Updated on May 17th, 2024 ||
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (PM Kisan) হল কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় দ্বারা পরিচালিত স্কিম যার সাহায্যে প্রতিটি চাষযোগ্য জমির অধিকারী কৃষক পরিবারকে ভারত সরকারের তরফ থেকে অর্থ সাহায্য করা হয়।
এই প্রকল্পে প্রতি বছর ২,০০০ টাকার তিনটি সমান কিস্তিতে মোট ৬,০০০ টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়ে থাকে। এখনও পর্যন্ত কয়েক কোটি কৃষককে এই প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা প্রদান করা হয়েছে।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা উদ্দেশ্য
ভারত একটি কৃষিভিত্তিক দেশ এবং এই কৃষির উন্নয়ন ও উৎপাদনের গতিশীলতার জন্য উপযুক্ত পরিকাঠামোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের অর্থ সহায়তা করা হচ্ছে যাতে উন্নত ফসলের মান ঠিক রাখতে কৃষকরা যথাযত ব্যবস্থা নিতে পারেন এবং বিশেষ করে ফসল তোলার পরে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য ধারন করার সুযোগ পান।
তাছাড়া প্রাকৃতিক বিপর্যয় বা অন্যান্য কারনে ফসলের ক্ষতি হলে তার মূল্য কৃষককেই মেটাতে হত এবং অন্যথায় কৃষকের আত্মহত্যার হার ভারতের মত কৃষি প্রধান দেশে অত্যন্ত নির্মমতার সাক্ষ্য বহন করছিল। এই যোজনার অন্যতম সফল দিক হোল এই কৃষক আত্মহত্যার হার হ্রাস হওয়া এবং এই যোজনার মাধ্যমে কৃষকদের একটি নুন্যতম আয় মান বজায় রাখা।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা বিবরণ
যোজনার নাম | প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (প্রধানমন্ত্রী-কিষাণ) |
যোজনার ধরণ | কেন্দ্র সরকার প্রকল্প |
যোজনার উদ্দেশ্য | কৃষকদের আর্থিকভাবে শক্তিশালী করা |
দায়িত্বে থাকা মন্ত্রণালয় | কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় |
যোজনার সুবিধে | প্রতি বছর ৩টি কিস্তিতে মোট ৬,০০০ টাকা অ্যাকাউন্টে জমা হবে |
যোজনার সুবিধাভোগী | সমস্ত জমিধারী কৃষক পরিবার |
স্কিম সুবিধার ধরণ | অনলাইন |
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার যোগ্যতা
সমগ্র ভারতীয় কৃষক পরিবার যাদের চাষযোগ্য জমি রয়েছে তারাই এই যোজনার সুবিধাগুলি পাওয়ার যোগ্য। এখানে পরিবার বলতে একজন স্বামী, স্ত্রী এবং নাবালক সন্তানের কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট রাজ্যের বা কেন্দ্রশাসিত অঞ্চলের জমির রেকর্ড অনুসারে এমন কৃষক পরিবারকে সুবিধাভোগী রূপে চিহ্নিত করা হয়ে থাকে।
তবে যোজনার নির্দেশিকা অনুযায়ী এর সুবিধাভোগী তালিকা থেকে নির্দিষ্ট শ্রেণীর ব্যক্তিদের বাদ দেওয়া হয়ে থাকে, এবার সেগুলো দেখে নেওয়া যাক।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা কাদের জন্য নয়
