Updated on June 29th, 2024 ||
প্রধানমন্ত্রী স্বনিধি যোজনাটি ২রা জুলাই, ২০২০ সালে চালু হওয়ার পর থেকে বর্তমান ২০২৪ জুলাই পর্যন্ত সারা ভারত থেকে ১ কোটিরও বেশি রাস্তার বিক্রেতারা এই ঋণের জন্য আবেদন করেছেন। তার মধ্যে ৯০ লক্ষের বেশি ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে।
কেন্দ্রীয় বাজেট ২০২৪ অনুযায়ী ভারতের প্রায় ৭৮ লক্ষ রাস্তার বিক্রেতারা এই ঋণ পেয়েছেন, যার মধ্যে ৩ লক্ষেরও বেশি মানুষ তৃতীয়বারের জন্য ঋণ সহায়তা গ্রহণ করেছেন।
স্বনিধি যোজনার সূত্রপাত
আমরা জানি করোনা ভাইরাস অতিমারীর জন্য পৃথিবীব্যাপি মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। অনলাইনে হয়তো অনেকেই অনেক রকম কাজ সেই সময় করেছেন কিন্তু সেই সঙ্গে অনেক মানুষেরই কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বেশি অসুবিধেয় পড়েছিলেন রাস্তার বিক্রেতারা যেমন শাকসবজি, ফল, বই, কাগজ, চা, খাবার বা পানের দোকানগুলি এবং পরিষেবাগুলির মধ্যে রয়েছে মুচি, নাপিতের দোকান বা লন্ড্রি পরিষেবা ইত্যাদি।
ভারত সরকার এইসব মানুষদের সহায়তার জন্য ১লা জুন ২০২০ আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের অধীনে স্বনিধি প্রকল্প চালু করে। স্বনিধি স্কিম ১ বছরের মেয়াদে ১০,০০০ টাকা পর্যন্ত লোণ প্রদান করে। এই লোণের জন্য কোন রকম জমানতের প্রয়োজন নেই। রাস্তার বিক্রেতাদের উৎসাহিত করতে ও সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে এই লোণ অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে।
স্বনিধি যোজনা বিবরণ
স্বনিধি যোজনার সংক্ষিপ্ত বিবরণটি নিচে দেওয়া হলঃ
যোজনার নাম | স্বনিধি যোজনা |
উদ্যোক্তা | ভারত সরকার |
শুরুর সময় | ২০২০ সাল |
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় | আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক |
লাভার্থী | রাস্তার বিক্রেতারা |
উদ্দেশ্য | রাস্তার বিক্রেতাদের সাহায্যার্থে জামানত মুক্ত ঋণ প্রদান |
আবেদন পদ্ধতি | অনলাইন |
সরকারী ওয়েবসাইট | pmsvanidhi.mohua.gov.in |
স্বনিধি যোজনার বৈশিষ্ট্য
- স্বনিধি যোজনা হল একটি কেন্দ্রীয় সরকারের স্কিম।
- প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা (PM SVANidhi) এর অর্থ হল প্রধানমন্ত্রী রাস্তার বিক্রেতার আত্মনির্ভর নিধি প্রকল্প (Street Vendor’s AtmaNirbhar Nidhi Scheme)।
- স্বনিধি স্কিমের অধীনে লোণ নিতে কোন জামানতের প্রয়োজন নেই।
- প্রাথমিক লোণ হিসেবে ১ বছরের জন্য বিক্রেতাদের ১০,০০০ টাকা দেওয়া হয়।
- যদি বিক্রেতা এক বছরের মধ্যে লোণের পরিমাণ ফেরত দেন, তাহলে তার ঋণের সীমা বাড়িয়ে প্রথমে ২০,০০০ এবং তারপরে ৫০,০০০ টাকা করা হয়।
- সময়মত বা তাড়াতাড়ি লোণ পরিশোধ করলে ৭% সুদের ভর্তুকিও দেয় সরকার।
- সুদের ভর্তুকি প্রতি ত্রৈমাসিকে সরাসরি সুবিধাভোগীর অ্যাকাউন্টে জমা হবে।
- ভারত সরকার পিএম স্বনিধি স্কিমের সময়কাল ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে।
