Updated on November 7th, 2024 ||
রূপশ্রী প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা রাজ্যের অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মেয়েদের বিয়ের ক্ষেত্রে পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে ২০১৮ সালে চালু করা হয়েছিল। রাজ্য সরকার এই প্রকল্পের জন্য ₹১,৫০০ কোটি টাকা বাজেট নির্ধারণ করেছে, এবং বার্ষিক প্রায় ৬ লক্ষ পরিবার এই প্রকল্পের দ্বারা উপকৃত হয়েছে।
এই প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের প্রাপ্তবয়স্ক মেয়েরা তাদের বিয়ের জন্য সরকারী এককালীন ₹২৫,০০০/- অনুদান লাভ করবেন। তাই এই নিবন্ধটি বিবাহযোগ্যা মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে রূপশ্রী প্রকল্প নিয়ম, যোগ্যতা, কি কি ডকুমেন্ট লাগবে, PDF ফর্ম ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলি উল্লেখ করা হল।
রূপশ্রী প্রকল্পের উদ্দেশ্য
কন্যা সন্তান জন্মদানের প্রতি বিরূপ মনভাব, যা আমাদের দেশের অনেকাংশেই এখনও দেখা যায় তার অন্যতম প্রধান কারন হোল কন্যাদায় অর্থাৎ কন্যা সন্তানের বিবাহের বিপুল আয়োজন করা, যা অনেক দরিদ্র পরিবারগুলির কাছেই এক কষ্টকর অধ্যায়।
রূপশ্রী প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল এই অনুদানের মাধ্যমে সেই সমস্ত আর্থিক অসহায় পরিবারগুলিকে তাদের মেয়ের বিয়ের ব্যয়ভার বহনে সহায়তা করা। এই প্রকল্পের মাধ্যমে তাদের মর্যাদাপূর্ণ বিয়ের ব্যবস্থা করার সাথে সামাজিক অবস্থার উন্নতিতেও প্রত্যক্ষ প্রভাব ফেলতে সক্ষম হয়েছে।
রূপশ্রী প্রকল্প বিবরণ
পশ্চিমবঙ্গ রূপশ্রী প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণটি নিচে দেওয়া হলঃ
যোজনার নাম | রূপশ্রী প্রকল্প |
উদ্যোক্তা | পশ্চিমবঙ্গ সরকার |
প্রকল্প বাজেট | ₹১,৫০০ কোটি টাকা |
শুরুর সময় | ২০১৮ সাল |
দায়িত্বপ্রাপ্ত বিভাগ | মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ বিভাগ |
লাভার্থী | পশ্চিমবঙ্গের অবিবাহিত প্রাপ্তবয়স্কা মেয়েরা |
উদ্দেশ্য | পশ্চিমবঙ্গে মর্যাদাপূর্ণ বিয়ে ও সামাজিক উন্নতি |
ন্যূনতম বয়স | ১৮ বছর |
অনুদানের পরিমাণ | এককালীন ₹২৫,০০০/- টাকা |
আবেদন পদ্ধতি | অফলাইনে বিডিও অফিস, এসডিও অফিস এবং কলকাতায় নাগরিক পৌরসভা অফিস |
সরকারী ওয়েবসাইট | www.wbrupashree.gov.in |
রূপশ্রী প্রকল্পের সুবিধা
এই প্রকল্পটি অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত পরিবার তথা সমাজের উন্নতির ক্ষেত্রে নিম্ন উল্লিখিত সুবিধাগুলি প্রদান করে থাকেঃ
আর্থিক সহায়তা প্রদানঃ
রূপশ্রী প্রকল্প রাজ্যের যোগ্য পরিবারগুলিকে তাদের মেয়ের বিয়ের জন্য এককালীন ₹২৫,০০০/- টাকার অনুদান প্রদান করে থাকে, যা সরাসরি পরিবারগুলির উপর আর্থিক বোঝা কমাতে সাহায্য করে।
মর্যাদা প্রদানে সহায়তাঃ
এই প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলি তাদের মেয়েদের মর্যাদার সাথে এবং আর্থিক সীমাবদ্ধতার বোঝা লাঘব করে তাদের বিবাহ সম্পন্ন করতে পারে, যা রাজ্যের মেয়েদের ও তাদের পরিবারগুলির এবং প্রত্যক্ষ ভাবে সামাজিক উন্নতি সাধনে সহায়তা করে।
