Updated on August 17th, 2024 ||
জননী সুরক্ষা যোজনাটি হল ভারত সরকার দ্বারা পরিচালিত একটি স্কিম, যেটি শিশু জন্মের সময়ের মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমানোর উদ্দেশ্যে ২০০৫ সালে ‘ন্যাশনাল রুরাল হেলথ মিশন’ (NRHM) এর অধীনে চালু করা হয়। এই নিবন্ধে আপনি কিভাবে পশ্চিমবঙ্গে জননী সুরক্ষা যোজনার সুবিধা লাভ করবেন, কত টাকা আর্থিক সহায়তা পাবেন, কার্ডের আবেদন আপনি কিভাবে করবেন ইত্যাদি সম্বন্ধীয় যাবতীয় তথ্য দেওয়া হল।
জননী সুরক্ষা যোজনা কি
জননী সুরক্ষা যোজনাটি হল একটি মাতৃত্ব কল্যাণ প্রকল্প যেটি পূর্বের ‘ন্যাশনাল মেটার্নিটি বেনিফিট স্কিম’ কে প্রতিস্থাপন করে তৈরি করা হয়েছে। এই যোজনাটি প্রধানত দুর্বল আর্থ-সামাজিক অবস্থার গর্ভবতী মহিলাদের সহায়তা প্রদান ও নবজাতকের মৃত্যুহার কমানোর উদ্দেশ্যে গঠন করা হয়েছে।
বেশিরভাগ ক্ষেত্রে গ্রামাঞ্চলের দিকে বা কিছু ক্ষেত্রে শহরাঞ্চলেও দেখা যায় যে আর্থিক অসুবিধার কারনে গ্রামের বয়স্কা মহিলারা বা দাইমারাই গর্ভবতী মহিলাদের দেখাশুনা এবং ডেলিভারি করিয়ে থাকেন, সেক্ষেত্রে অনেক সময় যথাযথ চিকিৎসার অভাব বা রক্তক্ষরণ মা এবং শিশুর জীবনের ঝুঁকির কারন হয়ে দাড়ায়।
দেখা গেছে যে, প্রতি বছর ভারতে প্রায় ৫০ হাজারেরও বেশি মহিলা গর্ভাবস্থা সংক্রান্ত জটিলতার কারণে মারা যান এবং একইভাবে, প্রতি বছর প্রায় ১৩ লাখেরও বেশি শিশু জন্মের ১ বছরের মধ্যেই মারা যায়।
তাই ভারত সরকার এই যোজনা চালু করেছে যেখানে ১৯ বছর বা তার বেশি বয়সী গর্ভবতী মহিলারা দুটি জন্মের ক্ষেত্রে ডেলিভারি এবং পোস্ট-ডেলিভারি যত্নের জন্য নগদ সহায়তা পাবেন। গ্রামীণ এবং শহর উভয় অঞ্চলেই বসবাসকারী অর্থনৈতিক সুবিধা বঞ্চিত মহিলারা এই সুবিধা পেতে পারেন।
জননী সুরক্ষা যোজনা বিবরণ
JSY যোজনার সংক্ষিপ্ত বিবরণ নিচে তালিকাভুক্ত করা হলঃ
প্রকল্পের নাম | জননী সুরক্ষা যোজনা |
প্রকল্প ধরণ | ভারত সরকার প্রকল্প |
প্রকল্প শুরুর সময় | এপ্রিল ২০০৫ |
মন্ত্রণালয় | স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় |
লাভার্থী | দারিদ্র্য সীমার নীচে (BPL) বসবাসকারী গর্ভবতী মহিলারা |
আর্থিক সহায়তা | DBT মাধ্যমে ₹১০০০ – ₹১৪০০/- টাকা |
আবেদন প্রক্রিয়া | অনলাইন ও অফলাইন |
সরকারী ওয়েবসাইট | tathyasathi.bangla.gov.in |
জননী সুরক্ষা যোজনা উদ্দেশ্য
জননী সুরক্ষা যোজনায় নিম্নলিখিত উদ্দেশ্যগুলি উল্লেখযোগ্যঃ
মাতৃমৃত্যুর হার হ্রাসঃ
জননী সুরক্ষা যোজনার অন্যতম উদ্দেশ্যই হল মাতৃমৃত্যুর হার কমানো, তাই পেশাদার এবং উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবার সুবিধা উপলব্ধ করানোর উদ্দেশ্যেই আর্থিক সহায়তা প্রদান করা হয় যাতে ডেলিভারির ঝুঁকিগুলিকে যথাসম্ভব নিয়ন্ত্রন করা যেতে পারে।
শিশু মৃত্যুর হার হ্রাসঃ