ডিজিটাল ট্রানজিশনের ক্ষেত্রে পান ক্যাশব্যাক
সরকার এই স্কিমে ডিজিটাল ট্রানজিশনের ক্ষেত্রে বিশেষ ইনসেনটিভ ক্যাশব্যাকের ব্যবস্থা করেছে। বিক্রেতা ইউপিআই, গুগলপে, ফোনপে, অ্যামাজনপে, ভারতপে যে কোন পেমেন্টের নেটওয়ার্কের মাধ্যমে লেনদেন করুক না কেন সেক্ষেত্রে ৫০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত মাসিক ক্যাশব্যাক পেতে পারেন।
- এক মাসে ৫০টি লেনদেন করলে ৫০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
- পরবর্তী ৫০টি লেনদেনের ক্ষেত্রে ২৫ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে অর্থাৎ মোট ১০০ টি লেনদেনের ক্ষেত্রে ৭৫ টাকা ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।
- পরবর্তী ১০০টি লেনদেনের জন্য আবার ২৫ টাকা পাওয়া যাবে। তাহলে মোট ২০০টি ট্রানজিশনের মাধ্যমে বিক্রেতা ১০০ টাকা উপার্জন করতে পারবে।
স্বনিধি যোজনার যোগ্যতা
এই স্কিমটি ২০১৪ সালের ভারতের পার্লামেন্টের ‘জীবিকার সুরক্ষা এবং রাস্তার বিক্রেতার নিয়ন্ত্রণ’ আইনের অধীনে করা হয়েছে এবং এই ঋণের আবেদনকারীদের জন্য অবশ্যই কিছু যোগ্যতার মানদণ্ড রয়েছে।
- রাস্তার বিক্রেতাদের অবশ্যই পরিচয় প্রমাণের জন্য শহুরে স্থানীয় সংস্থা দ্বারা জারি করা ভেন্ডিংয়ের একটি শংসাপত্র থাকতে হবে।
- শংসাপত্রের জন্য শহুরে বিক্রেতাদের টাউন ভেন্ডিং কমিটি থেকে সুপারিশের চিঠি আদায় করা উচিৎ।
- যেসব বিক্রেতাদের কোনো পরিচয়পত্র নেই তাদের সার্ভেতে চিহ্নিত করার পর ভেন্ডিংয়ের একটি অস্থায়ী শংসাপত্র আইটি প্ল্যাটফর্মের মাধ্যমে দেওয়া হবে।
- বিক্রেতাদের উন্নয়নের সুবিধার্থে তাদের নির্দিষ্ট ভৌগলিক সীমা নির্ধারণ করা হবে।
স্বনিধি যোজনার আবেদনের আগে কি কি জানা উচিৎ
- আবেদনপত্র পূরণ করার আগে আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য ও নথিগুলির সম্মন্ধে ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। আবেদনের প্রক্রিয়া শুরু করার আগে সমস্ত তথ্য এবং নথি প্রস্তুত রাখুন।
- আবেদনকারীর অবশ্যই আধার কার্ডের সাথে তাঁর মোবাইল নম্বরের লিঙ্ক থাকতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া চলাকালীন আপনার ই কেওয়াইসি/আধার যাচাইকরণের জন্য এটির প্রয়োজন হবে।
- এটি আপনাকে আরবান্ লোকাল বডি (ULB) থেকে প্রয়োজনে সুপারিশের চিঠি পেতেও সাহায্য করবে এবং সরকারী কল্যাণ প্রকল্পের অধীনে ভবিষ্যতের সুবিধা পেতেও সাহায্য করবে।
আপনি রাস্তার বিক্রেতাদের নিম্নলিখিত ৪টি বিভাগের একটিতে পড়বেন। আপনার স্থিতি এবং নথি/ তথ্য যা আপনাকে প্রস্তুত রাখতে হবে তা একবার দেখে নিনঃ
বিভাগ | বিক্রেতার অবস্থা | বিক্রেতার প্রয়োজনীয় ব্যবস্থা |
A. | বিক্রেতাকে আরবান লোকাল বডির (ইউএলবি) সমীক্ষার আওতায় আনা হয়েছে এবং ইউএলবি বা টাউন ভেন্ডিং কমিটি কর্তৃক ভেন্ডিং সার্টিফিকেট (কোভি) বা আইডি কার্ড (আইডি কার্ড) জারি করা হয়েছে। | পোর্টালে জরিপ তালিকায় আপনার নাম পরীক্ষা করুন এবং আপনার সার্ভে রেফারেন্স নম্বর (SRN) নোট করুন। আবেদন প্রক্রিয়া চলাকালীন আপলোড করার জন্য আপনার CoV বা আইডি কার্ডের একটি কপি প্রস্তুত রাখুন। |
