Updated on September 17th, 2024 ||
আমাদের দেশে পোস্ট অফিস স্কিমে বিনিয়োগের জনপ্রিয়তার অন্যতম কারণই হল এর নির্ভরযোগ্যতা এবং ঝুঁকিমুক্ত এবং নিশ্চিত রিটার্ন, অর্থাৎ যার গ্যারান্টি ভারত সরকার বহন করে থাকে। তবে শুধু তাই নয়, পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের মধ্যে আছে উচ্চ সুদের হারের সঞ্চয় প্রকল্প, যা সাথে ট্যাক্স সুবিধাও প্রদান করে, তাই যেখানে মানুষ বিনিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ রিটার্ন খুঁজছেন সেই যুগে দাড়িয়েও পোস্ট অফিসের স্কিমগুলি স্বমহিমায় বিরাজ করছে।
পোস্ট অফিসের স্কিমগুলির অন্যতম বৈশিষ্ট হল যে এগুলি ক্যাপিটাল মার্কেট বা পুঁজিবাজারের মতো ঝুঁকি পূর্ণ নয় এবং আয়কর আইনের ধারা 80C এর অধীনে ₹১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর সুবিধাও পাওয়া যায়। সারা দেশে প্রায় ১.৫৪ লক্ষ পোস্ট অফিস রয়েছে, যেখানে আপনি ১০০ শতাংশ নিরাপত্তার সাথে নিশ্চিত রিটার্ন পাবেন। এই নিবন্ধে পোস্ট অফিসের বিভিন্ন স্কিমগুলির বৈশিষ্ট্য, সুদের হার, মেয়াদ এবং সুবিধা সম্মন্ধে আলোচনা করা হল।
পোস্ট অফিস স্কিম
পোস্ট অফিসে বিভিন্ন ধরণের স্কিম চলে যেমন, পোস্ট অফিস রেকারিং ডিপোজিট, ফিক্সড বা টাইম ডিপোজিট, পোস্ট অফিস মাসিক আয় স্কিম (MIS), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), কিষাণ বিকাশ পত্র (KVP), পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) এবং মহিলা সম্মান সঞ্চয়পত্র। পোস্ট অফিসের স্কিমগুলির ক্ষেত্রে সরকার প্রতি ত্রৈমাসিকে সুদের হার পর্যালোচনা করে থাকে।
পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট
পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট হল একটি ব্যাঙ্কের সাধারন সেভিংস অ্যাকাউন্টের মতোই, যেখানে টাকাটি একটি পোস্ট অফিসে জমা রাখা হয়ে থাকে। একটি পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের বৈশিষ্টগুলি হল নিম্নরূপঃ
- একটি পোস্ট অফিসে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট খোলা যায় এবং একটি পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে অ্যাকাউন্টটি স্থানান্তর করা যেতে পারে।
- এক্ষেত্রেও গ্রাহক একক বা যৌথ অ্যাকাউন্ট খুলতে পারেন।
- পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সুদের হার হল ৪% এবং তা সম্পূর্ণ করযোগ্য। তবে, এক্ষেত্রে কোন টিডিএস কাটা হয় না।
- ১০ বছরের ওপরের নাবালকের নামেও একটি অ্যাকাউন্ট খোলা যেতে পারে।
- এই অ্যাকাউন্টের ক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্স হল ৫০/-, তবে এক বছরের মধ্যে আপনাকে ন্যূনতম ₹৫০০/- জমা রাখতে হবে।
- আয়কর আইনের 80TTA এর অধীনে সেভিংস অ্যাকাউন্টে এক আর্থিক বছরে সুদ সহ অর্জিত মোট ₹১০,০০০/- টাকা পর্যন্ত করযোগ্য আয় থেকে ছাড় দেওয়া হয়েছে।