রূপশ্রী প্রকল্প নিয়ম
রূপশ্রী প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের যোগ্য পরিবারগুলির মেয়েদের বিবাহের উদ্দেশ্যে সরকারী অনুদান প্রদান করা হয়। এই অনুদান পাওয়ার ক্ষেত্রে নিম্নলিখিত নিয়মগুলি প্রযোজ্যঃ
- রূপশ্রী প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়ার তারিখে কন্যাকে অবিবাহিত এবং কমপক্ষে ১৮ বছর বয়স হতে হবে।
- শুধুমাত্র প্রথম বিবাহের ক্ষেত্রেই কন্যা রূপশ্রী প্রকল্পের অনুদান পেতে পারেন।
- কন্যার জন্ম পশ্চিমবঙ্গে হতে হবে অথবা তিনি গত ৫ বছর ধরে পশ্চিমবঙ্গের বাসিন্দা বা তার বাবা-মা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- কন্যার পারিবারিক আয় বার্ষিক ₹১.৫০ লক্ষ টাকার বেশি নয়।
- কন্যার হবু বরের বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে।
- কন্যার একটি সক্রিয় এবং একক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে যার IFS কোড এবং MICR কোডের মাধ্যমে NEFT ই-পেমেন্ট করা যাবে।
রূপশ্রী প্রকল্প ডকুমেন্ট | ফর্ম ফিলাপ করতে কি কি লাগবে
রূপশ্রী প্রকল্পে ফর্ম ফিলাপ করতে নিম্নলিখিত ডকুমেন্টগুলি প্রয়োজনঃ
আবেদনকারীর বয়সের প্রমাণঃ
কন্যার বয়সের প্রমাণ রূপে যে কোনও একটির স্ব-প্রত্যয়িত ফটোকপি যেমন জন্ম শংসাপত্র / ভোটার আইডি কার্ড / প্যান কার্ড / মাধ্যমিক অ্যাডমিট কার্ড / আধার কার্ড / প্রাথমিক স্কুল ছাড়ার সার্টিফিকেট জমা করতে হবে।
অবিবাহিত স্ট্যাটাসঃ
কন্যাকে আবেদনপত্রে টিক করার মাধ্যমে স্ব-ঘোষণা করতে হবে তিনি অবিবাহিত এবং প্রস্তাবিত বিবাহটি তার প্রথম বিবাহ।
পারিবারিক আয়ঃ
আবেদনপত্রের স্ব-ঘোষণাটিতে কন্যাকে টিক করতে হবে যে তার পারিবারিক আয় বার্ষিক ১.৫ লক্ষের বেশী নয়।
বসবাসের প্রমাণঃ
আবেদনকারীর বসবাসের প্রমাণ রূপে যে কোনও একটির স্ব-প্রত্যয়িত ফটোকপি যেমন জন্ম শংসাপত্র / ভোটার আইডি কার্ড / প্যান কার্ড / মাধ্যমিক অ্যাডমিট কার্ড / আধার কার্ড / প্রাথমিক স্কুল ছাড়ার সার্টিফিকেট জমা করতে হবে।
ব্যাঙ্ক অ্যাকাউন্টঃ
ব্যাঙ্ক বইয়ের পৃষ্ঠার স্ব-প্রত্যয়িত ফটো-কপি যেখানে অ্যাকাউন্টধারীর নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্কের ঠিকানা, IFSC কোড ইত্যাদি তথ্য উল্লেখ থাকবে।
প্রস্তাবিত বিবাহের প্রমাণঃ
প্রস্তাবিত বিবাহের প্রমাণরূপে বিবাহের আমন্ত্রণপত্র, বিবাহের রেজিস্ট্রেশন অথবা স্ব-ঘোষণাপত্র জমা করতে হবে।
সম্ভাব্য বরের বয়সের প্রমাণঃ
সম্ভাব্য বরের বয়সের প্রমাণ রূপে যে কোনও একটির প্রত্যয়িত ফটোকপি যেমন জন্ম শংসাপত্র / ভোটার আইডি কার্ড / প্যান কার্ড / মাধ্যমিক অ্যাডমিট কার্ড / আধার কার্ড / প্রাথমিক বিদ্যালয় ছেড়ে যাওয়ার শংসাপত্র জমা করতে হবে।
আবেদনকারীর ছবিঃ
আবেদনকারী এবং সম্ভাব্য বরের ১ টি করে রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
রূপশ্রী প্রকল্প ফর্ম
রূপশ্রী প্রকল্প ফর্মটি আপনি নিম্নলিখিত অফিস থেকে বিনামূল্যে পেতে পারেনঃ
- যদি আবেদনকারী গ্রামীণ এলাকায় থাকেন তবে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের অফিস।
- পৌর বা মিউনিসিপালিটি এলাকায় বসবাসকারী আবেদনকারীদের ক্ষেত্রে সাব-ডিভিশনাল অফিস।
