Updated on July 3rd, 2024 ||
প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা (PMSYM) হোল একটি সমাজ কল্যাণ প্রকল্প যা ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক দ্বারা ২০১৯ সালের ফেব্রুয়ারিতে চালু করা করেছিল।
এটি হল একটি মাসিক পেনশন প্রকল্প, যার প্রধান উদ্দেশ্য হোল অসংগঠিত শ্রমিকদের বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা প্রদান করা। এই প্রকল্পটি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) এবং CSC ই-গভর্ন্যান্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড দ্বারা বাস্তবায়িত করা হয়েছে।
এই প্রকল্পের অধীনে, গৃহভিত্তিক শ্রমিক, রাস্তার বিক্রেতা, মিড-ডে মিল কর্মী, হেড লোডারস্ বা মাথায় বোঝা বহনকারী, ইট ভাটা শ্রমিক, মুচি, নোংরা বাছাইকারী, গৃহকর্মী, ধোপা, রিকশাচালক, ভূমিহীন শ্রমিক, নিজস্ব কর্মসংস্থানের কর্মী, কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক, তাঁত শ্রমিক, চামড়া শ্রমিক, অডিও-ভিজ্যুয়াল কর্মী প্রভৃতি অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা, যাদের মাসিক আয় ₹১৫,০০০ টাকার কম, এরূপ সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের শ্রমিক বা কর্মচারীরা, প্রতি মাসে অল্প পরিমাণে অবদান রাখতে পারবেন এবং সম পরিমাণ অবদান সরকার প্রদান করবে এবং ফলস্বরূপ সুবিধাভোগী ৬০ বছর বয়সের পর কমপক্ষে ₹৩০০০/- টাকার মাসিক পেনশন পাবেন।
এই যোজনার অধীনে তারাই সুবিধা পাবেন যারা আয়কর দাতা নন, বা যাদের ‘নিউ পেনশন স্কিম (NPS)’, ‘এমপ্লয়ীজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন (ESIC)’ বা ‘এমপ্লয়ীজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)’ এর সদস্যতা নেই। বর্তমানে সারা দেশে ৪৫ লক্ষেরও বেশি মানুষ এই যোজনার অন্তর্গত।
প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনার উদ্দেশ্য
আমাদের দেশের বহু মানুষ বিভিন্ন ক্ষেত্রের, নানারকম কাজের সাথে যুক্ত আছেন। সেখানে প্রধানত, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক কর্মচারীদের বিভিন্ন ধরণের অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই, তাদের আর্থিক সহায়তার উদ্দ্যেশ্যেই ভারত সরকার এই যোজনা চালু করেছে। নভেম্বর ২০২৩ পর্যন্ত , প্রায় ৫০ লক্ষ মানুষ এই যোজনার অন্তর্ভুক্ত হয়েছেন।
PMSYM যোজনার মূল উদ্দেশ্য হল অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের সামান্য অবদান এবং সরকারী অনুদানের সাহায্যে তাদের ৬০ বছর বয়সের পরে কমপক্ষে ₹৩০০০/- টাকার মাসিক পেনশন প্রদান করা।
প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা বিবরণ
PMSYM বিবরণের তালিকাটি নিচে দেওয়া হলঃ
যোজনার নাম | প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন যোজনা |
শুরুর সময় | ফেব্রুয়ারি ২০১৯ সাল |
মন্ত্রক | শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক |
বাস্তবায়িত করার দায়িত্ব | লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) এবং CSC ই-গভর্ন্যান্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড |
লাভার্থী | অসংগঠিত শ্রমিক কর্মচারীরা |