পিএম কিষাণ যোজনাটি প্রধানত প্রান্তিক বা ছোট আকারের কৃষকদের উপকারের কথা মাথায় রেখেই করা হয়েছে তাই অর্থনৈতিক দিক দিয়ে বিশেষ রূপে সচ্ছল এমন পরিবারগুলি এই প্রকল্পের জন্য গণ্য হবে না যেমন-
- কোন প্রাতিষ্ঠানিক জমির মালিক।
কৃষক পরিবার যারা নিম্নলিখিত এক বা একাধিক বিভাগের অন্তর্গত:
- সাংবিধানিক পদের প্রাক্তন এবং বর্তমান ধারক।
- প্রাক্তন ও বর্তমান মন্ত্রী/রাজ্য মন্ত্রী এবং লোকসভা/রাজ্যসভা/রাজ্য বিধানসভা/রাজ্য বিধান পরিষদের প্রাক্তন/বর্তমান সদস্য, পৌর কর্পোরেশনের প্রাক্তন ও বর্তমান মেয়র, জেলা পঞ্চায়েতের প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানরা।
- কেন্দ্রীয়/রাজ্য সরকারের মন্ত্রনালয়/অফিস/বিভাগ এবং এর ফিল্ড ইউনিটের সমস্ত কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্মচারীরা কেন্দ্রীয় বা রাজ্য PSE এবং সরকারের অধীনে সংযুক্ত অফিস/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় সংস্থাগুলির নিয়মিত কর্মচারী (মাল্টি টাস্কিং স্টাফ/চতুর্থ শ্রেণি/গ্রুপ ডি কর্মচারী ব্যতীত)।
- সকল অবসরপ্রাপ্ত পেনশনভোগী যাদের মাসিক পেনশন ১০,০০০/- বা তার, বেশি (মাল্টি টাস্কিং স্টাফ / ক্লাস IV/গ্রুপ ডি কর্মচারী ব্যতীত)।
- সকল ব্যক্তি যারা গত বছরে আয়কর প্রদান করেছেন।
- ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং স্থপতিদের মতো পেশাদাররা যারা পেশাদার সংস্থার সাথে যুক্ত এবং অনুশীলনের মাধ্যমে পেশা পরিচালনা করেন।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সম্পর্কিত প্রয়োজনীয় নথিগুলি কী কী?
যে প্রার্থীরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার জন্য আবেদন করতে চান তাদের নিম্ন উল্লিখিত গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন।
- বাসস্থানের প্রমানপত্র
- কৃষক হওয়ার প্রমানপত্র
- আধার কার্ড
- প্যান কার্ড
- পাসপোর্ট সাইজ ছবি
- ব্যাংকের বিবরণ
- আয় মানপত্র
পিএম কিষাণ যোজনার সুবিধে পেতে সরকার কিছু গুরুত্বপূর্ণ নথি আবশ্যিক করেছে যেমন আধার লিঙ্ক এবং ই-কেওয়াইসি। এবার দেখে নেওয়া যাক এই নথিগুলি আপনি কি ভাবে করাবেন।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা আধার লিঙ্ক
পিএম কিষাণ যোজনার সুবিধা পেতে কৃষকদের অবশ্যই আধার কার্ড থাকতে হবে। যোজনার টাকা যেহেতু সরাসরি উপভোগকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে তাই সেক্ষেত্রে ব্যাঙ্কের সাথে আধার লিঙ্ক থাকা আবশ্যিক। আধার কার্ড ছাড়া কৃষকরা যোজনার আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন না।
নিম্নলিখিত উপায়ে আপনি পি এম কিষাণ সম্মান নিধি যোজনা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত তার সাথে আধার লিঙ্ক করতে পারবেন-