C. | রাস্তার বিক্রেতারা, যারা ULB-এর নেতৃত্বে শনাক্তকরণ সমীক্ষা থেকে বাদ পড়েছেন বা যারা জরিপ শেষ হওয়ার পরে বিক্রি শুরু করেছেন। তাদের ২টি সাব ক্যাটাগরি থাকবে: | |
C1: বিক্রেতাকে ULB/TVC দ্বারা সুপারিশ পত্র জারি করা হয়ে। | আপলোড করার জন্য LoR এর একটি কপি প্রস্তুত রাখুন। | |
C2: বিক্রেতাকে LoR জারি করা হয়নি | নিম্নলিখিতগুলির মধ্যে একটি বিবৃতি দিতে হবে: i. কোভিড লকডাউন চলাকালীন বিক্রেতা এককালীন সহায়তা পেয়েছেন। ii. বিক্রেতা ভেন্ডিং/হকার অ্যাসোসিয়েশনের সদস্য। | |
D. | আশেপাশের উন্নয়নের রাস্তার বিক্রেতারা / আধা-শহুরে / গ্রামীণ এলাকার ভৌগলিক সীমার মধ্যে ULB-এর মধ্যে বিক্রি করে (জরিপে অন্তর্ভুক্ত নয়) তাদের ২টি সাব ক্যাটাগরি থাকবে: | |
D1 : বিক্রেতাকে ULB/TVC দ্বারা সুপারিশ পত্র জারি করা হয়েছে | আপলোড করার জন্য LoR এর একটি কপি প্রস্তুত রাখুন | |
D2 : বিক্রেতাকে এলওআর জারি করা হয়নি | নিম্নলিখিতগুলির মধ্যে একটি বিবৃতি দিতে হবে: i. কোভিড লকডাউন চলাকালীন বিক্রেতা এককালীন সহায়তা পেয়েছেন ii. বিক্রেতা ভেন্ডিং/হকার অ্যাসোসিয়েশনের সদস্য। |
স্বনিধি যোজনার অনলাইনে আবেদনের পদ্ধতি
অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে ঋণ পেতে নিম্নলিখিত নির্দেশাবলী অনুসরণ করুন-
- অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীকে PM SVANidhi পোর্টালে যেতে হবে।
- হোম স্ক্রিনে, ঋণের জন্য আবেদন করার একটি লিঙ্ক পাবেন।
- এইবার আবেদনকারীর মোবাইল নম্বর দিন এবং ক্যাপ্চা-এ ক্লিক করে OTP এর জন্য আবেদন করুন।
- পোর্টাল আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠাবে যেটিকে আপনাকে এখানে লিখে ‘ভেরিফাই OTP’ তে ক্লিক করতে হবে।
- লগইন করার পর আপনার আঁধার কার্ড আছে কি না জানতে চাওয়া হবে।
- এবার নিচের অংশে বিক্রেতার বিভাগ নির্বাচন করুন।
- নিচের তিনটি বিভাগ থেকে আপনাকে পছন্দ করতে হবে। যদি A বিভাগ নির্বাচন করেন, তাহলে সার্ভে রেফারেন্স নাম্বার (SRN) নম্বর জিজ্ঞাসা করা হবে।
- যদি SRN না জানা থাকে তবে, ‘Don’t have SRN? এখানে খুঁজুন’ এ ক্লিক করুন।
- SRN খুঁজতে প্রথমে রাজ্য নির্বাচন করুন, রাস্তার বিক্রেতার মোবাইল নম্বর লিখুন এবং ’সার্চ’ এ ক্লিক করুন (মোবাইল নম্বরটি ভারত সরকারের কাছে পাঠানো ডেটা অনুযায়ী হওয়া উচিত)।
- সবুজ রঙের মধ্যে SRN নম্বর আসবে। ‘SRN নম্বর’ টি কপি করুন।
- পূর্ববর্তী ট্যাবে ‘SRN’ নম্বর লিখুন এবং ‘সার্চ’ এ ক্লিক করুন।
- বিক্রেতার বিবরণ সহ SRN নম্বর প্রদর্শিত হবে। এসআরএন নম্বর নিশ্চিত করতে চেক বক্সে ক্লিক করুন।
- ‘আইডি কার্ড বা ভেন্ডিং সার্টিফিকেট বা উভয়’ আপলোড করুন। ‘Next’ এ ক্লিক করার পর আবেদনকারী লোণের আবেদনপত্রটি পাবেন।
স্বনিধি যোজনা সম্পর্কিত প্রশ্ন (FAQ)
স্বনিধি যোজনা কি?
