ওয়েসিস স্কলারশিপ এ কত টাকা পাওয়া যায়, কি কি লাগে, লাস্ট ডেট | Oasis Scholarship in Bengali

Updated on August 25th, 2024 ||

ওয়েসিস স্কলারশিপ হল পশ্চিমবঙ্গের SC, ST, বা OBC বিভাগের ছাত্র ছাত্রীদের জন্য সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তর’ দ্বারা পরিচালিত এই স্কলারশিপের অধীনে প্রাক-ম্যাট্রিক এবং পোস্ট-ম্যাট্রিক উভয় ক্ষেত্রেই সুবিধা প্রদান করে থাকে। ২০২৩-২৪ শিক্ষা বর্ষে প্রায় ৪ লাখেরও বেশি শিক্ষার্থীরা এই স্কলারশিপের আবেদন করেছেন।

এই নিবন্ধটিতে ওয়েসিস স্কলারশিপ সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলি যেমন যোগ্যতা, স্কলারশিপের পরিমাণ, আবেদন পদ্ধতি, স্ট্যাটাস চেক, রিনুয়াল প্রক্রিয়া ইত্যাদি বিস্তারিত আলোচনা করা হল।

Table of Contents

ওয়েসিস স্কলারশিপ কি

ওয়েসিস স্কলারশিপের অধীনে রাজ্যের অর্থনৈতিক ভাবে দুর্বল পরিবারের এসসি, এসটি এবং ওবিসি শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা হয়ে থাকে। এটি মেরিট ভিত্তিক স্কলারশিপ নয়, তাই নির্দিষ্ট আয়ের পরিবারগুলির শিক্ষার্থীরা নবম শ্রেণীতে পড়া থেকেই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন এবং স্নাতকোত্তর স্তরে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, আইন, পলিটেকনিক, নার্সিং, হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদি পড়াশুনোর ক্ষেত্রেও এই স্কলারশিপের অর্থ পাওয়া যায়।

এই স্কলারশিপে অর্থের পরিমাণ শ্রেনীভিত্তিক আলাদা করা হয়েছে অর্থাৎ উচু শ্রেণীর ক্ষেত্রে অর্থের পরিমাণও বেশি রাখা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবে হোস্টেলের ছাত্র ছাত্রীদের জন্য অধিক স্কলারশিপের অর্থ প্রদান করা হয়ে থাকে।

ওয়েসিস স্কলারশিপ

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ

ওয়েসিস স্কলারশিপ বিবরণ

ওয়েসিস স্কলারশিপের সংক্ষিপ্ত বিবরণ নিচে তালিকাভুক্ত করা হলঃ

প্রকল্পের নামওয়েসিস স্কলারশিপ
প্রকল্প ধরণরাজ্য সরকার প্রকল্প
দায়িত্বপ্রাপ্ত বিভাগঅনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তর
লাভার্থীপশ্চিমবঙ্গের SC, ST, বা OBC বিভাগের নবম ক্লাস থেকে স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীরা
সুবিধাবর্তমান ক্লাস বা কোর্সের জন্য প্রতি বছর ₹১,৫০০/- টাকা থেকে ₹২৮,৮০০/- টাকা পর্যন্ত
আবেদন প্রক্রিয়াঅনলাইন ও অফলাইন
সরকারী ওয়েবসাইটoasis.gov.in

নবান্ন স্কলারশিপ

ওয়েসিস স্কলারশিপ কারা পাবে ও যোগ্যতা

ওয়েসিস স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এছাড়া নিম্নউল্লিখিত যোগ্যতাগুলি পূরণ করতে হবেঃ

SC শিক্ষার্থীদের প্রাক-ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে

  • আবেদনকারীকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী হতে হবে
  • তফসিলি জাতি (SC) বিভাগের অন্তর্গত হতে হবে
  • পরিবারের আয় বার্ষিক ₹২ লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয়