- আবেদনকারী পৌর কর্পোরেশন এলাকায় বসবাস করলে মিউনিসিপ্যাল কমিশনারের অফিস।
আপনি অনলাইন থেকে PDF ফর্মটি ডাউনলোড ও প্রিন্ট করে, তারপর ফর্মটি পূরণ এবং উল্লখিত নথিগুলির সাথে উক্ত অফিসগুলিতে জমা করতে পারেন। ফর্মটি সরাসরি ডাউনলোড করতে ক্লিক করুন রূপশ্রী প্রকল্প ফর্ম PDF।
রূপশ্রী প্রকল্প আবেদন
রূপশ্রী প্রকল্পের আবেদনটি অফলাইনেই করতে হবে অর্থাৎ আবেদনপত্র যথাযত ভাবে পূরণ করে এবং সাথে উপরে উল্লিখিত দরকারি নথিগুলির স্ব-প্রত্যয়িত ফটোকপি সংযোজন করে স্থানীয় ব্লক ডেভেলপমেন্ট, সাব-ডিভিশনাল অফিস বা কর্পোরেশন কমিশনের অফিসে জমা দিতে হবে।
রূপশ্রী প্রকল্পে আবেদনের সময়টি গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আবেদেনটি যেন প্রস্তাবিত বিবাহের তারিখের থেকে কমপক্ষে ৩০ দিন আগে করা হয়, তবে ৬০ দিনের বেশি আগে নয়।
রূপশ্রী প্রকল্প আবেদনের অবস্থা
রূপশ্রী প্রকল্পের আবেদনের পর তার অবস্থা বা স্ট্যাটাস চেকটি আপনি অনলাইন পোর্টাল থেকে সহজেই করে নিতে পারবেন।
নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করে আপনি রূপশ্রী প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেনঃ
- আপনাকে অফিসিয়াল পোর্টাল wbrupashree.gov.in তে যেতে হবে।
- হোম পেজের ওপর ‘Track Application’ লিঙ্কে ক্লিক করতে হবে।
- আপনাকে ‘Applicant ID’ ও ‘Applicant Year’ টি দিয়ে সাবমিট করতে হবে। অ্যাপলিকেশন আইডিটি আপনি আবেদনপত্র জমা দেওয়ার পর আপনাকে SMS এর মাধ্যমে পাঠানো হয়ে থাকে।
- স্ট্যাটাসের মধ্যে আপনি প্রথমে ‘Status of Applicant: FORWARDED TO ENQUIRY OFFICER’ দেখতে পাবেন। তারপর সরকারী অফিসার আবেদনকারীর বাড়ি গিয়ে যাচাই করার পর ‘Status of Applicant: PHYSICAL VERIFICATION DONE’ দেখতে পাবেন।
- সেক্ষেত্রে যদি তথ্যে কোনোরূপ অমিল দেখা যায় বা কন্যার বিয়ে হয়ে গিয়ে থাকে তবে আবেদনটি বাতিল হয়ে যাবে এবং ‘Status of Applicant: REJECTED BY SANCTION OFFICER’ লেখা থাকবে।
- সরকারী অফিসার দ্বারা যাচাই করার পর সব ঠিক থাকলে তবে আবেদনের টাকা পাঠানোর জন্য আবেদনটি IFMS (ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম) এর কাছে পাঠানো হবে এবং সেক্ষেত্রে ‘Status of Applicant: SANCTIONED’ এবং ‘Payment Status: Payment File Sent to IFMS’ লেখা থাকবে।
- অনুদানের অর্থ মঞ্জুর হওয়ার পর IFMS Status -এ ‘Payment Status: Payment Successful’ লেখাটি দেখাবে এবং ‘Payment Date’ টিতে আপনি অর্থ অনুমোদিত হওয়ার তারিখটি দেখতে পারবেন, যার অর্থ হল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের তরফ থেকে আপনার অর্থ এসে গেছে তবে এখনও আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি।
- আপনি চার্টের শেষ কলাম WBSCB Payment Status -এর ‘Payment Status: Payment Successful’ দেখতে পান, তার অর্থ অনুদানের টাকাটি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে গেছে। আপনি নিচে ‘Payment Date’ এ তারিখটিও দেখতে পাবেন।
রূপশ্রী প্রকল্প সম্পর্কিত প্রশ্ন (FAQ)
রূপশ্রী প্রকল্পে কত টাকা পাওয়া যায়?