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (PORD) স্কিম, যা ‘ন্যাশনাল সেভিংস রিকারিং ডিপোজিট’ নামেও পরিচিত, তা হল বিনিয়োগকারীদের কাছে পছন্দের একটি বিনিয়োগ।
এই স্কিমটি হল ৫ বছরের জন্য অর্থাৎ মোট ৬০টি মাসিক কিস্তিতে সঞ্চয় করার স্কিম। এই স্কিমের ক্ষেত্রে ত্রৈমাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে আমানতগুলি সুদ অর্জন করে থাকে।এক্ষেত্রে সুদের উপর কোন TDS নেই এবং বিনিয়োগকারীদের ব্যক্তিগত ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আয়কর ধার্য করা হয়ে থাকে।
এই স্কিমের বৈশিষ্টগুলি হলঃ
- এই স্কিমের ক্ষেত্রে একাধিক অ্যাকাউন্টও খোলা যায় অথবা দুজন প্রাপ্তবয়স্ক একটি যৌথ অ্যাকাউন্ট খুলতে পারেন এবং নাবালকের নামেও এই অ্যাকাউন্ট খোলা যাবে।
- আরডি অ্যাকাউন্ট এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে স্থানান্তর করা যেতে পারে।
- পোস্ট অফিসে এই রেকারিং ডিপোজিট (RD) মূলত ৫ বছরের জন্য হয়ে থাকে।
- এই স্কিমের সুদের হার হল ৬.৭% বার্ষিক, যা ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে সুদ অর্জন করে।
- RD বিনিয়োগকারী প্রতি মাসে ন্যূনতম ₹১০০/- টাকা এবং ₹১০/- টাকার গুণে যে কোনও পরিমাণে বিনিয়োগ করতে পারেন৷ এক্ষেত্রে বিনিয়োগের জন্য কোন উচ্চ সীমা নেই।
- এই অ্যাকাউন্ট সক্রিয় রাখতে একটি মাসিক আমানত প্রয়োজন। যদি নির্ধারিত তারিখের মধ্যে আমানত না রাখা হয়, তাহলে বিলম্বের প্রতি মাসের জন্য ₹১/- টাকা প্রতি ₹১০০/- মূল্যের (বা অন্যান্য মূল্যের জন্য একটি আনুপাতিক পরিমাণ) ফি ধার্য করা হয়।
- এই অ্যাকাউন্টের ক্ষেত্রে এক বছর পর ব্যালেন্সের ৫০% পর্যন্ত আংশিক উত্তোলন করা যেতে পারে।
পোস্ট অফিস ফিক্সড/টাইম ডিপোজিট
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের ক্ষেত্রে মোট চার ধরণের মেয়াদ রয়েছে যথাক্রমে ১ বছর, ২ বছর, ৩ বছর এবং ৫ বছর।
এই অ্যাকাউন্টের ক্ষেত্রে সুদের হার মেয়াদের ওপর নির্ভর করে এবং সুদ ত্রৈমাসিক হিসেবে গণনা করা হয় ও বার্ষিক ভিত্তিতে প্রদান করা হয়। অর্থবর্ষ ২০২৪-২৫ এর ১লা এপ্রিল থেকে ৩০শে জুন ২০২৪ পর্যন্ত সুদের হারগুলি হলঃ
মেয়াদ | সুদের হার |
১ | ৬.৯% |
২ | ৭% |
৩ | ৭.১% |
৫ | ৭.৫% |
এই স্কিমের অন্যান্য বৈশিষ্টগুলি হলঃ
- ন্যূনতম পরিমাণে ₹১০০০/- বিনিয়োগ করে অ্যাকাউন্ট খোলা যেতে পারে এবং ১০০ এর গুণিতকে বিনিয়োগ করা যাবে। এক্ষেত্রে বিনিয়োগের কোন উচ্চ সীমা নেই।
- এক্ষেত্রেও একক হোল্ডিং বা জয়েন্ট হোল্ডিং অ্যাকাউন্ট খোলা যেতে পারে এবং নাবালকের নামেও বিনিয়োগ করা যাবে।
- মেয়াদপূর্তিতে আমানতকারী আবার একই মেয়াদের জন্য পুনর্নবীকরণ করতে পারেন।
- অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ন্যূনতম ৬ মাসের মেয়াদ শেষ হওয়ার আগে কোন আমানত তোলা যাবে না।
- সংশ্লিষ্ট পোস্ট অফিসে পাস বই সহ একটি নির্ধারিত আবেদনপত্র জমা দিয়ে টিডি অ্যাকাউন্টটি সময়ের আগেই বন্ধ করা যেতে পারে।
- ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি ৫ বছরের মেয়াদের ক্ষেত্রে আয়কর ধারা 80C এর অধীনে ছাড়ের জন্য যোগ্য।
পোস্ট অফিস মাসিক আয় স্কিম অ্যাকাউন্ট (MIS)
‘পোস্ট অফিস মাসিক আয় স্কিম’ (POMIS) হল একটি বিনিয়োগের স্কিম। এই স্কিমের ক্ষেত্রে এককালীন বিনিয়োগের মাধ্যমে আপনি মাসিক নির্দিষ্ট আয়ের নিশ্চয়তা পাবেন। এই স্কিমের সুদের হার হল ৭.৪%, যা কিনা সর্বোচ্চ উপার্জনকারী স্কিমগুলির মধ্যে একটি এবং এই স্কিমে প্রতি মাসেই সুদ প্রদান করা হয়ে থাকে।
MIS স্কিমের বৈশিষ্টগুলি হল নিম্নরূপঃ
- যেকোন ব্যক্তি একক বা যৌথ MIS অ্যাকাউন্ট খুলতে পারেন।
- একজন নাবালকও এই স্কিমে বিনিয়োগ করতে পারে। যদি নাবালকের বয়স ১০ বছরের বেশি হয়, তবে সে নিজেই অ্যাকাউন্টটি পরিচালনা করতে পারে।
- অ্যাকাউন্টগুলি সারা দেশের যে কোন পোস্ট অফিসেই স্থানান্তরযোগ্য।
- MIS অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বনিম্ন বিনিয়োগ হল ₹১০০০/- এবং সর্বাধিক ₹৯ লক্ষ টাকা পর্যন্ত একক অ্যাকাউন্টে এবং একটি যৌথ অ্যাকাউন্টে ₹১৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যায়৷
- MIS অ্যাকাউন্ট থেকে আপনি বর্তমানে প্রতি মাসে ৭.৪% সুদের হার উপার্জন করতে পারেন, যা হল একটি নির্দিষ্ট ও সুনিশ্চিত আয়।
- বিনিয়োগকারী একাধিক MIS অ্যাকাউন্ট খুলতে পারেন, তবে সমস্ত অ্যাকাউন্টের ব্যালেন্স একত্রিত করে ₹৯ লক্ষ টাকার বেশি হবে না।
- এই স্কিমে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সকল হোল্ডারের সমান শেয়ার থাকবে।
- এই অ্যাকাউন্টের ম্যাচুরিটির সময়কাল হল ৫ বছরের। তারপর আপনি বিনিয়োগকৃত অর্থ উত্তোলন করতে পারেন বা পুনরায় বিনিয়োগ করতে পারেন।
- এই স্কিমে কোনও বড় কর সুবিধা নেই৷ মাসিক ভিত্তিতে প্রাপ্ত সুদ হল করযোগ্য আয়েরই একটি অংশ। তবে প্রাপ্ত সুদের উপর কোন TDS নেই।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS)
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমটি (SCSS) যে কোন ব্যাক্তি ৫৫ বছর বয়সের পরে অবসর নেওয়ার এক মাসের মধ্যেই এই অ্যাকাউন্ট খুলতে পারেন। অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীরদের জন্য এই স্কিমটি ৫০ বছর বয়সের পরেই উপলব্ধ। তবে উল্লেখ্য যে এই স্কিমের ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণটি যেন অবসর গ্রহণের সময় প্রাপ্ত কর্পাসের মূল্যের বেশি না হয়।
এই স্কিমের উল্লেখযোগ্য বৈশিষ্টগুলি হলঃ
