বর্তমানে আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হলেও, এই সমস্ত কার্ডগুলির থেকে অনেক আগে দেশে যে গুরুত্বপূর্ণ সরকারী ডকুমেন্টস ইস্যু করা হয়েছিল তা হল এই রেশন কার্ড। আমরা সকলেই জানি যে রেশন কার্ডধারকদের সরকারীভাবে নির্ধারিত হারে চাল, ডাল, নুন, তেল, চিনি ইত্যাদি প্রয়োজনীয় পণ্যগুলি সরবরাহ করা হয়ে থাকে, তাই এই কার্ডের গুরুত্ব অপরিসীম।
এই সমস্ত সরকারী জরুরী ডকুমেন্টসগুলির ডিজিটালাইজেশনের ফলে আমরা আজ সর্বত্রই লাভবান হয়েছি। আমাদেরকে যেমন আর নথিগুলি আলাদা করে বয়ে নিয়ে যাওয়ার দরকার পড়ছে না, তেমনই ব্যবহারিক ক্ষেত্রেও কাজের গতি সর্বাধিক পরিমাণে বৃদ্ধি করা সম্ভব হয়েছে।
পশ্চিমবঙ্গে বর্তমানে ডিজিটাল রেশন কার্ড চালু করা হয়েছে, যার ফলে এই কার্ডের ব্যবহারেও মানুষ সর্বাধিক সুবিধা লাভ করতে পারবেন। তারা নিজেরাই সরাসরি পোর্টাল থেকে কার্ডের আবেদন করতে এবং তা ডাউনলোড করে নিতে পারবেন। এই নিবন্ধে ডিজিটাল রেশন কার্ড কী, এর সুবিধাগুলি এবং কীভাবে আপনি আবেদন করবেন সে সম্মন্ধে বিস্তারিত তথ্য দেওয়া হল।
ডিজিটাল রেশন কার্ড কি?
ডিজিটাল রেশন কার্ড হল আমাদের কাগজের রেশন কার্ডের একটি ইলেকট্রনিক সংস্করণ যা পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের অধীনেই জারী করা হয়। এই নতুন ডিজিটাল পদ্ধতিটি পিডিএস (পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম) প্রক্রিয়াকে আরও দক্ষ এবং সহজ উপযোগী করে তুলেছে।
ডিজিটাল রেশন কার্ড সুবিধা
ডিজিটাল রেশন কার্ডে আপনি নিম্নলিখিত সুবিধাগুলি পাবেনঃ
ব্যবহারিক সহজলভ্যতাঃ
ডিজিটাল রেশন কার্ড থাকার ফলে আপনি স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে যেকোনো সময় এবং যেকোনো জায়গায় আপনার রেশনের তথ্য ব্যবহার করতে পারবেন। আপনার ফিজিক্যাল রেশন কার্ড বহন করার প্রয়োজন হবে না।
জালিয়াতি কমানোঃ
রেশন কার্ডের ডিজিটালাইজেশন এবং বায়োমেট্রিক যাচাইকরণের ফলে রেশন কার্ডের প্রতারণামূলক কার্যকলাপ যেমন কার্ডের নকল বন্ধ করা সম্ভব হয়েছে এবং রেশনের সুবিধাগুলি শুধুমাত্র যোগ্য প্রাপকদের কাছে পৌঁছান সম্ভব হয়েছে।
দক্ষতা বৃদ্ধিঃ
ডিজিটাল রেশন কার্ডের ফলে রেকর্ডগুলি পরিচালনা করা, আপডেট করা এবং ট্র্যাক করা অনেক সহজ হয়েছে। রেশন কার্ডে আগে হাতে লিখে রেকর্ড রাখা হত, যা ছিল যথেষ্ট সময় সাপেক্ষ এবং ত্রুটি যুক্ত কিন্তু বর্তমানে ডিজিটাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে তা স্বয়ংক্রিয় করা সম্ভব হয়েছে, যা ত্রুটিগুলি হ্রাস করতে ও কম সময় আরও দক্ষ এবং স্বচ্ছ ব্যবস্থাপনা গঠনে সহায়তা করেছে।
ডিজিটাল রেশন কার্ড প্রয়োজনীয় নথি
ডিজিটাল রেশন কার্ডের আবেদনের জন্য নিম্নলিখিত নথিগুলি প্রয়োজনঃ
- আধার কার্ড
- বার্থ সার্টিফিকেট (৫ বছরের নিচের কোন বাচ্চার ক্ষেত্রে)
ডিজিটাল রেশন কার্ড আবেদন