রূপশ্রী প্রকল্পে মেয়ের বিয়ের জন্য এককালীন ₹২৫,০০০/- টাকা পাওয়া যায়।
রূপশ্রী ফর্ম ফিলাপ করতে কি কি লাগবে?
রুপশ্রী ফর্ম ফিলাম করতে নিম্নলিখিত ডকুমেন্টগুলি প্রয়োজনঃ
আবেদনকারীর বয়সের প্রমাণঃ জন্ম শংসাপত্র / ভোটার আইডি কার্ড / প্যান কার্ড / মাধ্যমিক প্রবেশপত্র / আধার কার্ড / প্রাথমিক স্কুল ছাড়ার সার্টিফিকেট, এই ছয়টি ডকুমেন্টের মধ্যে যে কোনও একটির স্ব-প্রত্যয়িত ফটোকপি।
ব্যাঙ্ক অ্যাকাউন্টঃ ব্যাঙ্ক বইয়ের পৃষ্ঠার স্ব-প্রত্যয়িত ফটো-কপি যেখানে অ্যাকাউন্টধারীর নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্কের ঠিকানা, IFSC কোড ইত্যাদি থাকবে।
প্রস্তাবিত বিবাহের প্রমাণঃ বিবাহের আমন্ত্রণপত্র / বিবাহ রেজিস্ট্রেশনের নোটিশ।
সম্ভাব্য বরের বয়সের প্রমাণঃ জন্ম শংসাপত্র / ভোটার আইডি কার্ড / প্যান কার্ড / মাধ্যমিক প্রবেশপত্র / আধার কার্ড / প্রাথমিক বিদ্যালয় ত্যাগের শংসাপত্র, এই ছয়টি ডকুমেন্টের মধ্যে যে কোনও একটির স্ব-প্রত্যয়িত ফটোকপি।
আবেদনকারী এবং সম্ভাব্য বরের রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
রূপশ্রী প্রকল্প ফর্ম কোথায় জমা হয়?
রূপশ্রী প্রকল্পের ফর্মটি স্থানীয় ব্লক ডেভেলপমেন্ট অফিস, সাব-ডিভিশনাল অফিস বা কর্পোরেশন কমিশনের অফিসে প্রস্তাবিত বিবাহের তারিখের থেকে কমপক্ষে ৩০ দিন আগে জমা দিতে হবে।
বিবাহের পরে কি রূপশ্রী প্রকল্পের আবেদন করা যাবে?
না, কন্যার বিবাহ হয়ে গিয়ে থাকলে রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়া যাবে না।
বিবাহের কতদিন আগে রূপশ্রী প্রকল্পের আবেদন করা যায়?
প্রস্তাবিত বিবাহের কমপক্ষে ৩০ দিন আগে থেকে সর্বাধিক ৬০ দিন আগে আবেদন করা যাবে। ৬০ দিনের বেশী আগে আবেদন করা যাবে না।
রূপশ্রী প্রকল্পে বয়স সীমা কত?
রূপশ্রী প্রকল্পের জন্য কন্যার বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে এবং পাত্রের বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে।
রূপশ্রী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন?
পশ্চিমবঙ্গে বসবাসকারী কোন অবিবাহিত মেয়ের বয়স ১৮ বছরের বেশি এবং তার পরিবারের বার্ষিক আয় ₹১.৫০ লক্ষ টাকার মধ্যে হলে, সেক্ষেত্রে মেয়ের প্রস্তাবিত বিবাহের প্রমাণ দাখিল করে রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।