- এই স্কিমের মেয়াদকাল হল ৫ বছর এবং সুদের হার হল বার্ষিক ৮.২%।
- কোন ব্যক্তির একাধিক SCSS অ্যাকাউন্ট থাকতে পারে এবং সমস্ত অ্যাকাউন্টের সম্মিলিত ব্যালেন্স সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
- একজন ব্যক্তি তার নামে বা তার স্ত্রীর সাথে যৌথভাবে একাধিক অ্যাকাউন্ট রাখতে পারেন।
- এই স্কিমের বিনিয়োগগুলি আয়কর আইনের ধারা 80C এর অধীনে কর কর্তনের যোগ্য৷ তবে, সুদের পরিমাণ বছরে ₹১০,০০০/- টাকার বেশি হলে বিনিয়োগে কর কর্তন করা হবে।
- স্কিমের প্রাথমিক মেয়াদ ৫ বছর সম্পূর্ণ হওয়ার পর পুনরায় ৩ বছরের জন্য মেয়াদ বাড়িয়ে নেওয়ার আবেদন করা যেতে পারে।
- এই স্কিমের অ্যাকাউন্ট খোলার পর তা ম্যাচুরিটির আগে বন্ধ করতে হলে ১% থেকে ১.৫% জরিমানা ধার্য করা হবে। অ্যাকাউন্ট খোলার যতদিন পরে তা বন্ধ করা হবে জরিমানার পরিমাণও তত কম হবে।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) হল দীর্ঘমেয়াদী একটি সঞ্চয় স্কিম, যা গ্যারান্টি যুক্ত রিটার্ন ও ট্যাক্স সুবিধার জন্য অত্যন্ত জনপ্রিয়। অনেক ব্যক্তিই অবসরকালের সময়ের জন্য এই ফান্ডে বিনিয়োগ করা পছন্দ করে থাকেন কারন এটি সম্পূর্ণ রূপে সুরক্ষিত এবং ঝুঁকিহীন।
নিচে পাবলিক প্রভিডেন্ট ফান্ডের বৈশিষ্টগুলি উল্লেখ করা হলঃ
- পিপিএফ-এর মেয়াদকাল হল ১৫ বছর এবং সুদের হার হল ৭.১%, যা চক্রবৃদ্ধি হারে আর্থিক বছরের শেষে অ্যাকাউন্টে জমা হয়।
- এই স্কিমের অধীনে এক আর্থিক বছরে ন্যূনতম বিনিয়োগ হল ₹৫০০/- টাকা এবং সর্বাধিক পরিমাণ হল ₹১,৫০,০০০/- টাকা।
- পিপিএফ অ্যাকাউন্ট শুধুমাত্র একটি একক হোল্ডিং ফর্মে খোলা যেতে পারে।
- এক্ষেত্রে ১৫ বছরের মেয়াদ পূর্ণ করার পরে ম্যাচিউরিটি পিরিয়ড আরও ৫ বছর বাড়ানো যেতে পারে।
- PPF অ্যাকাউন্টে বিনিয়োগ আয়কর আইনের ধারা 80C এর অধীনে কর কর্তনের জন্য যোগ্য এবং এর সুদ সম্পূর্ণ করমুক্ত।
সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)
সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) হল একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প যেটি কন্যা সন্তানের ভবিষ্যত সুরক্ষিত করার উদ্দেশ্যে চালু করা হয়েছে, যার বর্তমানে চক্রবৃদ্ধি বার্ষিক সুদ হল ৮.২%।
SSY এর উল্লেখ্য বৈশিষ্টগুলি হলঃ
- এই অ্যাকাউন্ট শুধুমাত্র ১০ বছর বা তার কম বয়সি মেয়েদের জন্যই খোলা যেতে পারে।
- এই অ্যাকাউন্টে একটি আর্থিক বছরে বিনিয়োগের সর্বনিম্ন পরিমাণ হল ₹২৫০/- এবং সর্বাধিক ₹১.৫ লক্ষ টাকা৷
- SSY অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ১৫ বছরের জন্য প্রতি বছর কমপক্ষে ন্যূনতম পরিমাণ বিনিয়োগ করতে হবে। তারপরে অ্যাকাউন্টটি পরিপক্কতা পর্যন্ত সুদ পেতে থাকবে।
- এই স্কিমের ম্যাচুরিটি সময়কাল হল ২১ বছর তবে যদি ১৮ বছর বয়সের পর মেয়ের বিয়ে হয়ে যায় সেক্ষেত্রে স্কিমটি তখনই পরিপক্ক হয়ে যাবে।