উদ্দেশ্য | ৬০ বছর বয়সের পরে পেনশন প্রদান |
বয়স সীমা | ১৮ থেকে ৪০ বছর |
আয়ের সীমা | ₹১৫,০০০/- পর্যন্ত |
পেনশনের পরিমাণ | কমপক্ষে ₹৩০০০/- |
প্রিমিয়ামের পরিমাণ | ₹৫৫/- থেকে ₹২০০/- পর্যন্ত |
আবেদন পদ্ধতি | অফলাইন ও অনলাইন |
পিএমএসওয়াইএম -এর অন্যতম বৈশিষ্টগুলি নিচে উল্লেখ করা হলঃ
- PMSYM হল একটি স্বেচ্ছাসেবী এবং অবদানমূলক পেনশন প্রকল্প, যেখানে ৫০ঃ৫০ ভিত্তিতে সুবিধাভোগী এবং কেন্দ্রীয় সরকার দ্বারা মিলিত রূপে অবদান রাখা হয়।
- গ্রাহকদের অবদান তার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা জন-ধন অ্যাকাউন্ট থেকে ‘অটো-ডেবিট’ এর মাধ্যমে গ্রহণ করা হবে।
- গ্রাহকদের মাসিক প্রিমিয়ামের পরিমাণ গ্রাহকের যোজনায় প্রবেশের বয়সের ওপর নির্ভর করবে।
- পিএমএসওয়াইএম অবদানগুলি মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক বা বার্ষিক পর্যায় করা যেতে পারে।
প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা সুবিধা
PMSYM হোল একটি অবদানমূলক পেনশন প্রকল্প, এবং এর সুবিধাগুলি নিচে উল্লেখ করা হলঃ
- এই প্রকল্পের অধীনে সরকার, সুবিধাভোগীর সমান অবদান রাখে।
- এই যোজনায় সুবিধাভোগী ৬০ বছর বয়সের পর প্রতি মাসে নিশ্চিত ₹৩,০০০/- টাকার ন্যূনতম পেনশন পাবেন।
- পেনশন প্রাপ্তির সময় সুবিধাভোগীর মৃত্যু হলে, পারিবারিক পেনশন হিসাবে সুবিধাভোগীর পত্নী সুবিধাভোগীর প্রাপ্ত পেনশনের ৫০% পাওয়ার অধিকারী হবেন। পারিবারিক পেনশন শুধুমাত্র স্ত্রীর জন্য প্রযোজ্য।
- যদি কোনও সুবিধাভোগী নিয়মিত অবদান রাখেন কিন্তু ৬০ বছর বয়সের আগেই তাঁর মৃত্যু হয়, তবে তাঁর পত্নী বা পতি নিয়মিত অবদান প্রদানের মাধ্যমে এই যোজনা চালু রাখতে পারেন অথবা সুদ সহ সম্পূর্ণ অবদান উত্তোলন করে এই যোজনা থেকে প্রস্থান করতে পারেন।
- যদি তিনি ১০ বছরের কম সময়ের মধ্যে এই যোজনা থেকে বেরিয়ে যান, তবে সুবিধাভোগীর অবদানের অংশ সেভিংস ব্যাঙ্কের সুদের হারের সাথে তাকে ফেরত দেওয়া হবে।
- যদি গ্রাহক ১০ বছর বা তার বেশি সময়ের পরে কিন্তু ৬০ বছর বয়সের আগে যোজনা থেকে প্রস্থান করেন, তাহলে প্রকৃতপক্ষে তহবিল বা সঞ্চয় ব্যাঙ্কের সুদের হারের মধ্যে যেটি বেশি হবে তার সাথে সুবিধাভোগীর অবদান ফেরত দেওয়া হবে।
- যদি কোনো গ্রাহক ক্রমাগত অবদান না দিতে পারেন তাহলে পরে তিনি সরকার কর্তৃক নির্ধারিত আর্থিক জরিমানা সহ সম্পূর্ণ বকেয়া পরিশোধ করে তার অবদান নিয়মিত করার সুযোগ পাবেন।
প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনার যোগ্যতা
PMSYM এর জন্য গ্রাহকের নিম্নলিখিত যোগ্যতাগুলি প্রয়োজনঃ
- এই প্রকল্প অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য উপলব্ধ
- বয়সসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে
- সর্বাধিক মাসিক আয় ₹১৫,০০০/- টাকা পর্যন্ত হতে পারে।
পিএমএসওয়াইএম -এর ক্ষেত্রে অযোগ্য
নিম্নলিখিত ক্ষেত্রে গ্রাহক অযোগ্য বিবেচিত হবেনঃ
- আয়কর প্রদানকারী
- নিউ পেনশন স্কিম (এনপিএস) সদস্য
- এমপ্লয়ীজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন (ইএসআইসি) সদস্য
- এমপ্লয়ীজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)
আরও পড়ুনঃ অটল পেনশন যোজনা কি?