নিম্নলিখিত পদ্ধতিতে আপনি অনলাইনে ডিজিটাল রেশন কার্ডের আবেদন করতে পারবেনঃ
- আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল পোর্টাল food.wb.gov.in এ যেতে হবে।
- হোম পেজের বাঁদিকে ‘Citizen’s Home’ লিঙ্কে ক্লিক করতে হবে।
- এরপর ‘Ration Card Related Corner’ লিঙ্কে ক্লিক করতে হবে।
- এরপর ‘Service through office approval’ তে ক্লিক করতে হবে।
- এরপর ‘Apply Online’ এ ক্লিক করতে হবে।
- এরপর আপনাকে ‘Form-4’ এ ক্লিক করতে হবে।
- এরপর আপনাকে লগইন করার জন্য মোবাইল নম্বরটি লিখে ‘GET OTP’ তে ক্লিক করতে হবে।
- ওটিপি ভ্যারিফিকেশনের মাধ্যমে আপনি লগইন করার পর ড্যাশবোর্ডে পৌঁছাবেন, যেখানে পরিবারের সমস্ত সদস্যর নাম, ক্যাটাগরি ও স্ট্যাটাস দেখতে পাবেন। আপনাকে নিচে স্ক্রল করে ‘Apply For FORM-4’ এ ক্লিক করতে হবে।
- এরপর একটি গুরুত্বপূর্ণ আপডেট করা হয়েছে যেখানে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি শীঘ্র কার্ডটি পেতে চান কিনা সেক্ষেত্রে আপনার পরিবারের সমস্ত সদস্যের ক্যাটেগরি RKSY-1 হয়ে যাবে অন্যথা PHH/SPHH কার্ডের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে স্লট খালি হওয়া পর্যন্ত। আপনাকে ‘Proceed’ এ ক্লিক করতে হবে।
- এরপরের পেজে আপনাকে স্ক্রল করে নিচে এসে ‘ENTER AN ANOTHER APPLICATION WITH THIS NUMBER’ তে ক্লিক করতে হবে।
- এবার আপনার নতুন সদস্যর ডিটেলস দেওয়ার জন্য ফর্মটি খুলে যাবে যেখানে ঠিকানা, থানা, নাম, বাবা/মা -এর নাম, জন্ম তারিখ, আধার নম্বর ইত্যাদি উল্লেখ করতে হবে এবং ‘NEXT’ ও ‘PROCEED’ এ ক্লিক করতে হবে।
- এরপর আপনাকে ফর্মের সাথেই আধার কার্ডের ছবি আপলোড করতে হবে এবং তারপর পুনরায় ওটিপি ভ্যারিফিকেশনের মাধ্যমে ফর্মটি সাবমিট হবে।
ডিজিটাল রেশন কার্ড সম্পর্কিত প্রশ্ন
ডিজিটাল রেশন কার্ড কি?
ডিজিটাল রেশন কার্ড বা ই-রেশন কার্ড হল পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের অধীনে কর্তৃপক্ষ কর্তৃক জারি করা একটি পিডিএফ নথি।
কীভাবে অনলাইনে রেশন কার্ড ডাউনলোড করব?
আপনার রেশন কার্ডের e-KYC করা থাকলে আপনি পশ্চিমবঙ্গ সরকারের ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল পোর্টাল food.wb.gov.in তে গিয়ে হোম পেজের নিচের দিকে ‘E-RATION CARD’ এ ক্লিক করতে হবে এবং সেখান থেকেই আপনি OTP ভ্যারিফিকেশনের মাধ্যমে ই-রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন।
আমি কিভাবে ডিজিটাল রেশন কার্ডের স্ট্যাটাস চেক করব?
আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল পোর্টাল food.wb.gov.in তে গিয়ে হোম পেজের বাঁ দিকে ‘Citizen’s Home’ এ ক্লিক করতে হবে এবং তারপর ‘Enquiry’ তে ক্লিক করতে হবে। এরপর ‘Check ration card application status’ এ ক্লিক করে আপনার ফর্ম টাইপ এবং মোবাইল নম্বরটির মাধ্যমে সার্চ করলেই আপনি আপনার এপ্লিকেশনের স্ট্যাটাসটি দেখতে পারবেন।