এই যোজনার আরও একটি উল্লেখযোগ্য উদ্দেশ্য হল যে সুস্থ সবল শিশুর জন্ম দেওয়ার ক্ষেত্রে বিশেষ নজর রাখা, অর্থাৎ শুধুমাত্র শিশুর জন্মের পরে নয়, প্রসবের আগেও শিশু যাতে মাতৃগর্ভে ঠিক ঠাক বেড়ে উঠতে পারে, তার যথাযথ যত্নের মাধ্যমে শিশু মৃত্যুর হার যেন হ্রাস করা সম্ভব হয় তা নিশ্চিত করা।
প্রাতিষ্ঠানিক বা হাসপাতালে প্রসবে উৎসাহিত করাঃ
এই স্কিমটির অধীনে অর্থ সহায়তার আরেকটি প্রধান উদ্দেশ্য হল যাতে প্রসবের কাজটি বাড়িতে না হয়ে কোন প্রতিষ্ঠানে বা হাসপাতালে করা হয়ে থাকে, যেখানে মা এবং শিশু উভয়েরই নিরাপত্তা বজায় থাকবে।
দরিদ্র পরিবারগুলির জন্য আর্থিক সহায়তাঃ
এই স্কিমটি বিশেষভাবে সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশ যেমন SC, ST, এবং BPL পরিবারের মহিলাদের সহায়তা প্রদানের জন্যই চালু করা হয়েছে, যাতে তারা আর্থিক অসুবিধার কারনে প্রসবের ক্ষেত্রে উন্নত স্বাস্থ্যসেবার সুবিধা থেকে বঞ্চিত না হন৷
জননী সুরক্ষা যোজনা বৈশিষ্ট
জননী সুরক্ষা যোজনাটি বাস্তবায়িত করার উদ্দেশ্যে বিশেষ কিছু পদ্ধতি অনুসরণ করা হয়েছে। নিচে স্কিমটির বাস্তবায়নের পদ্ধতি এবং বৈশিষ্টগুলি উল্লেখ করা হলঃ
ভারতের রাজ্যগুলিতে প্রাতিষ্ঠানিক প্রসবের হার এবং অর্থনৈতিক অবস্থার ওপর নির্ভর করে ‘লো পারফরমিং স্টেটস’ (LPS) ও ‘হাই পারফরমিং স্টেটস’ (HPS), এই দুই ভাগে বিভক্ত করা হয়েছে।
লো পারফরমিং স্টেটস (LPS)
লো পারফরমিং স্টেটগুলির মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আসাম, রাজস্থান, ওড়িশা এবং জম্মু ও কাশ্মীর। এই সমস্ত রাজ্যগুলিতে প্রাতিষ্ঠানিক প্রসবের হার সবচেয়ে কম, তাই এইগুলিকে ‘লো পারফরমিং স্টেটস’ এর অন্তর্গত করা হয়েছে।
হাই পারফরমিং স্টেটস (HPS)
উপরে উল্লিখিত রাজ্যগুলি ছাড়া বাকি রাজ্যগুলি হল হাই পারফরমিং স্টেটস, যার মধ্যে রয়েছেন দারিদ্র্যসীমার নীচে অবস্থিত গর্ভবতী মহিলারা (BPL), তফসিলি জাতি (SC) এবং তফসিলি উপজাতি (ST) মহিলারা যারা কোন সরকারি স্বাস্থ্য কেন্দ্রে প্রসব করছেন, যেমন SC/PHC/CHC/FRU/জেলা বা রাজ্য হাসপাতালের সাধারণ ওয়ার্ড ইত্যাদি।
সামাজিক স্বাস্থ্য কর্মী/আশা কর্মী (ASHA)
এই স্কিমটি বাস্তবায়নের পেছনে ‘অ্যাক-ক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট’ বা আশা কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আশা কর্মীরা মাতৃ ও শিশুস্বাস্থ্যের বিষয় এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারি করানোর প্রচারে সক্রিয় ভূমিকা পালন করে। তাদের এই প্রচেষ্টাকে উৎসাহিত করার জন্য এই স্কিমের অধীনে আশা কর্মীদের জন্য একটি পারফরমেন্স-ভিত্তিক অর্থপ্রদানের ব্যবস্থাও রাখা হয়েছে।
জননী সুরক্ষা যোজনা কত টাকা
JSY যোজনার অধীনে শহর ও গ্রামে বসবাসকারী আর্থিক অসহায় গর্ভবতী মহিলাদের সঠিক যত্নের জন্য এবং প্রসব যাতে কোন বাড়িতে না হয়ে হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হতে পারে সেদিকে লক্ষ্য রেখে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।
