Updated on September 6th, 2024 ||
সবুজ সাথী প্রকল্পটি হোল শিক্ষার প্রসারের উদ্দেশ্যে ও পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের কল্যাণের স্বার্থে করা রাজ্য সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। এই প্রকল্পের অধীনে রাজ্যের ছাত্র-ছাত্রীদের স্কুল যাতায়াতের অসুবিধা দূর করার জন্য তাদের সাইকেল প্রদান করা হয়ে থাকে। রাজ্য সরকারের মতে, এই প্রকল্পে এখনও পর্যন্ত ২,৭০০ কোটি টাকার বেশি আনুমানিক খরচে প্রায় ৮৫ লক্ষ শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়েছে।
২০১৫-১৬ এর শিক্ষাবর্ষে প্রথম এই সবুজ সাথী প্রকল্পের ঘোষণা করা হয়েছিল, যেখানে বলা হয় যে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি এবং মাদ্রাসায় নবম থেকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত আনুমানিক ৪০ লক্ষ ছাত্র-ছাত্রীদের সাইকেল বিতরণ করা হবে। এই নিবন্ধে সবুজ সাথী প্রকল্পের উদ্দেশ্য, সুবিধা, যোগ্যতার মানদণ্ড, প্রয়োজনীয় নথি ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিত আলোচনা করা হল।
সবুজ সাথী প্রকল্প কী । What is Sabooj Sathi Scheme
ভারতের বেশ কয়েকটি রাজ্যেই হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে সাইকেল বিতরণ করা হয়ে থাকে, যা হল একটি অন্যতম জনপ্রিয় ক্রিয়াকলাপ। পশ্চিমবঙ্গের সবুজ সাথী প্রকল্পটিও হল সেই একই উদ্যোগ যেটি ২০১৫ সালে প্রথম চালু করা হয়েছিল, যার লক্ষ্য হল সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত নবম থেকে দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা।
এই সবুজ সাথী প্রকল্পকে সফল ভাবে পরিচালনা করার জন্য প্রকল্পের ‘নোডাল এজেন্সি’, ‘অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ’, ভারতের প্রতীচি ট্রাস্টের অন্তর্গত প্রতিচি ইনস্টিটিউটকে প্রকল্পটির মূল্যায়ন করার দায়িত্ব দেওয়া হয়েছে।
সবুজ সাথী প্রকল্প বাস্তবায়নের খরচ এসসি এবং ওবিসি ছাত্রদের জন্য ‘অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ’, উপজাতি ছাত্রদের জন্য ‘উপজাতীয় উন্নয়ন বিভাগ’, সাধারণ শ্রেণীর ছাত্রদের জন্য স্কুল শিক্ষা পর্ষদ এবং সংখ্যালঘু শ্রেণীর ছাত্রদের জন্য সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা বিভাগ বহন করে থাকে।
কন্যাশ্রী প্রকল্পের পরে, পশ্চিমবঙ্গ সরকারের এই সবুজ সাথী প্রকল্পটি সারা বিশ্বব্যাপী প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেছে। ই-গভর্নমেন্ট বিভাগের অধীনে সারা বিশ্ব থেকে মোট ৮০০টি প্রকল্পের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং ‘ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি’ (ডব্লিউএসআইএস) একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সবুজ সাথী প্রকল্পকে বিজয়ী পুরস্কার ২০২০ মনোনীত করেছে।
সবুজ সাথী প্রকল্প উদ্দেশ্য
সবুজ সাথী প্রকল্পটি প্রধানত মাধ্যমিক শিক্ষায় ছাত্রদের প্রবেশাধিকার বাড়ানোর প্রাথমিক উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছিল। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য স্কুলে এবং পড়তে যাওয়ার ক্ষেত্রে অনেক সময়ই দূর স্থানে যেতে হয়। সেক্ষেত্রে তাদের প্রধানত এই পরিবহনের সমস্যার সম্মুখীন হতে হয়। এই প্রকল্পের অধীনে তাদের সাইকেল সরবরাহের মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষমতায়ন করা সম্ভব হয়েছে।
এছাড়া এই প্রকল্পের অন্যান্য উদ্দেশ্যগুলি হলঃ
- ছাত্র-ছাত্রীদের স্কুলে ধরে রাখা
- শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে উৎসাহিত করা
- শিক্ষাক্ষেত্রে বাঁধা দূর করা
- পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যকর পরিবহনের প্রচার করা
এই প্রকল্পটি এমন সুপরিকল্পিত ভাবে রুপায়ন করা হয়েছে যেখানে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের উচ্চ প্রশংসা অর্জন করেছে এবং ইউনাইটেড নেশনসের সর্বোচ্চ পুরস্কার পাবলিক সার্ভিসের জন্য প্রথম স্থান অধিকার করেছে।
সবুজ সাথী প্রকল্প বিবরণ
সবুজ সাথী প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ নিচে তালিকাভুক্ত করা হলঃ
প্রকল্পের নাম | সবুজ সাথী প্রকল্প |
প্রকল্প শুরুর বছর | ২০১৫ |
প্রকল্পের ধরণ | পশ্চিমবঙ্গ সরকার প্রকল্প |
দায়িত্বপ্রাপ্ত বিভাগ | স্কুল শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ (সহযোগিতায় পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন বিভাগ) |
সুবিধাভোগী | রাজ্যের নবম থেকে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থী |
উদ্দেশ্য | শিক্ষাক্ষেত্রে পরিবহনের বাঁধা দূর করা ও শিক্ষা গ্রহণে উৎসাহিত করা |
সহায়তার পদ্ধতি | বিনামূল্যে সাইকেল বিতরণ |
সরকারী ওয়েবসাইট | wbsaboojsathi.gov.in |
সবুজ সাথী প্রকল্পের সুবিধা
সবুজ সাথী প্রকল্পের নিম্নলিখিত সুবিধাগুলি উল্লেখযোগ্যঃ
- শিক্ষা ক্ষেত্রে পরিবহনের বাঁধা দূর করা
- পরিবহনের খরচ কমিয়ে আর্থিক সঞ্চয় লাভ
- স্কুল বা শিক্ষা স্থানে যাতায়াতের ক্ষেত্রে শিক্ষার্থীদের সময় সাশ্রয়
- সাইকেল প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ক্ষমতায়ন করা
- সাইকেল ব্যবহারের প্রচারের মাধ্যমে পরিবেশগত স্থায়িত্ব বৃদ্ধি
- সকল শিক্ষার্থীদের সমান সুযোগ প্রদানের মাধ্যমে সমতা বজায়
- শিক্ষার্থীদের শারীরিক কার্যকলাপ ও দক্ষতা বৃদ্ধি করা
সবুজ সাথী প্রকল্পের যোগ্যতার মানদণ্ড
সবুজ সাথী প্রকল্পের জন্য নিম্নলিখিত যোগ্যতাগুলি প্রয়োজনঃ
- শিক্ষার্থীর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- শিক্ষার্থীর বয়স ১৩ থেকে ১৮ বছরের মধ্যে হতে হবে।
- শিক্ষার্থীকে অবশ্যই নবম থেকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত হতে হবে।
- শিক্ষার্থীকে অবশ্যই সরকার পরিচালিত বা সরকারী সাহায্যপ্রাপ্ত স্কুল বা মাদ্রাসায় পড়াশুনা করতে হবে।
সবুজ সাথী প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথিপত্র
সবুজ সাথী প্রকল্পের আবেদনের জন্য নিম্নলিখিত নথিগুলি প্রয়োজনঃ
- আধার কার্ড
- পরিচয় প্রমাণ
- শিক্ষার্থীর আইডি
- বাসস্থান সার্টিফিকেট বা ঠিকানা প্রমান
- পাসপোর্ট সাইজ ছবি
সবুজ সাথী প্রকল্পের আবেদন
সবুজ সাথী প্রকল্পের আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের কোন রকম আবেদন করার প্রয়োজন নেই। আবেদনের কাজটি সম্পূর্ণ রূপে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বাধীন। ছাত্র-ছাত্রীদের শুধুমাত্র তাদের নিজেদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান জমা দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের ফর্ম জমা করে দেওয়া হবে।
সবুজ সাথী প্রকল্পের স্ট্যাটাস চেক
শিক্ষার্থীরা সহজেই অনলাইন পোর্টালের মাধ্যমে তাদের নিজেদের বা ক্লাসের অথবা স্কুলের সমস্ত সুবিধাভোগী ছাত্র-ছাত্রীদের স্ট্যাটাস চেক করতে পারবে।
সবুজ সাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করুনঃ
- আপনাকে অফিসিয়াল পোর্টাল wbsaboojsathi.gov.in এ যেতে হবে।
- হোম পেজটি স্ক্রল করে নিচে ‘Quick Links’ সেকশানে আসতে হবে।
- এরপর প্রথম লিংক ‘Bicycle Distribution’ তে ক্লিক করতে হবে।