ST শিক্ষার্থীদের প্রাক-ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে

  • নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী হতে হবে
  • আবেদনকারীকে তফসিলি উপজাতি (ST) বিভাগের অন্তর্গত হতে হবে
  • পারিবারিক বার্ষিক আয় ₹২ লক্ষ টাকার বেশি নয়

SC/ST শিক্ষার্থীদের পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে

  • শিক্ষার্থীকে অবশ্যই মাধ্যমিক পরবর্তী স্তরে পড়াশোনা করতে হবে
  • আবেদনকারীকে SC বা ST শ্রেণীর অন্তর্গত হতে হবে
  • পরিবারের বার্ষিক আয় ₹২.৫ লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয়

OBC শিক্ষার্থীদের জন্য পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে

  • শিক্ষার্থীকে অবশ্যই মাধ্যমিক পরবর্তী স্তরে পড়াশোনা করতে হবে
  • আবেদনকারীকে OBC শ্রেণীর অন্তর্গত হতে হবে
  • পরিবারের বার্ষিক আয় ₹১ লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয়

ওয়েসিস স্কলারশিপ এ কত টাকা পাওয়া যায়

ওয়েসিস স্কলারশিপের টাকা রাজ্য ও কেন্দ্র সরকার মিলিত ভাবে প্রদান করে থাকে। এক্ষেত্রে ৬০% অনুদান হল রাজ্যের এবং ৪০% অনুদান কেন্দ্র প্রদান করে। তাই অনেক সময়ই ছাত্র ছাত্রীরা একবারে অথবা দুই বারে স্কলারশিপের অর্থ পেয়ে থাকেন।

এই স্কলারশিপের পরিমাণ শিক্ষার্থীদের ক্লাস বা বিষয়ের ওপর নির্ভর করে থাকে। এই স্কলারশিপের অধীনে কত টাকা পাওয়া যায় তা নিচের সারণীতে উল্লেখ করা হলঃ

SC বিভাগের ডে স্কলারদের জন্যঃ

স্কলারশিপের নামস্কলারশিপের পরিমাণ
প্রাক-ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রেবার্ষিক ₹৩,৫০০/- 
পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রেবার্ষিক ₹৭,০০০/- (সর্বাধিক)
মেডিকেল/ইঞ্জিনিয়ারিং/এমফিল/পিএইচডি/এলএলএম শিক্ষার্থীদের জন্যবার্ষিক ₹৭,০০০/-
বি ফার্ম/ এলএলবি/ বি নার্সিং/ পিজি/ হোটেল ম্যানেজমেন্ট কোর্স ইত্যাদির জন্যবার্ষিক ₹৬,৫০০/-
স্নাতক স্তর পর্যন্ত সাধারণ কোর্সের জন্যবার্ষিক ₹৩,০০০/-
১০+২ সিস্টেম ইন্টারমিডিয়েট কোর্স/পলিটেকনিক/আইটিআই কোর্সে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্যবার্ষিক ₹২,৫০০/-

SC বিভাগের হোস্টেলারদের জন্যঃ

স্কলারশিপের নামস্কলারশিপের পরিমাণ
প্রাক-ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রেবার্ষিক ₹১০,০০০/- (রাজ্য) + ₹৭,০০০/- (কেন্দ্র) 
পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রেবার্ষিক ₹১৩,৫০০/- (রাজ্য) + ₹১৩,৫০০/- (কেন্দ্র) (সর্বাধিক)
মেডিকেল/ইঞ্জিনিয়ারিং/এমফিল/পিএইচডি/এলএলএম শিক্ষার্থীদের জন্যবার্ষিক ₹১৩,৫০০/- (রাজ্য) + ₹১৩,৫০০/- (কেন্দ্র)
বি ফার্ম/ এলএলবি/ বি নার্সিং/ পিজি/ হোটেল ম্যানেজমেন্ট কোর্স ইত্যাদির জন্যবার্ষিক ₹১২,০০০/- (রাজ্য) + ₹৯,৫০০/- (কেন্দ্র)
স্নাতক স্তর পর্যন্ত সাধারণ কোর্সের জন্যবার্ষিক ₹১২,০০০/- (রাজ্য) + ₹৬,০০০/- (কেন্দ্র)
১০+২ সিস্টেম ইন্টারমিডিয়েট কোর্স/পলিটেকনিক/আইটিআই কোর্সে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্যবার্ষিক ₹১২,০০০/- (রাজ্য) + ₹৪,০০০/- (কেন্দ্র)