যে সকল গর্ভবতী মহিলারা এই স্কিমের জন্য যোগ্য তাদের চিহ্নিত করা থেকে শুরু করে তাদের মাতৃস্বাস্থ্য পরিষেবাগুলি পেতে সহায়তা করা এবং সাথে এই যোজনার প্রচার করা ইত্যাদি কাজগুলি আশা বা স্বাস্থ্য কর্মীদের দ্বারা হয়ে থাকে।
তাই এই স্কিমের অধীনে সুবিধাভোগী গর্ভবতী মহিলারা এবং তার সাথে আশা কর্মীরাও নগদ সুবিধা পেয়ে থাকেন। আশা কর্মীদের কাজের জায়গা অর্থাৎ শহরে বা গ্রাম অথবা ‘লো পারফরমিং স্টেটস’ (LPS) বা ‘হাই পারফরমিং স্টেটস’ (HPS) এর ওপর নির্ভর করবে তারা কত পরিমাণ ইনসেন্টিভ পাবে।
নিচে যোগ্য সুবিধাভোগী এবং আশা কর্মীদের অর্থ সহায়তার পরিমানের একটি তালিকা উল্লেখ করা হলঃ
গ্রামীণ এলাকা
ধরণ | সুবিধাভোগী | আশা কর্মী | মোট |
লো পারফরমিং স্টেটস (LPS) | ১৪০০/- | ৬০০/- | ২০০০/- |
হাই পারফরমিং স্টেটস (HPS) | ৭০০/- | ৬০০/- | ১৩০০/- |
শহুরে এলাকা
ধরণ | সুবিধাভোগী | আশা কর্মী | মোট |
লো পারফরমিং স্টেটস (LPS) | ১০০০/- | ৪০০/- | ১৪০০/- |
হাই পারফরমিং স্টেটস (HPS) | ৬০০/- | ৪০০/- | ১০০০/- |
জননী সুরক্ষা যোজনা সুবিধা
জননী সুরক্ষা যোজনার অধীনে গর্ভবতী মহিলারা নিম্নলিখিত সুবিধাগুলি পাবেনঃ
প্রাতিষ্ঠানিক ডেলিভারির ক্ষেত্রে আর্থিক সহায়তা লাভ
JSY স্কিমের অধীনে প্রধান সুবিধাগুলির মধ্যে অন্যতম হল গর্ভবতী মহিলারা যারা কোন প্রতিষ্ঠানিক কেন্দ্রে সন্তান প্রসব করাবেন তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। তারা শিশুর জন্মের সাথে সম্পর্কিত সমস্ত খরচগুলি যেমন, স্বাস্থ্য বা প্রতিষ্ঠানিক কেন্দ্রে যাওয়ার পরিবহন খরচ থেকে শুরু করে ডেলিভারি প্রক্রিয়া চলাকালীন অন্যান্য খরচগুলির ক্ষেত্রে নগদ সুবিধা লাভ করবেন।
এই আর্থিক সহায়তার পরিমাণ অঞ্চল এবং এলাকার অনগ্রসরতার স্তরের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে, সেক্ষেত্রে অধিক সুবিধাবঞ্চিত অঞ্চলের মহিলারা বেশি আর্থিক সহায়তা লাভ করবেন।
চেকআপ এবং নিরাপদ ডেলিভারির সুবিধা
এই যোজনার অধীনে গর্ভবতী মহিলারা গর্ভাবস্থায় তিনটি চেকআপের সুবিধা পাবেন, ফলে তাদের স্বাস্থ্যের প্রতি নজর রেখে পরবর্তী সময়ের ডেলিভারির ক্ষেত্রে তা কম ঝুঁকি সম্পন্ন এবং অনেক বেশি নিরাপদ করা সম্ভব হয়েছে।
মা ও নবজাতকের মৃত্যু ঝুঁকির হার হ্রাস
প্রাতিষ্ঠানিক প্রসবের মাধ্যমে মহিলারা দক্ষ পেশাদার স্বাস্থ্যসেবা এবং জরুরী চিকিৎসা পরিষেবার সুবিধা পান, যা প্রসবজনিত জটিলতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে সাহায্য করেছে। বিশেষ করে ঐতিহাসিকভাবে উচ্চ মৃত্যুর হারের রাজ্যগুলিতে এই স্কিমটি চালু হওয়ার পর থেকে, মা ও নবজাতকের মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব হয়েছে।
স্বাস্থ্যসেবা বা আশা কর্মীদের ইনসেন্টিভ
JSY স্কিমটি কার্যকর করার ক্ষেত্রে স্বাস্থ্যসেবা বা আশা কর্মীদের বিশেষ ভূমিকা রয়েছে, কারন তারাই শহর বা গ্রামে গিয়ে প্রতিটি বাড়ি থেকে সুবিধাভোগীদের চিহ্নিত করার কাজটি করে থাকেন, এরপর তারা যাতে এই স্কিমের সুবিধাগুলি লাভ করতে পারেন সেক্ষেত্রেও তারা গাইড করে থাকেন। তাদের এই কাজে উৎসাহিত করতে ও তাদের এই কঠোর পরিশ্রমের কাজের প্রশংসা করতে তাদের জন্য ইনসেন্টিভের ব্যবস্থাও করা হয়েছে।