- যে ব্যাঙ্কের শাখা আপনার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সাথে যুক্ত আছে সেখানে যেতে হবে।
- আপনার আধার কার্ডের ফটোকপি এবং ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী অন্যান্য প্রয়োজনীয় নথি ব্যাঙ্ক আধিকারিককে জমা দিন।
- ব্যাঙ্ক আধিকারিক আপনার কিষাণ আধার যোজনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কিং প্রক্রিয়াটি সম্পন্ন করবেন।
- এরপর আপনার তথ্য যাচাই করা হবে এবং যাচাইকরণ সম্পন্ন হলে, আপনি আপনার মোবাইল ফোনে আধার লিঙ্কের ম্যাসেজ পাবেন।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা ই-কেওয়াইসি
পিএম কিষান যোজনার অধীনে কৃষকদের লাভ পেতে হলে এখন ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক। এই ই-কেওয়াইসি আপনি পিএম-কিসান পোর্টালে গিয়ে ওটিপি প্রমাণীকরণের মাধ্যমে আধার ভিত্তিক ই-কেওয়াইসি খুব সহজেই করে নিতে পারবেন। মনে রাখবেন ই-কেওয়াইসি করার জন্য আপনার আধারের সাথে ফোন নাম্বারের লিঙ্ক থাকা আবশ্যিক।
এবার সম্পূর্ণ প্রক্রিয়াটি একবার দেখে নেওয়া যাকঃ-
- প্রথমে আপনাকে পিএম-কিষাণ পোর্টালে যেতে হবে।
- নিচে স্ক্রোল করে ‘ফার্মার্স কর্নার‘ থেকে ‘ই-কেওয়াইসি’ এ ক্লিক্ করতে হবে।
- এরপর একটি নতুন পেজ খুলবে সেখানে আপনার আধার নম্বর লিখে ‘সার্চ’ -এ ক্লিক করতে হবে।
- এরপর আপনার ‘আধার রেজিস্টার্ড মোবাইল’ নাম্বার টি চাওয়া হবে। আপনাকে মোবাইল নম্বর টি লিখে ‘গেট মোবাইল ওটিপি’ তে ক্লিক্ করতে হবে।
- আপনার মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। ওটিপি লিখে এবং ‘সাবমিট ওটিপি’ তে ক্লিক করতে হবে।
- ‘সাবমিট ওটিপি’ তে ক্লিক্ করার পর ‘গেট আধার ওটিপি’ বাটন আসবে এবং সেখানে ক্লিক্ করতে হবে।
- এরপর আপনার আধার রেজিস্টার্ড মোবাইলে একটি ওটিপি আসবে সেটি লিখে ‘সাবমিট’ এ ক্লিক্ করতে হবে এবং আপনার ই-কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা আবেদন প্রক্রিয়া
নিম্নলিখিত উপায়ে কৃষকরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেনঃ-
- যোগ্য কৃষকরা রাজস্ব কর্মকর্তা, গ্রামের পাটোয়ারী বা অন্যান্য মনোনীত কর্মকর্তা বা সংস্থার কাছে প্রয়োজনীয় বিবরণ জমা দিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।
- কৃষকরা তাদের নিকটস্থ কমন সার্ভিস সেন্টারে (সিএসসি) গিয়ে এই যোজনার আবেদন করতে পারেন।
- এছাড়া পিএম-কিষান পোর্টালে গিয়ে হোম পেজের নিচের দিকে কৃষক কর্নারের ‘নতুন কৃষক নিবন্ধন’ এ ক্লিক করেও কোন যোগ্য কৃষক আবেদন করতে পারেন।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা আবেদন অনলাইন
পিএম কিষান যোজনার জন্য আপনি খুব সহজেই আপনার মোবাইল থেকেই অনলাইন আবেদন করতে পারবেন।
অনলাইন আবেদনের ধাপ গুলি নিচে উল্লেখ করা হলঃ-
- প্রথমে আপনাকে পিএম-কিষান পোর্টালে যেতে হবে।