ST বিভাগের ডে স্কলারদের জন্যঃ

স্কলারশিপের নামস্কলারশিপের পরিমাণ
প্রাক-ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রেবার্ষিক ₹২,২৫০/- 
পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রেবার্ষিক ₹৬,৬০০/- (সর্বাধিক)
মেডিকেল/ইঞ্জিনিয়ারিং/এমফিল/পিএইচডি/এলএলএম শিক্ষার্থীদের জন্যবার্ষিক ₹৬,৬০০/-
বি ফার্ম/ এলএলবি/ বি নার্সিং/ পিজি/ হোটেল ম্যানেজমেন্ট কোর্স ইত্যাদির জন্যবার্ষিক ₹৬,৩৬০/-
স্নাতক স্তর পর্যন্ত সাধারণ কোর্সের জন্যবার্ষিক ₹৩,৬০০/-
১০+২ সিস্টেম ইন্টারমিডিয়েট কোর্স/পলিটেকনিক/আইটিআই কোর্সে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্যবার্ষিক ₹২,৭৬০/-

ST বিভাগের হোস্টেলারদের জন্যঃ

স্কলারশিপের নামস্কলারশিপের পরিমাণ
প্রাক-ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রেবার্ষিক ₹১০,০০০/- (রাজ্য) + ₹৫,২৫০/- (কেন্দ্র) 
পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রেবার্ষিক ₹১৪,৪০০/- (রাজ্য) + ₹১৪,৪০০/- (কেন্দ্র) (সর্বাধিক)
মেডিকেল/ইঞ্জিনিয়ারিং/এমফিল/পিএইচডি/এলএলএম শিক্ষার্থীদের জন্যবার্ষিক ₹১৪,৪০০/- (রাজ্য) + ₹১৪,৪০০/- (কেন্দ্র)
বি ফার্ম/ এলএলবি/ বি নার্সিং/ পিজি/ হোটেল ম্যানেজমেন্ট কোর্স ইত্যাদির জন্যবার্ষিক ₹১২,০০০/- (রাজ্য) + ₹৯,৮৪০/- (কেন্দ্র)
স্নাতক স্তর পর্যন্ত সাধারণ কোর্সের জন্যবার্ষিক ₹১২,০০০/- (রাজ্য) + ₹৬,৮৪০/- (কেন্দ্র)
১০+২ সিস্টেম ইন্টারমিডিয়েট কোর্স/পলিটেকনিক/আইটিআই কোর্সে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্যবার্ষিক ₹১২,০০০/- (রাজ্য) + ₹৪,৫৬০/- (কেন্দ্র)

OBC বিভাগের ডে এবং হোস্টেলারদের জন্যঃ

স্কলারশিপের নামস্কলারশিপের পরিমাণ
প্রাক-ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রেবার্ষিক ₹৪,০০০/- 
পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রেবার্ষিক ₹১০,০০০/- (রাজ্য) + ₹১০,০০০/- (কেন্দ্র) (সর্বাধিক)
মেডিকেল/ইঞ্জিনিয়ারিং/এমফিল/পিএইচডি/এলএলএম শিক্ষার্থীদের জন্যবার্ষিক ₹১০,০০০/- (রাজ্য) + ₹১০,০০০/- (কেন্দ্র)
বি ফার্ম/ এলএলবি/ বি নার্সিং/ পিজি/ হোটেল ম্যানেজমেন্ট কোর্স ইত্যাদির জন্যবার্ষিক ₹৮,০০০/- (রাজ্য) + ₹৫,০০০/- (কেন্দ্র)
স্নাতক স্তর পর্যন্ত সাধারণ কোর্সের জন্যবার্ষিক ₹৬,০০০/- (রাজ্য) + ₹২,০০০/- (কেন্দ্র)
১০+২ সিস্টেম ইন্টারমিডিয়েট কোর্স/পলিটেকনিক/আইটিআই কোর্সে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্যবার্ষিক ₹৫,০০০/- (রাজ্য) 