পিএমএসওয়াইএম চার্ট
প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনার গ্রাহককে ৬০ বছর বয়স পর্যন্ত অবদান রাখতে হয়। এই অবদানের পরিনাম গ্রাহককের যোজনায় প্রবেশের বয়সের ওপর নির্ভর করবে।
পিএমএসওয়াইএম মাসিক অবদানের চার্টটি নিচে দেওয়া হলঃ
প্রবেশ বয়স | গ্রাহকের মাসিক অবদান | সরকারের মাসিক অবদান | মোট মাসিক অবদান |
১৮ | ₹৫৫ | ₹৫৫ | ₹১১০ |
১৯ | ₹৫৮ | ₹৫৮ | ₹১১৬ |
২০ | ₹৬১ | ₹৬১ | ₹১২২ |
২১ | ₹৬৪ | ₹৬৪ | ₹১২৮ |
২২ | ₹৬৮ | ₹৬৮ | ₹১৩৬ |
২৩ | ₹৭২ | ₹৭২ | ₹১৪৪ |
২৪ | ₹৭৬ | ₹৭৬ | ₹১৫২ |
২৫ | ₹৮০ | ₹৮০ | ₹১৬০ |
২৬ | ₹৮৫ | ₹৮৫ | ₹১৭০ |
২৭ | ₹৯০ | ₹৯০ | ₹১৮০ |
২৮ | ₹৯৫ | ₹৯৫ | ₹১৯০ |
২৯ | ₹১০০ | ₹১০০ | ₹২০০ |
৩০ | ₹১০৫ | ₹১০৫ | ₹২১০ |
৩১ | ₹১১০ | ₹১১০ | ₹২২০ |
৩২ | ₹১২০ | ₹১২০ | ₹২৪০ |
৩৩ | ₹১৩০ | ₹১৩০ | ₹২৬০ |
৩৪ | ₹১৪০ | ₹১৪০ | ₹২৮০ |
৩৫ | ₹১৫০ | ₹১৫০ | ₹৩০০ |
৩৬ | ₹১৬০ | ₹১৬০ | ₹৩২০ |
৩৭ | ₹১৭০ | ₹১৭০ | ₹৩৪০ |
৩৮ | ₹১৮০ | ₹১৮০ | ₹৩৬০ |
৩৯ | ₹১৯০ | ₹১৯০ | ₹৩৮০ |
৪০ | ₹২০০ | ₹২০০ | ₹৪০০ |
প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা প্রয়োজনীয় নথি
পিএমএসওয়াইএম -এর ক্ষেত্রে নিম্নলিখিত নথীগুলি প্রয়োজনঃ
- আধার কার্ড
- সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট / জন ধন অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড
- মোবাইল নম্বর
প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা আবেদন
পিএমএসওয়াইএম আবেদন অফলাইন এবং অনলাইন দুটি পদ্ধতিতেই করা সম্ভব।
পিএমএসওয়াইএম অফলাইন আবেদন
- আবেদনকারী ব্যক্তিকে উপরে উল্লিখিত প্রয়োজনীয় নথীগুলি নিয়ে নিকটবর্তী CSC বা ‘কমন সার্ভিস সেন্টার’ -এ যেতে হবে।
- CSC তে ‘ভিলেজ লেভেল এন্ট্রেপ্রেনিউর’ বা VLE আবেদনকারীর নাম, আধার নম্বর, জন্মতারিখ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, মোবাইল নম্বর, ইমেল আইডি ও নমিনির বিশদ বিবরণ নিবন্ধন করবেন এবং ডেমোগ্রাফিক প্রক্রিয়ার মাধ্যমে তা ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’ বা UDAI ডাটাবেস যাচাই করা হবে।
- এরপর সিস্টেমটি গ্রাহকের বয়স অনুসারে স্বয়ংক্রিয়ভাবে তার মাসিক অবদান গণনা করবে।
- গ্রাহককে প্রথম মাসের অবদান নগদে ‘ভিএলই’ -কে প্রদান করতে হবে এবং গ্রাহককে তার রসিদ প্রদান করা হবে।