- নিচে স্ক্রোল করে ‘ফার্মার্স কর্নার‘ থেকে ‘নিউ ফার্মার রেজিস্ট্রেশন’ এ ক্লিক্ করতে হবে।
- ক্লিক করলেই ‘নিউ ফার্মার রেজিস্ট্রেশন ফর্ম’ এর প্রথম পেজটি খুলে যাবে যেখানে প্রথমেই আপনি গ্রামীণ না শহুরে বা পৌরসভা এলাকার কৃষক তা জানতে চাওয়া হবে ও সাথে আপনার আধার কার্ডের নম্বর এবং একটি মোবাইল নম্বর জানতে চাওয়া হবে যেটি পরবর্তীকালে নিউ ফার্মারের রেজিস্ট্রেশন মোবাইল নম্বর হবে।
- এরপর নিচে ‘স্টেট’ এ ক্লিক্ করে আপনার রাজ্যটি সিলেক্ট করতে হবে।
- তারপর নিচের ‘ক্যাপচা’ টি লিখে ‘গেট ওটিপি’ তে ক্লিক্ করলে আপনার দেওয়া ওই মোবাইল নম্বরটি তে একটি ওটিপি যাবে যেটাকে আপনাকে ‘এন্টার ওটিপি’ তে লিখতে হবে এবং নতুন আসা ক্যাপচা টি লিখে ‘সাবমিট’ এ ক্লিক্ করতে হবে।
- সাবমিট করার পর আপনার মোবাইলে আরেকটি ওটিপি যাবে। এই ওটিপি তা আপনার আধার নম্বর টি যাচাই করার জন্যে করা হয়ে থাকে। ওটিপি লিখে ‘ভেরিফাই আধার ওটিপি’ তে ক্লিক্ করতে হবে।
কিষান সম্মান নিধি ফর্ম
- এবার আপনি রেজিস্ট্রেশনের ফর্মের মূল পেজটি তে প্রবেশ করবেন যেখানে আপনার ফর্মের কিছু অংশ আগে থেকেই পূরণ করা দেখতে পাবেন কারন সেই তথ্য গুলি আপনার আধার থেকে আগেই সংগ্রহ হয়ে থাকে।
- আপনার ‘ডিস্ট্রিক্ট’ বা জেলা, ‘সাব-ডিস্ট্রিক্ট’ বা উপজেলা, ‘ব্লক’ ও গ্রামের নাম আপনি খুব সহজেই পূরণ করতে পারবেন।
- নিচে ‘ফার্মার পার্সোনাল ডিটেল্স’ থেকে আপনাকে ‘ক্যাটাগরি’ সিলেক্ট করতে হবে ‘জেনারেল’, ‘এসটি’ না ‘এসসি’।
- এরপর নিচে আপনাকে ‘ফার্মার টাইপ’ থেকে আপনার জমির পরিমান ‘১ অথবা ২ হেক্টর’ না তার চেয়ে বড় সেটি উল্লেখ করতে হবে।
- আপনার ‘আধার নাম্বার’, ‘মোবাইল নাম্বার’, ‘এড্রেস’, ‘পিন কোড’ পূরণ করাই থাকবে। তাই এরপর আপনাকে আপনার ‘ফাদার/মাদার/হাসব্যান্ড’ এর নামটি লিখতে হবে।
- এরপরের ফিল্ড টি ফর্মে নতুন সংযোজন করা হয়েছে সেটি হোল ‘ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি’ যেটি আগের ফর্মে ছিল না তাই অনেকেই নতুন ফর্ম পূরণ করতে গিয়ে অসুবিধেয় পড়েছেন।
এবার দেখে নেওয়া যাক ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি আপনি কি ভাবে পাবেনঃ-
ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি = ডিস্ট্রিক্ট কোড + ব্লক কোড + মৌজা কোড + খতিয়ান নাম্বার
এবার প্রশ্ন হোল যে এই কোড গুলি আপনি কোথা থেকে পাবেন। এই কোড গুলি পেতে হলে আপনাকে সরকারী জমি সংক্রান্ত ওয়েবসাইট ‘ভুলেখ’ এ যেতে হবে।
আপনি গুগলে গিয়ে ‘ভুলেখ’ লিখে আপনার রাজ্যের নাম দিলেই সেই রাজ্যের সরকারী ভুলেখ ওয়েবসাইট টি দেখতে পাবেন।
ধরুন আপনি যদি পশ্চিমবঙ্গের জমি সংক্রান্ত তথ্য জানতে চান তবে গুগলে ‘ভুলেখ ওয়েস্ট বেঙ্গল’ লিখে তারপর সার্চে ক্লিক করলে আপনি ‘বাংলারভূমি.গভ.ইন’ ওয়েবসাইটটি দেখতে পাবেন।