- এক মেয়ের নামে একাধিক অ্যাকাউন্ট খোলা যাবে না। একজন পিতা-মাতা/অভিভাবক দুটি ভিন্ন কন্যা সন্তানের নামে সর্বাধিক দুটি অ্যাকাউন্ট খুলতে পারেন, তবে যমজ বা ট্রিপলেটের ক্ষেত্রে তিনটি অ্যাকাউন্টও খোলা যেতে পারে।
- এক আর্থিক বছরে ন্যূনতম পরিমাণ জমা না হলে ₹৫০/- জরিমানা করে বছর প্রতি জরিমানা হবে।
- মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত অভিভাবকই অ্যাকাউন্টটি পরিচালনা করবেন।
- এক্ষেত্রে এক আর্থিক বছরের শেষে উপলব্ধ ব্যালেন্সের ৫০% পর্যন্ত নেওয়া টাকা তোলা যেতে পারে।
- SSY অ্যাকাউন্টের বিনিয়োগ আয়কর ধারা ৮০ সি-এর অধীনে বার্ষিক ₹১.৫ লক্ষ পর্যন্ত ছাড়যোগ্য।
- সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের অর্জিত সুদও করমুক্ত এবং পরিপক্কতার পরিমাণ করমুক্ত।
- মেয়ে এনআরআই হয়ে গেলে বা তার ভারতীয় নাগরিকত্ব হারালে সেক্ষেত্রে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) হল একটি নির্দিষ্ট আয়ের বিনিয়োগ স্কিম যেটি কম ঝুঁকিমুক্ত ও নিশ্চিত রিটার্ন এবং ট্যাক্স সুবিধা প্রদান করে।
NSC এর বৈশিষ্টগুলি হল নিম্নরূপঃ
- NSC এর মেয়াদকাল হল ৫ বছরের এবং সুদের হার হল ৭.৭% যা বার্ষিক চক্রবৃদ্ধি হারে ম্যাচুরিটির সময় পাওয়া যায়।
- এই অ্যাকাউন্টের ন্যূনতম বিনিয়োগ হল ₹১,০০০/- টাকা এবং এর কোন সর্বোচ্চ সীমা নেই।
- এক্ষেত্রে আপনি একক অ্যাকাউন্ট বা ৩ জন প্রাপ্তবয়স্ক পর্যন্ত যৌথ অ্যাকাউন্ট খুলতে পারেন। এছাড়া ১০ বছর বা তার বেশি বয়সের অপ্রাপ্তবয়স্ক বা মানসিক অসুস্থ ব্যাক্তির অভিভাবক রুপেও এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে।
- এনএসসিতে বিনিয়োগ আয়কর আইনের ধারা 80C এর অধীনে ছাড়যোগ্য।
- আপনি ব্যাঙ্ক লোনের ক্ষেত্রে নিরাপত্তা হিসাবে NSC শংসাপত্র বন্ধক রাখতে পারেন।
- এই সার্টিফিকেট হস্তান্তরযোগ্য। তবে আপনি পুরো মেয়াদকালে শুধুমাত্র একবার অন্য ব্যক্তির কাছে এটি হস্তান্তর করতে পারবেন।
কিষাণ বিকাশ পত্র (KVP)
কিষাণ বিকাশ পত্র (KVP) হল একটি সঞ্চয় প্রকল্প যা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার বিনিয়োগকে দ্বিগুণ করে থাকে। এই KVP শংসাপত্রগুলি পোস্ট অফিসের পাশাপাশি নির্ধারিত পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি থেকেও কেনা যেতে পারে৷
কিষাণ বিকাশ পত্রের বৈশিষ্টগুলি নিচে তালিকাভুক্ত করা হলঃ
- কিষাণ বিকাশ পত্রে বার্ষিক চক্রবৃদ্ধি হারে ৭.৫% সুদ পাওয়া যায়।
- এক্ষেত্রে আমানতের পরিমাণ ১১৫ মাসে দ্বিগুণ হয়।
- KVP তে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ হল ₹১০০০/- টাকা এবং কোন সর্বোচ্চ সীমা নেই।
- কিষাণ বিকাশ পত্র হস্তান্তরযোগ্য, এছাড়া বিনিয়োগের ২ বছর ৬ মাসের পরে আপনি চাইলে নগদকরণ করতে পারেন।