ওয়েসিস স্কলারশিপ করতে কি কি লাগে

ওয়েসিস স্কলারশিপের জন্য আবেদনপত্রের সাথে নিম্নলিখিত ডকুমেন্টসগুলির ফোটোকপি প্রয়োজন (তবে এই তালিকা শিক্ষা প্রতিষ্ঠানের ভেরিফিকেশন পদ্ধতির ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে)।

  • বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রসিদ
  • কাস্ট সার্টিফিকেট
  • মাধ্যমিক এডমিট কার্ড (পোস্ট-ম্যাট্রিকের ক্ষেত্রে)
  • উচ্চ মাধ্যমিক মার্কশিট (স্নাতক স্তরের ক্ষেত্রে)
  • শেষ ফাইনাল পরীক্ষার মার্কশিট 
  • আয়ের সার্টিফিকেট 
  • ব্যাঙ্ক পাসবুক 
  • রঙিন ফোটো

ওয়েসিস স্কলারশিপ আবেদন

ওয়েসিস স্কলারশিপের আবেদনটি অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে করতে হবে এবং ডাউনলোড ও প্রিন্ট করে তা স্বাক্ষর করার পর সমস্ত নথিগুলি সমেত নিজ শিক্ষা প্রতিষ্ঠানে বা BDO অথবা DWO এর অফিসে জমা দিতে হবে।

অনলাইনে আবেদনের জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুনঃ

  • আপনাকে ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল পোর্টাল oasis.gov.in তে যেতে হবে।
  • হোম পেজের ব্যানার সেকশনে ‘Students Corner’ থেকে ‘Student’s Registration’ এ ক্লিক করতে হবে।
  • তারপর আপনি যে জেলার শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করছেন সেই জেলাটি সিলেক্ট করতে হবে।
  • এরপর একটি গুরুত্বপূর্ণ পপআপ ম্যাসেজ আসবে যেখানে কি কি করতে হবে তা লেখা থাকবে, নিচে সেটি দেওয়া হল।
oasis scholarship document list 1
  • এরপর প্রথমে কাস্ট সার্টিফিকেটটি ভেরিফাই করতে হবে ও তারপর নাম, জেন্ডার, জন্ম তারিখ, আধার নম্বর উল্লেখ করতে হবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে আধার লিংক করা আছে তা উল্লেখ করতে চেকবক্সে ক্লিক করতে হবে এবং ক্যাপচা পূরণ করে ‘Proceed’এ ক্লিক করতে হবে।
  • এরপরের পেজটি হল ‘Primary Details of Student’ যেখানে অভিভাবকের নাম, কাস্টের নাম, কোর্সের ধরণ দিতে হবে। পরবর্তী ‘Authority & Contact Details’ এর জায়গায় পরিবারের বার্ষিক আয়, আধার নম্বর, ব্লক বা মিউনিসিপ্যালিটি, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, মোবাইল নম্বর ইত্যাদি দিতে হবে।
  • নিচে ‘Student Class Details’ এর মধ্যে শেষ কোন পরীক্ষা কত সালে দিয়েছে তা উল্লেখ করতে হবে, এরপর একটি পাসওয়ার্ড সেট করে সাবমিট করলেই আপনার রেজিস্ট্রেশনের কাজটি সম্পন্ন হবে। আপনাকে ‘Download Acknowledgement Slip’ এ ক্লিক করে স্লিপটি ডাউনলোড করে রাখতে হবে যা পরবর্তী সময় রিনুয়াল করতে দরকার হবে।
  • রেজিস্ট্রেশনের পর ‘Log In’ করে বাকি তথ্যগুলি যেমন ‘Present Address Details’, ‘Permanent Address Details’ দিতে হবে। ‘Supporter’s Details’ এ আপনার পরিবারের অভিভাবকের নাম, পেশা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি উল্লেখ করতে হবে।
  • ‘Educational Details’ এ আপনাকে বর্তমান ও তার আগের শিক্ষা প্রতিষ্ঠান, কোর্স, পরীক্ষা ইত্যাদির তথ্য দিতে হবে এবং সাবমিট করতে হবে।
  • এরপর ‘Bank Information’ এর জায়গায় আপনাকে ‘IFSC’, অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি দিতে হবে এবং নিচে ‘Save & Proceed’ এ ক্লিক করতে হবে।
  • আপনাকে ‘Verify & Lock Application’ এ ক্লিক করতে হবে, তাহলেই রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি ভেরিফিকেশন হবে এবং ফেরিফিকেশনের পর ‘Download Application Form’ এ ক্লিক করে এপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে।
  • এরপর এপ্লিকেশনটি প্রিন্ট করে তা কাউন্সিলর বা পঞ্চায়েত সভাপতি অথবা সরকারী অফিসারকে দিয়ে স্বাক্ষর করিয়ে বর্তমান নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা BDO অথবা DWO এর অফিসে জমা করতে হবে।