কোড জানার জন্য আপনি ওয়েবসাইটের ওপরের ডানদিকের শেষের মেনু ‘মৌজা ইনফরমেশন’ এ ক্লিক্ করুন।
এরপর একটি পপ্আপ্ ম্যাসেজ খুলবে যেখানে আপনি ডিস্ট্রিক্টের নাম সহ কোড গুলি দেখতে পাবেন। ধরুন আপনার ডিস্ট্রিক্ট যদি ‘হাওড়া’ হয় তবে তার কোড জানতে পারছেন যে ‘০৫’।
এবার আপনি ডিস্ট্রিক্টের ওপর ক্লিক করলেই ব্লকের নাম সহ কোড গুলি দেখতে পাবেন। ধরুন আপনার ব্লক যদি ‘বালী’ হয় তাহলে তার কোড হোল ‘০৩’।
ঠিক আগের মতই আপনি ব্লকের ওপর ক্লিক্ করলে মৌজার নাম ও কোড জানতে পারবেন। ধরুন যদি লিলুয়া হয় তবে কোড হবে ‘০১২’।
এবার ধরে নেওয়া যাক আপনার খতিয়ান নাম্বার হোল ‘১২৩’ তাহলে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি হবে
ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি = ০৫ + ০৩ + ০১২ + ১২৩
তাহলে আপনার ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি হোল = ০৫০৩০১২১২৩
- ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি পূরণ করার পর আপনাকে ‘রেশন কার্ডের নম্বর’ টি দিতে হবে।
- এরপর ‘পি এম কিষাণ মন্ধন যোজনা’ আপনি করাবেন কি না জানতে চাওয়া হবে। এটি একটি পেনশন যোজনা। কৃষকের বয়স ৬০ বছরের বেশী হলে সরকার তাদের এই পেনশন যোজনা করার সুযোগ দেয় তবে তার জন্য কিছু টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে রাখা হবে।
- ফর্মের পরবর্তী অংশটি হোল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে আপনার জমিটি সম্মন্ধে সমস্ত তথ্য বিস্তারিত দিতে হবে। প্রথমে জমিটির মালিকানা ‘সিঙ্গেল’ না ‘জয়েন্ট’ সেটি উল্লেখ করতে হবে।
- এরপর ‘অ্যাড’ বাটনটি তে ক্লিক্ করলে নিচে ‘অ্যাড ল্যান্ড ডিটেইল’ লেখার অংশটি খুলে যাবে।
- এখানে প্রথমে আপনাকে খতিয়ান নম্বর ও তার পাশে দাগ বা খসরা নম্বর অর্থাৎ প্লট নম্বরটি বসাতে হবে।
- তার পরের ‘এরিয়া (হেক্টর)’ এর ক্ষেত্রে মনে রাখতে হবে যে জমির সমস্ত মাপ কিন্তু হেক্টরে পরিমাপ করে দিতে হবে। সাধারনত পরচায় জমির মাপ একরে থাকে তাই সেক্ষেত্রে আপনি গুগল কনভার্টারের মাধ্যমে মাপগুলি হেক্টরে পরিবর্তন করে নিতে পারবেন।
- এরপর ‘ল্যান্ড ট্রান্সফার স্টেটাস’ অর্থাৎ আপনাকে জমি স্থানান্তরের সময়টি উল্লেখ করতে হবে যে সেটি ১লা ফেব্রুয়ারী ২০১৯ এর আগে হয়েছে কি পরে।
- আপনার জমি যদি কোন পাট্টা বা আরএফএ অর্থাৎ ‘রেকর্ডেড ফরেস্ট এরিয়া’ থেকে পেয়ে থাকেন তবে ‘ইয়েস’ এ ক্লিক্ করবেন অন্যথায় ‘নো’ করবেন।
- এরপর ‘ল্যান্ড ট্রান্সফার ডিটেইল্স’ এর মাধ্যমে জমিটি কিভাবে আপনার নামে হোল সেটি জানাতে হবে।
- ‘‘ল্যান্ড ডেট্ ভেস্টিং’ অর্থাৎ আপনার জমি হস্তান্তরের সময় টি উল্লেখ করতে হবে যেটি আপনি জমির দলিল অথবা জমির পরচায় অবশ্যই পাবেন।
- ওপরের সমস্ত তথ্য একবার মিলিয়ে নিয়ে ‘অ্যাড’ বাটনে ক্লিক্ করে দিন তাহলেই তথ্য গুলি পোর্টালে আপডেট হয়ে যাবে এবং ওপর অংশে আপনাকে দেখিয়ে দেবে। আপনি সেখান থেকেও পুনরায় মিলিয়ে নিতে পারবেন।