- এক্ষেত্রে বিনিয়োগকৃত মূল পরিমাণের উপর কোন কর ছাড় নেই এবং KVP-এর সুদও করযোগ্য।
মহিলা সম্মান সঞ্চয়পত্র
মহিলা সম্মান সেভিং সার্টিফিকেটটি হল শুধুমাত্র মহিলাদের জন্য, যেটি ১লা এপ্রিল ২০২৩ সালে চালু করা হয়েছে, যার মেয়াদকাল হল ২ বছর এবং এর অধীনে বার্ষিক ৭.৫% সুদ পাওয়া যায়।
মহিলা সম্মান সঞ্চয়পত্রের বৈশিষ্টগুলি হলঃ
- এক্ষেত্রে শুধুমাত্র একজন মহিলা এবং অপ্রাপ্তবয়স্ক মেয়ের ক্ষেত্রে তার অভিভাবক মহিলাই এই স্কিম খুলতে পারেন।
- এই সেভিং অ্যাকাউন্টে সর্বনিম্ন ₹১০০০/- টাকা এবং সব কটি অ্যাকাউন্ট মিলিয়ে সর্বাধিক ২ লক্ষ টাকা পর্যন্ত রাখা যেতে পারে।
- এই অ্যাকাউন্টে সুদ ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে জমা হয় এবং ম্যাচুরিটি বা অ্যাকাউন্ট বন্ধ করার সময় পরিশোধ করা হয়।
- অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে এক বছর পরে অ্যাকাউন্টধারী অ্যাকাউন্ট ব্যালেন্সের ৪০% পর্যন্ত তুলতে পারবেন।
- মহিলা সম্মান সঞ্চয়পত্রে অ্যাকাউন্ট খোলার ৬ মাসের পর যে কোনো সময়ই কোন কারণ উল্লেখ ছাড়াই তা বন্ধ করা যেতে পারে, তবে সেক্ষেত্রে সুদের হার ২ শতাংশ কম দেওয়া হবে অর্থাৎ বর্তমান হিসেবে ৫.৫%।
- এই সঞ্চয়পত্রের ক্ষেত্রে অর্জিত সুদের ওপর কর আরোপ করা হয়ে থাকে অর্থাৎ এক্ষেত্রে আপনি কোনো ট্যাক্স সুবিধা পাবেন না।
পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের তুলনা
পোস্ট অফিসের বিভিন্ন স্কিমগুলির মধ্যে থেকে উপযুক্ত স্কিমটি বেছে নেওয়ার সুবিধার জন্য নিচে একটি তুলনার তালিকা দেওয়া হলঃ
পোস্ট অফিস সেভিংস স্কিম | সুদের হার | মেয়াদকাল | বিনিয়োগের উপর কর ছাড় | সুদের ওপর কর ছাড় |
পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট | ৪% | নেই | নেই | নেই |
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট | ৬.৭% | ৫ বছর | নেই | নেই |
পোস্ট অফিস টাইম ডিপোজিট | ৬.৯% | ১ বছর | নেই | নেই |
৭% | ২ বছর | নেই | নেই | |
৭.১% | ৩ বছর | নেই | নেই | |
৭.৫% | ৫ বছর | আছে | নেই | |
পোস্ট অফিস মাসিক আয় স্কিম | ৭.৪% | ৫ বছর | নেই | নেই |
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম | ৮.২% | ৫ বছর | আছে | নেই |
পাবলিক প্রভিডেন্ট ফান্ড | ৭.১% | ১৫ বছর | আছে | আছে |
সুকন্যা সমৃদ্ধি যোজনা | ৮.২% | ২১ বছর | আছে | আছে |
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট | ৭.৭% | ৫ বছর | আছে | আছে |
কিষাণ বিকাশ পত্র | ৭.৫% | ১১৫ মাস | নেই | নেই |
মহিলা সম্মান সঞ্চয়পত্র | ৭.৫% | ২ বছর | নেই | নেই |
পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্পের সুদের হার এবং করছাড় নিচে উল্লেখ করা হলঃ