স্বনিধি যোজনা হল কেন্দ্রীয় সরকারের স্কিম যেটি রাস্তার বিক্রেতাদের ১০,০০০ টাকা পর্যন্ত লোণ প্রদান করে কোন জমানত ছাড়াই। প্রাথমিক কিস্তি সময়ের মধ্যে পরিশোধ করলে সুদের হারে ৭% ভর্তুকিও দেওয়া হয়। ডিজিটাল লেনদেন করলে প্রতি মাসে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক প্রদান করা হয় এবং সময়মতো লোণ পরিশোধ করলে যোগ্য বিক্রেতারা পরবর্তীকালে উচ্চতর লোণ পাবেন।
স্বনিধি যোজনার সুবিধাগুলি কি কি?
লোণের ১০,০০০ টাকা যা আপনি এক বছরের মেয়াদে মাসিক কিস্তিতে পরিশোধ করতে পারবেন। ঋণের টাকা সময়মত পরিশোধ করে দিলে বার্ষিক ৭% হারে সুদের ভর্তুকি ত্রৈমাসিক ভিত্তিতে সরাসরি বিক্রেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।
পিএম স্বনিধির পুরো নাম কী?
পিএম স্বনিধি হল প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডর আত্মনির্ভর নিধি।
স্বনিধি স্কিমের স্ট্যাটাস কীভাবে চেক করবেন?
আপনি পিএম স্বনিধির অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে আপনার লোণ আবেদনের স্ট্যাটাস এবং আপনার জন্য উপলব্ধ অন্যান্য বিকল্পগুলি জানতে পারবেন।
ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান কোনগুলি?
যেসব প্রতিষ্ঠান থেকে আপনি লোণ পেতে পারেন যেমন তফসিলি বাণিজ্যিক ব্যাংক, সমবায় ব্যাংক, ক্ষুদ্র আর্থিক ব্যাংক, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন এবং নন-ব্যাংকিং আর্থিক কোম্পানিগুলি হোল ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান।
যদি আমার নাম জরিপ তালিকায় থাকে কিন্তু আমার পরিচয়পত্র না থাকে তাহলে আমি কি ঋণের জন্য আবেদন করতে পারি?
হ্যাঁ, সেক্ষেত্রে, আপনি আইটি প্ল্যাটফর্ম থেকে ভেন্ডিংয়ের একটি অস্থায়ী শংসাপত্র পাবেন।
ঋণ অনুমোদন পেতে কত সময় লাগবে?
ঋণ অনুমোদনের সময় কয়েক দিন থেকে কয়েক সপ্তাহের মধ্যে যে কোন সময় হতে পারে। আপনি যে ধরনের ঋণদাতা পছন্দ করবেন তাদের ঋণ দেওয়ার নীতির উপর নির্ভর করবে। আপনার নথিপত্র সহ আবেদনপত্র জমা দেওয়ার পর, লোন অনুমোদিত হতে সাধারন ভাবে ১-৭ দিন এবং টাকা পেতে আরও ২ দিন মতো সময় লাগে।
পিএম স্বনিধির সময়কাল কত?
PM SVANidhi স্কিমের ঋণের মেয়াদ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে। সমস্ত ঋণের ক্রেডিট গ্যারান্টি এবং সুদের ভর্তুকি মার্চ, ২০২৮ পর্যন্ত পরিশোধ করা হবে।
রাস্তার বিক্রেতার জন্য কিভাবে ঋণ পেতে পারি?
যদি আপনি একজন রাস্তার বিক্রেতা হন এবং সমীক্ষা চালানোর পরে ব্যবসার কাজ শুরু করে থাকেন তবে আপনার কাছে অবশ্যই স্থানীয় ইউএলবি বা আরবান্ লোকাল বডি অথবা টাউন ভেন্ডিং কমিটির আধিকারিকদের দ্বারা আপনার নামে এবং আপনার ব্যবসার নামে একটি লেটার অফ রেকমেন্ডেশন (LoR) জারি করা উচিত। তারপর আপনি অনলাইনে PM SVANidhi পোর্টাল থেকে লোণের জন্য আবেদন করতে পারেন।
আমি কীভাবে ভারতে রাস্তার বিক্রেতার লাইসেন্স পেতে পারি?
ট্রেডিং এর রেজিস্ট্রেশনের জন্য আপনাকে উদ্যম বা udyamregistration.gov.in পোর্টালে যেতে হবে। উদ্যম রেজিস্ট্রেশনের জন্য আপনার আধার ও প্যান নম্বর প্রয়োজন হবে তবে কোন রকম ফি দিতে হবে না।