়া হত তবে এখন থেকে সংখ্যালঘু, ওবিসি এবং জেনারেল ক্যাটেগরির ছেলেমেয়েরাও এই প্রকল্পের অধীনে প্রশিক্ষণ নিতে পারবে।

যোগ্যশ্রী প্রকল্পের অধীনে কি কি সুবিধা পাওয়া যাবে?

যোগশ্রী স্কিমের অধীনে শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কোর্সের জন্য বিনামূল্যে কোচিং পাবেন এবং বিভিন্ন সরকারী চাকরির প্রবেশিকা পরীক্ষার জন্যও বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে।

Leave a Comment