- যোজনায় তালিকাভুক্তির ফর্ম এবং অটো ডেবিট ম্যান্ডেট ফর্ম প্রিন্ট করা হবে এবং সুবিধাভোগীর দ্বারা স্বাক্ষর করা হবে। ‘ভিএলই’ তা স্ক্যান করে সিস্টেমে আপলোড করবে।
- এরপর একটি শ্রম যোগী পেনশন অ্যাকাউন্ট নম্বর (স্প্যান) তৈরি হবে এবং শ্রম যোগী কার্ড প্রিন্ট করার মাধ্যমে আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
পিএমএসওয়াইএম অনলাইন আবেদন
- আপনাকে প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা অফিসিয়াল ওয়েবসাইট -এ যেতে হবে।
- ওপরের মেনু থেকে ‘লগইন’-এ ক্লিক করতে হবে।
- তারপর আপনাকে ‘সেলফ্ এনরোলমেন্ট’-এ ক্লিক করতে হবে।
- আপনার মোবাইল নম্বরটি লিখে ‘প্রসীড’-এ ক্লিক করতে হবে এবং ওটিপি ভ্যারিফিকেশনের মাধ্যমে লগইন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
- লগইন করার পর আপনি পোর্টালের ড্যাশবোর্ডে প্রবেশ করবেন। এরপর আপনাকে ওপরের ‘এনরোলমেন্ট’-এ গিয়ে ‘প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা’ তে ক্লিক করতে হবে।
- এরপর আবেদনের মূল ফর্ম পেজটিতে আপনি পৌছাবেন, যেখানে সমস্ত তথ্য যথাযত ভাবে পূরণ করে ‘সাবমিট’ করতে হবে।
- এরপর ওটিপি ভ্যারিফিকেশনের মাধ্যমে বায়ো অথেনটিকেশন করতে হবে।
- তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, নমিনি এবং আপনি মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক বা বার্ষিক অবদান প্রদান করবেন তা উল্লেখ করে সাবমিট করতে হবে।
- এরপর ‘প্রিন্ট ম্যান্ডেট ফর্ম’-এ ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে তা প্রিন্ট করতে হবে এবং সই করার পর সেটি স্ক্যান করে আপলোড করতে হবে।
- আপনি অনলাইন ডেবিট/ক্রেডিট কার্ড বা CSC মাধ্যমে আপনার অবদান জমা করতে পারেন।
- আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর ওপরের মেনু থেকে ‘কমপ্লিট’-এ ক্লিক করে আপনি আপনার কার্ডটি ডাউনলোড বা প্রিন্ট করে নিতে পারবেন।
প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা সম্পর্কিত প্রশ্ন
PMSYM-এ সর্বনিম্ন পেনশনের পরিমাণ কত?
এই পেনশন স্কিমে সুবিধাভোগী ৬০ বছর বয়সে পৌঁছানোর পর প্রতি মাসে ₹৩০০০/- টাকার ন্যূনতম নিশ্চিত পেনশন পাবেন এবং সুবিধাভোগীর মৃত্যুর পর তার পত্নী ৫০% পারিবারিক পেনশন পাওয়ার অধিকারী হবেন।
পিএমএসওয়াইএম-তে মাসিক প্রিমিয়ামের পরিমাণ কত?