ওয়েসিস স্কলারশিপ সম্পর্কিত প্রশ্ন (FAQ)

ওয়েসিস স্কলারশিপ এ কত টাকা পাওয়া যায়?

ওয়েসিস স্কলারশিপের অধীনে অর্থের পরিমাণ কোর্সের ওপর নির্ভর করে থাকে, তাই গ্রেড ১ কোর্সগুলির ক্ষেত্রে বেশি টাকা পাওয়া যায় এবং যারা হোস্টেলে থেকে পড়াশোনা করছেন তাদের জন্য সর্বাধিক অর্থ প্রদান করা হয়ে থাকে যেমন, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, পিএইচডি ইত্যাদি কোর্সের ক্ষেত্রে হোস্টেলাররা কেন্দ্র ও রাজ্য মিলিয়ে বার্ষিক মোট ₹২৮,৮০০/- টাকা পেয়ে থাকেন।

ওয়েসিস স্কলারশিপ এর লাস্ট ডেট কবে?

ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল পোর্টালেই আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ সম্বন্ধীয় নোটিশ দেওয়া হয়ে থাকে, তাই লাস্ট ডেট সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই oasis.gov.in পোর্টাল দেখা উচিৎ।

ওয়েসিস স্কলারশিপের জন্য কি কি লাগে?

ওয়েসিস স্কলারশিপের জন্য সরকারী নোটিশ অনুযায়ী যেগুলি দরকার তা হল আয়ের শংসাপত্র, জন্ম তারিখ প্রমান, জাতিগত শংসাপত্র এবং শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার মার্কশিট। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবেদনপত্র যাচাই করার জন্য অন্যান্য ডকুমেন্টস চাইতে পারে যা তারা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে।

আমি কি ওয়েসিস এবং বিবেকানন্দ স্কলারশিপ উভয়ই আবেদন করতে পারি?

না, আপনি SVMCM এবং OASIS এর জন্য একসাথে আবেদন করতে পারবেন না, কারন SVMCM নিয়ম অনুযায়ী শিক্ষার্থী বিবেকানন্দ স্কলারশিপের সাথে অন্য কোনো স্কলারশিপের আবেদন করতে পারবে না, অন্যথা বৃত্তিটি বাতিল হয়ে যাবে।

Leave a Comment