- আপনার যদি একাধিক জমি থাকে তবে পুনরায় নিচে ‘অ্যাড ল্যান্ড ডিটেইল’ থেকে তথ্য পূরণ করতে পারবেন।
- ফর্মের একদম নিচের দিকে ‘আপলোড সাপোর্টিং ডকুমেন্ট’ অংশে ২টি ডকুমেন্ট পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। একটি ল্যান্ডের ও অন্যটি আধারের। আপনি আপনার ডকুমেন্ট স্ক্যান করে খুব সহজেই পিডিএফ ফরম্যাট বানিয়ে নিতে পারবেন।
- এরপর ‘সেভ’ বাটনে ক্লিক্ করলে আপনার নিউ ফার্মার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি লিস্ট
কিষাণ সম্মান নিধি যোজনার কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে নিশ্চয়তার জন্য আপনি সহজেই আপনার নাম পিএম কিষাণ লিস্ট থেকে চেক করে নিতে পারেন।
নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করে আপনি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি লিস্টটি দেখতে পারবেনঃ
- আপনাকে প্রথমে PM কিষাণ পোর্টাল pmkisan.gov.in -এ যেতে হবে।
- নিচে ‘ফার্মার্স কর্নার‘ থেকে ‘বেনেফিসিয়ারি লিস্ট’ এ ক্লিক করতে হবে।
- এরপরের পেজে আপনাকে রাজ্য, জেলা, উপজেলা, ব্লক এবং গ্রামের নাম উল্লেখ করে ‘গেট রিপোর্ট’ বাটনে ক্লিক করতে হবে।
- তাহলেই উল্লিখিত গ্রামের সুবিধাভোগীদের সম্পূর্ণ লিস্টটি আপনি দেখতে পাবেন, এবং নিচে নামের আদ্যক্ষর দিয়ে সার্চ করে আপনি সহজেই আপনার নাম না আছে কিনা তা চেক করে নিতে পারবেন।
কিষান সম্মান নিধি স্টেটাস চেক
কিষান সম্মান নিধি যোজনায় কিস্তির টাকা ঢুকেছে কিনা তা জানার জন্য আপনাকে স্টেটাস চেক
করতে হবে। নিম্নলিখিত পদ্ধতিতে আপনি কিষান সম্মান নিধি যোজনার স্টেটাস চেক করতে পারবেনঃ
- আপনাকে পিএম কিষাণ অফিসিয়াল পোর্টাল pmkisan.gov.in -এ যেতে হবে।
- আপনি হোম পেজে ব্যানারের ওপরেই ‘Know Your Status’ লিঙ্কটি দেখতে পাবেন বা নিচে ‘Farmers Corner‘ থেকেও আপনি ‘Know Your Status’ এ ক্লিক করতে পারেন।
- এই পেজে আপনাকে রেজিস্ট্রেশন নম্বরটি লিখে এবং ক্যাপচা পূরণ করে ‘গেট ওটিপি’ তে ক্লিক করতে হবে।
- এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে যেটি লিখে ‘গেট ডেটা’ তে ক্লিক করলেই আপনি আপনার স্টেটাসটি চেক করে নিতে পারবেন।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা হেল্পলাইন নম্বর
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সম্মন্ধে আপনি যদি আরও তথ্য জানতে চান বা যদি কোনও প্রযুক্তিগত সমস্যা হয়ে থাকে তাহলে নীচে দেওয়া হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন।
পিএম-কিষাণ হেল্পলাইন নম্বর হল – ১৫৫২৬১/০১১-২৪৩০০৬০৬
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা সম্পর্কিত প্রশ্ন (FAQ)
পিএম কিষান সম্মান নিধি যোজনা কি?