জননী সুরক্ষা যোজনা যোগ্যতা
JSY এর অধীনে আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের অবশ্যই নিম্নলিখিত যোগ্যতার মানদণ্ডগুলি পূরণ করতে হবেঃ
- গ্রামীণ বা শহুরে অঞ্চলে দারিদ্র্য সীমার নীচে (BPL) বসবাসকারী গর্ভবতী মহিলারা হলেন এই স্কিমের সুবিধা পাওয়ার যোগ্য৷
- গর্ভবতী মহিলার বয়স কমপক্ষে ১৯ বছর বা তার বেশি হতে হবে।
- শুধুমাত্র দুটি জন্মের ক্ষেত্রেই মহিলারা JSY স্কিমের সুবিধা পেতে পারেন।
- গর্ভবতী মহিলাকে অবশ্যই কোন সরকারী হাসপাতাল বা নির্বাচিত বেসরকারী চিকিৎসা কেন্দ্রে প্রসব করাতে হবে।
জননী সুরক্ষা যোজনা আবেদন
JSY এর সুবিধাগুলি জানতে এবং অফলাইনে আবেদন করার জন্য আপনি আশা কর্মীদের সাথে বা নিকটতম স্বাস্থ্যসেবা বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সাথে যোগাযোগ করতে পারেন।
এছাড়া আপনি অনলাইন পোর্টালের মাধ্যমেও নিম্নলিখিত পদ্ধতিতে আবেদন করতে পারবেনঃ
- আপনাকে tathyasathi.bangla.gov.in তে যেতে হবে।
- হোম পেজের নিচে ‘List of Services Offered Across The Country’ তে ক্লিক করতে হবে।
- এরপরের পেজে আপনাকে ‘WEST BENGAL’ এর ওপর ক্লিক করতে হবে। তাহলেই আপনি রাজ্য দ্বারা প্রদত্ত পরিষেবার সম্পূর্ণ লিস্টটি দেখতে পাবেন, সেখানে আপনাকে সার্চ করতে হবে ‘Janani Suraksha Yojana’।
- এরপর নামের ওপর ক্লিক করলেই আপনি JSY এর অ্যাপ্লিকেশনের পেজে পৌঁছে যাবেন। যেখানে ‘Application Form’ এর ওপর ক্লিক করলেই অনলাইন ফর্মটি খুলে যাবে।
জননী সুরক্ষা যোজনা সম্পর্কিত প্রশ্ন
জননী সুরক্ষা যোজনা কি?
জননী সুরক্ষা যোজনা হল একটি কেন্দ্রীয় সরকারের উদ্যোগ, যা দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী গর্ভবতী মহিলাদের হাসপাতাল বা অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতে প্রসব করার কাজে উৎসাহিত করতে আর্থিক সহায়তা প্রদান করে থাকে।
জননী সুরক্ষা যোজনায় কত টাকা দেওয়া হয়?
JSY এর অধীনে টাকার পরিমাণ সর্বত্র একই নয়, তা ক্ষেত্র বিশেষে আলাদা হয়ে থাকে। এক্ষেত্রে অনুদানের পরিমাণ নির্ভর করে সুবিধাভোগী গ্রামে থাকেন নাকি শহরে এবং সাথে দেখা হবে যে তিনি লো পারফরমিং স্টেটস (LPS) থাকেন নাকি হাই পারফরমিং স্টেটস (HPS)। সেক্ষেত্রে সুবিধাভোগীর অনুদানের পরিমাণ হবে ₹১০০০/- থেকে ₹১৪০০/- টাকা এবং আশা কর্মীদের ₹৪০০/- থেকে ₹৬০০/- টাকা দেওয়া হয়ে থাকে।
জননী সুরক্ষা যোজনার জন্য কারা যোগ্য?
JSY এর জন্য দারিদ্র্য সীমার নীচের (BPL) গর্ভবতী মহিলারা, যাদের বয়স ১৯ বছর বা তার বেশি, তারা দুটি জন্মের ক্ষেত্রে এই যোজনার সুবিধাগুলির পাওয়ার যোগ্য৷
জননী সুরক্ষা যোজনা কবে চালু হয়?
জননী সুরক্ষা যোজনাটি ২০০৫ সালের এপ্রিল মাসে চালু করা হয়েছিল।