প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনায় মাসিক অবদানের পরিমাণ সুবিধাভোগীর বয়সের ওপর নির্ভর করে। এই যোজনার মাসিক প্রিমিয়াম হোল সর্বনিম্ন ₹৫৫/- এবং সর্বোচ্চ ₹২০০/- টাকা।
প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনার জন্য কারা যোগ্য?
PMSYM-এর জন্য ১৮ থেকে ৪০ বছর বয়সী যেকোন অসংগঠিত কর্মী, যেমন গৃহ ভিত্তিক শ্রমিক, রাস্তার বিক্রেতা, হেড লোডার, ইট ভাটা, মুচি, নোংরা বাছাইকারী, গৃহকর্মী, ধোপা, রিকশাচালক, গ্রামীণ ভূমিহীন শ্রমিক, নিজস্ব হিসাব শ্রমিক, কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক, তাঁত শ্রমিক, চামড়া শ্রমিক ইত্যাদি এবং যাদের মাসিক আয় ₹১৫,০০০/- টাকার কম।
তবে গ্রাহক, জাতীয় পেনশন স্কিম, এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন স্কিম, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন স্কিমের মতো কোনও বিধিবদ্ধ সামাজিক নিরাপত্তা স্কিমের আওতায় থাকলে হবে না এবং তিনি অবশ্যই আয়কর প্রদানকারী হবেন না।
একজন ন্যাশনাল পেনশন স্কিম বা NPS সদস্য কি PMSYM স্কিমের সুবিধাও পেতে পারেন?
না, সেক্ষেত্রে তিনি PMSYM স্কিমের জন্য যোগ্য হবেন না।
পিএমএসওয়াইএম অবদান কিভাবে দেওয়া যায়?
PMSYM-এ অটো-ডেবিট পদ্ধতির দ্বারা অবদান গ্রহণ করা হয় এবং সেক্ষেত্রে আপনি আপনার সুবিধা মতো অবদানের ধরণ মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক অথবা বার্ষিক পছন্দ করতে পারবেন। তবে আপনি কোন CSC থেকে স্কিমের জন্য আবেদন করলে আপনাকে প্রথম অবদান নগদে দিতে হবে।
প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনার কোন গ্রাহক পরে কোন সংগঠিত ক্ষেত্রে যোগদান করলে কি হবে?
PMSYM এর কোন কর্মী যদি সংগঠিত ক্ষেত্রে যোগদান করেন, তবে সেক্ষেত্রে সরকারের অবদান বন্ধ হয়ে যাবে এবং সদস্য যদি এই যোজনায় থাকতে চান, তবে সরকারের অবদানের সমান অর্থ সদস্যকেই প্রদান করে হবে। অন্যথা, তিনি সুদের সাথে তার অবদান প্রত্যাহার করতে পারেন।
PMSYM-এ পেনশন শুরু হওয়ার আগে গ্রাহকের মৃত্যুর ক্ষেত্রে কী হবে?
যদি গ্রাহক পিএমএসওয়াইএম -তে নিয়মিত অবদান রাখেন এবং পেনশন শুরুর আগে তার মৃত্যু হয়, তবে তার পত্নী পরবর্তী সময় নিয়মিত অবদানের মাধ্যমে এই পেনশনের অধিকারী হবেন। অবদানের মেয়াদ শেষ হলে, পত্নী মাসিক ₹৩০০০/- পেনশন পাবেন। অন্যথা, স্বামী বা স্ত্রী চাইলে সদস্যের অবদানের পরিমাণ মনোনীত ব্যক্তিকে সেভিংস ব্যাঙ্কের সুদের হারের সাথে ফেরত দেওয়া হবে।
প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনায় গ্রাহককে কত বয়স পর্যন্ত অবদান রাখতে হবে?
PMSYM তে ৬০ বছর বয়স পর্যন্ত সুবিধাভোগীকে নির্ধারিত মাসিক অবদান রাখতে হবে।