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-Kisan) হল একটি কেন্দ্রীয় সেক্টর স্কিম যা ভারতে চাষের জমির অধিকারী কৃষক পরিবারগুলিকে বার্ষিক ৬০০০ টাকা অর্থ সহায়তা প্রদান করে। ভারত সরকার কর্তৃক সম্পূর্ণ টাকাটা প্রদান করা হয় এবং সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়।
কিষাণ সম্মান নিধি যোজনা কবে থেকে চালু হয়েছিল?
ডিসেম্বর ২০১৮ সালে এই যোজনার কাজ প্রথম শুরু হয়েছিল এবং ২৪শে ফেব্রুয়ারী ২০১৯ এর বাজেটে এই যোজনার কথা ঘোষণা করা হয়।
একজন কৃষক কিভাবে এই কিষাণ সম্মান নিধির আর্থিক সাহায্য পাবেন?
প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে এই আর্থিক সুবিধা বার্ষিক ৩ টি কিস্তিতে পাওয়া যায়। প্রতিটিতে ২০০০ টাকা করে মোট ৬০০০ টাকা একজন উপভোগকারীর অ্যাকাউন্টে সরাসরি জমা হয়। এই যোজনায় নগদ পরিষেবার কোনও ব্যবস্থা নেই৷
কীভাবে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধাভোগীরা স্ট্যাটাস যাচাই করবেন?
পি এম কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in এ গিয়ে নিচে ‘স্টেটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার’ এ ক্লিক্ করে আবেদনকারী তার স্ট্যাটাস চেক করতে পারেন।
যদি কোন কৃষক অকৃষি উদ্দেশ্যে কৃষি জমি ব্যবহার করেন তবে কি এই যোজনার সুবিধা পাওয়ার যোগ্য?
না, যদি কৃষি জমিটি কোন অকৃষি কাজের জন্য ব্যবহার করা হয় তাহলে যোজনার কোন সুবিধা পাবেন না।
একজন ক্ষুদ্র জমির অধিকারী কি কিষাণ যোজনার সুবিধা পাওয়ার যোগ্য?
জমি যদি চাষযোগ্য না হয় তবে আবেদনকারী কিষাণ যোজনার কোন সুবিধা পাবেন না।
একজন আয়কর প্রদানকারী কৃষক কি এই প্রকল্পের জন্য যোগ্য?
যদি কোনও কৃষক বা তার পরিবারের সদস্যদের কেউ আয়কর প্রদান করে থাকেন তবে সেই পরিবার এই যোজনার সুবিধার জন্য অযোগ্য গণ্য হবে।
কোন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারী কি এই প্রকল্পের অধীনে সুবিধা পাওয়ার যোগ্য?
না, কোনো সরকারি প্রতিষ্ঠানের সকল কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী এই সুবিধা পাওয়ার যোগ্য নন। তবে কোন মাল্টি-টাস্কিং কর্মী বা গ্রুপ ডি অথবা নিম্ন শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে এই সুবিধে প্রযোজ্য।