- তাহলেই আপনি ‘সার্চ বেনিফিশিয়ারি’ নামক একটি নতুন পেজে পৌঁছাবেন, যেখানে আপনাকে জেলা, ব্লক, স্কুল, পর্যায় ও ক্লাস উল্লেখ করতে হবে এবং ‘Search A Beneficiary’ তে ক্লিক করতে হবে।
- তাহলেই সুবিধাভোগীদের সম্পূর্ণ তালিকাটি আপনি দেখতে পাবেন যেখানে শিক্ষার্থীর আইডি, নাম, অভিভাবকদের নাম, জেন্ডার, ক্লাস ও কবে শিক্ষার্থী সাইকেল পেয়েছে তা উল্লেখ করা থাকবে।
- তালিকাটির ‘Student Details’ থেকে ‘View’ তে ক্লিক করলে আরও কিছু ডিটেলস দেখা যাবে যেমন শিক্ষার্থীর জন্মতারিখ, রোল নম্বর, কোন ব্র্যান্ডের সাইকেল সে পেয়েছে, সাইকেল ফ্রেম নম্বর ইত্যাদি।
সবুজ সাথী লগইন । Sabooj Sathi Login
সবুজ সাথী প্রকল্পটি অনলাইন পোর্টালের মাধ্যমেই পরিচালনা করা হয়ে থাকে তাই এই পোর্টালের লগইন পেজটি খুবই গুরুত্বপূর্ণ।
লগইন পেজটি এমন করেই ডিজাইন করা হয়েছে যে শুধুমাত্র নিম্ন উল্লিখিত ক্ষেত্রেই লগইন করা যাবে।
- রাজ্য স্তরের শুধুমাত্র ‘চিফ সেক্রেটারি’ এবং ‘রাজ্য প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট’
- জেলা স্তরের ক্ষেত্রে ‘জেলা প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট’
- ব্লক স্তরের ক্ষেত্রে ব্লক/সাব-ডিভিশন ডেভেলপমেন্ট অফিসার (BDO/SDO)
- সার্কেল লেভেলের ক্ষেত্রে স্কুলের সাব ইন্সপেক্টর (এসআই)
- শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধান (HOI)
স্টুডেন্ট লগইন
সবুজ সাথী পোর্টালে ছাত্র-ছাত্রীদের জন্যও লগইন করার ব্যবস্থা আছে। সেক্ষেত্রে তাদের লগইন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবেঃ
- প্রথমে অফিসিয়াল পোর্টাল wbsaboojsathi.gov.in এ যেতে হবে।
- হোম পেজের নিচের দিকে ‘Quick Links’ সেকশানে ‘Student’s Corner’ এ ক্লিক করতে হবে।
- পরবর্তী পেজে শিক্ষার্থীর অ্যাপ্লিকেশন আইডি ও জন্মতারিখটি লিখে এবং ক্যাপচা পূরণ করে ‘Login’ এ ক্লিক করতে হবে।
সবুজ সাথী প্রকল্প হেল্পলাইন নম্বর
সবুজ সাথী স্কিম সম্পর্কিত যেকোন প্রশ্ন বা সমস্যার ক্ষেত্রে, শিক্ষার্থীরা কর্তৃপক্ষের দেওয়া হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবে।
হেল্পলাইন নম্বরঃ +91 9123917773 (সোম থেকে শুক্রঃসকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা)
ইমেইলঃ saboojsathi-wb@gov.in
তবে আপনি যদি সরাসরি আপনার জেলার নোডাল অফিসারের সাথে যোগাযোগ করতে চান তবে পোর্টালের ‘Contact Us’ পেজে রাজ্যের সমস্ত জেলার নোডাল অফিসারদের নাম, ইমেইল ও ফোন নম্বর পাবেন।
সবুজ সাথী প্রকল্প সম্পর্কিত প্রশ্ন
সবুজ সাথী প্রকল্প কি?
সবুজ সাথী প্রকল্পটি হল পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ। এই প্রকল্পে ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে এবং শিক্ষাক্ষেত্রে যাতায়াতের সুবিধা ও স্কুল গুলিতে ড্রপ আউটের হার কমাতে, সমস্ত সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলগুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাইকেল বিতরণ করা হয়।
সবুজ সাথী প্রকল্প কবে চালু হয়?
এই প্রকল্পটি প্রথম অক্টোবর ২০১৫ সালে পশ্চিম মেদিনীপুর থেকে বিতরণের সূচনা করা হয়েছিল।
যে শিক্ষার্থীর ইতিমধ্যেই একটি সাইকেল আছে সে কি সবুজ সাথী স্কিমের জন্য আবেদন করতে পারে?
না, যাদের ইতিমধ্যেই একটি সাইকেল রয়েছে তারা সবুজ সাথী প্রকল্পের জন্য যোগ্য নয়৷
কোন প্রাইভেট স্কুলের শিক্ষার্থীরা কি সবুজ সাথী স্কিমের যোগ্য?
না, এই সবুজ সাথী প্রকল্প শুধুমাত্র সরকার পরিচালিত বা সরকারী সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য।