পোস্ট অফিস সেভিংস স্কিম | কর ছাড় |
পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট | ₹১০,০০০/- টাকা পর্যন্ত অর্জিত সুদ সম্পূর্ণ করমুক্ত |
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট | ৫ বছর বা তার কম মেয়াদের ক্ষেত্রে আয়কর ধারা 80C এর অধীনে ছাড় যোগ্য |
পোস্ট অফিস মাসিক আয় স্কিম | একক অ্যাকাউন্টে সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ ৯ লক্ষ এবং যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে ১৫ লক্ষ টাকা |
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম | একটি আর্থিক বছরে সুদের পরিমাণ সর্বাধিক ₹১০,০০০/- টাকা পর্যন্ত ছাড় যোগ্য |
পাবলিক প্রভিডেন্ট ফান্ড | একটি আর্থিক বছরে সর্বোচ্চ ₹১,৫০,০০০/- টাকা জমার ক্ষেত্রে আয়কর ধারা 80C এর অধীনে ছাড় দেওয়া হয়েছে |
সুকন্যা সমৃদ্ধি যোজনা | বার্ষিক ₹১.৫ লক্ষ পর্যন্ত ছাড়যোগ্য |
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট | কর ছাড় যোগ্য এবং পুনঃবিনিয়োগ উপলব্ধ |
পোস্ট অফিসের বিভিন্ন স্কিম সম্পর্কিত প্রশ্ন
পোস্ট অফিসে বিনিয়োগ কি নিরাপদ এবং করমুক্ত?
হ্যাঁ, পোস্ট অফিসের বিনিয়োগে ভারত সরকারের গ্যারান্টি থাকার কারনে এটি সম্পূর্ণ নিরাপদ। পোস্ট অফিসের কিছু স্কিম আছে যেগুলিতে আপনি বিনিয়োগের পরিমাণ এবং সাথে সুদের ওপর আয়কর ছাড় পাবেন যেমন পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট।
যে কোন পোস্ট অফিস থেকে কি টাকা তোলা যায়?
হ্যাঁ, আপনার পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকলে আপনি যেকোনো পোস্ট অফিস থেকেই টাকা তুলতে পারবেন।
একটি পোস্ট অফিস অ্যাকাউন্টে সর্বনিম্ন কত ব্যালেন্স রাখতে হয়?
পোস্ট অফিস অ্যাকাউন্টে ন্যূনতম ₹৫০০/- টাকা ব্যালেন্স রাখতে হয় এবং আর্থিক বছরের শেষে ₹৫০০/- টাকা ন্যূনতম ব্যালেন্স না থাকলে সেক্ষেত্রে ₹৫০/- টাকা অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ ফি হিসেবে কেটে নেওয়া হবে।
পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট কিভাবে খোলা যায়?
পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে নিকটস্থ পোস্ট অফিসে যেতে হবে এবং আবেদনের ফর্মটি সমস্ত বিবরণ সহ পূরণ করতে হবে। ফর্মটি আপনি অনলাইনে indiapost.gov.in থেকেও ডাউনলোড করতে পারেন। আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি সংযুক্ত করে জমা করতে হবে।
মাসিক আয় স্কিমের (MIS) সুদ কি রেকারিং ডিপোজিট (RD) অ্যাকাউন্টে জমা করা যেতে পারে?
MIS সুদ পোস্ট অফিস RD অ্যাকাউন্টে সরাসরি জমা করা যায় না। এটি পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে জমা করা যেতে পারে। তবে আপনি সেভিংস অ্যাকাউন্ট থেকে রেকারিং ডিপোজিট কেটে নেওয়ার জন্য আবেদন করতে পারেন।